![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মালতীলতা কথা রাখেনি,
সে ছুটে গেছে দেওয়ালের ওই
বার্নিশ করা লিকলিকে রেলিং ছুঁয়ে।
কুচকুচে কাল সাপের মত জড়িয়ে
ধরেছে আধুনিক লৌহ দন্ড।
অথচ গ্রিলের পাশেই তরতাজা সবুজবাগে
ওর থাকার কথা।
ওর অপেক্ষায় থাকা বকুলের ডালটা
কাল নুয়ে পড়েছে হতাশায়।
মালতীরা মনে রাখে না,
অতীতের তীব্র ঘাত কোন ক্রিয়া-প্রতিক্রিয়া
ছাড়াই ভেঙে পড়েছে নতমস্তক।
হাহুতাশ করা অতীতের আশ্রম
আজ আমার মস্তিষ্ক।
ওরা অনেক আধুনিক,
নতুনের আগমনে জীর্ণগ্রন্থদের
ওরা ছুড়ে ফেলেছে চরম নির্মমতায়।
কলের গান,বউচি, ভাপানো পিঠা
ওদের কাছে পাংশুটে ইতিহাস।
ওরা নবজাগরন,
ওদের দাপটে জংলি বুনোহাঁসটাও
জংগলে লুকিয়ে থাকে সবুজের চাদরে।
পচা খাল খুবলে উপ্রে নেয় ওরা,
বানায় কনক্রিটের পাহাড়।
নব যৌবনভার মালতী লতার
আজ অতি আধুনিক হাল,
শুধু ব্রাত্য রয়ে যায় পড়ে
আমার প্রাচীন বকুল ডাল।
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১
ভ্রমরের ডানা বলেছেন: প্রথম লাইক ও কমেন্টে অসংখ্য ধন্যবাদ। সুমন ভাই আজ কাল কবিতা জমছে না। তাও জোর করে নামিয়ে দিলাম।
২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:০৩
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার ভাই। পাঠে ও কমেন্টে ক্রিতজ্ঞতা।
৩| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭
গেম চেঞ্জার বলেছেন: চরম বাস্তবতা। ভাল লাগছে। প্লাস।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৬
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ গেম চেঞ্জার ভাই। শুভকামনা।
৪| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে ।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭
ভ্রমরের ডানা বলেছেন: ভাল লাগায় ক্রিতজ্ঞতা জানবেন।
৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:১৫
শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর কবিতা। আজির বদলে আজ ব্যবহার করলেই ভাল হইতো মনে হয়। আজি মনে হয় সাধু। কবিতায় ভাললাগা রইলো।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:২১
ভ্রমরের ডানা বলেছেন: আপনার অপেক্ষায় ছিলাম ভাইয়ু। "আজি" ব্যবহার করে গুরু চন্ডালী ভুল করে ফেলেছি উফ। খেয়াল ই করি নি। ভুল সুধরে দেবার জন্য অনেক ক্রিতজ্ঞতা ভাই। শুভেচ্ছা নিবেন।
৬| ০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৫:১৭
উর্বি বলেছেন: কত চন্ডালী ভুল যেঁ করে বেড়াচ্ছে তার নাই হুশ।
আছে গুরু চন্ডালী নিয়ে পড়ে!
সব ঢং :/ হুহ
.....
কবিতা ভালো হয়েছে
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩
ভ্রমরের ডানা বলেছেন: হায় হায়, একে,উর্বি মনি। কেমন আছেন? অনেক দিন পর। ভুল ত্রুটিহীন কে বলুন তো? কফি খাবেন?
৭| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৪
প্রামানিক বলেছেন: ওরা নবজাগরন,
ওদের দাপটে জংলি বুনোহাঁসটাও
জংগলে লুকিয়ে থাকে সবুজের চাদরে।
ভাল লাগল। ধন্যবাদ
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৫
ভ্রমরের ডানা বলেছেন: প্রামানিক ভাই, অনেক ধন্যবাদ। আসলে ওদের দাপটে টেকা মুস্কিল।
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১:০৫
রোদেলা বলেছেন: আপনার শব্দ চয়ন সাংঘাতিক।আমি বেশ কিছু দিন পর আপনার কবিতা পড়লাম,খুব অন্যরকম।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:০৭
ভ্রমরের ডানা বলেছেন: : সুন্দর কমেন্টে মুগ্ধ হলাম। মাথায় যা এসেছে তাই লেখে ফেলেছি। বেশি ভেবে কবিতা লেখি না। শব্দ চয়ন টা ভাল লেগেছে জেনে খুব ই ভাল লাগল। শুভকামনা রইল।
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫
রুদ্র জাহেদ বলেছেন: খুব ভালো লাগল কবি
০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৫
ভ্রমরের ডানা বলেছেন: ইয়া মাবুদ, কবি বলে দিলেন ভাই? সে যোগ্যতা এখন ও হয়নি রে ভাই।
১০| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯
মাহমুদা আক্তার সুমা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৬
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ক্রিতজ্ঞতা। সাথেই থাকুন।
১১| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১০
খেয়ালি দুপুর বলেছেন: "মালতীরা মনে রাখে না,
অতীতের তীব্র ঘাত কোন ক্রিয়া-প্রতিক্রিয়া
ছাড়াই ভেঙে পড়েছে নতমস্তক।
হাহুতাশ করা অতীতের আশ্রম
আজ আমার মস্তিষ্ক"
অসাধারণ হয়েছে, বিশেষ করে এই অংশটুকু। মালতীরা সত্যিই মনে রাখেনা আজকাল।
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৫
ভ্রমরের ডানা বলেছেন: একদিন সব বুঝে নিবে ওরা। কবিতা পাঠে অশেষ ক্রিতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৬
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।