![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে গেছে গানের কলি
ক্ষান্ত গানের সুর,
জীবনঢুলী, সুরতাল ভুলি
আদাড় নেশায় চূর।
মাতাল বেশে এই বেশ আছি,
অহে অহেতুকী শতদল,
শুষ্কজলায় রুপ সঞ্চয়ী
পুস্পিত অধরা কমল।
আজ হারিয়ে তোমায় পুষ্প লতা
ভ্রমরেরা কাদে খুব,
ইথারীয় বুক ভারি হয়ে এল ওই
রুদ্ধবাষ্প চুপ।
তবুও ভ্রমর ভালই আছে
প্রকাশিত গান সত্য ।
খুঁজছি সুর, তাল লয়
ভেদিয়া পাতাল-মর্ত।
যেদিন আমি খুজে পাব
হারানো গানের সুর।
বাগানের বনে দেখা হবে
আঁকাবাকা পথ-দূর।
সেদিন গলায় পরিয়ে দেব
নতুন গানের মালা।
ললাটপটের অর্ক তুমি
ঈপ্সিত কুমুদবালা।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
ভ্রমরের ডানা বলেছেন: ভাই, ছন্দময় কবিতার দাম আধুনিক যুগে উঠে গেছে জানি তবুও না লেখে পারছি না। ছন্দ ই যে কবিতার আসল স্বাদ বের করে আনে। আপনার ভাল লেগেছে জেনে আপ্লুত হলুম। ধন্যবাদ ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
শায়মা বলেছেন: আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
মনে পড়ে মোরে প্রিয়
চাঁদ হয়ে রবো আকাশের গায়
বাতায়ন খুলে দিও!!!!
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
ভ্রমরের ডানা বলেছেন: ঠিক বলেছেন আপু। রেজিয়া পারভিনের গান। সাথে পলাশ ও গেয়েছিল। একসময়ে খুব চলেছিল গান টা। বেশ ভাল লাগত আমার। তখন অবশ্য বয়স বেশি ছিল না।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮
সুমন কর বলেছেন: সুন্দর ছন্দময়।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
শায়মা বলেছেন: রেজিয়া পারভীনের গান না!!!!!!!
https://www.youtube.com/watch?v=Rp4P6fKw0OA
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৫
ভ্রমরের ডানা বলেছেন: সরি, এই গানটাই রেজিয়া পারভিনের গলায় শুনেছিলাম আপু। কিন্তু গান বিষয়ে আমার খুব একটা ধারনা নেই। তবে শুনতেই যা ভাল লাগে আর কি। অনিল দাদা কে ধন্যবাদ এত সুন্দর একটা গান লেখার জন্য।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১
হাসান মাহবুব বলেছেন: প্রথম আট লাইন বেশ ভালো লাগলো। পরে আবার সেই প্রাচীনকালের মত শব্দের বিন্যাস ঘটালেন কেনো?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: আজকাল কিছু পুরনো কাব্যরস পানে করছিলুম।তারই বহিঃপ্রকাশ মাহাবুব ভাই,পরবর্তী কবিতায় আধুনিক কিছু শব্দ ব্যবহার করব। শুভকামনা রইল ভাইয়া।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
ভ্রমরের ডানা মুছে ফেলে আজ দিনান্তের খেলা ,
মনে হয়, এই ভালো আছি বেশ একেলা ......
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
ভ্রমরের ডানা বলেছেন: আমি আছি, বেশ ভাল এই একেলা
যাচ্ছে কেটে ভবের হাটে হাসিখুশির বেলা।
যাচ্ছে ভেসে সুখের ডানা অজানা মেঘ ছুয়ে
এই আছি, বেশ আছি, বেহিসাবি হয়ে।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৮
প্রামানিক বলেছেন: যেদিন আমি খুজে পাব
হারানো গানের সুর।
বাতায়ন খানি খুলেই রেখো
হৈয় না নিদ্রাতুর।
সুন্দর কথামালা। ধন্যবাদ
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১০
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই। কবিতায় খানিক পরিবর্তন এনেছি।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৪
ধূর্ত উঁই বলেছেন: সুন্দর কথা মালা +
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৩
ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে স্বাগতম ভাই। সুন্দর কমেন্টে প্রীত হলাম।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৭
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা এডিট করা হয়েছে
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৯
অন্ধবিন্দু বলেছেন:
ছন্দে লেখালেখি; সে বেশ কঠিন কাজই বটে। চেষ্টা হোক খুব করে।
অনেক শুভ কামনা।
আজ হারিয়ে তোমায় পুষ্প লতা
ভ্রমরেরা কাদে খুব,
ইথারীয় বুক ভারি হয়ে এল ওই
রুদ্ধবাষ্প চুপ।
ভালোলাগা রইলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২৫
ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে সুস্বাগতম অন্ধবিন্দু। সুন্দর কমেন্ট করে মুগ্ধ করে গেলেন।অনেক অনেক ভাল থাকবেন।
১১| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬
জুন বলেছেন: সেদিন গলায় পরিয়ে দেব
নতুন গানের মালা।
ললাটপটের অর্ক তুমি
ঈপ্সিত কুমুদবালা।
অসাধারণ অসাধারণ খেয়ালী প্রেমিকা
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০২
ভ্রমরের ডানা বলেছেন: জুন ভাই, এটা কি বললেন। খেয়ালি প্রেমিকা কে ভাই! প্রেমিকারা কখনই খেয়ালি হয় না বলে আমার ধারনা। হা হা হা। সুন্দর কমেন্টে ক্রিতজ্ঞতা।
১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭
রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল।দারুণ শব্দচয়ন
০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর কমেন্টে আপ্লুত করে গেলেন। সাথেই থাকুন।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩০
রিকি বলেছেন: যেদিন আমি খুজে পাব![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
হারানো গানের সুর।
বাতায়ন খানি খুলেই রেখো
হৈয় না নিদ্রাতুর। ++++++++++++++++++ ভ্রমরের ডানা ভাই