নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও
ঘাটে
এ ঘাটে
ভালবাসার
খেয়া বয়ে যায়
নিয়ে স্বপ্নিল রাশি
রাশি যত ফুলের ডালি,
অলক্ষ্যে একদা ভালবেসে
হয়েছি অমাবস্যা ঘাটের বালি।
এলোমেলো হাওয়া মনে লাগে টান,
ব্যথা বিধুর অষ্টমী তিথি, ভাঙনের গান,
এই নাও ফুলের ডালি আর তুলো না ঝড়;
এ দেখে বাঁকা চাঁদ হাসে, তার সাথে বালুচর,
ইতিউতি ঘুরেফিরে;পোড়ার প্রান্তরে; দুখী চন্দ্রিমা,
বিধুর এ লগ্নে মালা ভেসে যায় জলে; ওগো মধুরিমা!
ছবিঃ গুগল
বিঃদ্রঃ কবিতার শেষ কয়েক চরণ নিজের মত করে কিছুটা বুঝে নিতে হবে।
উৎসর্গঃ বিধুর চন্দ্রিমাকে!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ বিজন ভাই, আপনি প্রথম হয়েছেন।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
মিঠু জাকীর বলেছেন: ভালো লেগেছে ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৩
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অশেষ ধন্যবাদ ভাইজান।
শুভকামনা চাইলে নিয়ে যান
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১
আরণ্যক রাখাল বলেছেন: ভালো লাগছে
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
সত্যি!!
খুশিখুশি লাগল!!!
ধন্যবাদ
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ জানবেন!
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭
জাহিদ জুয়েল বলেছেন: পিরামিড পড়ে বেশ ভাল লাগল
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ!
ব্লগে স্বাগতম!!
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩
কল্লোল পথিক বলেছেন: অনবদ্য পিরামিড কবিতা পড়ে বেশ ভাল লাগল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
ভ্রমরের ডানা বলেছেন: কল্লোল ভাই, ধন্যবাদ!!!
আপনাদের অনুপ্রেরণায় হালকা পাতলা লেখি আর কি!!
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মধুরিমা'রা যে এতো এতো কবিতা হয়ে উঠছে জানলে ডানা ধরে ঝুলে পড়বে।
দারুণ লাগল। +
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
ভ্রমরের ডানা বলেছেন: একটা খ্যাঁকানি হাসি দেই আগে
আচ্ছা এবার বলি!!
থাক একদিন সাক্ষাতে বলব!
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
হাসান মাহবুব বলেছেন: পিরামিডের মধ্যে থাকে মমি-অক্ষত। পিরামিড কাব্যের শব্দদলেরাও তেমন থাকুক। শুভেচ্ছা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২
ভ্রমরের ডানা বলেছেন: বাংলা একাডেমী অভিধান কেনা হয়নি। বানান ভুল হলে দুঃখিত প্রিয় হামা ভাই!
কবিতা পাঠে ধন্যবাদ!
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
জেন রসি বলেছেন: বাহ! চমৎকার!
পিরামিড কাব্য ভালো হয়েছে। যদিও কিছু মমির চেহারা অস্পষ্ট মনে হইছে।
++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: কোন মমির কথা বলছেন, বানান ভুল হয়েছে নাকি! প্লিজ দেখিয়ে দিন!
প্লিজ!!
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
তানজির খান বলেছেন: দারুণ লাগলো পিরামিড কবিতা
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ তানজির ভাই। শুভকামনা!
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
তানজির খান বলেছেন: দারুণ লাগলো পিরামিড কবিতা
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ তানজির ভাই। শুভকামনা!
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
অন্তঃপুরবাসিনী বলেছেন: অনন্য প্রতিভার বিকাশ।
আগে কখনও দেখিনি এমন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: কি সুন্দর করে কমেন্ট করলেন আহা!
ধন্যবাদ ধন্যবাদ।
আমার আগে অনেকেই এমন কোবতে লেখেছেন! শুভকামনা!
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। ত্রিভুজও কিন্তু মনে হচ্ছে !
+।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: সুমন ভাই,
ত্রিভুজ হয়ে গেছে নাকি!আসলেই তো ত্রিভুজ ত্রিভুজ লাগছে!
কেম্নে কি!
বানাইতে চাইছি পিরামিড হইয়া গেল ত্রিভুজ! ডিজাইনে ভাঙা ভাঙি করতে হবে মালিবাগের ফ্লাইওভারের মত!
