![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাকে ছুঁয়ে ফেলা যায়,
একটু হাত বাড়িয়েই-
তাকে বলেছি,
মনেঠাসা প্রতিটি ভুল শব্দকোষ,
গোপনে রাখা প্রতিটি নির্ভুল দোষ,
বিশ্বাসে, পরম বিশ্বাসে,
নিশ্বাসে, প্রতিটি নিশ্বাসে,
ভুলে গেছি এক পলকেই!
নীলকন্ঠরাও জানে আজকাল এভাবেই
ভালবাসা বুনে চুড়ুই পাখির দল,
ঘাস লতা পাতার আবরণ খুলে
বেড়িয়ে পড়ে নব নব ঢ্ল,
মেঘের ভেলায় ভেসে
ফোটা ফোটা জল!
বটবীজের নাভীর গভীরতা থেকে
জেগে ওঠা সবুজে পল্লবী যত,
গাঢ় হয়ে ওঠা আমাদের ভালবাসা
মেহগনি পাতার সবুজের মত,
বিশ্বাসে, পরম বিশ্বাসে,
নিশ্বাসে, প্রতিটি নিশ্বাসে,
মনে যা গেঁথেছি বকুলের মালার মত,
নগর পেরিয়ে সবুজের পাতায়
বোনা জলবিন্দুর দল,
এঁকেছে মন কাড়া ফুল
যেন হৃদকোমল!
ঝরে গেছে সেই মুক্তো দানা
কখন কি অজান্তে,
মাঠ ঘাট পেরিয়ে
তোমার সীমানা প্রান্তে!
রাখিনি, সেও মনে রাখিনি,
বিশ্বাসে, পরম বিশ্বাসে
নিশ্বাসে, প্রতিটি নিশ্বাসে
ভুলে গেছি এক পলকেই!
ছবিঃ গুগল
সর্বস্বত্ব সংরক্ষিত
রাত্রি ১ টা ২৮ মিনিট
০৪ সেপ্টেম্বর, ২০১৬
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: এই তো কবিতা লেখার পুরস্কার পেয়ে গেলাম! আর কি চাই!
হামা ভাই, কবিতায় এমন মিষ্টি মন্তব্য আমাকে ভীষন অনুপ্রাণিত করেছে!
অনেক অনেক ধন্যবাদ!
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩০
বিজন রয় বলেছেন: বেড়িয়ে পড়ে নব নব ঢ্ল, বেমানান লেগেছে। অবশ্য আরো কিছু অমন দেখতে পাচ্ছি।
বিশ্বাসটি জরুরী।
+++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪২
ভ্রমরের ডানা বলেছেন: আসলেই বিশ্বাসটা জরুরী! কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর!
মনের ভাবের প্রকাশ মাত্র! উপমার প্রয়োগ বুঝতে গভীরে যেতে হবে!
কবিতা পাঠে ধন্যবাদ বিজন ভাই!
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি হামা ভাই এর মন্তব্যটা দুইবার পড়ছি। কবিতা একবার।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩
ভ্রমরের ডানা বলেছেন: আমি কবিতাটি নিজে দশ বার আর সকলের মন্তব্য দুবার পড়েছি রাজপুত্র ভাইয়া!
কিন্তু কিছুই তো বুঝতে পারছি না!
এখন কি করি?
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৭
আরণ্যক রাখাল বলেছেন: মিষ্টি
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫
ভ্রমরের ডানা বলেছেন: আমি শুধু মিষ্টি নয়, টক ঝাল ও মাঝে মাঝে লেখি!
কবিতায় আপনার উপস্থিতি অনুপ্রাণিত করেছে! ধন্যবাদ!
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
ধ্রুবক আলো বলেছেন: রাখিনি, সেও মনে রাখিনি,
বিশ্বাসে, পরম বিশ্বাসে
নিশ্বাসে, প্রতিটি নিশ্বাসে
ভুলে গেছি এক পলকেই!
