নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম ফুরোবে বলে মরা গাঙ শুকালে
নারিকেলের ঝিরিঝিরি পাতায়,
অজস্র ঢেঊ ভেঙে ছেঁড়া পাল মাস্তুল
মাঝি এই টুকরো পেনিনসুলায়।
এমনি করে বয়ে নিতে নির্মম রাত,
চন্দ্রিমা জানে কত সয়েছি আঘাত।
একাকী নির্জন রাতের শেষে ভোর,
তবুও খোলেনি সমুদ্র বুলন্দ বাহুডোর।
নিয়তি তিথির শুধু ঢেউতোলা ক্ষয়,
এপারে প্রেম ছিল ওপারে বিজয়।
সমুদ্রজলে তাই অসমাপ্ত ভুল,
দিব্যি ভুলে গেছে প্রেমের মাশুল।
মনের কোনাচে রাখা স্বপ্নময় দিন,
ফেনিল জলের ধারায় আজো অমলিন।
বিকিয়ে জলেরদামে সাত নরি হার,
হয়েও হল না মাঝি ওপারে যাবার।
পাষাণ মরার গাঙ তুলে নিল সবি,
স্মৃতির পটে তার আবছায়া ছবি।
ডুবে যাওয়া দুটি দ্বীপ নিষাদের ডেরায়,
বিভক্ত প্রেমরেখা কাঁটাতার ঘেরায়।
অজস্র খণ্ডে খণ্ডে ভাঙা সমুদ্র হৃদয়,
সর্পিল ঘুর্ণি পবন প্রকান্ড প্রলয়,
চারিদিকে রুদ্র বানে শিহরিত ভূম,
দমকা হাওয়ার চিঠি বুকে আঁকে চুম,
ওপারের নিঠুরিয়া পাঠালে সে বাণ,
সমীরণ বলে গেছে ভুলে যাওয়া গান।
বিরান পাথার মাঝে একা কত কেঁদে,
দিন গেছে রাত গেছে বিরহ বিচ্ছেদে।
বন্দরে বন্দর তাই থমকে যাওয়ার মেঘ,
দরিয়ার দিল শুষে ছেয়ে যাওয়া আবেগ!
এভাবে সাগর ছুড়ে চলে যাওয়া সুদূর,
পান্না হিরার মালায় ভুলে গেছে নূপুর!
রুপোলি চুনিয়া মেখে সাজাবো যে তাই,
এপারে আপন যাহা ওপারেতে নাই।
ওপারে থাকল হৃদয় এপারে জীবন,
জোয়ারে ফুলেছে বুক ভেসেছে স্বপন।
একাকী পাথার বুকে ক্ষরিত শপথ,
গাঁথিব এপারে একা বাকিটুকু পথ!!
সর্বস্বত্ব সংরক্ষিত
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও প্রথম কমেন্টে অশেষ ধন্যবাদ সিয়াম ভাই! ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম!
২| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০০
মার্কো পোলো বলেছেন:
বাহ! চমৎকার লেখনী। আপনার কবিতাপাঠে ভাল লাগে।
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ মার্কো পোলো ভাই! অনুপ্রাণিত হলাম!
৩| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
শুরুটা ভালো ছিল কিন্তু শেষে এসে .............
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
শাহরিয়ার কবির,
কাহিনী বুঝতে হলে আরো আরো দু তিন বার পড়ুন। সব ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি কবিতার শিরোনামের সাথে শেষ লাইনটা একবার দেখে নিবেন। তবেই কবিতার অর্ধেক বোঝা হয়ে যাবে!
হা হা হা!
৪| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৩
আলোরিকা বলেছেন: আপনার কবিতা পড়ে কেন জানি না সাত সাগরের মাঝি মাথায় উঁকি দিয়ে গেল ----
'দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা।
তবু জাগলে না ? তবু, তুমি জাগলে না ?
সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকো জাহাজ,
অচল ছবি সে, তসবির যেন দাঁড়ায়ে রয়েছে আজ । '
২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
বুঝলাম না কেন এমন মনে হয়েছে। আমি তো আরবি ফার্সি দিয়ে লেখি না। বিশুদ্ধ বাংলা আর তৎসম অর্ধতৎসম!! ফররুখ আহমেদ প্রচুর এগুলো ইউজ করতেন।
অবশ্য থিম টা দুজনেরই সমুদ্রে নিয়ে। আমি কিন্তু উনার মত সাত সাগরে নাই। এক সাগর নিয়েই আছি। এবং রীতিমতো হিমসিম খাচ্ছি এপার ওপার....
অ্যানি ওয়ে, আলোড়িত করে গেলেল আলোরিকা। কবিতা পাঠে ও অনুভবে অনেক অনেক শুভেচ্ছা!
৫| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৯
ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগল। তবে অমালিন টা মনে হয় অমলিন হবে। শুভ কামনা
২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১১
ভ্রমরের ডানা বলেছেন:
বানান ভুলের জন্য দুঃখিত। কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ জানবেন! শুভকামনা রইল!
৬| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩১
শাহরিয়ার কবীর বলেছেন:
অজস্র খণ্ডে খণ্ডে ভাঙা সমুদ্র হৃদয়,
সর্পিল ঘুর্ণি পবন প্রকান্ড প্রলয়,
চারিদিকে রুদ্র বানে শিহরিত ভূম,
দমকা হাওয়ার চিঠি বুকে আঁকে চুম,
ওপারে থেকে তুমি পাঠালে সে তুফান,
সমীরণ বলে গেছে ভুলে যাওয়ার গান।
আমার কবিতা বুঝতে মনে গভীর থেকে গভীরে
ডুবরি নামিয়েও রহস্য খুঁজে পেলাম না।
সমীরণ মেনে ভুলে যাওয়াই ভালো
কারণ নিরবতা নিরব ক্ষাতক।আপনাকে করবে ক্ষত-বিক্ষত।
মানুষের মুখোশের অন্তরালে মুখ চেনা বড় কষ্টের।
২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
দু লাইন, দু লাইন করে পড়লে আরাম পাবেন। অনেক বদ্ধ লেখা। মুক্ত লাইনের পাঠকের জন্য চ্যালেঞ্জ বইকি!
আর,
মুখ মুখোশ কিছুই নেই। কবিতা স্বচ্ছ। জলের মত। তবে সমুদ্র জল। নোনতা ও ভারী তবে ঢেউ আছে!
নিরবতা নিরব ক্ষাতক শতভাগ সিদ্ধ কথা।
ভাল থাকুন। শুভকামনা শাহরিয়ার কবির
৭| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কয়েক্টা স্তর সাঁতরে আসলাম। মন্তব্য করতে।
২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
রেস্কিউ করা লাগবে রাজপুত্র? ঠিক আছে দু লাইন করে করে আসুন!
৮| ২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮
সামিয়া বলেছেন: ছিপান অর্থ কি ডিয়ার ? কবিতা ভাললাগছে।
২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
ছিপছিপে লিখতে ছিপান লেখে ফেলেছি। দুঃখিত! ভাল লেগেছে জেনে খুব খুশি লাগছে! ধন্যবাদ! শুভকামনা! শুভেচ্ছা!
৯| ২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল।
২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও অনুভবে অনেক ধন্যবাদ! শুভেচ্ছা রইল!
১০| ২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮
কানিজ ফাতেমা বলেছেন: ////নিয়তি তিথির শুধু ঢেউতোলা ক্ষয়,
এপারে প্রেম ছিল ওপারে বিজয়।
সমুদ্রজলে তাই অসমাপ্ত ভুল,
দিব্যি ভুলে গেছে প্রেমের মাশুল।
মনের কোনাচে রাখা স্বপ্নময় দিন,
ফেনিল জলের ধারায় আজো অমলিন।
বিকিয়ে জলেরদামে সাত নরি হার,
হয়েও হল না মাঝি ওপারে যাবার।///////
খুব ভাল লাগলো লাইনগুলো। শুভেচ্ছা জানবেন ।
২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
চুম্বকের মতই গুড়ো শব্দ সংকরগুলো কমেন্টে তুলে এনেছেন। এই লাইন গুলো আমারো খুব ভাল লেগেছে! অবাক হয়েছি ভেবে এগুলো কি আমিই লেখলাম।
কবিতা পাঠে ও অনুভবে আপনাকে অসংখ্য ধন্যবাদ! শুভেচ্ছান্তে!!
