![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের আকাশে নক্ষত্র দেখা যায়না,
সুর্যদেবের ভ্রমবিলাসিতায় কেটে যায়
এ সবুজবাগের অমূল্য ভোর।
অভিষেক ঘটে নগ্ন গোলাপ কোরকের
আহামরি দাম্ভিকতায়
মোহনীয় মমতায় মোলায়েম মখমলি
আদুরে ভালবাসায় বাতাসে সুবাস উড়ায়।
আফসোস শুধু সে পায়না তো আয়ু
অকালে বড়ই অকালে ঝরে যায়
কোন এক শীতে আড়ালে একাকিনী,
নীরবে অশ্রু ক্ষরে ভ্রমরের অক্ষি জলায়।
শেষমেশ দিন শেষে টলায়মান সুর্যটা মাথা নুইয়ে
ঢলে পড়ে ধীরে ধীরে পশ্চিমঘাটে।
জংলা বনে থেকে থেকে ডেকে উঠে ডাহুকের দল
বনভোজে বের হয় সব হায়েনার ঝাক,
কদাকার লোভী মুখভঙ্গিমায় ভেংচি কাটে,
ডালে ডালে অশুভচিহ্ন একে দেয় আমাবস্যা তিথি।
রাতের আধারে অভিসারে বের হওয়া
চাতকিনীর চোখ ফেটে রক্ত ঝরে নির্মমতার নাগপাশে,
অভিসম্পাতের আর্তনাদ অনুরণিত হয় গহীন বনে।
এভাবে হাজার বর্গমাইল পেড়িয়ে
শত গোলাপের কংকাল, খুলি ভেঙে
ক্রমান্বয়ে রাত শেষে দিন আসে
জেগে উঠে নতুন কোরক, শুরু হয় নতুন চক্রগতি
পুনঃজন্ম নেই বটে, শুধু ফিরে ফিরে আসা।
এই গুলবাগিচার ময়দানে ঘোষনা করে নতুন ইস্তেহার,
আদিম জৌলুশভরা বনেদি শুভ্রতার।
কবিদের সাথে গোলাপের সৌহার্দ্য এতটুকুই
একই পথে পুনঃ পুনঃ হেটে যাবার।
ছবিঃ গুগল
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
ভ্রমরের ডানা বলেছেন: রুদ্র জাহেদ,
আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে। প্লাসে ধন্যবাদ।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০০
তার আর পর নেই… বলেছেন: নীরবে অশ্রু ঝরে ভ্রমরের চোখে? আপনার? ওহ্, না, আপনি তো শুধুই ডানা।
খুলি ভেঙে রাত শেষে দিন আসে …শুধু ফিরে ফিরে আসা …সুন্দর +
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
ভ্রমরের ডানা বলেছেন: কবিতার গভীরতম গূঢ়তত্ত্ব তাই বলে কি!! কি যে আমি বুঝছি না মশাই! আমি ডানা, ভ্রমরের ডানা (জেমস বন্ড স্টাইল )
আপনার সেন্স অব হিউমারের প্রখরতা গভীরতা জনাব।
চর্চা চালিয়ে যান। প্লাসে ধন্যবাদ।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১
সুমন কর বলেছেন: আপনার কাছ থেকে, ভিন্ন রকম কবিতা পেলাম। মনে হয়, একটু কঠিন লাগল !! !
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
জাস্ট বৈচিত্র্যময় জীবনের অনুভব শেয়ার করেছি সুমন ভাই। তবে ভাষা, ভাব নিজ ভঙ্গীমায় রেখে।
কমেন্টে ভাল লাগা।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো ।।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে স্বাগতম তাহসিনুল ভাই।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯
কল্লোল পথিক বলেছেন: এভাবে হাজার দিন রাত্রিকাল পেড়িয়ে
শত গোলাপের কংকাল, খুলি ভেঙে
ক্রমান্বয়ে রাত শেষে দিন আসে
জেগে উঠে নতুন কোরক, শুরু হয় নতুন চক্রগতি
পুনঃজন্ম নেই বটে, শুধু ফিরে ফিরে আসা।
চমৎকার কবিতা।
কবিতায়+++++++++++++++++++++++++
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
ভ্রমরের ডানা বলেছেন: কল্লোল পথিক ভাই, এত্তগুলা প্লাস একসাথে দিলেন। আস্তে আস্তে দিতেন।
কবিতায় ভাল লেগেছে জেনে আপ্লুত হলাম। পাঠে ও চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
হাসান মাহবুব বলেছেন: কঠিন হৈসে!
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
ভ্রমরের ডানা বলেছেন: সইত্য নাকি ভাই! জানি না। হইতে পারে। তয় আমি কিন্তু চরম ভাবে অনুপ্রাণিত হলুম।
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার শব্দ বুনন শক্তপোক্ত। ভালো লাগা ভ্রমর। +
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: ভাল লাগায় কৃতজ্ঞতা রাজপুত্র ভাই। শুভকামনা জানবেন।
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২
জুন বলেছেন: গুলাব আর কবি শুনেই ওমার খৈয়ামের সেই বিখ্যাত কবিতার কথা মনে পড়লো ভ্রমরের ডানা
তারপরে কি আদর করে
আনবে তারে যত্নে ধরে
গোলাপ যেথা কবরে মোর
লুটিয়ে পরে ঝরে ?
+
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১
ভ্রমরের ডানা বলেছেন: মহান কবি সুদুর খোরসানের গুলাব খৈয়ামের কবিতা আমারো ভীষণ প্রিয়।
গড়লে যখন আমায় তাতে,
হাত ছিল কি আমার কভু?
পড়াও যা এই বেশ ভূষা নাথ
আমার সেকি ঈচ্ছা প্রভু
করাও যে সব মন্দ ভালো
দয়াল সে কি আমার কাজ!
