![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ
নীলে
দুর্দান্ত
ডানা ভেঙে
স্বপ্নিল-- যত
গাঙচিল- উড়ে
যায়; শুষ্ক অনিল
চিড়ে সূদুর--দিগন্ত
ছোঁয়ার নেশায়, অক্লান্ত
ভিজেছে জোছনায়;শ্রাবণ
জলের ধারায়; ঔদ্ধত্য রণ
পণ, লড়িবে ডানায় হোমশিখা
জ্বালি; আমৃত্যু আমরন, রাজটিকা
ললাটে দীপ্ত; শিকল ভাঙিয়াছ বীর;
ভয় নাই; নাই ভয়; চিরউন্নত তব শির,
প্রতাপে নাশ শত্রু যত; দুখিনী মাতৃভুমির!
চিত্রঃ গুগল
উৎসর্গঃ প্রতিটি দেশপ্রেমী মানুষকে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২
ভ্রমরের ডানা বলেছেন: গেমু ভাই, কি ব্যাপার এত খুশী কেন? ভ্যালেন্টাইনীয় ভাল লাগা কাজ করছে বুঝি
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
ভ্রমরের ডানা বলেছেন: প্রামানিক ভাই,
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: "ঔদ্ধত্য রণ পণ" (?) কী?
আমরণ কে অমরণে রূপেছেন বোধ করি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: প্রশ্ন করেছিলাম।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ!
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোই। ভ্রমরের ডানা।
কবিতায় +
নাশ কর; শত্রু যত; দুখিনী মাতৃভুমির!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ দিশেহারা ভাই,
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
সুমন কর বলেছেন: নাশ কর; শত্রু যত; দুখিনী মাতৃভুমির! -- চমৎকার হয়েছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই,
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫
তার আর পর নেই… বলেছেন: সুন্দর+
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ!
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
আলভী রহমান শোভন বলেছেন: এক কথায় অসাধারণ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে স্বাগতম শোভন ভাই,
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০
আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর কবিতা ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই,
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪
জুন বলেছেন: উৎসর্গঃ প্রতিটি দেশপ্রেমী মানুষকে।
অনেক ভালোলাগা কবিতায় ভ্রমরের ডানা ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
ভ্রমরের ডানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় জুন আপু,
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
এ ধরণের বিচিত্র ফরমেট কেন?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ গাজী ভাই,
কবিতা লেখার হাজারো ফরমেট আছে। পিরামিড কাব্য তেমনি একটি আর কি! আমার কাছে লেখার ফরমেট ও অভিনবত্ব ভাল লেগেছে। এই ফরমেটে লেখে স্বচ্ছন্দবোধ করছি, তাই লেখা আর কি!
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
মিহির মিহির বলেছেন: সমকোণী ত্রিভুজ কবিতা সুখপাঠ্য+++++
অনেক শুভকামনা জানবেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ মিহির মিহির!
শুভকামনা ও হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কাব্য । আপনি ত দেখছি পিরামিড সুত্র প্রয়োগ করা ভাল ভাবেই শুরু করে দিয়েছেন !!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন ভাই/আপু!
লেখতে ভালই লাগছে আর কি!
ইঞ্জয়!!
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
মিহির মিহির বলেছেন: ধন্যবাদ।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
ভ্রমরের ডানা বলেছেন: মিহির মিহির,
কবিতা লেখুন কয়েক খানা! বেশ কদিন আপনার কবিতা পড়া হল না! অনেক মিস করছি।
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ভাল লেগেছে, তাই অজস্র শুভেচ্ছা!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
ভ্রমরের ডানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বীথি আপু,
শুভ কামনা ও হ্যাপী ভ্যালেন্টাইন ডে!
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
আরজু পনি বলেছেন: আপনার ক্রিয়েটিভিতে মুগ্ধ !
কবিতায় অনেক ভালো লাগা রইল ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭
ভ্রমরের ডানা বলেছেন: এই তো চেষ্টা করছি আরকি! আসলে ভালই লাগছে লিখতে তাই লেখা আর কি! আপনার কমেন্টে অনুপ্রেরণা পেলুম!
অনেক অনেক শুভকামনা ও হ্যাপি ভ্যালেন্টাইন ডে আরজু আপু!