১১| ২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ ছন্দময় কথামালার ঝঙ্কার কবিতাটির প্রতিটি ছত্রে ।
শুধু মাত্র নীচের কথা কয়টি দিয়ে লিখা যায় অনবদ্ধ একটি
রচনা দিয়ে তাতে অভিজ্ঞতালব্দ কিছু কথার বিবরণ ।
রুপোলি চুনিয়া মেখে সাজাবো যে তাই,
এপারে আপন যাহা ওপারেতে নাই।
ওপারে থাকল হৃদয় এপারে জীবন,
জোয়ারে ফুলেছে বুক ভেসেছে স্বপন।
ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য ।
অফ দি টপিক : গতকাল থেকে সামুতে কোন ছবি
পোস্ট হচ্চেনা । গতকাল থেকে এখন পর্যন্ত যে
কয়টি লিখা দেখছি তাতে শুধু আপনার পোস্টে
একটি ছবিই দেখলাম । আসলেই সামুতে
ছবি পোস্টের নিয়মে কোন পরিবর্তন হয়েছে
কিনা বুঝতে পারছিনা । এবিষয়ে অাপনার
অভিজ্ঞতাটা একটু জানালে খুশী হব ।
শুভেচ্ছা রইল ।
২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
প্রথমেই ছবির অভিজ্ঞতাটি জানাই। কাল রাত থেকেই প্রচেষ্টা চলছিল লেখাটি প্রকাশ করার। কিন্তু রাত ১২টার দিক থেকে এই সমস্যা হওয়ার কারনে একবার প্রকাশ করেই দেখি ছবি আসছে না। তাই লেখাটি ড্রাফটে নিই। আজ সকালেও দেখি এই অবস্থা। পরে দুপুরবেলায় ছবির অপশনে ক্লিক করে এদিক ওদিক খুঁজে দেখতে একটা অপশন আসে যাতে ব্লগের পুরনো কিছু ছবি যা আগে আপলোড করা হয়েছিল সেটা আসছে। পরে সেটাতে ক্লিক করলে দেখা গেল ব্লগ লেখার পাতায় সেটা ইন্সার্ট হচ্ছে। এরপর আর কি করা। নাইমামার থেকে কানা মামাই ভাই। অগত্যা মধুসূদন হয়ে দিয়ে দিলাম সমুদ্র নিয়ে কবিতায় লাল ফুল ওয়ালা ছবি!
এবার কবিতায় আসি। কবিতাটি প্রেমের দ্বিধাদ্বন্দ্ব নিয়ে লেখেছি। একজন প্রেমিক যার প্রেম ভেসে গেছে। তার করুণ প্রেমাসক্ত বিলাপ ও পরিসমাপ্তি দেখিয়েছি। আপনার সেটা ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল। এই কবিতাটি লেখে আমিও বেশ আনন্দ অনুভব করেছি। আপনার কমেন্টে সেটি দ্বিগুণ হয়ে গেল।
কবিতাটি মূলত পুরোনো অক্ষরবৃত্ত ছন্দে লেখার চেষ্টা করেছি। সেই প্রচেষ্টায় আপনার মুল্যবান মন্তব্য অনুপ্রাণিত করে গেল। ধন্যবাদ সুপ্রিয় লেখক! শুভকামনা!
১২| ২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
বিতা পাঠে ও অনুভবে অনেক ধন্যবাদ! শুভেচ্ছা রইল!
১৩| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২
সাহসী সন্তান বলেছেন: ইয়ে মানে আমি তো সাঁতার জানি না, তাই কষ্ট করে ব্যাপারটা গলধঃকরণ করতে করতেই আসতে হল....! তাছাড়া ফাঁকিবাজি ব্যাপারটা আমার মধ্যে একদমই নেই! একচুয়ালি ভালু পুলা কিনা.....