+++
দারুন হইছে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ ভাই।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬
আই৩ বলেছেন: খুব ভালো লাগলো, হৃদয় ছুঁয়ে দিল
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ আই ৩!
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২২
অগ্নি সারথি বলেছেন: সুন্দর!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪১
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অশেষ ধন্যবাদ!
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩০
জেন রসি বলেছেন: কবিতা পাঠ করে আরাম পেলাম। সুন্দর।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: আপনার কমেন্ট পড়ে আমিও বেশ আরাম পেলাম!
হা হা হা! ধন্যবাদ!
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৩
শামচুল হক বলেছেন: অনেক ভালো একটি কবিতা। খুব ভালো লাগল।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৪
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অনেক ধন্যবাদ ব্লগার! শুভকামনা!
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৭
নিতান্ত অদ্ভুত বলেছেন: সময়টা এমন যে, দরকার যা হাত বাড়ালেই মুছে ফেলা যায়। কিন্তু এখন আমারও ইচ্ছে করছে একটু ছুঁয়ে দেখি। সমস্যা হল ছুঁতে গেলেই মুছে যায়, আর মুছতে গেলেই ছোঁয়া লেগে যায়। যাইহোক অনেক সুন্দর কবিতা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০১
ভ্রমরের ডানা বলেছেন: হা হা হা
বিপরীত প্রতিক্রিয়া! দারুন দারুন!!
মজা পেলুম। কবিতা পাঠে ধন্যবাদ!
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২১
আমিই মিসির আলী বলেছেন: নীলকন্ঠরাও জানে আজকাল এভাবেই
ভালবাসা বুনে চুড়ুই পাখির দল,
ঘাস লতা পাতার আবরণ খুলে
বেড়িয়ে পড়ে নব নব ঢ্ল,
মেঘের ভেলায় ভেসে
ফোটা ফোটা জল!
গেয়ে টিউবে ছেড়ে দিলে মন্দ হয় না।
ভালো লাগছে।
+
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৬
ভ্রমরের ডানা বলেছেন: আপনি গেয়ে দিন! খুশি হব! আমি গাইতে পারি না ভাই!
সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম! ধন্যবাদ মিসির ভাই!
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৯
শেয়াল বলেছেন: সুন্দর
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ শেয়াল ভাই!
১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪২
ডঃ এম এ আলী বলেছেন: নীলকন্ঠরাও জানে আজকাল এভাবেই
ভালবাসা বুনে চুড়ুই পাখির দল,
ঘাস লতা পাতার আবরণ খুলে
বেড়িয়ে পড়ে নব নব ঢ্ল,
মেঘের ভেলায় ভেসে
ফোটা ফোটা জল!
ভাল লাগল তালপাকা শরতের এ বেলায়
মেঘের ভেলায় ভসে
ফোটা ফোটা জল ।
শুভেচ্ছা রইল ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৮
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে অনেক ধন্যবাদ সুপ্রিয় লেখক! শরৎকালীন নীল আকাশের ভাসমান সাদা সাদা তুলো মেঘের শুভেচ্ছা!
১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর প্রতি উত্তরের জন্য রইল শুভেচ্ছা ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩০
ভ্রমরের ডানা বলেছেন: আপনার লেখা নিয়মিত পড়ি। এক কথায় অসাধারণ!
অনেক শুভকামনা রইল!
১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
মানজুষের মেমোরি ক্রমেই ভালোবাসা, অনুভুতি, ব্যথা, বেদনাকে সিনথেসাইস করতে থাকে; এমন কি নিজের কাছেইনিজের ভুবনটা বড় হতে থাকে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: সব মানুষ যদি এমন হয় তবে তো ধুন্ধুমার কান্ড ঘটে যাবে। কেউ আর অন্য কিছু নিয়ে ভাববে না। মারামারি কাটাকাটিও বন্ধ হয়ে যাবে আবার হাড়িতে ভাত রাধাও বন্ধ হয়ে যাবে! তবে এমনটি হচ্ছে বলে মনে হচ্ছে না গাজী ভাই। ফ্রয়েডের সাইকো-এনালাইসিসমূলক বইটা পড়া দরকার!
