![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই উদাসী দুপুর,নেই কোন সুর
ভাঙন লাগানি গান।
মরুময় বুক, নেই কোন সুখ
এলিটায় অবসান।
বসন্তী সখি, রুপ সুর্যমুখী,
ক্ষেপে আছে ভ্রমর ডানা,
এই পথে আসি, এই পথে যাই
শুনবো না কোন মানা।
শীত চলে যায়, বসন্ত আসে
ফুলে ফুলে সারা বন।
আমি ঘুরে ফিরে, খুঁজি হাক ছেড়ে
নিয়ে এ সরাবী মন।
কবিতায় খুঁজি, কাব্যে খুঁজি
তোর কোন নেই দিশ
মনে পড়ে হায়, ডায়েরীর পাতায়,
যত জলকেলি খেলেছিস।
আজ মধুবনে, সুখ শিহরনে
ঘুমে কাতুরীয়া তোর মন,
আমি অভাগা, দিনরাত জাগা
তোর সে প্রেমিক জন।
এই পথে যেতে, ডানেবামে ক্ষেতে
খুঁজে যদি পাই তোরে,
আসুক বাধা, ওরে রাধা
কৃষ্ণ কি পরোয়া করে।
রুপের লালি, ফুলেল ডালি,
লুকিয়ে কোথায় তুই,
পরান যে যায়, আয় বুকে আয়,
হাতখানি কনেক ছুঁই।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
ভ্রমরের ডানা বলেছেন: বরাবরের মত উৎসাহিত করে গেলেন কল্লোল পথিক ভাই। প্রথম কমেন্টে অশেষ শুভকামনা জানবেন।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬
সুমন কর বলেছেন: সুন্দর।
হাতখানি কনেক < এখানে কি অন্য কিছু হবে?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
ভ্রমরের ডানা বলেছেন: সুমন ভাই,
এটি পঞ্চগড় এলাকার স্থানীয় ভাষা। বাংলাভাষার উপভাষা বলা যায়। এর অর্থ হল,
কনেক < কিছুক্ষন
পাঠে ও কমেন্টে অনুপ্রাণিত করে গেলেন। অনিঃশেষ শুভকামনা।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭
বিজন রয় বলেছেন: ভাল লাগল কবিতা।
++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬
ভ্রমরের ডানা বলেছেন: প্লাসে অসংখ্য ধন্যবাদ বিজন ভাই। আপনার কমেন্টে আরো লেখার প্রেরণা পেলাম।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
মরুময় বুক, নেই কোন সুখ
এলিটায় অবসান।
এলিটা কী বা কে? এই নামে একজন গায়িকা আছে বলে জানি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯
ভ্রমরের ডানা বলেছেন: জী মাহাবুব ভাই, একজন গায়িকা আছেন। কিন্তু নামটা উনাকে উদ্দেশ্য করে নয়। এই নামে আমার কবিতা লেখতে ভাল লাগে।
এলিটা < আভিজাত্যময় প্রেমিকা চরিত্র
এর বেশি কিছু নয়। শুভকামনা প্রিয় হাসান মাহাবুব ভাই।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুরুটা বেশি ভালো লাগল মনে হয়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
ভ্রমরের ডানা বলেছেন: কি লিখলাম হায়রে!
রাজপুত্র ভাই, আবেগে লেইখা ফেলছি। প্লিজ মন খারাপ করিয়েন না।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: "রুপের লালি, ফুলেল ডালি,
লুকিয়ে কোথায় তুই,
পরান যে যায়, আয় বুকে
হাতখানি কনেক ছুঁই।" মনের অাকুতি ব্যথিত করে তুললো । সুন্দর!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সাধু ভাই। আপনার মন্তব্যে অনেক ভাল লাগা রইল।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১০
তার আর পর নেই… বলেছেন: ছন্দময়, সুন্দর!+++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
ভ্রমরের ডানা বলেছেন: উৎসাহিত করে গেলেন! খুব ভাল থাকবেন। শুভকামনা!
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
গেম চেঞ্জার বলেছেন: ভাল ও সুখপাঠ্য!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
ভ্রমরের ডানা বলেছেন: হালকা করে ছন্দ মিলায় দিলাম আরকি! পাঠে ও কমেন্টে অনুপ্রাণিত হলাম গেমু ভাই
৯| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৫
খায়রুল আহসান বলেছেন: আজ মধুবনে, সুখ শিহরনে
ঘুমে কাতুরীয়া তোর মন,
আমি অভাগা, দিনরাত জাগা
তোর সে প্রেমিক জন। -- ভালো লেগেছে।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অশেষ ধন্যবাদ প্রিয় লেখক! অনেক অনেক শুভকামনা জানবেন!
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কবিতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।