আপনার কবিতাটা পড়তে গিয়ে আমার কেন জানি না বারবার রবি ঠাকুরের 'সোনার তরী' কবিতার লাইন গুলো দৃশ্যপটে ভেসে উঠছিল! খুব সুন্দর কবিতা! তবে একটা কথা না বললেই নয়, আপনার মেজরিটি পার্সেন্ট কবিতাতেই কিন্তু 'সুমুদ্র' নামক শব্দটার ব্যবহার চোখে পড়ার মত!
চমৎকার কবিতায় ভাল লাগা! শুভ কামনা ডানা ভাই!
২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
সাস ভাই,
যে ব্যাপারটি কেউ খেয়াল করেনি সেটি আপনি করেছেন। জলকাব্যের প্রতিটি কবিতাই সমুদ্রকেন্দ্রিক। মিঠাপানির প্রেম বহুত পড়েছি সমুদ্র নিয়েও আছে অনেক তবে আমি শিউর এইরকম সিরিজ লেখেনি কেউ এর আগে। আমি আরো ১০-১৫ টা লেখব ভাবছি। মুক্তগদ্য নিয়ে সমুদ্র সেচ ক্যামন হয় বলুন তো?
কাজের কথা বলি, সিডর এলাকার লোক সাঁতার জানেন না কেন? সাঁতার শিখে নিয়েন।আর ব্যাপারটা ফিল করাইতে পারছি কি?
যাকগা, রবীবাবু এই অধমের কবিতাও ছাড়ে নাই। এখানেও চলে এসেছে। কাহিনী কি? লেখার,সময়তো আমি রবীবাবুর স্টাইল বা কোন কবিতার কথা ভাবিও নাই। নিজের মাথায় যা এসেছে লেখে গেছি। রবী বাবু কি তবে অবচেতন মনে ঢুকে গেল?
কিন্তু কার মনে ঢুকল? আপনার না আমার? সর্বনাশ!!!!
মৌলিকতার গুষ্টি উদ্ধার হয়ে যাবে সাস ভাই। এমন কথা কইয়েন না। চাইপ্পা যান প্লিজ!
কবিতার অনুভবে ও সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ ও শুভকামনা! ভাল থাকুন রয়েল বেঙ্গলের মত সর্বদা আয়েসে!!
১৪| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
ডঃ এম এ আলী বলেছেন:
অনেক ধন্যবাদ মন্তব্য ও উত্তরের জন্য ।
এবার আসা যাক কবিতার সেই কয়টি
লাইনের উপর ব্যক্তিগত অনুভুতি নিয়ে
দুচারটি কথা মালার অবতারনায় ।
রুপোলি চুনিয়া মেখে সাজাবো যে তাই,
এপারে আপন যাহা ওপারেতে নাই।
ওপারে থাকল হৃদয় এপারে জীবন,
জোয়ারে ফুলেছে বুক ভেসেছে স্বপন।
সেই কিশুর বেলার কিছু টুকরো কথা
গাও গেরামের ভিতর দিয়ে বয়ে যাওয়া
ছোট ক্ষীরো নদীতে সকাল সাঝে নাওয়া
এ পারেতে নদীর কুলের ক্ষেতে শর্সে ফুল
ওপারেতে তারো চেয়ে সুন্দর কানের দুল।
অপরূপ চাহণী কাটে প্রহরের পর প্রহর
কাদা মাটির ভিতর লাগিয়ে শর্সে ফুল
ছুরলে লাগত গিয়ে হতোনা কোন ভূল্ ।
তাই যখন এ কবিতায় পাঠ করি
ওপারে থাকল হৃদয় এপারে জীবন,
জোয়ারে ফুলেছে বুক ভেসেছে স্বপন
স্মৃতিটাই যায় যেন কোথায় হারিয়ে
মনে হল স্বার্থক কবিতা একেই বলে।
শুভেচ্ছা রইল ।
২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
স্মৃতিটাই যায় যেন কোথায় হারিয়ে
মনে হল স্বার্থক কবিতা একেই বলে। বাহ! এত সুন্দর প্রশংসা পেয়ে আপ্লুত হলাম সুপ্রিয় লেখক! আপনার সরিষা ক্ষেতের কবিতাটিও প্রাণবন্ত হয়েছে। মাটির খুব কাছাকাছি থাকা মনে বাজুক সবুজের গান, সতত! সে কামনা করি! খুব ভাল লাগল!