১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: উদ্দীপনামূলক লেখা ভাল্লাগসে গো!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
ভ্রমরের ডানা বলেছেন: সাধু ভাই,
এহেন মন্তব্য করিয়া লেখাকে সার্থক করিলেন।
তা ভাইজান, আজকের কোন প্ল্যান আছে নাকি? নাকি সাড়া জীবন সন্ন্যাসে দিবেন?
কিউরিয়াস মাইন্ড ওয়ান্স টু নো!
১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: অাজকের দিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই । কিছু বইপত্র পড়বো, টিভি দেখবো অার ফেবু-ব্লগ চালাবো ।
অার সন্ন্যাসব্রত পালনের অাকাঙ্ক্ষা এখন পর্যন্ত অটুট অাছে । দেখা যাক ভবিষ্যতে কী হয় ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: আপনার সিংগেল জীবনে ভালবাসার জিংগেল বেজে উঠুক সাধু ভাই,
এই কামনায় আপনার শুভাকাঙ্ক্ষী
জানাচ্ছি
এগেইন, হ্যাপী ভ্যালেন্টাইন ডে! ! !
১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কবিতা।
তবে পিরামিডের মত লাগছে।
তার পরও অনেক সুন্দর হয়েছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
ভ্রমরের ডানা বলেছেন: ভাই সামনে ফুটবল আকৃতির কবিতা লেখব ভাবছি!
২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ। ব্লগে স্বাগতম।
২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫
অগ্নি সারথি বলেছেন: ফরমেট ভাল লেগেছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ অগ্নি সারথি ভাই, অনুপ্রাণিত করে গেলেন।
২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো হে শব্দ প্রকৌশলী।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২
ভ্রমরের ডানা বলেছেন:
শব্দ প্রকৌশলী ট্যাগ দি দিলেন!
হামা ভাই, আই কি কইত্তাম কন! আর কিছু পারি না তো
ধন্যবাদ।
২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
শায়মা বলেছেন: ঝংকৃত পিরামিড কবিতা!!!!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ আপু!!
আপ্লুত করে দিলেন!!
২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: এটা কিসের লিংক ভাই/ বোন!
২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
এম এইচ নাজমুল বলেছেন: স্টাইল টা সত্যি চরম!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই।
২৬| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এমন দেশটি কোথাও খুঁজে
পাবেনাকো তুমি সকল
দেশের রানী সে যে
আমার জন্মভূমি
সেযে আমার
জন্মভূমি ।...
+++++++++++++++++
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ২:০৯
ভ্রমরের ডানা বলেছেন: বিদ্রোহী
ভিগু ভাই,
এমন গানে গানে
পিরামিড উত্তর কেমনে
মাথায় এসে যায়, এ সুন্দর
গান শুনে মন আনন্দে ভরে হায়!
পাঠে ও পিরামিড কমেন্টে ধন্যবাদ ভিগু ভাই!
২৭| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এমন দেশটি কোথাও খুঁজে
পাবেনাকো তুমি সকল
দেশের রানী সে যে
আমার জন্মভূমি
সেযে আমার
জন্মভূমি ।...
+++++++++++++++++
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ২:১০
ভ্রমরের ডানা বলেছেন: বিদ্রোহী
ভিগু ভাই,
এমন গানে গানে
পিরামিড উত্তর কেমনে
মাথায় এসে যায়, এ সুন্দর
গান শুনে মন আনন্দে ভরে হায়!
পাঠে ও পিরামিড কমেন্টে ধন্যবাদ ভিগু ভাই!
বিদ্রোহী
ভিগু ভাই,
এমন গানে গানে
পিরামিড উত্তর কেমনে
মাথায় এসে যায়, এ সুন্দর
গান শুনে মন আনন্দে ভরে হায়!
পাঠে ও পিরামিড কমেন্টে ধন্যবাদ ভিগু ভাই!
২৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১৩
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতার বুননের ধরন।সুন্দর নাম পিরামিড কাব্য।দারুণ হচ্ছে
+++
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
নামটা হুট করেই মাথায় আসছে! কবিতা লেখার ভূতটাও!
ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই!
২৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:২৫
অতঃপর হৃদয় বলেছেন: দা রু ণ +++++++++
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৯
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ ভাই!!!!!
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২
গেম চেঞ্জার বলেছেন: বাহঃ আজ মন ভাল, আর ভাল ভাল কবিতাও পড়ছি। কি সৌভাগ্য আমার।![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)