মানুষের সাথে সম্পৃক্ততা যাচাইতে এর কোন জুড়ি নেই বলেই শুনেছি!
সে যাই হোক, রবী ঠাকুরের নার্সিসিজমমূলক কবিতা-
আমরা সবাই রাজা
এই তত্ত্ব নিয়েই সবাই লেখালেখি করে। ভালই লাগে!
এই যা, আপনার মন্তব্যের প্রতিউত্তর বেশ বড় হয়ে গেল!
পাঠে ও সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ গাজী ভাই!
১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
সরকার আলমগীর বলেছেন: অসাধারণ লাগল
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ব্লগার! শুভকামনা!
১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে খুব খুশি হলাম! অনেক অনেক ধন্যবাদ প্রামাণিক ভাই!
১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮
সাহসী সন্তান বলেছেন: হাত বাড়ালেই তো অনেককেই ছুয়ে ফেলা যায়! কিন্তু আপনি ঠিক কাকে বুঝিয়েছেন জাতি জানতে চায়?
মিষ্টি মধুর কবিতায় ভাল লাগা! শুভ কামনা ডানা ভাই!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৬
ভ্রমরের ডানা বলেছেন: হাত বাড়ালেই অনেক কিছু ছুঁয়ে ফেলা যায়। মোবাইল, ডায়েরী, পেন্সিল, খাতা, ল্যাপটপ, ফুলদানি, চায়ের কাপ, টি শার্ট আরো অনেক কিছুই!
সাহসী ভাই এবার বলুন আমি ঠিক কাকে ছুঁয়েছি!
যাকগে সে কথা বলার কি আর প্রয়োজন আছে! হা হা হা!
জাতি জানে কবি কাকে উদ্দেশ্য করে কি বলেছে! কবিতার কথা এ জাতির নান্না মুন্নারাও বোঝে! আপনি তো দাদু পর্যায়ে রয়েছেন।
আপনার কমেন্টে বেশ রসবোধ পেলাম! খুব ভাল লেগেছে! ভাল থাকবেন সাহসী ভাই! শুভকামনা সতত!
১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮
সাহসী সন্তান বলেছেন: রসিক জিনিসটা জিন ঘটিত ব্যাপার! উহা বাবা-মায়ের বদৌলতেই পাওয়া! আমরা পরিবারের সব সদস্যরা যখন একতাবদ্ধ হই, তখন সেখানে কোন ভেদাভেদ থাকে না! সবাইকে দেখলেই বন্ধুর মত মনে হয়!
এনি ওয়ে, রসবোধ ছাড়া এর আগে কোন মন্তব্য পাইছিলেন্নাকি?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: সাহসী ভাই, আপনার মেগা পোষ্ট গুলো পড়ে ভেবেছিলাম আপনি মেজাজে বেশ ভারিক্কি স্বভাবের হবেন। সে আশায় গুড়ে বালি!
ব্লগে রসিক সুজন পাওয়া বড় দায়! আপনাকে পেয়ে খুব খুশি হলাম। এবার জমবে বেশ। রাজপুত্র ভাই বেশ মজা করে সাথে আপনাকে পেয়ে ষোলকষা পুর্ন হল!
আসেন কোলাকুলি করি
২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩
সাহসী সন্তান বলেছেন: এতদিনে আমার ব্যাপারে আপনার ধরণা তাইলে এই? তেব্রো প্রতিবাদ জানাইলাম! ভাবছি আগামী ঈদের পর কঠিন মানববন্ধনের ডাক দিবো.....
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫
ভ্রমরের ডানা বলেছেন: এই যা, হুমকি দিচ্ছেন দেন কিন্তু মাইন্ড খাইয়েন না পিলিগ!!
আমি তো জানি, আপনি সেই লেভেলের রস থুক্কু রসিক!
এক্কে বারে ভাদ্রের পাকা তাল আর চৈত্র মাসের টকটকে লাল ফাটা তরমুজ!
