নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই খরার প্রান্তরে খুজে পেয়েছি
যত,বহতা নদী টলমল।
কঠিন পাথুরিয়া পথ বেয়ে
তুমি সঁপেছ তাতে জল।
কখনো হয়েছ ফসলের হাসি
ঢেলেছ সেচের জল।
শ্রাবনে ঝরেছ অঝোর ধারায়,
তুমি অভাগা চাষার বল।
অজান্তে এ মরুর বুকে
গড়েছ সাগর,নদী, বন,
ধীরে ধীরে হয়েছি বনমালী
আমি, নিয়ে এ নিঃস্ব মন।
ক্ষনে ক্ষনে শুধু গেয়ে গেয়ে
যাই যত বিরহী ব্যাথার গান,
হয়েছে যত দেনা, কেমনে শুধিব,
কেমনে জুটাব প্রাণ।
এবার শীতে ফসল বুনিব
হাতে হাতে প্রিয়তমা।
যদি ভুল হয়, গোপন করো না,
করো না কভু ক্ষমা।
গেঁথেছি যত বকুলের মালা,
ছলনা গানের সুর।
ছিড়ে দিও সব মিথ্যে কবিতা
হোক না সে সুমধুর।
তুমি তো রানী, তবুও এ হাতে
তুলে দিয়েছ কত ফুল।
অভাগা আমি চাষাভুষা মালী
করেছি শতেক ভুল।
অকুল হয়ে ফরিয়াদ করি খোদা
চরনখানি চুমি।
এবার শীতে অভাগার কপাল
ফিরিয়ে দিও তুমি।
ফিরিয়ে দিও মনোবল আর
সোনালি ধানের ঘ্রান।
ফিরিয়ে দিও প্রিয়তমা নদী,
আর স্রোতধারা বহমান।
২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২১
কথাকথিকেথিকথন বলেছেন: আশার কবিতা ভাল লেগেছে । তাদের কপাল খুলে দিক ।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: আশাই জীবন। তাই আশা বেধেছি মনে মনে। পাঠে ও কমেন্টে শুভকামনা জানবেন।
৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৩
রুদ্র জাহেদ বলেছেন: ফিরিয়ে দিও মনোবল আর
সোনালি ধানের ঘ্রান।
ফিরিয়ে দিও প্রিয়তমা নদী,
আর স্রোতধারা বহমান।
আশার প্রদীপ জ্বলে উঠুক।চমৎকার কবিতা
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্র জাহেদ। অনুপ্রাণিত হলাম।
৪| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪৭
হাসান মাহবুব বলেছেন: সে...ই চল্লিশের দশকে নিয়ে গেলেন।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
ভ্রমরের ডানা বলেছেন: মাহাবুব ভাই,
আমি তো কবিতা লেখে ভেবেছি যে, মধ্যযুগীয় হয়ে গেল কি না। হা হা। চল্লিশ তো অনেক ভাল। যুগ-সন্ধি ক্ষনের সময়।
আপনার মন্তব্য অনুপ্রাণিত করেছে।
৫| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৫
শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা ভালোই হইছে। ঠিকঠাক। জল শব্দটার ব্যবহার পরপর না করে একটা বাদ দিতে পারেন।
শুভকামনা রইলো।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: ভাই হেল্প করেন। অন্য কোন কথা মাথায় আসছে না। ওখানে ব্যবহার করার মত বিকল্প শব্দ খুঁজে পাচ্ছি না।
৬| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০
ভ্রমরের ডানা বলেছেন: সুমন ভাই, লেখালেখি করা ছেড়ে দিলেন নাকি? আপনার আরো লেখা চাই।
পাঠে ও কমেন্টে ক্রিতজ্ঞতা।
৭| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৪
প্রামানিক বলেছেন: অকুল হয়ে ফরিয়াদ করি খোদা
চরনখানি চুমি।
এবার শীতে অভাগার কপাল
ফিরিয়ে দিও তুমি।
আপনার ফরিয়াদ কবিতার কাব্য কথাগুলো খুব ভাল লাগল। ছন্দও সুন্দর। অনেক অনেক ধন্যবাদ।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
ভ্রমরের ডানা বলেছেন: অনুপ্রানিত করে গেলেন সামুর ছন্দাকার। পাঠে ও অনুপ্রাণিত কমেন্টে ক্রিতজ্ঞতা।
৮| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
আরজু পনি বলেছেন:
মনে হলো কবি কাজেম আল কোরেশির কবিতা পড়লাম ।
++++++
---------------------------
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
ভ্রমরের ডানা বলেছেন: বলেন কি? ওরে বাবা রে! দেখুন আমি কিন্তু কাউকে ফলো করে কবিতা লেখি না।
সুন্দর কমেন্টে অনেক খুশী হলাম। শুভকামনা জানবেন।
৯| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০১
গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ+++++++++++++++
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
ভ্রমরের ডানা বলেছেন: আপ্লুত হয়ে গেলুম ভাউ। এত্ত প্লাস এই প্রথম কেউ দিল।
১০| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
জেন রসি বলেছেন: প্রকৃতি এবং প্রিয়তমা!
কবিতা ভালো হইছে।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
ভ্রমরের ডানা বলেছেন: খুব আনন্দিত হলাম, অনেক ভাল থাকা হউক।
১১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২
ঢাকাবাসী বলেছেন: কবিতা ভাল লাগল্ ।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০
ভ্রমরের ডানা বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। শুভকামনা।
১২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭
আরণ্যক রাখাল বলেছেন: ভাল
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ রাখাল ভাই। ভাল থাকুন।
১৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২১
কিরমানী লিটন বলেছেন: ফিরিয়ে দিও মনোবল আর
সোনালি ধানের ঘ্রান।
ফিরিয়ে দিও প্রিয়তমা নদী,
আর স্রোতধারা বহমান।
কবিতায় প্রকৃতির কাছে বঞ্চিত হৃদয়ের জন্য প্রার্থনা,চমৎকার ভালাওলাগা+
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ কিরমানি ভাই। কবিতায় আজকাল প্রেম বিরহ প্রকট হয়ে দেখা দিচ্ছে। সামনে অন্য কিছু নিয়ে লেখব ভাবছি।
১৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ফিরিয়ে দিও মনোবল আর
সোনালি ধানের ঘ্রান।
ফিরিয়ে দিও প্রিয়তমা নদী,
আর স্রোতধারা বহমান।
এত সুন্দর কেন?! অপূর্ব সরল একটা কবিতা++
৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০
ভ্রমরের ডানা বলেছেন: এত সুন্দর মন্তব্যের কি জবাব দেব জানা নেই। দুদিন ধরে উত্তর খুজলাম কোন উত্তর পেলাম না শুধু পেলাম ডালি ভরা রাশি রাশি অনুপ্রেরণা। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯
ভ্রমরের ডানা বলেছেন: প্রামাণিক ভাই, ধন্যবাদ। আপনি প্রথম হয়েছেন। ত্রুটিগত কারনে রিপোস্ট করা লাগল