১৫| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০
সাহসী সন্তান বলেছেন: সুমুদ্র সেঁচ অবশ্যই ভাল, তবে মুক্তোর সন্ধান দিতে পারবো না! উহা আপনাকেই খুঁজে নিতে হবে! তাছাড়া পৃথিবীর আজ পর্যন্ত কেউ বোধহয় সুমুদ্র সেঁচের দুঃস্বাহস দেখাইতে পারে নাই! আপনিই প্রথম ব্যক্তি যে কিনা, এই দুঃসাহসটা নিজ উদ্দোগে দেখাইতে চাইতেছেন! গ্রীনেচ বুক তো আপনাকেই খুঁজছে!
এবার সিরিয়াসলি বলি, যে এত সুন্দর কবিতা লিখতে পারে; সে মুক্ত গদ্যও ভাল লিখবে এটাতে আর শোনা-শুনির কি আছে? আপনার এই উদ্দোগকে অবশ্যই স্বাগত জানাই!
আর একটা কথা, সাঁতার জানি না বলছি বলেই যে সাঁতার জানি না এমন কোন কথা আছে নাকি? শেষের ইমোটা খেয়াল করেন নাই? তাও যদি না বোঝেন তাইলে ৭ নং মন্তব্য দ্রষ্টব্য!
আর রবি বাবুর কথাটা এইজন্য বলেছি! আসলে তাদের সৃষ্টিগুলো আমাদের মনে এমনভাবে গেঁথে রয়েছে যে, একই কোয়ালিটির কোন কিছু দেখলেই সর্বাগ্রে তাদের কথাই কেবল মনে হয়! কারণ সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে রবি বাবুর বিচরণ নেই! আমরা হয়তো নিজেদের মত করেই লিখি, কিন্তু পূর্বে তাদের যে লেখাগুলো আছে; সেই প্যার্টানের সাথে মিলে গেলে আমরা মূলত সেটাকেই রেফারেন্স হিসাবে উল্লেখ করি!
এটাকে নবিন লেখকদের জন্য উৎসাহ ব্যাঞ্জকও বলতে পারেন!
২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২১
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি আপনার সত্যি কতটুকু ভাল লেগেছে জানি না। এবার সিরিয়াসলি বলি, যে এত সুন্দর কবিতা লিখতে পারে; সে মুক্ত গদ্যও ভাল লিখবে এটাতে আর শোনা-শুনির কি আছে? এই মন্তব্য পেয়ে আমি অনেক অনুপ্রেরণা ও আত্নবিশ্বাস খুঁজে পেলাম।
আর ইমোটা খেয়াল করেছি। হা হা হা। মজা করেই সাতারের কথা বলেছি। আমি জানি ভাটিগাঙ মানুষরা এটা অনেক ভাল পারে। আর ৭ নং উলটা বুঝেছিল। আর বুঝলেই বা কি। উনি আমার কবিতায় নতুন। তাই মেবি ভুল করেছে।
রবিবাবুর বিষয়ে ঠিক কথাই বলেছেন। আর আজকাল মুক্ত লেখলে সবাই বলে ছেলেটা নির্মলেন্দুকে ফলো করে। ছন্দ মেলালে পড়ে রবি, জসীমুদ্দীন এসব। কবিতা লেখার স্টাইল তাই পালটে পিরামিড ত্রিভুজ এসব আর্কিটেকচার আমদানি।
আরো কিছু হাইকু ফাইকু আছে আমার ভাল লাগে না ওগুলো। তবে যেটা লেখে তৃপ্তি পাব সেটাই লেখব। ঠিক আছে না ভাই।
আপনার মন্তব্য অনেক ভাল লাগল। অবশ্যই সেটা নবীন লেখকদের জন্য উৎসাহব্যঞ্জক। আমি উপভোগ করছি।
আপনার বিশ্লেষণমূলক মন্তব্যের জন্য ও কবিতা অনুভবের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন নিরবধি সাহসী ভাই! শুভকামনা!
১৬| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২২
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ সুমন ভাই! শুভেচ্ছান্তে!!