ভাই ভুল হইছে চিনতে এবার ক্ষমা দেন!
পিলিগ হরতাল মানববন্ধন তুলে নেন! ভাদ্র মাসে এমন করিয়েন না!
সারমেয় সমাজের ইজ্জতের কসম লাগে!!
২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫
সাহসী সন্তান বলেছেন: ভাইরে আপনি আমারে এহনও চিনবার পারেন্নাই! আমার ব্লগের ফান পোস্ট আর আমার সাম্প্রতিক কমেন্ট গুলো পড়েন তাহলেই বুঝতে পারবেন! আর আরো প্রমাণ চাইলে শায়মা আপুনি, জেনরসি, শতদ্রু একটি নদী, আর রিকি আপুরে জিগাইয়া দেইখেন!
এক সময় ব্লগে আমাদের এই কয়েকজনের কমেন্টের ঠ্যালায় পোস্ট আউলাইয়া যাইতো! এক সময় রিকি আপুর একটা পোস্টে মনিরা আপার একটা মন্তব্যে তো শতদ্রু ভাই বলেই ফেলেছিলেন যে, পোস্ট কি হইছে না হইছে সেটা গুরুত্বপূর্ন না; গ্যাজানোটাই হইলো মেন!
আমি অতটা মাইন্ড সেটের কেউ নই! সামনে ঈদ, তাই আপাতত একদম ফ্রি সময় কাটাইতেছি! আর সেজন্যই ব্লগে এতটা এক্টিভ! আমি নিজেও মজা করতে ভালবাসি আর কেউ মজা করলে তাকে উৎসাহ দিতেও ভালবাসি!
এনি ওয়ে, এবার ঐ ধরনের কমেন্ট করলে সাঙ্গ পাঙ্গ লইয়া পোস্ট ভাংচুরের হুমকি দিয়া গেলাম!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
শতদ্রু ভাই কই? উনারে খুব মিস করি! উনি ব্লগে নাই বহুদিন। উনার প্রোফাইলে গেলে দেখা যায় এ দোকান বন্ধ হয়ে গেছে! কষ্ট লাগে। কেন চলে গেলেন কিছুই বুঝতে পারলাম না।
যাইহোক আপনার ফানপোষ্ট আমি পড়েছি! বেশ মজার! শায়মা আপু আর রিকি ভাইয়াদের তুলনা হয় না। অনেক মজা করে। রাজপুত্র ভাইও কিন্তু কম যায় না। আজকাল জিএস ভাইও বেশ মজা করে। হা হা হা!
আসলে ব্লগারদের মধ্যে একটু মত বিনিময় মজা ঠাট্টা না হলে কি চলে?
আপনার কবিতা পাইনা কেন? কবিতা দিয়েন। কবিতা না লেখলে ভাবি খুশি হবে কি করে ভায়া?
আর মানববন্ধন দিয়া কি লাভ বলেন? তবে মানবী বন্ধন হইলে আমারে খবর দিয়েন!
আর ভাঙা পোষ্টে কি ভাঙচুর ঘটে সেটা দেখার তর সইছে না!
গতকাল সন্ধ্যা থেকেই ক্রমশ মাথা ব্যাথা বাড়ছিল তাই ব্লগে আসা হয়নি। দেরিতে প্রতি উত্তর করায় দুঃখিত!
২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০১
সাহসী সন্তান বলেছেন: ডানা ভাই, আমরা কিন্তু পর্যবেক্ষণে আছি! একটু সাবধানে থাইকেন! যেকোন সময় আসমান থেকে কোন এক অজানা পরীরাণী কর্তৃক উল্কাপাত আরম্ভ হয়ে যেতে পারে কিন্তু! আপাতত আশে পাশে আমি সেইধরনেই কিছুর গন্ধ পাইতেছি!
তাহাদের আবার মাথার উপ্রের বেসম্ভব রকমের রাগ জানি! সুতরাং ঘরে যদি জায়গা না থাকে তাইলে চৌকির তলায় শোবেন সেও ভাল, কিন্তু আলগা মাথায় বাইরে ঘোরাঘুরি কইরেন্না ভাই, আপনার ফিলিজ লাগে!
