![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের কোলাহলে আজও কান পেতে শুনি
কত স্বরলিপি প্রেম সুর ।
কপোত কপোতীর ভালবাসার কফি নিয়মিত
রেস্তোরার টেবিলে নৃত্যরত মত্ত মাতাল চূর।
প্রতিটি কৃষ্ণচূড়ার গালের রক্তিম লালে
সজ্জিত ললনার ভিড়ে মুখরিত কোলাহল।
খুজে দেখি তোমার কাঁচের চুড়ি
এদিক সেদিক আলুথালু চুলো পাগল।
ভ্রমরজোড়া কালোচোখে রঙিন
স্বপ্ন প্রেম স্বর্গের আশা
মরীচিকার মত দেয়নি ধরা
হায়রে অবুঝ ভাষা।
গুনে গুনে ঘাসের পাতায়
ভোরের শিশির বিন্দু
একটু আশা তবুও যদি
ধরা দেয় মোর ইন্দু।
হারিয়ে যাওয়া তিনটি পদ্ম
স্রোতে ভেসে বহুদূর
তাই তোমাদের কোলাহলে খুজি
হারানো প্রেমের সুর ।
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১০
ভ্রমরের ডানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজপুত্র। আপনার কবিতাটি ভাল লেগেছে জেনে ভীষণ তৃপ্ত হলাম। এই অধমকে অনুসরণে নিয়ে ধন্য করলেন। কৃতজ্ঞতা জানবেন
২| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: খুব ভাল লেগেছে
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভাল থাকবেন।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৯
খায়রুল আহসান বলেছেন: সুন্দর শিরোনামে সুন্দর কবিতা। ছবিটাও সুন্দর।
প্রথম আর শেষ স্তবকদুটো বেশী সুন্দর। হারিয়ে যাওয়া তিনটি পদ্ম সম্পর্কে একটু ব্যাখ্যা পেলে ভাল হতো।
কবিতায় প্লাস + +
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
হারিয়ে যাওয়া তিনটি পদ্ম তিনটি বন্ধু। যাদের সাথে অনেক কিছুই হত, খুনসুটি কবিতা গান গল্প। তারা আজ সময়ের স্রোতে থেকেও নেই। কবিতা লেখা ছেড়ে দিয়েছে। পুরোপুরি ব্যস্ত মানুষ। পুরোনো কবিতায় আপনার মন্তব্য পেয়ে ও কবিতাটি আমি নিজে পড়েও বেশ তৃপ্ত হলাম।
কবিতার এমন অনুভবে আর প্লাসে কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয় লেখক! কবিতার সূক্ষ্ম পাঠে ও হৃদয়গ্রাহী মন্তব্যে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। ভাল থাকুন সবসময়!
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কোন লাইন কোট করতে পারলাম না। পুরোটা জুড়েই ভালো লাগা জানিয়ে গেলাম। +
অনুসরণে নিলাম আপনাকে।