![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়ত একদিন ধসে যাবে
বাঁধন দেয়াল গুলো
তীব্র ঝাঁকুনিতে চুরচুর আয়ু-
ভেঙে যাবে সব ফুলদানি ফুল
চিনামাটি প্লেট, জংধরা স্নায়ু।
দিকবিদিক দিশেহারা হয়ে
প্রকম্পিত পাথারে অনুরণন,
নেচে উঠবে শত চঞ্চলা ঢেউ,
অবুঝ-শিশু হাসির মতন!
সেদিন আমি ছুটে যাব
তোমার কোলের ভাজে,
ঝরে যাব কিছু জল হয়ে
সেই ইট কাঠে ভরা
শ্মশান ভূমির মাঝে!
নীরবে ডেকে ওঠা ডাহুক পাখিদের
কর্কশ আর্তনাদে দিনরাত্রি যার,
ভেসে যাব সেই সমুদ্রতটে
সহস্র সহস্রবার,
লালিমার লাল মিশিয়ে
দিগন্তরেখার পার-
গেয়েছি যত গান কবিতা
রূপসী বনলতার,
হাত জোড় করে কিছু
ভালবাসা চন্দ্রাহত জোয়ার,
মিলনের প্রবল বাসনায়
সেকি শুধুই স্নায়ুবিষ আধার?
সমুদ্রকূল খেয়াতরী বেয়ে
ভেঙে যাক নিষাদ দেয়াল-
নির্জন মেঘ ধাঁধার!
সর্বস্বত্ব সংরক্ষিত
২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২১
ভ্রমরের ডানা বলেছেন:
এ ইতিহাস আছে বলেই আজকাল দুতিনটি ফুল ফোটে কিংবা ফুটতে চায়। এটাই অপার সৌন্দর্য!
২| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:২২
শাহরিয়ার কবীর বলেছেন: সেদিন আমি ছুটে যাব
তোমার কোলের ভাজে,
ঝরে যাব কিছু জল হয়ে
সেই ইট কাঠে ভরা
শ্মশান ভূমির মাঝে!
জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয়।
আসল কবিতার স্বাদ !!!
২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাই জীবনের সারমর্ম, গতিপথের গ্রাফ। সংক্ষিপ্ত কিন্তু গাঢ়! ভীষণ গভীরের রেণুকাপাত!
৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১৪
অরুনি মায়া অনু বলেছেন: চমৎকার একটা কবিতা পড়লাম অনেকক্ষণ পর। আপনি বরাবরই ভাল লেখেন।তাই নতুন করে আর কি লিখব। সুন্দর খুব সুন্দর।
২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
মন্তব্যে দারুণ অনুপ্রাণিত করেছেন। কবিতায় আমি নিজেকে তৃপ্ত রাখার প্রয়াস রাখি। আর আপনাদের এমনি মিষ্টি মন্তব্যগুলো সেই প্রয়াসকে আরো তাতিয়ে দেয়!
এভাবে ভূয়সী প্রশংসাপাত্র আমি নই জানি তবুও সে সন্মানের জন্য ভালবাসা ও কৃতজ্ঞতা রইল!
৪| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ হামা ভাই! শুভকামনা!!
৫| ২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০১
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । ++
২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ নীলপরি! ভালবাসা জানবেন!
৬| ২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৩
সাহসী সন্তান বলেছেন: আপনার কবিতাগুলো আমার কাছে এতটা ভাল লাগার কারণ হলো, আপনার লেখার মধ্যে বিরহ, আক্ষেপ থাকলেও না পাওয়ার কোন যন্ত্রনা নেই! অন্তত পেয়ে হারানোর যন্ত্রনাটা যে কত ভয়াবহ সেটা মর্মে মর্মে অনুভব করতে পারি!
কাজী নজরুল ইসলামের একটা কথা পড়ছিলাম- 'মৃত্যু যন্ত্রনার চেয়ে বিরহের যন্ত্রনাটা যে কতটা ভয়াবহ, সেটা যে পেয়ে হারিয়েছে সেই ছাড়া অন্য কেউ অনুভব করতে পারবে না!'
চমৎকার কবিতায় ভাল লাগা! শুভ কামনা ডানা ভাই!
২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
পোড়া মন, ছাইদানি সে কি জিনিস! বিরহানল সেই বিশুদ্ধ ওম। জগতের পবিত্রতা মেখে সে বহ্নিমিত্র, জানে জাগতিক রাত জাগা ভোরের দিশাবিশা। সে ছাই তো নয় বরং একটুকরো পরশ পাথর।
আপনি আমার কবিতা অনুভব করেন, গন্ধ নেন। এর থেকে বড় স্বার্থকতা আর নেই, ভাল লাগা আর নেই। কবিতা পাঠে ও এমন মন্তব্যে অনেক ধন্যবাদ সুপ্রিয়!