ভাল/মন্দ কিছু একটা হয়ে গেলে ভাবিকে আমি কি জবাব দেবো কন্তো? খুব খিয়াল কইরা......
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯
ভ্রমরের ডানা বলেছেন: পর্যবেক্ষণে আছেন কেন?
কি করেছেন ভায়া?
আসমানের পরী কর্তৃক উল্কাপাত!!
ও এম জি!!
কন কি?
এ, আমার এতু আনন্দু হইতেছে ক্যারে?
পিলিগ একটা শিশি দেন ভাই! জলদি! বোতলে পরী ঢুকাবো!
ও ফরী তোর ঝন্ত্রনা,
আর তো প্রানে সহে না!
আইতে দেন পিলিগ! পিলিগ! আমি রেডি!
২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬
সাহসী সন্তান বলেছেন: ধুর! কাল আপনি থাকলে মজাটা জমতো ভাল! আজকা মুড অফ......
আসলে ব্লগারদের মধ্যে একটু মত বিনিময় মজা ঠাট্টা না হলে কি চলে?
-কথা খ্রাপ বলেন নাই! বাঁচবো আর কয়দিন! তো যে কয়দিন আছি একটু মজা-টজা করেই যাই!
আপনার কবিতা পাইনা কেন? কবিতা দিয়েন। কবিতা না লেখলে ভাবি খুশি হবে কি করে ভায়া?
-কবিতার কথা উঠলেই আমার ক্যান জানি একজনের কথা খুব মনে পড়ে যায়। আহরে, কত ভালুভাষাই না ছিল আমার জন্য তার! আজকা সে আর নাই, তাই আমারও কবিতা আসে না!
এই পরী কিন্তু সেই পরী নয় ভায়া? উহার ডেফিনেশন পাইতে হইলে নজরটা আরো একটু প্রশস্থ করিতে হইবেক! আমি ভাবতেছি, আপনি আবার বোতল বন্দি করিবার দোষে দূষি হইয়া পড়েন কিনা! জানেনই তো বিচারের বাণী চিক্কুর পাইড়া কাঁদে?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯
ভ্রমরের ডানা বলেছেন: এই পরী কিন্তু সেই পরী নয় ভায়া? উহার ডেফিনেশন পাইতে হইলে নজরটা আরো একটু প্রশস্থ করিতে হইবেক!
নয়ন মেলিয়া পিটপিটাইয়া চাইয়া আছি! কবে দেখা পাব তাহার!!!! ডেফিনিশন এরর নাকি!!
আর সহে না যাতনা!
লণ্ঠন জ্বালাইয়া খুঁজি,
উনারে উনারে!!
আর
ভুত পেত্নী বোতলে ধরা পূণ্য কাজ- বলেছেন মিসির শিশির আলী।
আমার কি দোষ!
২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯
গেম চেঞ্জার বলেছেন: ভুলে তো গেছেনই!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩
ভ্রমরের ডানা বলেছেন: গেমু ভাই,
এ পথে চলতে অনেক কিছুই ভুলা লাগে।
ঠ্যালানি আর কারে কয় আর কি!
হে হে হে
কবিতা পাঠে বহুত বহুত ধইন্নাপাতা!
২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩
সাহসী সন্তান বলেছেন: গেম চেঞ্জার চেনে! উনি বোধ হয় এখন পরীর দেশের থেকে আসতেছেন! উনারে জিগাইয়া দেখেন কিছু বের টের করতে পারেন কিনা?
গেম্ভাই সম্পূরক প্রশ্ন, কবিতার কথা মনে উঠলে আমার কার কথা মনে পড়ে বলে আপনি মনে করেন?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১
ভ্রমরের ডানা বলেছেন: গেম্ভাই আর কি বলবে
উনি নিজেই মনে হয় পরীর দেশে গেম খায় বসে আছে! তাই মুখে কুলুপ এটে বসে আছে!
