![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজানা রঙের অজানা বনে তুমি আজও জ্বলজ্বলে
মিটিমিটি নক্ষত্ররাজি ফুল আমার মহাকাশ জুড়ে ।
বাস্তবতার দেওয়াল ভেঙ্গে আজও তোমায় দেখি
পশ্চিম জানালা খুলে তোমার চোখের পাল্লায় মাপি আমার ভালবাসার ফসল।
তোমার দুটি মায়া চোখের তারায় মহাকাশের সুনসান নীরবতা
কিছুই পেলাম না শুধু কিছু নিঃশব্দ বেদনা ছাড়া।
বোবা বেদনার নীলরঙা শাড়িতেও তুমি তবুও লাস্যময়ী
প্রাণবন্ত প্রানের সুরে আজও গেয়ে যাওয়া কোকিল।
বিশ্বাস করো নীলপরী তোমার হাতের প্রতিটি
আঙ্গুলের ভাঁজের বনেদিপনায় আজও আমি ক্রীতদাস।
উত্তাল বুকে ঝড় নই আমি সাদা মেঘের ভেলা
সাগর বুকে ঘূর্ণিল বিণ শেষ কর এই খেলা।
হারিয়ে যাওয়া হৃদমনি করজোড় ফরিয়াদ
উত্তপ্ত বাস্পিল চোখ নিও সুখ স্বাদ।
ললাটের রাজপ্রাসাদে সুখে থেকো তুমি
ক্রীতদাস সদাই সুখী স্মৃতির পেয়ালা চুমি।
ছবিঃ গুগল
১৫ ই মে, ২০১৫ সকাল ১১:৫৯
ভ্রমরের ডানা বলেছেন: অনুপ্রাণিত হলাম রাজপুত্র। নীলপরীর বনেদিপনার দাসত্ব থেকে মুক্তি চায় ক্রীতদাস। সেজন্য এই কবিতা লেখা।
২| ১৫ ই মে, ২০১৫ রাত ১:৫৯
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোই হইছে।
১৫ ই মে, ২০১৫ রাত ২:০৫
ভ্রমরের ডানা বলেছেন: শতদ্রু ভাইয়ু থ্যাংকস
৩| ১৬ ই মে, ২০১৫ রাত ৮:১৪
উর্বি বলেছেন: অমায়িক সুন্দর
১৬ ই মে, ২০১৫ রাত ১০:৩৮
ভ্রমরের ডানা বলেছেন: পাঠ ও কমেন্টে ধন্যবাদ। আপ্লূত হলাম।
৪| ১৬ ই মে, ২০১৫ রাত ৮:৪১
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ
১৬ ই মে, ২০১৫ রাত ১০:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: প্রামানিক ভাই ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: বিশ্বাস করো নীলপরী
তোমার হাতের প্রতিটি
আঙ্গুলের ভাঁজের বনেদিপনায়
আজও আমি ক্রীতদাস
মুগ্ধতা।