৭| ২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৬
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি!
ভালোলাগা ++
২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। কবি বলাতে যথেষ্ট লজ্জা পেলুম
পাঠে ও কমেন্টে ধন্যবাদ বিলি ভাই।
৮| ২৪ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
সুমন কর বলেছেন: বরাবরের মতো ভালো হয়েছে।
২৪ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন সুপ্রিয় ব্লগার। শুভকামনা!
৯| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
অনেক সুন্দর ।
জংধরা স্নায়ু শব্দ যোজনাটি স্নায়ুতে ঝংকার তুলে যাবার মতো ।
সামুর যন্ত্রনায় মনের মতো মন্তব্য করা গেলোনা ।
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৬
ভ্রমরের ডানা বলেছেন: সামুর এই অদ্ভুত সমস্যাবলী বেশ প্যাঁচে ফেলে দিয়েছে। আমি কোন নোটিফিকেশন পাইনা। জিরো হয়ে আছে। মাঝেমধ্যে এতো স্লো কি আর বলব!
যাক গে, এত কষ্ট করে কবিতাটি পাঠে ও কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। কবিতাদির জয় হোক।
১০| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১৪
ক্লে ডল বলেছেন: খুব সুন্দর লিখেছেন! কেমন যেন এক নিঃশ্বাসে পড়ার মত কবিতা!
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২০
ভ্রমরের ডানা বলেছেন:
চেষ্টা করেছি ভাল লেখার। নিজে তৃপ্ত হবার। বলতে পারেন সে চেষ্টায় সফল। কবিতাটি একনিঃশ্বাসে পড়ে নিয়েছেন দেখে খুব খুশি হলাম। এমনি লেখতে চেয়েছিলাম!
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ কাদার পুতুল!
১১| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১৪
ক্লে ডল বলেছেন: খুব সুন্দর লিখেছেন! কেমন যেন এক নিঃশ্বাসে পড়ার মত কবিতা!
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার নিকটি খুব সুন্দর। বাংলা ইংরেজি দুটো মিনিং অসাধারণ!
১২| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও কি কবিতা প্রসব করলেন ভাই। মন ভরে গেছে, আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন ।
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৪
ভ্রমরের ডানা বলেছেন: আপনাকেও কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ ভাই।
১৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৫
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৬
ভ্রমরের ডানা বলেছেন: আপনাকেও কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ প্রামাণিক ভাই।
১৪| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫২
মেহেদী রবিন বলেছেন: স্নায়ুবিষ কেন হবে , বরং এক অনন্য উপহার। ভালো লাগা থাকলো কবিতাটিতে
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১০
ভ্রমরের ডানা বলেছেন:
মেহেদী রবিন ভাই,
স্নায়ুবিষ কেন হবে , বরং এক অনন্য উপহার।
আসলেই তাই। এটা উপলব্ধ করতেই কত দিন রাত্রিকাল, চাঁদেরহাটে আলাপন!
ভাল থাকুন সেই কামনাই নিরবধি!
১৫| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধতা, কবি।
২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
নতুন কবিতা দিন। পাঠককুল তক্ষকের মত চেয়ে আছি কবি।
কবিতার বলয়ে মুগ্ধতা সে লেখকের সৌভাগ্য বটে। অনেক অনেক ভাল থাকুন। সেই কামনাই নিরবধি!
১৬| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: বাহঃ অতি চমৎকার কাব্য! মনে দোলা দিয়ে গেলো!
২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার উর্মিতে দোলবার জন্য ধন্যবাদ রুপক সাধু ভাই। ভাল থাকুন অনন্তর!
১৭| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: বাহঃ অতি চমৎকার কাব্য! মনে দোলা দিয়ে গেলো!
২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার উর্মিতে দোলবার জন্য ধন্যবাদ রুপক সাধু ভাই। ভাল থাকুন অনন্তর!
১৮| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩০
পবন সরকার বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে আপনাকেও ধন্যবাদ!
১৯| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৬
লাবণ্য ২ বলেছেন: চমৎকার!এত সুন্দর করে ক্যামনে লিখেন?
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
সুন্দর লেগেছে জেনে খুব ভাল লাগছে! কবিতা লেখি হৃদয় দিয়ে। যতটুকু জল ছিল ততটুকুন দিয়ে! অনুভবে শুভেচ্ছা! পাঠে কৃতজ্ঞতা!
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
সেই তো হয়ে আসছে, সেই তো মানবের ইতিহাস