তয় যাই বলেন সাহসী ভাই, আজকাল কিন্তু ব্লগে ভূত প্রেত বেড়ে গেছে! ৎ ৎ ৎ ভাইয়ের ব্লগ, সাইকোপ্যাথের ব্লগ, অচাম ভূতের ব্লগ আরো কত কি!
এর মধ্যে আপনি আনলেন আবার পরী! এবার না জানি দৈত্য মামা আর জিনি ভাইয়া না আইসা পড়ে।
সেই ভয়ে আছি!
২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৬
সাহসী সন্তান বলেছেন: উফ! আপনি দেখি এখনো সেই পিচ্চিটাই রয়ে গেছেন? সেই গতকাল থেকে বুঝাইতেছি অথচ এখনো বুঝলোই না?
বুঝেছি, আপনাকে সাংকেতি ভাষা বোঝার জন্য আসমানে প্রেরণ করিতে হইবেক! উহা ছাড়া আপনার আর কোন গতি নাই!
তো মাষ্টারণী লইবেন না মাষ্টার লইবেন হাচা কইরা কন্তো? আর গেম্বাই যে, কবিতা পড়েই মন্তব্য দিছে ঐটা আপনি ক্যামনে বুঝলেন? ওরে জিগাইয়া দেখেন, মজা নিতে আইছে এইখানে!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২০
ভ্রমরের ডানা বলেছেন: গেম ভাইরে ভুলি নাই, উনার দোকানে আজকাল মাঝে মাঝে হামা দিয়া দেখি! সব আগের মালপত্র খালি লেবেল চেইঞ্জ! পিস একখান বটে!
চেনা বড় দায়, তবে না চিনে কি উপায়-
কেমন আছেন ভাই?
আমি মাষ্টার চায়!
২৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪
সাহসী সন্তান বলেছেন: নিচের তিন লাইন কি কবিতা হইলু নাকি?
যাক আমি আবার ভাবছিলাম আপনি বুঝি ফস কইরা মাষ্টারণি চাইয়া বসবেন! অবশ্য ছেলে একটু লুলীয় হইলেও স্বভাব বেশ ভদ্র, উহা জাতী বুঝিতে পারিয়াছে!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮
ভ্রমরের ডানা বলেছেন: মাষ্টরের সাথে একঝাক ডানাকাটা পরী থাকে ফ্রি, তাই মাষ্টার কইছি!!
তবে জাতি জানে, আমি কি চিজ!
দেখেন না খালি প্রেমের কবিতা চর্চা করি!
হে হে হে!
২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮
শরতের ছবি বলেছেন: ব্লগে এসেছি এক বছর কিছু বেশি। আপনাকে আগে দেখিনি । আপনার কবিতা আমার খুব মনে ধরেছে । শুভেচ্ছা রেখে গেলাম।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা আপনার মনে ধরেছে জেনে আপ্লুত হলাম। আমি টুকটাক চেষ্টা করছি। মাঝে মাঝে ব্লগে সময় দেওয়া হয়, মাঝে মাঝে আবার হয় না এমনি অবস্থায় আছি তাই খুব একটা কথা হয়নি আপনার সাথে।
তবে এখন যখন হল, তবে চলুক কথা বেশ!!
কবিতায় ঘর বাড়ি, কবিতাই দেশ!
২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৪
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা রইল!
শুভকামনা!!
৩০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার কবিতা।
অনেক ভালোলাগা জানিয়ে গেলাম ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অনেক ধন্যবাদ বিলিয়ার ভাই।
শুভেচ্ছা রইল!
ভাল থাকুন!
৩১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৬
নীলপরি বলেছেন: ঝরে গেছে সেই মুক্তো দানা
কখন কি অজান্তে,
মাঠ ঘাট পেরিয়ে
তোমার সীমানা প্রান্তে!
অপূর্ব লাগলো ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২২
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অনেক অনেক ধন্যবাদ!
সুন্দর কমেন্টে অনুপ্রাণিত করে গেলেন!