মোর ললাটের লিখন,
সেতো তোমার হানা কঠিনবাজ।
পাঠে ও কমেন্টে অনুপ্রাণিত করে গেলেন আপু!
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
সাহসী সন্তান বলেছেন: ভাষাগুলো একটু কঠিন হলেও কবিতা অনেক চমৎকার হইছে! প্লাস সহ ভাল লাগা রইলো!
শুভ কামনা জানবেন!
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫
ভ্রমরের ডানা বলেছেন: সাহসী ভাই, কবিতাটা মনে প্রানে সহজ করার চেষ্টা করেছি। এর থেকে সহজ করতে পারিনাই। মাথায় সব আদিতম শব্দ ঠাসা। তবু কবিতায় ভাল লাগা ও প্লাসে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা!!
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই, শুভকামনা রইল।
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
জুন বলেছেন:
ওমার খৈয়াম ও তার জীবন কাব্য
ওমর খৈয়াম এক ফার্সী কবি
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
ভ্রমরের ডানা বলেছেন: আপু দুটি লেখায় শোকেসে নিলাম। উনাকে নিয়ে আপনার লেখাটা এক কথায় ছিল অসাধারণ। রুবাইয়াৎ এ উমর খৈয়াম বইটা হাতে নিয়ে দেখার সাধ বহু দিনের। দেখি সেই ইচ্ছে পুর্ন হয় কিনা।
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
আবু শাকিল বলেছেন: ভ্রমরের ডানা খোলে পড়ে যাচ্ছে নাকি
"শেষমেশ দিন শেষে টলায়মান সুর্যটা মাথা নুইয়ে
ঢলে পড়ে ধীরে ধীরে পশ্চিমঘাটে।"
কবিতায় ভাল লাগা জানবেন ।
ধন্যবাদ ।
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
ভ্রমরের ডানা বলেছেন: শাকিল ভাই কবিতা পড়ে কি তাই মনে হয়েছে নাকি বেশ তো!! আপনার সেন্স অব হিউমার প্রখর মশাই! আই লাইক দ্যাট!
কবিতায় ভাল লেগেছে জেনে আনন্দিত হলুম
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
কিরমানী লিটন বলেছেন: কেউ কেউ শুকনো পাতার মতো ঝরে যায়- অবেলার সন্ধ্যারা
মধ্য রাতেই ভোর খোঁজে, চৈতন্যের জঠর তখন বৃষ্টিপাত
পাতা পতনের দৃশ্য, চোখের আকাশে ঝরে বৃষ্টির জল
বিরান সে প্রান্তরে তবু মিটেনা মরুর খাঁ খাঁ
শ্রাবনেও অজস্র ফাটল।
গৃহহীন হয়ে পড়ি ক্রমে ক্রমে
ক্রমে ক্রমে গৃহের নিবাস থেকে ছুটে আসি
একটি নিষ্পাপ গোধূলির কলিজার মতো একা একা কোথা হেঁটে যাই,
যাচ্ছি কোথায় অবেলায়... .. .
কবিতায় ভালোলাগা রেখে গেলাম, অনেক শুভকামনায়
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
ভ্রমরের ডানা বলেছেন: পাতা পতনের দৃশ্য, চোখের আকাশে ঝরে বৃষ্টির জল
বিরান সে প্রান্তরে তবু মিটেনা মরুর খাঁ খাঁ
শ্রাবনেও অজস্র ফাটল।
কবিতার প্রতি উত্তরে আলোড়িত করে গেলেন কিরমানী ভাই। অজস্র শুভকামনা।
১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩
মনিরা সুলতানা বলেছেন: সখ্যতা রয়ে যায় তবু
প্রিয়ার খোপায় গোলাপ গুজে দেবার বাসনায় ...
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
ভ্রমরের ডানা বলেছেন: মনের কথা বলেছেন আপু। হা হা! প্রিয়ার খোঁপা।
১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: বাস্তবিক ভাবনার ভিন্নরকম প্রকাশ, সুন্দর । ভাল লেগেছে । একটা চরণ বেশি বড় হয়ে গেলো না মনে হয় !!
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৯
ভ্রমরের ডানা বলেছেন: আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই।
আপনি মনে হয় যে লাইনটির কথা বলেছেন সেটি আমি বুঝেছি। লাইনটি মনে হয় এটা
এভাবে হাজার দিন রাত্রিকাল পেড়িয়ে
আপনার সুক্ষ্ম দৃষ্টি প্রসংশনীয়। আসলে এই লাইনটি একটি রুপক সেটি সময় না বুঝিয়ে কঠিন কিছু অবস্থাকে নির্দেশ করেছে।
পাঠে ও সুচারু কমেন্টে অনুপ্রাণিত করে গেলেন।
১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
দুষ্টু মেয়ের মিষ্টি হাসি বলেছেন: দারুন তো, কি করে এত ভালো লিখেন। মিউ মিউ মিউউউউউউউ
২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
ভ্রমরের ডানা বলেছেন: জানি না মিউ মিউ মিউ। কেমনে যে লেখি? খুব কঠিন প্রশ্ন । তবে মিউ মিউ কমেন্ট ভাল লেগেছে।
১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাস লিখেছ
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৮
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১১
রুদ্র জাহেদ বলেছেন:
এভাবে হাজার দিন রাত্রিকাল পেড়িয়ে
শত গোলাপের কংকাল, খুলি ভেঙে
ক্রমান্বয়ে রাত শেষে দিন আসে
জেগে উঠে নতুন কোরক, শুরু হয় নতুন চক্রগতি
পুনঃজন্ম নেই বটে, শুধু ফিরে ফিরে আসা।
অসম্ভব সুন্দর কবিতা।দারুণ ভালো লাগা
+++