![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল কবিতাকে ছুটি দিয়ে আজ
শুধু মত্ত প্রেমের সুরা
ভালবাসায় সাজিয়ে দেব
মনের ফুলদানি, রক্তিম কৃষ্ণচূড়া।
মনের পেয়ালা ভরে মাদকতার দাসের
প্রতিটি স্নায়ুর আর্তনাদের কণ্ঠ
আবেদন আকুল কাষ্ঠ হৃদয়ে
তৃষ্ণা প্রচণ্ড, অতি প্রচণ্ড।
খাঁচার ভিতরের বুনো পাখির মত
অভিশপ্ত অদ্ভুত পাগল মন
খোঁজে ফেরে তোমায় পথে প্রান্তরে
আনচান চিত্ত, আকুল সারাক্ষণ।
মেহেদি হাতে সাজানো তোমার
বকুলফুলের মালা
দূর হ হতচ্ছাড়া দূরত্ব
জুড়াইব আজি জ্বালা।
সাদা মোমের উষ্ণ আভায়
বাঁকা রাতুল হাসি
হাজার হাজার ঊর্মির নাচন
মনের গলায় ফাঁসি।
টানাটানা ডাগর চোখের
মায়া হরিন দৃষ্টি
বারবার দেখে ও অতৃপ্ত
হ্রদয়, অদ্ভুত অনাসৃষ্টি।
ছলে ছলে রাঙ্গাইয়া মন
রিনিঝিনি হাসির সুর
বুকের কাঁপন, হৃদয় মাঝি
সুরার মাতাল মত্ত, চুর।
চোরামনের অবুঝ মাঝির
মন ভাসাইয়া নাও
কবিতাকে দিলাম ছুটি
উজাননদীর গাঁও।
০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৬
ভ্রমরের ডানা বলেছেন: আপনার ভাললাগা আমার সৌভাগ্য। অনেক ধন্যবাদ ভাই
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২
খায়রুল আহসান বলেছেন: মেহেদি হাতে সাজানো তোমার
বকুলফুলের মালা
দূর হ হতচ্ছাড়া দূরত্ব
জুড়াইব আজি জ্বালা। -- বেশ বলেছেন।
এ ধরণের ছুটি সাময়িক হয়ে থাকলে অসুবিধে নেই।
আপনার এর আগের কবিতা "ঘ্রাণ" এও একটা মন্তব্য রেখে এসেছিলাম। দেখে থাকবেন হয়তো বা।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯
ভ্রমরের ডানা বলেছেন: সাময়িক ছুটিতেই বেশি জ্বালা! অসীম কষ্ট! সেগুলো কমবেশি সবার জীবনেই আছে, থাকে। অসীম করুনাময়ের দয়ায় সেগুলো উত্তীর্ণ হতে হয়, হয়ে যায়।
পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ প্রিয় লেখক।
পুরোনো কবিতা পাঠ করেছেন দেখে আপ্লুত হলাম।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০০
সেলিম আনোয়ার বলেছেন: চোরামনের অবুঝ মাঝির
মন ভাসাইয়া নাও
কবিতাকে দিলাম ছুটি
উজাননদীর গাঁও।
বাহ বেশতো ।লিখতে থাকুন চমৎকার সব কবিতা ।