১৭| ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
আরণ্যক রাখাল বলেছেন: শুরুটা সুন্দর ছিল। মাঝখানে খেই হারিয়ে ফেলেছিলেন বোধহয়। মনে হচ্ছে।
কাল মনে হয়েছিল, সামু বোধহয় একটু স্পিডি হলো, আজ দেখি সেই আগের মতোই মন্থর।
সামুতে ফেরার চেষ্টা করছি অনেক, মনে হয় চাচ্ছে না সামুই থাকি আমি। দুর্ভাগ্য! আমার না সামুর জানি না!
২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি কিছুটা পরিবর্তিত ও পরিমার্জিত হয়েছে। আবার দেখতে পারেন। কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ। আন্তরিক শুভকামনা!
১৮| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
সামু চলছে এবং করছি জিরো ব্লগিং .....কারণ ছবি দেখা যাচ্ছেনা। কি মজা !!!
৬ নং মন্তব্যর প্রতিউত্তর টা বুঝলাম।
আপনার এ কবিতা পড়তে পড়তে আমার মুখস্ত হয়ে গেছে!
কিন্তু সুমদ্রের কুল কিনারা খুঁজে পেলাম না ।
অজ্ঞতারও একটা জগৎ আছে, আর আমি সেই জগৎতের বাসিন্দা।
যা বোঝার বুঝে গেলাম আর কিছু ধারণা নিয়ে গেলাম ।
ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই নাই তাই এ দিক সেদিক খুঁজে লাভ নাই ।
এবার একটু জিরাই আর জিরা পানি খেয়ে, চলে যাই......
ভালো থাকুন।
২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার এ কবিতা পড়তে পড়তে আমার মুখস্ত হয়ে গেছে! --- বলেন কি!!
কিন্তু সুমদ্রের কুল কিনারা খুঁজে পেলাম না । ইস রে! এভাবে অত্যাচার করার জন্য দুঃখিত ভাই। সামনে বিনোদিত করার চেষ্টা করব।
যা বোঝার বুঝে গেলাম আর কিছু ধারণা নিয়ে গেলাম ।
বুঝছি কি বুঝছেন!
ha ha ha
নেক্সট টাইম ব্রো। শুভেচ্ছান্তে!!!
১৯| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩২
মনিরা সুলতানা বলেছেন: সমুদ্র এক বিলাসী সুখের গল্প
সমুদ্র তবে সুখ জাগানিয়া হয়ত
কারো কাছে রয়ে যায় বিরহ বিচ্ছেদের মহা শ্মশান সম
এই পারে প্রেম রয় উপারে হৃদ পূজনীয় ।
২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
সমুদ্র এক বিরহী মেয়ে,
চঞ্চল ঢেউে মাইলের পর মাইল চেয়ে থাকা সুদীর্ঘ নিঃশ্বাস, বাতাসের শিহরণ।
অজস্র সুসজ্জিত ঝাউগাছ, জোছনার স্নানে রুপোলি সৈকত, বাউলা মনের নির্বাক কবি,
সমুদ্র দিয়েছে বিশালতার ব্যাথা, নিশি আর ভোর!
আকণ্ঠ পিয়াসে ছুটে চলা নদীর গর্ভে সমুদ্র ছুড়েছে নোনাজল ধারা।
অশ্রুর নোনাজল!!
বাষ্পসলিল নোনা জল!!
সমুদ্র দুঃখবিলাসী এক বিরহ রাধার মন, এক থমকে যাওয়া ক্ষণ।
সমুদ্র পিয়াসী,
প্রেমিকার অতৃপ্ত লাল জোড়া ঠোট আর সুদীর্ঘ ভিসুভিয়াসের নিশ্বাস!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় কবি। স্নিগ্ধতায় ভরে থাক আপনার সবুজ মন!
২০| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৬
রাবেয়া রাহীম বলেছেন: মুগ্ধ হয়ে পরলাম।
সুন্দর
২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
মুগ্ধতায় অনুপ্রাণিত হলাম! শুভেচ্ছা রইল কবি!
২১| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫০
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০০
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও সুন্দর অনুভবে ধন্যবাদ সুপ্রিয় হামা ভাই। শুভকামনা রইল!
২২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ
২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০২
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ দাদা। ভাল থেকো তুমি! শুভকামনা রইল!
২৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭
বিজন রয় বলেছেন: অফুরন্ত প্রতিচ্ছবি!!
সুন্দর।
২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও সুন্দর অনুভবে ধন্যবাদ বিজন ভাই। শুভকামনা!
২৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
রহস্য সর্বাতিত সুন্দর্য্যের প্রতীক !
আপনি কি শিখালেন আর আমি কি শিখলাম ?
আর হঠাৎ সুর পরিবর্তন? বুঝলাম না, ভাই ডাক কেন ? নাম ধরে ডাকলে আরো খুশি এবং সুখি বোধ করবো।
আমার জন্য পরম সৌভাগ্য যে আপনাদের মত ব্লগারদের সান্নিধ্য লাভ!
বাংলা লেখার হাতে খড়ি আপনি এবং আরো অনেক ব্লগার !
কৃতজ্ঞতা।
আগ্রহ আছে দেখি কত দূর যেতে পাড়ি।
আচ্ছা,পরে বার হাসা করে হাসবো।
ভালো থাকুন।
২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
হয়ত হাসাতে পারব না শাহরিয়ার! তবে এক টুকরো মেঘ এঁকে দিতে চেষ্টা করব। যদি ভালবাসার হয় চলবে তো?
বাংলা শিখেছ জেনে খুব ভাল লাগল। যাক কারো কাজে আসতে পেড়েছি তবে! আর রহস্য রহস্যই থাক। অনাবৃত মাঠে সৌন্দর্য নেই। ভাল থেকো।
২৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
তবে এক টুকরো মেঘ এঁকে দিতে চেষ্টা করব। যদি ভালবাসার হয় চলবে তো?
তোমার এক নয়নে ছিল অনন্ত প্রেম__,
আরেক নয়ন কেন তবে আগ্রাসীতে?
আমার লেখা........
এক অঙ্গে ভিন্ন ভিন্ন রূপ, এমন ব্যতিক্রম কিছু।
সাগর, নদীর আর আমি ,তুমি আর ভালো লাগে না,
কল্পনার আল্পনায় নিজেকে রাঙিয়ে আর কি লাভ?
বাস্তবধর্মীয় কোন বিষয় নিয়ে গবেষণা করে কিছু লিখেন তাতেই চলবে।
২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ। বাস্তবতার কিছু বিষয় নিয়ে লেখেছি। আরো লেখার ইচ্ছে আছে।
২৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতা এবং মন্তব্য এবং প্রতিত্তর সব পড়লাম।
কবিতাটি সাধারণ পাঠকের জন্য আসলেই এক চ্যালেঞ্জ (যেমন বোকা মানুষ), কারণ উপমায় সকল ছত্রের সাথে টানা আবদ্ধ অনেকগুলো লাইন, তাই অনেক কঠিন কম্ম, এই কবিতার গভীরে জাওয়া, বা বুঝতে পারা। তারপরও ভাল লেগেছে, বার কয়েক পড়লাম। ভিন্ন ভিন্ন লাইনগুলো, ভিন্ন ভিন্ন ভাবে। তারমধ্যে নীচের লাইনকটি বিশেষ ভাললাগা পাবে।
নিয়তি তিথির শুধু ঢেউতোলা ক্ষয়,
এপারে প্রেম ছিল ওপারে বিজয়।
এপারে আপন যাহা ওপারেতে নাই।
ওপারে থাকল হৃদয় এপারে জীবন,
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার ভাব ও দৈর্ঘ্য সমানুপাতিক, যার কারনে এইখানে ভাললাগা ব্যস্তানুপাতিক। এমনটা হবেই ভেবে কবিতার জন্ম। কিছু কবিতায় মনের সাধ মেটানো আরকি।
যাকগে, প্রিয় কিছু লাইন তুলে দিয়ে ভাল লাগার উচ্ছাস জানিয়ে গেলেন এ কবিতার সৌভাগ্য বটে। কবিতা পাঠে ও অনুভবে সুনির্মল শুভকামনা। ভাল থাকুন নিরবধি!
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯
রমজান আহমেদ সিয়াম বলেছেন: সুন্দরভাবে তুলে ধরেছেন ৷ ভালো লাগলো