![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের প্রতিটি ভাঁজ কাটার আঘাতে জর্জরিত,
চিড়ে যাওয়া ধমনি হয়েছে ভালবাসার পদ্মা,
তাজা নীল রক্তের স্রোতে ভিজিয়ে দিচ্ছে
স্মৃতির সবুজ ঘাসের চাদর, মাঠ, ঘাট প্রান্তর।
রক্তাক্ত হৃদয় পানকৌড়ির ডানার ঝাপটানিতে
টলমলে দিঘির বুকে সঙ্কিত শাপলা শালুক,
ভালবাসা আমার কেঁদে যায় বুক ডুকরে হু হু হু
দিনরাত অবুঝ বালিকার মত।
কেঁদে যায় দোলনচাঁপার বন, কদমের ফুল,
পূর্ব থেকে পশ্চিমের অনন্ত দিগন্তে সারি সারি দাড়িয়ে,
বর্ষা বাদলের সাথে তাল মিলিয়ে,
টুপটাপ বৃষ্টি হয়ে নীরবে নতমস্তকে।
তবুও ভালোবাসার শ্রাবণ বৃষ্টি ছড়িয়ে দিলাম,
তোর বাগানের প্রতিটি প্রান্তরে প্রান্তরে নিজের বাকি রক্তজল টুকু সেচে।
বিনিময়ে যেন তোর হাতে থাকা রক্ত গোলাপটা শুকাতে দিস না,
দুঃখবিলাসের ওটাই যে একমাত্র সম্বল।
৩০ শে জুন, ২০১৫ রাত ১:৫৬
ভ্রমরের ডানা বলেছেন: আত্মার খোরাক যোগাই ভাই, অপচেষ্টাও বলতে পারেন। আমার মত ক্ষুদ্র প্রানের দুঃখবিলাস মানায় না। আপনি ঠিক ই বলেছেন। কক্ষপথ পরিবর্তনের সময় হয়ে এসেছে।
২| ২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
জেন রসি বলেছেন: কবিতার মধ্যে কেমন যেন একটা রিক্তটা কিংবা বিসর্জনের স্বাদ আছে। গোলাপের কাঁটায় হাত রক্তাক্ত হইলে কিন্তু গোলাপ ফেলে দেওয়া উচিৎ!!!
কবিতা সুন্দর হয়েছে।
৩০ শে জুন, ২০১৫ রাত ২:০১
ভ্রমরের ডানা বলেছেন: আমার সব কবিতায় বিসর্জনের স্বাদ পাবেন। আপনার স্বাদ ভাল্লাছে জেনে খুশী হলাম। কাব্য রেঁধেছি মনের মসলা মিশিয়ে।
এর হ্যাঁ জেন রসি ভাই কবিতায় আমার হাত কাঁটায় রক্তাক্ত ছিল। কাওরন আমি ফুল তুলেছিলাম তাকে দিয়েছিলাম। তার হাতে কোন রক্ত নেই, আছে মেহেদি। ফুল ফেলে দিলে আমি শেষ। কবিতা ও শেষ।
অনেক ধন্যবাদ ভাই ভাল থাকবেন।
৩| ২৯ শে জুন, ২০১৫ রাত ৮:৩০
আরণ্যক রাখাল বলেছেন: তবুও ভালোবাসার শ্রাবণ বৃষ্টি ছড়িয়ে দিলাম
তোর বাগানের প্রতিটি প্রান্তরে প্রান্তরে নিজের বাকি রক্তজল টুকু সেচে
বিনিময়ে যেন তোর হাতে থাকা রক্ত গোলাপটা শুকাতে দিস না
দুঃখবিলাসের ওটাই যে একমাত্র সম্বল
ভালো লেগেছে এটুকু। ভালো থাকুন অনেক
৩০ শে জুন, ২০১৫ রাত ২:০২
ভ্রমরের ডানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। শুভ কামনা রইল।
৪| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:০০
উর্বি বলেছেন: কেঁদে যায় দোলনচাঁপার বন, কদমের ফুল
পূর্ব থেকে পশ্চিমের অনন্ত দিগন্তে সারি সারি দাড়িয়ে
৩০ শে জুন, ২০১৫ রাত ২:০৩
ভ্রমরের ডানা বলেছেন: বর্ষা বাদলের সাথে তাল মিলিয়ে
টুপটাপ বৃষ্টি হয়ে নীরবে নতমস্তকে।
চিত্রকর
৫| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:০৫
উর্বি বলেছেন: তার চেয়ে ভিজে ভিজে ক্ষয় হয়ে যাক
৩০ শে জুন, ২০১৫ রাত ২:২৮
ভ্রমরের ডানা বলেছেন: পারলেন এমন করে বলতে
৬| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:৩৩
উর্বি বলেছেন: খবরদার কাঁদবেন ন, তাইলে আমিও কাঁদতে বসে যাব :'(
৩০ শে জুন, ২০১৫ রাত ২:৩৫
ভ্রমরের ডানা বলেছেন: আমাকে একেলা কাঁদতে দিন প্লিজ
৭| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:৩৬
উর্বি বলেছেন: এ এ এ এ এ এ এ এ :'-(
৩০ শে জুন, ২০১৫ রাত ২:৪০
ভ্রমরের ডানা বলেছেন: ইস কান্নার মুড দিলেন তো নষ্ট কইরা
৮| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:৪২
উর্বি বলেছেন: কি মজা কি মজা
৩০ শে জুন, ২০১৫ রাত ২:৪৫
ভ্রমরের ডানা বলেছেন: ডাণ্ডাবেড়ি পড়ানো উচিত । সামনে পাইলে জেলে নিতাম
৯| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:৪৬
উর্বি বলেছেন: ইশশশশশ
কামূড় দিতাম ধরতে আসলে
৩০ শে জুন, ২০১৫ রাত ২:৫৪
ভ্রমরের ডানা বলেছেন: আপনি কি জিনিস চিত্রকর? সারছে রে!!
১০| ৩০ শে জুন, ২০১৫ রাত ৩:০৮
উর্বি বলেছেন: আমি তো বেবি বাচ্চা হুউউউউম
৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৪
ভ্রমরের ডানা বলেছেন: তাই না, তাইলে আমিও লেদা গেদা
১১| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৩
উর্বি বলেছেন: আপনি বুইড়া বেটা
আমি ল্যাবেঞ্জুস খাই
৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৮
ভ্রমরের ডানা বলেছেন: কইলেই হইল আমি বুড়া, রেগুলার ওয়ারিদ হেলথ কেয়ারে যাই
https://youtu.be/cyW-aTYGyoQ
১২| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৩
উর্বি বলেছেন: এহহহহহহহহ
আইছে ...
বুড়া বুড়া ব্যাটা
৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩০
ভ্রমরের ডানা বলেছেন: ভিডিও টা দেখছেন দেখেন। মজা পাবেন
১৩| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৩
উর্বি বলেছেন: এইগুলা পান কই ??
৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৮
ভ্রমরের ডানা বলেছেন: মজা নেওয়ার ইচ্ছা থাকা লাগে। হাসতে হাসতে শেষ হয়ে গেলুম। ১০-১৫ বার দেখলাম।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৮
শতদ্রু একটি নদী... বলেছেন: বেশ ভালো লাগলো ডানা ভাই। এতো দুঃখবিলাসের প্রয়োজন কেন? ব্জে স্মৃতি আর সময়ের কথা যত কম ভাবা যায় তত বেশিই ভালো থাকা যায়।