![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখিয়া রূপের ঝলকানিতে
আজি ঝলসে গেল আঁখি
আকুল হিয়ার তানপুরা আজ
থেকে থেকে উঠি ডাকি।
আমি সুরা ধারা প্রিয়ার ঠোঁটে
অমৃত মদ পেয়ালা
মাতাল করিতে এসেছি
জুড়াব প্রানের জ্বালা ।
ওরে দুরন্ত বাতাসে উড়ন্ত চুম্বন
দুষ্ট কামনা শিস
মাতাল মদের পেয়ালায়
আজি দূর কর মনবিষ।
প্রেমিকার বুকের ঢেউ
থরথরে দেহ ভাষা
হাজার তারার তৃষ্ণার
গান পূর্ণ হবে আশা।
আজি বাতাসে ভেসে আসে
ওই বিভোর নোনতা ঘ্রান
ছেড়ে দে রে মত্ত মাতাল
জুড়িয়ে আসি প্রান।
ক্রন্দনরত প্রেমিকা হৃদয়ের
ক্ষরিত লোহিত ধারা
প্রবল আঘাতে পাষণ্ড তোর
অস্তিত্ব আজি সারা।
হিংসার অনল, লোভের লাভা
কপট ছলের জাল
পাপী বুকের হাবিয়া্
তুই নিশ্চিত বেসামাল।
প্রেম রাজ্যের দেওয়ালে
দেওয়ালে ঘৃণিত সংশয়
কঠিন আঘাতে ভাঙব তোরে
হবে হবেই জয়।
পথের মাঝে প্রেমিক ভ্রমর
মেলে ইচ্ছে ডানা
দূর হ হতচ্ছাড়া সব
করিস নে আর মানা।
সুরায় মত্ত প্রেয়সীর
গোলাপি প্রেমের চাদর
জোছনা বনে চাঁদের হাসি
আদি বুনো আদর।
০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৯
ভ্রমরের ডানা বলেছেন: থাকব নাকো বদ্ধ ঘরে
দেখব এবার জগতটাকে
কেমনে করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।
স্টাইল পুরানা কিন্তু মজাটা নতুন। আপনাকে পাশে পেয়ে ধন্য।
২| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২
ঢাকাবাসী বলেছেন: কবিতাটি সুন্দর।
০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪১
ভ্রমরের ডানা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
খায়রুল আহসান বলেছেন: সুরায় মত্ত প্রেয়সীর
গোলাপি প্রেমের চাদর
জোছনা বনে চাঁদের হাসি
আদি বুনো আদর -- শেষ স্তবকটাই কবিতার শ্রেষ্ঠ স্তবক। আদি বুনো আদর একটা চমৎকার অভিব্যক্তি।
কবিতায় "লাইক"।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
ভ্রমরের ডানা বলেছেন: এত পুরোনো কবিতায় আপনার লাইক কমেন্ট পেয়ে খুন খুশি হয়েছি। তবে কবিতার প্রথম দিকের লেখাটা খুব একটা ভাল হয়নি!
তবে যা লিখেছি তাই বেশ!
কবিতা পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন!
শুভকামনা প্রিয় লেখক!
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৯
শতদ্রু একটি নদী... বলেছেন: পুরনো স্টাইল। ভালোই।
ভ্রমর ডানা দেখি মুক্ত হইছে। শুভেচ্ছা।