![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন নেমে আসব গাংচিলের মত,
দৃঢ় বিজিগীষা বুকে নিয়ে।
খরস্রোতার বুকে চুমিবে প্রতিজ্ঞ চঞ্চু,
জল প্রেমাসিক্ত মাদক।
একদিন বিহঙ্গী ডানা মেলে তুলে নেব,
যত অভিমানী কান্নাধারা।
এই ঠোটের পেয়ালায় বাসা বাধুক
তোমার নিরপরাধী সব হেমলক।
চপলা হরিনীর মায়ায়,
বেধেছ আপন বুকে শত
নীল কষ্ট ফুল, কনক ভুল,
তুলে নেব,তুলে নেব সব জ্বালা।
দণ্ডধর আদিত্য কে ভেংচিয়ে,
ছুটে যাব, ছুটে যাব নিশিথে।
সাগরিকার ঝাউবনে, রাতুল অধরে
ফিরিয়ে দেব বিনাশী প্রেম তরঙ্গমালা।
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৩
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ক্রিতজ্ঞতা কাবিল ভাই। শুভকামনা রইল।
২| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯
জেন রসি বলেছেন: অভুক্ত হৃদয়ের উড়িবার ইচ্ছা। কবিতার মধ্যে একটা অভিমান করা সর্বগ্রাসী ভাব আছে।
ভালো হইছে।
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: দেওয়ালে পিঠ ঠেকে আছে।না উড়ে উপায় কি?
সুন্দর করেই ধরে ফেলেছেন সব। হা হা হা। পাঠে ও কেমেন্টে ক্রিতজ্ঞতা। শুভ কামনা রইল।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৪
শতদ্রু একটি নদী... বলেছেন: বিজিগীষা, বুভুক্ষিত- এসব কি ম্যানুফ্যাকচারড শব্দ? আগে শুনিনি কিংবা আমার কাছে চেনা শব্দ নয়।
কবিতা ভালোই লাগলো। শুভকামরা রইলো।
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭
ভ্রমরের ডানা বলেছেন: বিজিগীষা অর্থ জয়ের ইচ্ছা। আর বুভুক্ষিত শব্দ টা চেছে দিয়েছি শতদ্রু ভাইয়ু।
পাঠে ও কমেন্টে অনেক ধন্যবাদ। অনেক ভাল থাকুন এই কামনা করি।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৯
জুন বলেছেন: ভালোলাগলো কবিতা
+
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৮
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ক্রিতজ্ঞতা। অনেক শুভকামনা।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
শুভ৭১ বলেছেন: কি নেই এর মাঝে,সমস্ত রস আমি খুঁজে পেয়েছি।আজ আর খেতে হবেনা, পুরো পেট পুজো করে রস সাবার করেছি।।।।।শুভ হোক রসময়ী লেখনী।
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০১
ভ্রমরের ডানা বলেছেন: হা হা হা----
ভাই এই সব ছাইপাশ খেতে নেই। রসময় কমেন্টে ক্রিতজ্ঞতা। সাথেই থাকুন।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
ভ্রমরের ডানা এবার ভ্রমে গাঙচিলের ডানা হযে ঝাঁপ দিয়েছে জলে , খেয়ালী প্রেমিকের মতো ।
তাই গাঙচিলের ডানায় মেখে নেয়া গেছে জল প্রেমাসিক্ত মাদক ।
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৬
ভ্রমরের ডানা বলেছেন: গাংচিল আর ভ্রমর যাই বলেন আহমেদ জি এস ভাই, সব গুলার কিন্তু ডানা আছে। কবিতায় সবি সম্ভব। শুধু সম্ভব না কবিতা কে ফিরে পাওয়া। আহা! যদি ফিরে পেতাম।
সুন্দর কমেন্টে প্রেমাসিক্ত মাদকীয় শুভেচ্ছা
৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতা ।
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ জানবেন। শুভ ব্লগিং।
৮| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
৯| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩
হাসান মাহবুব বলেছেন: শব্দের ঝংকারে মোহিত হলাম। শুভকামনা।
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ক্রিতজ্ঞতা হাসান মাহবুব ভাই। বাংলা ভাষারূপ যে কত মনোহর কবিতা লেখা শুরু না করলে বুঝতেই পারতাম না।
১০| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালোলাগার কবিতা... কবিতাপাঠে মুগ্ধ! বিশেষ করে শব্দের বাহারে!
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: আপনার সুন্দর কমেন্টে আপ্লুত হলাম। পাঠে ও কমেন্টে ক্রিতজ্ঞতা।
১১| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
মনে হয়ে, আনেক আবেগী মনের প্রকাশ
০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় আবেগহীন হলে সেটা কবিতা বলে মনে করি না। আমার কবিতা গুলাতে কিছু stanza পাবেন। ঠিক আবেগকেন্দ্রিক।
১২| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১২
প্রামানিক বলেছেন: চপলা হরিনীর মায়ায়,
বেধেছ আপন বুকে শত
নীল কষ্ট ফুল, কনক ভুল,
তুলে নেব,তুলে নেব সব জ্বালা।
অসাধারণ কথামালা। ধন্যবাদ
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৮
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ প্রামানিক ভাই। শুভেচ্ছা রইল।
১৩| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৬
খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। শুভকামনা অনেক।
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৮
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেণ্টে ধন্যবাদ। সুন্দর কমেন্টে ক্রিতজ্ঞতা।
১৪| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৬
রোদেলা বলেছেন: ভ্রমরের ডানার মতোই খোলা আকাশে উড়ছে শব্দমালা...
১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪
ভ্রমরের ডানা বলেছেন: প্রসংশায় আপ্লুত হলাম। তবে কেন যেন মনে হচ্ছে কিছুটা দুর্বোধ্যতা রয়েছে তবুও আমি সন্তুষ্ট।
পাঠে ও কমেন্টে ক্রিতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫০
কাবিল বলেছেন: অনেক ভাল লাগলো কবিতায় ++++++