![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিকষ কালোর মাঝে অন্ধঘন বিন্দু-
বিষধরের নাগপাশে গ্রাসিত আলো,
কি ঘোর অমানিশায় ফুলে ওঠে সিন্ধু-
কেমন আঁধার মাঝে ক্ষুধাতুর কালো।
আপন বালুবেলায় ঝিনুক কুড়িয়ে-
সঞ্চিত রাজকোষ মুক্তোকড়ির দানা,
মুক্ত হও ডানা মেলে বিহঙ্গ উড়িয়ে-
আলোর ছটায় জ্বালো সুদূর অজানা।
ক্ষুধিতের পেটে ভাসা ঘনকাল মেঘ-
রুদ্রতালে নেচে আসা ভয়ানক ঝড়,
মুছে সব মায়ামোহ আপ কি'বা পর,
পাষাণের ক্ষুধাবোধ আজন্ম আবেগ।
যদি পার মুছে দিতে ঘন সেই ক্ষণ,
ভুবন মাঝেই পাবে অমৃত জীবন।
সর্বস্বত্ব সংরক্ষিত
১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৯
ভ্রমরের ডানা বলেছেন: আসলেই তাই। কিছুটা অন্ন যদি গরীবের পেটে যায় তাতেই শান্তি।
২| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: পাষাণের ক্ষুধাবোধ আজন্ম আবেগ।
ভালো লিখেছেন।
১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ। ভাল থাকুন এই কামনায়!
৩| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। শুভ রাত্রি।
১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
থ্যাংকস সুমন ভাই। শুভ দুপুর।
৪| ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫১
নীলপরি বলেছেন: বরাবরের মতো কবিতা ভালো লেগেছে ।
মুছেসব < মুছে সব হবে কি ?
শব্দ মেলানোর জন্য কি না লিখে আপনপর একসাথে লেখা যায় কি ? আমার মনে হোলো তাই বললাম ।
কিছু মনে করবেন না ! আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন ।
শুভকামনা ।
১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০০
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কথা গুলো আমলে নিয়েছি। কবিতার যথাযথ ব্যবচ্ছেদ করে ভুলগুলো খুঁটিয়ে দেখেছেন, উপস্থাপন করেছেন। আপনার জন্য অশেষ ভালবাসা নীলপরি। শুভকামনা!
৫| ১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৮
মেহেদী রবিন বলেছেন: সনেট ভালো লিখেছেন
১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ মেহেদি রবিন।
৬| ১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫২
প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল।
১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫১
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
৭| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৫
আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ লেখনী।
১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ আলভী শোভন।
৮| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০২
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি!
কবিতায় ++
১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ বিলি ভাই। শুভকামনা আপনার জন্যে!
৯| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব ভালো লাগলো, তবে সনেটের এই নিয়মটির বর্ণনা দিলে খুশি হতাম।
১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
সনেটটি এই ছাচে লেখা। মাইকেলীয় ধারায় অষ্টক ও ষষ্টক রচিত। প্রথম আট লাইনের ভাবের সমন্বয় ও শেষ ছয় লাইনে ভাবের পরিনতি নিজস্বতা বজায় রেখেই রচিত। কবিতায় ভুলত্রুটি থাকতে পারে। তবে আমি সেরাটা দিয়েই লেখেছি।
কখকখকখকখ গঘঘগঘঘ
অমিত্রাক্ষর ছন্দে লেখা ও ভাব ফুটিয়ে তোলা খুবই মুস্কিল কাজ। সেটি মাথায় রেখেই এই সনেট।
কবিতাটি পাঠে ও মন্তব্যে ধন্যবাদ। শুভকামনা!!
১০| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যাক দু’জন এক গোয়ালের গরু। কি আর বলব, এক কথায় বলি খুব ভালো লেগেছে।
১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
সনেট আরো লিখুন। আমি তো ভেবেছি ৫০০+ লেখব। দুজন হলে লেখে স্বাচ্ছন্দ্যবোধ করি । কবিতা পাঠে শুভকামনা সুপ্রিয় ব্লগার!
১১| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৭
অরুনি মায়া অনু বলেছেন: সনেটে মানবতার গান। খুব সুন্দর +++
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
মানবতা ছড়িয়ে পড়ুক জগৎময়! ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৭
চাঁদগাজী বলেছেন:
মানবতাকে জাগ্রত করার আবেদন