৩২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৫
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর কবিতা সুন্দর শিরোনাম
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৮
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ও শুভেচ্ছা রইল!
শুভকামনা!
৩৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৯
রাজসোহান বলেছেন: মোলায়েম কবিতা!
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অশেষ ধন্যবাদ ও শুভকামনা রাজসোহান!
৩৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: নীলকন্ঠরাও জানে আজকাল এভাবেই
ভালবাসা বুনে চুড়ুই পাখির দল,
ঘাস লতা পাতার আবরণ খুলে
বেড়িয়ে পড়ে নব নব ঢ্ল,
মেঘের ভেলায় ভেসে
ফোটা ফোটা জল!
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৮
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ সৈয়দ আবদুল ফারাহ!
৩৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯
ভ্রমরের ডানা বলেছেন: আপনার প্রতি এবং আপনার পরিবারের সকলের প্রতি ঈদের শুভেচ্ছা রইল!
ঈদ মোবারক!!
৩৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১২
ডঃ এম এ আলী বলেছেন:
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩১
ভ্রমরের ডানা বলেছেন: ইদ মোবারক!!
৩৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি খুব ভাল লাগে! আপনাকে ইদের শুভেচ্ছা
৩৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫
খায়রুল আহসান বলেছেন: নীলকন্ঠরাও জানে আজকাল এভাবেই
ভালবাসা বুনে চুড়ুই পাখির দল,
ঘাস লতা পাতার আবরণ খুলে
বেড়িয়ে পড়ে নব নব ঢ্ল,
মেঘের ভেলায় ভেসে
ফোটা ফোটা জল! -- অসাধারণ হয়েছে এ স্তবকটা। পুরো কবিতাটাই স্নিগ্ধ, কোমল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও আমারো অতি প্রিয় একটি স্তবক চয়নে, সেই সাথে মুল্যবান মন্তব্যে
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় লেখক!
৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৪
সঞ্চারিণী বলেছেন: প্রতিদিন সম ভালো লাগা নিয়ে পড়ার মত একটি কবিতা।
একবার বলি বার বার বলি, বলি যে লক্ষবার.।.।।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
এমন প্রশংসায় আপ্লুত করলেন! ধন্যবাদ!
তুমি আমার প্রিয়তম তুমি যে আমার। তোমায় ছাড়া জীবন আমার জীবন সে তো নয়.. তোমায় নিয়ে অনন্তকাল বাচতে ইচ্ছে হয় ।। তোমারি জন্য রেখেছি খুলে স্বপ্নেরই দুয়ার । একবার বলি বার বার বলি বলিযে, লক্ষবার তুমি যে আমার প্রিয়তম তুমি যে আমার। হৃদয়েরই পাতায় পাতায় তোমারি নাম লেখা, তুমি ছাড়া পৃথিবীটা ভিষণ একলা একা ।। তোমারি জন্য রেখেছি খুলে স্বপ্নেরি দুয়ার ।
গানটি আমারো ভীষণ প্রিয়!
৪০| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৮
আনিসা নাসরীন বলেছেন: যাকে ছুঁয়ে ফেলা যায়,
একটু হাত বাড়িয়েই-
তাকে বলেছি
-কথাগুলো ভীষণ ভালো লাগলো।
খুব সুন্দর।
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
এত কথা, কবিতার ভীড়ে, গভীরে অবগাহন,
দেখে নি কেউ, কবিতার বক্ষঃস্থলের আভরণ।
কবিতাটি এক বন্ধুর প্রেমগুনে গেয়েছিলাম। সে কবিতায় কথাগুলো ভীষণ ভালো এমন মন্তব্য মনে প্রশান্তি এনে দিল।
শুভকামনা! ভাল থাকুন নিরবধি! প্রেম বেচে থাকুক নিরন্তর মনে মনে!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৯
হাসান মাহবুব বলেছেন: সকালটা শুরু হলো মিষ্টি একটি কবিতা দিয়ে, লাইনগুলো গুনগুন করে গাওয়ার মতো।