![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যন্ত্রণাময় নিরবতার চারা ক্রমশ বেড়ে আজ অশ্বথ,
সহ্যের প্রতিটি প্রাচীন প্রাচীরে গজিয়েছে বটের চারা,
রাজসিক অবহেলার ধুলোতে ঢাকা পড়েছে ভালবাসার মখমল।
নিন্দিত মাকড়সার জালে অসহায় ভ্রমর।
ভ্রমরের ডানায় নিক্ষিপ্ত তোমার রচিত গোলা
ফিরে গেছে সহস্র আগুনরঙা ফুল হয়ে, তবুও
তোমার ক্রোধের আগুনে পুড়ে গেছে আমার কবিতার ডায়েরি।
তপ্ত অশ্রুর সাথে কর্পূরের মত উড়ে গেছে প্রতিটি কবিতার লাইন।
এখনো আমার কবিতার বর্ণমালা খেলছে ভাইবোনের
মত খুনসুটি করে তোমার স্কারলেট রেড বাগানে,
উপেক্ষা করার মত নয় ওরা ভীষণ আদুরে এতিম শব্দকলি,
ওদের কলকাকলিতেই আজ খুজে ফিরি তোমাকে ।
আমি শতাব্দী ক্রোশ দূরে থেকেও জানি
তোমার বনেদি গোলাপের বাগানে নেই কোন বসন্ত কোকিল,
তাই বাগানের প্রতিটি ঘাসপাতার কানে
আমি শব্দের ফেরিওয়ালা ।
মুদ্রার ওপাশে তোমার আদুরে জাপানিজ ক্যামেলিয়া সাজ দেখার জন্যে,
এপাশে আমি ছটফট করি ডানাবিহীন পতঙ্গের মত।
বাতাসে হাতড়ে খুজি তোমার ভালোবাসার চিঠি,
যন্ত্রণার নদী থেকে সমুদ্র আজ সর্বত্র বিদ্রোহ।
আজ একটাই দাবী,
ভেঙ্গে দাও আমাকে কাঁচের লাল চুড়ির মত।
১৮ ই মে, ২০১৫ দুপুর ১:৪৮
ভ্রমরের ডানা বলেছেন:
খেয়ালি এলিটার বেখেয়ালে ভেঙ্গে যাওয়া কাঁচের চুড়ি ও ভাগ্যবান। ক্রীতদাসের অনেক কষ্ট তাই ওরে ভাঙ্গে ফেলার কথা বলেছি।
পাঠ ও কমেন্টের জন্য ধন্যবাদ। ইয়া খুদা!! ২ টা প্লাস। ওয়াও!! থাঙ্কু থাঙ্কু
২| ১৮ ই মে, ২০১৫ রাত ৮:৩৪
অশ্রুত প্রহর বলেছেন: এই যন্ত্রণাময় নিরবতার চারা ক্রমশ বেড়ে আজ অশ্বথ
সহ্যের প্রতিটি প্রাচীন প্রাচীরে গজিয়েছে বটের চারা
রাজসিক অবহেলার ধুলোতে ঢাকা পড়েছে ভালবাসার মখমল
নিন্দিত মাকড়সার জালে অসহায় ভ্রমর।
হুম। এই অবস্থা।
কিন্তু কবিতাটি ভাল লাগিল।
১৮ ই মে, ২০১৫ রাত ১০:৫৫
ভ্রমরের ডানা বলেছেন: ক্রীতদাসের অবস্থা এর থেকে আর কি বা ভাল হবে বলেন যতটুকু পারে সে স্মৃতির বস্তা নিয়ে পাড়ি দেয় অজস্র মাঠ প্রান্তর। এতেই তার তৃপ্তি।
পাঠ ও কমেন্টে কৃতজ্ঞতা। ভাল থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
৩| ১৮ ই মে, ২০১৫ রাত ৯:৪৫
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
প্রথম স্তবকটি সুন্দর হয়েছে । বাকীগুলো কেমন যেন অপেলবতা নিয়ে পড়ে আছে ভাঙার অপেক্ষায় ।
ভালোলাগা সহ শুভেচ্ছা ।
১৮ ই মে, ২০১৫ রাত ১১:০০
ভ্রমরের ডানা বলেছেন: প্রথমটা একেবারেই ভেঙ্গে গেছে। পরেরে গুলা ধীরে ধীরে ভাঙতে ভাঙতে শেষ দুটি লাইনে একেবারে ভেঙ্গে পরেছে আরকি । আমার কবিতা গুলা কিছুটা এমনই আমার মতই।
পাঠে ও সুন্দর কমেন্টে কৃতজ্ঞ করে গেলেন। নিরন্তর শুভকামনা।
৪| ১৯ শে মে, ২০১৫ সকাল ৯:৫৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এই যন্ত্রণাময় নিরবতার চারা ক্রমশ বেড়ে আজ অশ্বথ
সহ্যের প্রতিটি প্রাচীন প্রাচীরে গজিয়েছে বটের চারা
রাজসিক অবহেলার ধুলোতে ঢাকা পড়েছে ভালবাসার মখমল
নিন্দিত মাকড়সার জালে অসহায় ভ্রমর।
++++্
ভাল লাগা কবিতায়।
১৯ শে মে, ২০১৫ দুপুর ২:০৫
ভ্রমরের ডানা বলেছেন: ধন্য হলাম প্রিয় " বঙ্গভূমির রঙ্গমেলায় " ভাই। শুভেচ্ছা রইল।
৫| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩২
মিঠু জাকীর বলেছেন: বাতাসে হাতড়ে খুজি তোমার ভালোবাসার চিঠি - -দারুণ তো
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২০
ভ্রমরের ডানা বলেছেন: আবেগে লেইখা ফেলছি। পাঠে ও কমেন্টে শুভেচ্ছা মিঠু ভাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৫ দুপুর ১:১২
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাঙ্গার জন্য এতো অস্থির হইছেন ক্যান??
কবিতা ভাল্লাগছে। ++