![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখ
আমি চুয়ে
চুয়ে নেমেছি
ভোরের দুর্বা ঘাস,
সকাল বেলায় যেথায়
তোমার নূপুর নেবে শ্বাস!
আমি সাজিয়েছি সেথা সযত্নে
নবাবী অভিজাত্যময় কারুকাজ!
আমি সাজাহান তুমি শীরের তাজ।
ভ্রমরের ডানায় রাঙা অরুনিমার লাজ,
সবুজ কবিদের হাটে হাটে কবিতার সাজ!
দেখ বাহারিয়া রুপে নাচে বনান্ত-বিটপী আজ!
দেখ অসীম নীল তলে শান্ত পাহাড়ি নদীর ভাজ!
এই নবজাগরিত ভোরে মিষ্টি রোদেলা এ আলফাজ,
তোমারি রুপে অমর হবে সাজাহান,তুমি শীরে তাজ!
ছবিঃ গুগল
উৎসর্গঃ জিন্স, ফুলহাতা শার্ট পড়া মেয়েটিকে!
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৪
ভ্রমরের ডানা বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই!
২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ ভাই
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
পাঠে ও কমেন্টে
ধন্যবাদ কবীর ভাই!
৩| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৪
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
বাহ বেশ তো লিখেছেন !
তবে ভ্রমরের ঠোঁটে রাঙা অরুনিমার লাজ
না হয়ে "ভ্রমরের ডানায় রাঙা অরুনিমার লাজ" হলে ভালো হোতনা ? হলে, ভ্রমরের ডানায় চেপে জিন্স শার্ট পড়া মেয়েটি পিরামিডের মাথায় উঠে যেতে পারতো ।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:১১
ভ্রমরের ডানা বলেছেন:
সে মেয়ের যা পছন্দ! সে আর নাই বললুম!
তবে আপনার কথা রাখলাম জী এস ভাই, এবার বোধ হয় ডানায় চেপে সে পিরামিডে যাবে!
দেখা যাক কি হয়!
সাথে থাকার জন্য ধন্যবাদ জী এস ভাই!
৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৮
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর হয়েছে
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
পাশে থাকার জন্য ধন্যবাদ রাখাল ভাই!
৫| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৯
আমিই মিসির আলী বলেছেন: চমৎকার।
+
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫০
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ মিসির ভাই।
ভাল থাকবেন!
শুভকামনা
৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৯
সুমন কর বলেছেন: কঠিন কিন্তু সুন্দর। +
উৎসর্গঃ জিন্স, ফুলহাতা শার্ট পড়া মেয়েটিকে! কে !!
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
ভ্রমরের ডানা বলেছেন: কেন সুমন ভাই, মন খারাপ করছেন কেন! উৎসর্গ কি ভাল হয়নি?
সেই জিন্স, ফুলহাতা সার্ট পড়া মেয়েটি আর কেউ নয়, সে এক জন রুপবতী নারী! যার প্রেমে লেখকের হৃদয় জর্জর!!
৭| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৭
বিজন রয় বলেছেন: তোমারি রুপে অমর হবে সাজাহান।
এই শাহাজাহনটা কে?
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৫
ভ্রমরের ডানা বলেছেন: পাঠক নিজেই সাজাহান!
মনে করুন আপনি সাজাহান,এটা ভেবে কবিতাটি আবার পড়ুন! আশা করি কাজ করবে!
৮| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
আলী আজম গওহর বলেছেন: আপনার পিরামিড কাব্যগুলো অসাধারণ।
পিরামিড কাব্য অন্য কোথায় পড়িনি।
১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ ভাই, এভাবে লিখতে বেশ ভাল লাগছে তাই লেখা আরকি! প্রথাগত লেখায় বন্দি থাকতে মন চায় না, ভিন্ন স্বাদে লেখার প্রবল ইচ্ছাতেই লেখা আরকি! যেহেতু আমি খুব একটা ভাল মানের লেখক নই তবুও আমি নিজের প্রতি সন্তুষ্ট! আপনার কমেন্টে অনুপ্রাণিত হলাম।
৯| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৪
সজীব সাখাওয়াত বলেছেন: বাহ।অসাধারণ!!!
১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৭
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অনেক ধন্যবাদ সজীব ভাই! অনেক অনেক ভাল থাকবেন। শুভ কামনা!
১০| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩১
কল্লোল পথিক বলেছেন:
সুপার লাইক।
১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৮
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই।
শুভকামনা নিরন্তর!
১১| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩২
তানজির খান বলেছেন: পীরামিড কাব্য ভাল লাগলো, শুভকামনা আগামী পীরামিডের জন্য
১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩১
ভ্রমরের ডানা বলেছেন: তানজির ভাই কি ধরেই নিছেন যে সিরিজটা শেষ করব! হা হা হা! তাই আগামীটার জন্য শুভেচ্ছা জানালেন!
হা হা হা!
ভাল লাগল আপনার কমেন্ট!
হ ভাই, সিরিজ চলবেই!
যতদিন ভাল লাগে লেখতেই থাকব।
পাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
১২| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯
হাসান মাহবুব বলেছেন: বেশ।
১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২
ভ্রমরের ডানা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ হামা ভাই! শুভকামনা!
১৩| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:১২
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।
১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ উল্টা দূরবীন ভাই, শুভকামনা রইল।
১৪| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৩
অর্বাচীন পরিব্রাজক বলেছেন: সুন্দর হয়েছে ।
১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: পরিব্রাজক ভাই,
পাঠে ও কমেন্টে ধন্যবাদ জানবেন!
১৫| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫১
তার আর পর নেই… বলেছেন: এই ধরনের পদ্য লিখতে গেলে অন্তমিল এবং পিরামিড আকৃতি ধরে রাখার জন্য অনেক সময় পদ্যের সত্যিকার ভাল লাগাটা আসে না।
কিন্তু এইটা আমার কাছে ভাল লেগেছে। +++
১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তার আর পর নেই আপু, আসলে লেখার সময় অনেক কষ্ট হয়! ভাব ভাষা শব্দ মিলিয়ে পিরামিড বানানো কষ্টকর। এর আগে যে কয়েকটা পড়েছি সবগুলোই মন ছুঁয়ে গেছে! ইংলিশ লিটারেচারে এমন কিছু প্রফেশনাল লেখা পেলাম! গোগ্রাসে খেয়েছি! আমি অবশ্য এই লাইনে এমেচার তাই হয়ত পাঠকের কাছে যেতে পারিনি। তবুও যে এই কবিতা আপনার ভাল লেগেছে, তা আমার সৌভাগ্য বই কিছুনয়।
আপনি যেভাবে লেখেন আপু, বিস্ময়কর!
ভাল থাকবেন নিরন্তর!
১৬| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৬
প্রীতম বলেছেন: অসাধারণ
১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ ভাই, ব্লগে স্বাগতম!
১৭| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর।ভালো লেগেছে
+
১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪১
ভ্রমরের ডানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় রুদ্র জাহেদ ভাই, শুভকামনা রইল!
১৮| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৩
মিজানুর রহমান মিরান বলেছেন: জিন্স, ফুলহাতা শার্ট পড়া
মেয়েটা কি তাজ হচ্ছে?
চমৎকার কবিতা!
১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৩
ভ্রমরের ডানা বলেছেন: রুপক অর্থে তাকে সেই সন্মান দেওয়া হচ্ছে! হা হা হা!
না দিলে চলবে ভায়া! চলবে না চলবে না!
কবিতা পাঠে ও কমেন্টে অনেক ধন্যবাদ।
১৯| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৭
মিহির মিহির বলেছেন: হলুদের রাজতরু আর এটা পিরামিডের মধ্যে সবচে বেশী লাগলো!!
আর স্টাইলটাওতো+++++++
ভীষন ভালো লাগলো।
১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: হা হা হা,
মিহির মিহির এ দুটো আমারো অনেক ভাল লেগেছে।
তবে "এই নীলে" ও "ধিক্কার হে মন" এদুটোও কিন্তু খারাপ হয়নি!
তোমার কবিতা আমার ভাল লাগে ভাই, তাড়াতাড়ি একটা লেখে ফেল!
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৫
প্রামানিক বলেছেন: দারুণ লাগল। ধন্যবাদ