![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু পথে হেটেই
ধুলায় মিলিয়ে যেতে নয়
পথিকের পথে হেটে পথ
তৈরী করতেই হব ক্ষয়।
কংকর আবৃত পথের চাদরে
মিলিয়ে যেতে নয়,
ফুলের পাপড়িতে রাঙাতেই
পথে হাটি ধীরলয়।
হাটি চুপচাপ, দেখি ঝুপঝাপ
পথপরীদের নাচ,
একেবেকে তারা ছুটে চলে ওই
সুদূরিকার দুরন্ত সাজ।
তারা বন্ধুর তারা রুদ্র
যেন শুষে নিবে সব প্রান,
আমি কি বন্ধু এতই ভিরু
হাটু গেড়ে যাব সটান।
আমি পথিক, আমি হাটি,
আমিই রচেছি পথধারা,
পথপরীর গলে পরাব মালা
সাজাইয়া নক্ষত্র তারা।
সাজাইব তারে বঁধু,
পথ সংসারে খেলিব খেলা
সঞ্চিব যত মধু।
হ্যা আমিই পথের পতি,
ঝরনার মত বয়ে চলে সে
আমিই রচেছি গতি।
হ্যা হ্যা আমি, আমিই পথের পতি।
ছবিঃ নেট
০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ কল্লোল ভাই।
২| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৫৪
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
হেটে < হেঁটে
০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, চন্দ্রবিন্দুটা লেখতেই পারছি না।
৩| ০৫ ই মে, ২০১৬ রাত ১১:৩৫
সোজোন বাদিয়া বলেছেন: রোমান্টিক এবং কাব্যিক, প্রশংসা রইল।
০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
ভ্রমরের ডানা বলেছেন: আপ্লুত হলাম।
৪| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৪
জনৈক অচম ভুত বলেছেন: বেশ ভাল লাগল।
০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ
৫| ০৮ ই মে, ২০১৬ রাত ৮:৪৬
হাসান মাহবুব বলেছেন: ভালোই লিখসেন।
০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ হামা ভাই। অনুপ্রাণিত করে গেলেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৬ রাত ১০:৩৩
কল্লোল পথিক বলেছেন: কবিতায় একরাশ ভাল লাগা রেখে গেলাম।+++++