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন মনোমুগ্ধকর
কাব্যের সমাহার
মন ভরে দেয়
আনন্দে ঐ
যেন আহা
দা রু ন
মজা
না?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
ভ্রমরের ডানা বলেছেন: প্রথমে সালাম নেবেন
ভিগু ভাই, যে গরম
কি আর কমু ভাই,
ভাবছি কিছুই
কি বলার
নাই?
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এমন মনোমুগ্ধকর
কাব্যের সমাহার
মন ভরে দেয়
আনন্দে ঐ
যেন আহা
দা রু ন
মজা
না?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
চায়ের দাওয়াতে গিয়েছিলাম মশাই
গিয়ে দেখি বসে আছে ভিগু ভাই,
প্রথমেই সালাম নেবেন প্রিয়
ভিগু ভাই, খুব গরম চা,
পরান তো যায় যায়
ভাবছি কিছুই
কি বলার
নাই?
না
আছে,
চা খাবেন
ভাই, গরম
চায়ে মুখ পুড়ে
যেতে চায়, তবুও
মন খালি গরম তপ্ত চায়ের পেয়ালায়,
আজ চা শেষ তাই সামনের আসরে বসব
হাজারো সালাম নিন প্রিয় বিদ্রোহী ভিগু ভাই
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
অগ্নি সারথি বলেছেন: আবারো পিরামিড! ভালোলাগা।
ভৃগু ভাই ও তো দেহি কম যায় না। বাহ!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ অগ্নি সারথি ভাই, আসলেই ভিগু ভাইও কম নয়। দিয়েছে পিরামিড কমেন্ট মারে।
আপনিও চাইলে দিতে পারেন!
১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: আপনাকেও ধন্যবাদ! শুভকামনা জানবেন!!
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভৃগু ভাই। হবে না।
দা রু ণ
এইভাবে লেখা যাবে না।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
ভ্রমরের ডানা বলেছেন: দিশেহারা ভাই,
আমি ভিগু ভাইয়ের সাথে খেলব না।
উনি ফাউল করছে!!
মানি না!
১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ডানা
ডানানা
ডা নানা না
ডা নানা রেনা
নানা নানা না রেনা
গান লিখুম। আমারে কেউ খুঁচা দাও।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
ভুইলা গেছেন দেখি!
মনে করায় দিব!
হলুদিয়া প্যাখী (বিট ঈট বেইবি) সোনার বররন
গানের মহান সুরকার,
আপনার পরিচয় জাতির সামনে তুলে ধরব
আমার নিক নিয়া টানাটানি করলে এমন গান বানামু!
থাক আর না কই!
২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
সায়েল বলেছেন: সৃজনশীল কাজকর্মে ভাললাগা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সোয়েল ভাই,শুভকামনা রইল!
২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন: পিরামিডের দেখি মাঝখান দিয়ে একটু বেরিয়ে পড়েছে !! হা হা
সুন্দর কথামালার কাব্য । ভাল লেগেছে ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
ভ্রমরের ডানা বলেছেন: পিরামিড জগতে স্বাগতম! পিরামিডের আশেপাশে অনেক ধুলোবালি তাই গগলস পড়ে দেখবেন! হা হা হা!
সুন্দর কমেন্টে প্রীত হয়েছি। ধন্যবাদ!
= P ~
২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৭
ইমরাজ কবির মুন বলেছেন:
briLLiant!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩
ভ্রমরের ডানা বলেছেন:
মুনভাই, ধন্যবাদ!
ব্রিলিয়ান্ট কিনা জানি না তবে চেষ্টা করতেছি হালকা পাতলা অন্যধাচে লেখার আর কি!
আপনার কমেন্টে অনুপ্রেরণা পেলুম!
২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১০
উল্টা দূরবীন বলেছেন: পড়তে পড়তে তো পিরামিডে ঢুইকে গেইলেম। এক্সিট কোনদিকে ভা?
চমৎকার লিখেছেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
ভ্রমরের ডানা বলেছেন: ভাই দূরবীন,
পলাইতে চান কেনু? এখানে মমি নাই তো!
আচ্ছা জাউক গা রাস্তা বলে দেই, ডানে দিয়ে বামে চিপায় একটা গলি পাবেন, অইটা ধরে সোজা যাবেন এরপর বামে গিয়ে একটা মমি পাবেন, ওটার নাক ধরে টানলে একটা দরজা খুলবে, অইটা ধরে সামনে যাবেন, দেখবেন একটা রুম। রুমে একটা ডালি আছে, ঝাপি খুলে একটা মমি পাবেন! ওর গালের ভিতরে আরেকটা চাবি! ওটা নিয়ে সদর দরজা খুলবেন, একটা আফ্রিকান কেউটে আছে ওটার মাথায় কিস দিয়ে বের হয়ে যাবেন। সোজা রাস্তা!
সবাই আরো কঠিন করে বের হয় এই সটকার্ট জানে না! আপনি সামু ব্লগের একজন নামকরা ব্লগার, তাই সোজা পথ বলে দিলাম।
২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১
ভ্রমরের ডানা বলেছেন: অ্যাঁ খুশিছে খুড খুছি করলেএএএএএএএ
ইয়ে!!
২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫
জুন বলেছেন: পিরামিড কবিতায় ভালোলাগা অনেক ।
দেখেন আমার নিজ হাতে তোলা ইজিপ্টের গিজার তিনটি বিখ্যাত পিরামিড। নির্মাতা প্রথম ফারাও কুফু
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
ভ্রমরের ডানা বলেছেন:
ছবিটা অসাধারণ লাগছে! যাবার
ইচ্ছা জাগতেছে আপু, কিন্তু
এখন না, ছবি দেখি! শুধু
দেখব এখন আর গাব-
আমি দূর হতে তোমারে যে
দেখেছি, আর মনে মনে কত
ছবি এঁকেছি, বাজে লা লা লা লা
হুম হুম --তোমারে যে চিনি চিনি--- মনে-মনে
কত ছবি এঁকেছি।
সে এক বিরাট ইতিহাস আপু! শাহরুখ খানের পিরামিড লোকেশনের গানটা উফফফফফ! এরপর আরো ইতিহাসের জৌলুশ! সত্যি অসাধারন! আপনার কোন লেখা আছে নাকি আপু! প্লিজ প্লিজ দিন না।
২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭
ভ্রমরের ডানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইল কল্লোল ভাই! শুভকামনা জানবেন!
২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ফেব্রুয়ারিতে ইংরেজি
আপনে মাইনাস
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭
ভ্রমরের ডানা বলেছেন: লেও হালুয়া,
দিল গুষ্টি কিলাইয়া! ভাই সরি! ফেব্রুয়ারি তো নিজেই ইংরেজি, বাংলা কই এখানে!
আমার পচ্ছদেশে কষিয়া লাথি মারুন প্লিজ! লজ্জানত বদনে দারিয়ে আছি, মারুন!
২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: হা হা সুপ্রিয় কবি কেমন আছেন ? জ্যামিতিক কবি কবিতায় কেমন সুন্দর চিত্র এঁকেছেন ? ভাল হয়েছে ।শুভেচ্ছা নিবেন ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১
ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় সেলিম আনোয়ার ভাই,
আপনার আগমনে সত্যিই অনেক অনুপ্রাণিত হলাম।
আপনি বলেছেন,
হা হা সুপ্রিয় কবি কেমন আছেন ?
জী আমি ভাল আছি প্রিয় ব্লগার!
জ্যামিতিক কবিতা আপনার ভাল লেগেছে জেনে কবিতা লেখায় ধূমকেতু গতি পেলাম!
অনেক অনেক ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার!!
২৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩
তার আর পর নেই… বলেছেন: ভালো লেগেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক ধন্যবাদ তার আর পর নেই আপু!
সত্যি খুব অনুপ্রাণিত হই যখন আপনি ব্লগে আসেন!
শুভকামনা রইল!!
৩০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হা হা হা
ফাল্গুন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: দেখুন দুরবস্থা!
এই ফাগুনে গান শোনেন
https://youtu.be/ZMCJ_w6EUso
৩১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
বৃতি বলেছেন: কবিতা ভালো লেগেছে
দুটো টাইপো পেলাম, ব্যাথা< ব্যথা, বাকা<বাঁকা
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
এই যা,
গরিবের ব্লগে কার পা!! মাই গড! বিশ্বাস হচ্ছে না!! সত্যি!
স্বাগতম স্বাগতম!!!
বানান ঠিক করে দিচ্ছি! সমস্যা নেই!! কিন্তু আপনাকে কি দিয়ে আপ্যায়ন করব বুঝছি না!!
কি খাবেন চা না কফি!
নাকি আইসক্রিম!!
প্লিজ না বলবেন না!! ভ্রমর মইরা যাবে!
৩২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪
মৃদুল শ্রাবন বলেছেন: দেখতেই এত ভাল লেগেছে পড়ার কথা ভুলে গেছি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২
ভ্রমরের ডানা বলেছেন: হা হা হা,
শ্রাবণ ভাই কি বলেন!
মজা পেলাম! এমনো হয় নাকি!
৩৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
গেম চেঞ্জার বলেছেন: কবিতা লেখা তো কঠিন হয়ে যেতে পারে!!
এইভাবে মেপে মেপে লেখা শুরু করলে তো ব্যাপুক সমিস্যা......
(চমৎকার সুন্দর)
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
গেমু ভাই,
আমার কোন দোষ নাই,
ৎৎৎ ভাইয়ের ব্লগে গেলে দেখবেন কি অবস্থা!!
আমারটা নস্যি মাত্র।
মাপামাপি আমারো ভাল্লাগেনা! সিরিজ শেষ করেই ভাবছি রেগুলার হয়ে যাব।
৩৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: অান্তর্জাতিক মানসম্পন্ন কবিতা! ভাল্লাগসে! বিশেষ করে ছন্দের কারুকাজ । কবে এমন লিখতে পারবো!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
সর্বনাশ,
সাধু ভাই,এসব ছাইপাঁশের ধারে কাছেও যাইয়েন না, প্লিজ ভাই। আবেগে লেখে ফেলছি ভাই! আপনার লেখা অনেক সুন্দর!
কবিতার মানের কথা বলে লজ্জিত করিয়েন না ভাই! আন্তর্জাতিক মান তো দূরের কথা, ব্লগে আমার সিরিয়াল ৫০০ ব্লগারের ভিতরেও নাই। সমসাময়িক যারা লেখেন তাদের মধ্যে আমার সিরিয়াল পেছন থেকে ১ম ২য় বা ৩য় হতে পারে!
আমি চেষ্টা করছি মান বাড়ানোর! দেখি কি হয়!
৩৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫
জুন বলেছেন: সাদা আর কালো মরুভুমি প্রথম পর্ব এটা চার পর্বে লেখা ।
জনৈক শাহরুখ খান এবং আমাদের সুন্দরী গাইড
কার্তুচ
ধীরে বহে নীল
ইজিপ্ট ভ্রমন নিয়ে সামুতে আমার লেখা অনেকগুলো পোষ্টের মধ্যে একটির লিংক দিলাম আপনি জানতে/পড়তে চেয়েছেন বলে। পড়বেন আশা করি ভ্রমরের ডানা
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
ভ্রমরের ডানা বলেছেন: পড়ছি জুন আপু, অনেক কিছু জানছি। খুব ভাল লাগছে।
প্রতিটি পর্বে পিরামিড, মরু আর আপনার অনবদ্য লেখনী উপভোগ করছি!
অনেক অনেক ধন্যবাদ আপু! অশেষ শুভকামনা রইল!
৩৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: এভাবে কবিতা লিখে ভাব বজায় রাখা সহজ কাজ না। সাধুবাদ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
ভ্রমরের ডানা বলেছেন: প্রোফেসর ভাই ধন্যবাদ। পাঠে ও সুন্দর কমেন্টে আপ্লুত করে গেলেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭
নেক্সাস বলেছেন: কবিতার নতুন দারা ভাল লাগলো। শব্দের ব্যাবহারও ভাল লাগলো
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২
ভ্রমরের ডানা বলেছেন: এইভাবে অনেকেই হয়ত আগে লেখেছেন, তবে আমি সঠিক যে পিরামিড কাব্য সুত্র তা ফলো করতে পারিনি। তবে পিরামিড ধারায় মুক্ত ছন্দপাতে বেশি জোর দিয়েছি। পাঠে ও কমেন্টে ধন্যবাদ নেক্সাস ভাই।
৩৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
কল্লোল পথিক বলেছেন: এখন পিরামিড পড়তে বেশ ভাল লাগে।
কবিতায়++++++++++++++++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
ভ্রমরের ডানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কল্লোল ভাই। আপনার মন্তব্যে সবসময় অনুপ্রাণিত হই!
৩৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: কবিতার অবয়ব/অবকাঠামো নিয়ে এ ধরণের এক্সপেরিমেন্ট যদিও ঠিক আমার পছন্দের নয়, তবুও বলবো, কবিতাটি ভালো লেগেছে। তবে এরকমের জ্যামিতিক মাপজোক ছাড়া মুক্ত গদ্যে লিখলেওযে কবিতাটা যে আরও ভালো হতোনা, সেকথা বলা যায়না।
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২
ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সুপ্রিয় লেখক। কবিতায় মাপজোখ বরই বেমানান বিষয় বলে আমিও মনে করি,কন্তু মাঝে মাঝে পিরামিড লেখতে ভালই লাগে, নিজেকে ফারাও কবি মনে হয়,তাই লেখা
পাঠে ও কমেন্টে ধন্যবাদ জানবেন।
৪০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
শুনুন;
পাঠককুল
পিরামিড কাব্যে
মধুরিমাকে ভাববে।
ইতি উতি ঘুরেফিরে আসবে
মন্তব্যের জোয়ারে সবাই যে ভাসবে ।
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০
ভ্রমরের ডানা বলেছেন: প্রিয়
জি এস
আহমেদ ভাই,
আপনাকে শুধুই মিস
করে যাই, কবিতা রচনায়
আপনার ধারে কাছেও নাই,তবু
মনের আনন্দে পিরামিড লেখে যাই।
মধুরিমার খবর তো জানা নাই, তাই পাঠক
কুলের সাথেই জীবনবেদের পরিসমাপ্তি ঘটাতে চাই।
প্রিয় আহমেদ জী এস ভাই,
কবিতা পাঠে অশেষ
কৃতজ্ঞতা জানাই।
৪১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
আরজু পনি বলেছেন: এতো
সুন্দর !
আমারতো
ইচ্ছে করছে
নিজেরও লিখতে।
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
কি যে বলেন পনি আপু, এসব লেখে নিজের মুল্যবান সময় নষ্ট করবেন না
ব্লগে আপনার আগমনে অনুপ্রানিত হলাম!
৪২| ০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৫:০৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "........তোল না ঝড়"< ".......তুলো না ঝড়"
ভাল লাগলো।
আমি এত কষ্ট করবো না, একটা পাতায় ঠেসে কবিতা লিখবো
তারপর কোণাকুণিভাবে কাঁচি দিয়ে পাতাটা কেটে দেবো।
ব্যাস।
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
আর বলবেন না, বানান ভুল নিয়ে আছি মহাবিপদে! পিছু ছারছেনা। কি করি আজ ভেবে না পাই অবস্থা!
আপনার পদ্ধতিটি মন্দনয় বটে! আমিও একবার করে দেখি?
আপনার আগমনে ধন্য হলাম! শুভকামনা কবি!
৪৩| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার সমস্যার আমিও ভুক্তভোগী।
ব্যাপার না, আমরা করবো জয় (শুদ্ধ বানান) একদিন.........
অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।
তাছাড়া রবিন্দ্রনাথও একই কবিতাকে নাকি বিভিন্নভাবে ভেঙে দেখতেন (যদিও সেটা অন্য অর্থে ভাঙা),
আমরা নাহয় বিভিন্নভাবে কেঁটে-ছিড়ে দেখলাম।
(অপারেশন চালানোর আগে একটা কপি কিন্তু করে রেখেন)
০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল বলেছেন।খসড়া করে নিতে হবে। লেখালেখির শুরুর পর্যায়কালে আছি! জানি না কবে নাগাদ শুধরাব। শুধু জানি চেষ্টা থাকবে!
পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ!
৪৪| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:১১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ ভাল লেগেছে কবিতা, মুগ্ধ হয়ে গেলাম
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগে স্বাগতম!!
আপ্লুত করে গেলেন! জানি না কতটুকু হৃদয় ছুঁয়েছে তবে চেষ্টা করছি শতভাগ!
পাঠে ও কমেন্টে অশেষ ধন্যবাদ! অনেক ভাল থাকবেন!
৪৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৪১
রোদেলা বলেছেন: ্পিরামিড কথন পড়তে ভালোই লেগেছে।সুন্দর।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ২:০১
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক ধন্যবাদ রোদেলা আপু! কবিতায় আপনার উপস্থিতি আমাকে অনুরণিত করে গেল!
অনেক অনেক শুভেচ্ছা জানবেন!!
৪৬| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১২
রুদ্র জাহেদ বলেছেন:
ইতিউতি ঘুরেফিরে;পোড়ার প্রান্তরে; দুখী চন্দ্রিমা,
বিধুর এ লগ্নে মালা ভেসে যায় জলে; ওগো মধুরিমা!
দারুণ কাব্য কিন্তু
+++
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই! ভাল থাকবেন! শুভকামনা!
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬
বিজন রয় বলেছেন: সেই একই সুন্দর স্টাইল, সেই একই অনবদ্য কবিতা।
++++