![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা, কবি তোমাকে ভুলে যায়নি !
ঝড়ে পরা শিউলি ফুলের মালায় তোমার
খোঁপার লাজুক স্নিগ্ধ মায়াবি সফেদ বন,
সাজিয়ে রেখেছি অক্ষিগোলার বাগানে বাগানে।
সবুজ প্রেমের উর্বর বীজ বুনেছি
মনের গহিন বনের আনাচে কানাচে,
চঞ্চল জাহাজের মত সাঁতরেছি তোমার
উত্তাল সাগর, প্রতিটি ঢেউয়ের ভাঁজে!
ভুলে গেছ আমাকে তুমি শতভাগ।
তবু তোমাকে গেঁথে রেখেছি হস্তরেখার দাগে দাগে,
বুকের বা পাশে হৃদঘড়িতে আজও ডং ডং
করে বাজে তোমার চঞ্চল হাসির ঘণ্টা।
নিস্তব্ধ রাতের বুকে ঝাপসা আলোতে জ্বেলেছি
নিস্পাপ ভালবাসা রঞ্জিত সূর্যের মশাল,
তাই আজ ছায়াপথ পরিবর্তনেও রেহায় নেই তোমার,
উল্কার বেগে ছুটছি তোমায় ছুঁয়ে দেব বলে।
০২ রা জুন, ২০১৫ সকাল ১১:০৯
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ।
২| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:০৬
শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা ভাল্লাগছে। উল্কার বেগে ছুটেন, কিন্তু কোন বায়ুমন্ডলের ভেতর দিয়া যাইয়েননা। ছারখার হইয়া যাবেন।
০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:১৬
ভ্রমরের ডানা বলেছেন: ঘটনা মনে হয় মহাশূন্যে ঘটবে ভাইয়ু! আর ছারখার তো হয়েই আছি। আর কত??
৩| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:১৮
শতদ্রু একটি নদী... বলেছেন: ছারখার জীবন হাহাকার যুক্ত কইরেননা, তাইলে এই মহাজগতে লুকানোর জায়গা পাবেননা।
০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:২৭
ভ্রমরের ডানা বলেছেন: আমার জগতে হাহাকার একটি ধুয়ার গোলা মাত্র! আমার মহাজগতে তার কোন মূল্য নেই। হাজার ও ছায়াপথের ওড়ানায় সাজানো ভালবাসার নতুন বাগান।
৪| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:৩০
শতদ্রু একটি নদী... বলেছেন: হাহাকার নাই?? তাইলে তো আপনি সুখী মানুষ ভাই। ছায়াপথ ওড়না সদৃশ্য? তাইলে ললনা টা কে যে এই ওড়না পরিধান করে?
০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:৩৮
ভ্রমরের ডানা বলেছেন: হাহাকার কে প্রতিনয়ত উড়িয়ে দিয় প্রতিটি সিগ্রেতের ফুঁকে। জ্বালিয়ে দিই সব সস্তা স্মৃতি। ঢেলে সাজাই নতুন ছায়াপথ। ললনার ওড়নায় ঢাকা তাহার নিজের মুখ। আমিও চিনি না। মুখ বের করে আবার লুকায়। তবে বাগান যে সে সাজাবে এটা নিশ্চিত ভাইয়ু।
৫| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:৫১
শতদ্রু একটি নদী... বলেছেন: সিগারেটের যা দাম হইছেনা, গাঞ্জা সিগারেটের চেয়ে বেশি সস্তা। হাহাকার আর বেশি বেশি উড়বে, উড়ার উপরেই থাকবে এইবার।
০২ রা জুন, ২০১৫ দুপুর ১:০২
ভ্রমরের ডানা বলেছেন: গাঞ্জুর স্বাদ নেওয়া হয় নাই। ইচ্ছাও নাই। গোল্ডলিভেই আজীবন সাথী ভাইয়ু!
৬| ০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২০
উর্বি বলেছেন: নিস্তব্ধ রাতের বুকে ঝাপসা আলোতে জ্বেলেছি
নিস্পাপ ভালবাসা রঞ্জিত সূর্যের মশাল,
তাই আজ ছায়াপথ পরিবর্তনেও রেহায় নেই তোমার,
উল্কার বেগে ছুটছি তোমায় ছুঁয়ে দেব বলে।
০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০২
ভ্রমরের ডানা বলেছেন: পাঠ ও কমেন্টে ধন্যবাদ চিত্রকর
৭| ০৩ রা জুন, ২০১৫ রাত ৮:০১
উর্বি বলেছেন:
১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪৫
ভ্রমরের ডানা বলেছেন: কি হল চিত্রকর
৮| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১০:৫৮
মিঠু জাকীর বলেছেন: সুন্দর একটা ছুঁয়ে দেবার কাব্য।
ভাল লেগেছে ।
২৬ শে জুন, ২০১৫ রাত ৯:৫৫
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন মিঠু জাকীর ভাই। সুন্দর কমেন্টে আপ্লূত হলাম।
৯| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ২:১৭
উর্বি বলেছেন: আপনি বেচে আছেন??
২৬ শে জুন, ২০১৫ সকাল ৮:৫১
ভ্রমরের ডানা বলেছেন: একটু বেঁচে থাকার চেষ্টা করলাম চিত্রকর। গ্রামে গিয়েছিলাম।
১০| ২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৩১
খেয়ালি দুপুর বলেছেন: ভাল লেগেছে ভিষণ। শুভকামনা!
২৬ শে জুন, ২০১৫ সকাল ৮:৫৩
ভ্রমরের ডানা বলেছেন: আপনার ভালোলাগায় আপ্লূত হলাম। ভাল থাকবেন খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি!
১১| ২৬ শে জুন, ২০১৫ সকাল ১০:২৭
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ
২৬ শে জুন, ২০১৫ রাত ৯:৫৭
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ প্রামািনক ভাই
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৫ সকাল ১০:৫০
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !