![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকিত্ব
প্রত্যুষ নেমে আসে মনে জল
আধাঁরের চাবুক হাতে,
একাকিত্ব সুনামীর ঢলে,
অজস্র কালোজল মেখে দিঘীদের বুকে,
বলে ভালবাসি ভালবাসি,
প্রিয়তম প্রেম চাই, সমুদ্র প্রেম।
কিন্তু প্রেম ঘুমিয়েছিল দিবসে গভীরতায়,
শুনসান গলি হয়ে, উদাসী বাতায়ন খুলে-
নিশীথ খুঁজে ফিরে ক্লান্তজল ঘুমের চোখ,
ঢেউয়ের চাবুক তুলে জলে বারবার
প্রেম বলেছিল- ভালবাসি, ভালবাসি।
হায়, এ দিবসের প্রেম শুধু ভুলেছে আলো,
হায়, এ রজনী তাই এতোই ঘনকালো,
বিনিদ্র সমুদ্রতট জেগেছে ঢেউহীন অপলক।
প্রত্যাশায়
তবুও আমি চেয়ে থাকি একদিন,
সে আসবে আমার প্রান্তর জুড়ে,
সোনালি ধানক্ষেতে, শালিকের ঠোঁটে,
স্বপ্ন দুয়ার খুলে সবুজে ঘুম হাতে।
যে পথ মিলেমিশে হয়েছে লাল,
সূর্যস্নানের সমুদ্র আলতা মেখে,
মিশে যাব দুজনায় সেদিন সেই পথে,
ঘুমোবো লালচে দুটি পাতার সাথে।
স্বপ্নঘোর
কিন্তু আজ,
ভুলে যেতে পৃথিবীর চাকচিক্যময়
আধাঁরের অন্ধ জৌলুশ,
দীঘির কাল ঘন জল,
রাতের এই অদ্ভুত ক্ষণে,
স্বপ্নপাতায় ভেসে,
আমরা হয়ত হব সমুদ্র জলে
ঝড়া পাতার খেয়া, লাল লাল স্বর্ণমৃগ,
রাশি রাশি ফুলেদের সাথে, বয়ে নেব শতাব্দীর
নৈসর্গিকতায় সমুদ্রপ্রেম, সমুদ্র জল।
এভাবেই কাছে পাবার
এতটুকুই স্বপ্নঘোর অপলক
খুঁজে প্রত্যুষ আঁধারে আলো,
আর বলে যায় প্রেম, ভালবাসি, ভালবাসি।
সর্বস্বত্ব সংরক্ষিত
২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
গাজী ভাই, একটু সময় নিয়ে নড়ে চড়ে বসে কবিতাটি দুতিনবার পড়ে দেখুন। যদি ভাল না লাগে তবে আর লেখব না। এ কবিতা গুলো সময় নিয়েই পড়তে হবে। একবার আউড়ে মজা পাবেন না।
জলকাব্য - ১১ তে বই নিয়ে বসতে হবে, তবে স্বাদ আসবে। আসলে আমি চাচ্ছি ভিন্নতা আনতে। আর আমার মনে হয় আমি সেটা কিছুটা হলেও পারছি।
ভুলত্রুটি ক্ষমা করবেন। কবিতা পাঠে ও কমেন্টে শুভেচ্ছা ও শুভকামনা!
২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
গাজী ভাই, এখন একবার দেখে নিন। একটু সহজ মনে হলে হতেও পারে। শুভকামনা!
২| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
ধ্রুবক আলো বলেছেন: রাশি রাশি ফুলেদের সাথে, বয়ে নেব শতাব্দীর
নৈসর্গিকতায় সমুদ্রপ্রেম, সমুদ্র জল।
এভাবেই কাছে পাবার
এতটুকুই স্বপ্নঘোর অপলক
খুঁজে প্রত্যুষ আঁধারে আলো,
আর বলব প্রেম, ভালবাসি, ভালবাসি।
+++++
ভাই অসাধারন লেখছেন, খুব ভালো লাগছে.,,, অনেক অভিনন্দন
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কবিতার ছত্র তুলে প্লাসে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা! আপনিও ভাল থাকুন!
৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬
ঋতো আহমেদ বলেছেন: তবুও আমি চেয়ে থাকি একদিন,
সে আসবে আমার প্রান্তর জুড়ে,
সোনালি ধানক্ষেতে, শালিকের ঠোঁটে,
স্বপ্ন দুয়ার খুলে সবুজে ঘুম হাতে...
হুম, একটু ভিন্ন। ভাল লাগল
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
ভিন্নতায় ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত বোধ করছি। কবিতা পাঠে ও অনুভবে শুভেচ্ছা!
৪| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন:
তবুও আমি চেয়ে থাকি একদিন,
সে আসবে আমার প্রান্তর জুড়ে,
সোনালি ধানক্ষেতে, শালিকের ঠোঁটে,
স্বপ্ন দুয়ার খুলে সবুজে ঘুম হাতে।
যে পথ মিলেমিশে হয়েছে লাল,
সূর্যস্নানের সমুদ্র আলতা মেখে,
মিশে যাব দুজনায় সেদিন সেই পথে,
ঘুমোবো লালচে দুটি পাতার সাথে।
জীবন বাবুর স্টাইলের।
প্রত্যশা পূরুণ হোক।
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
শাহরিয়ার কবির, আমরা সবাই আশা নিয়েই ঘুমোতে আসি। আশা প্রত্যাশাই জীবন। শুভেচ্ছা!
৫| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
একাকিত্ব
মনে হয়, ভিন্ন ভ্ন্নি রুপ আছে।নিজেকে নিজের মধ্যে নিজে লুকিয়ে রাখা।
এর সঠিক সংজ্ঞা হয়তো, আমার জানা নেই কিন্তুু আমাকেও মাঝে মাঝে এ একাতিত্ব ভিষণ যন্ত্রণা দেয়।
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
শুধু আপনি বা আমি নয়, প্রতিটি মানুষ একাকিত্বে ভোগে, জীবনের কোন না কোন সময়। তখনি অনেক কিছুই মনে আসে। চাওয়া পাওয়া জানিয়ে যায়। প্রেম সেখানে দুর্বার। বারবার আসে। কবিতার প্রথম ছত্রে তাই এসেছে।
৬| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১
শাহরিয়ার কবীর বলেছেন: স্বপ্নঘোর
এটা বুঝতে একটু কষ্ট হল। কারণ, কবিতা লেখা হয়,কল্পনা থেকে তা বাস্তবিক হতেও পারে নাও পারে ।
কবিতা হল কল্পনার আপেক্ষিক তত্ত্বের মত কিছু তত্ত্ব লুকিয়ে থাকে তা হল - আমি, তুমি ।একটার স্বাপেক্ষ আরেকটা। আর একজন কবি, কোন একজন সাধারণ নারীকে বা পুরুষকে অসাধারণ ভেবেই কবিতা লিখেন.....
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক চাওয়ার প্রিয় জিনিস নিয়ে মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন আসে আনমনে, অগোচরে। আর সে স্বপ্ন ভুলে যেতে বলে সকল দুঃখ, কষ্ট। স্বপ্নে মনে প্রেমের ফোয়ারা উঠে। আর দেখতে চায় তাকে সবসময়। মনের এ চাওয়ার যেন শেষ নেই।
এই স্তবকে সেই প্রেমকে ফুটিয়ে তোলা হয়েছে।
৭| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার কবিতা অনেক বার পড়লাম। পড়ে ভালো লেগেছে।
পড়তে পড়তে হিপ্নোটাইজ হয়ে গিয়েছিলাম,
তাই অনেক মন্তব্য রাখলাম। এখন অন্যকে মন্তব্য রাখার জন্য সুযোগ করে দেওয়া উচিৎ।
আজকাল আপনার বিরুদ্ধে নিন্দুকেরা। সচেতন ভাবে উঠে পড়ে লেগেছে। নিজেকে কুল রাখার চেষ্টা করুন।
একজন মানুষ সবার কাছে ভালো হয়না.তার ইতিহাস এমন কোন ইতিহাসেও নেই।
যাহোক, আপনাকে জ্ঞান দেওয়ার মত জ্ঞান আমার নেই।
এবার আমি গেলুম ভালো থাকুন।
কবিতায় ++++
আপনার কবিতা অনেক বার পড়লাম। পড়ে ভালো লেগেছে।
পড়তে পড়তে হিপ্নোটাইজ হয়ে গিয়েছিলাম,
তাই অনেক মন্তব্য রাখলাম। এখন অন্যকে মন্তব্য রাখার জন্য সুযোগ করে দেওয়া উচিৎ।
আজকাল আপনার বিরুদ্ধে নিন্দুকেরা। সচেতন ভাবে উঠে পড়ে লেগেছে। নিজেকে কুল রাখার চেষ্টা করুন।
একজন মানুষ সবার কাছে ভালো হয়না.তার ইতিহাস এমন কোন ইতিহাসেও নেই।
যাহোক, আপনাকে জ্ঞান দেওয়ার মত জ্ঞান আমার নেই।
এবার আমি গেলুম ভালো থাকুন।
কবিতায় ++++
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি কবিতাটি অনেক মনোযোগী হয়ে পড়েছেন দেখে কৃতজ্ঞ। কবিতার বিশ্লেষণও ভাল করেছেন। হিপ্নোটাইজ হবেন না। এটা খুবই নিরীহ কবিতা। মানব মনের একাকী চিন্তা, আশা, স্বপ্ন নিয়ে লেখা।
নিন্দুক মহলের পরোয়া করছি না। আমি নিজের কাজ নিয়ে, কবিতা নিয়েই আছি। এবিষয়ে আপনাদের অনেককেই পাশে পেয়েছি এটাই পাওয়া।
একজন মানুষ সবার কাছে ভালো হয়না. কথাটি সত্য। এই ধ্রুবক কথার মাঝেই লুকিয়ে আছে পৃথিবীর আবদ্ধ সব অন্ধকার। সে অন্ধকারে হারিয়ে যেতে আমি আসিনি। আমি এসেছি বুকে মাঝে সব অন্ধকারকে শুষে নেব বলে।
ভাই, জ্ঞান শেয়ার করলে বাড়ে। যদি কিছু শেয়ার করতে চান অবশ্যই করবেন। আলোকিত হব।
কবিতা পাঠে ও সুগভীর অনুভবে শুভেচ্ছা ও শুভকামনা! ভাল থাকুন নিরবধি!
৮| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৭
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
জলকাব্য, জলের মতোই হু-হু করে বেড়ে যাচ্ছে । তাতে ভেসে ভেসে মন্তব্যের নাও বাইতে পারছিনে জলের তোড়ের সাথে তাল মিলিয়ে ।
যে পথ মিলেমিশে হয়েছে লাল,
সূর্যস্নানের সমুদ্র আলতা মেখে,
এই লাইন দু'টো ভালো লাগলো ।
শুভেচ্ছান্তে ।
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
জী এস ভাই, তাও যে এসে মন্তব্য করে গেলেন সেটাই বা কম কিসে। অনুপ্রাণিত হলাম। জলকাব্য লেখতে ভালই লাগছে তাই লেখছি। আরো কয়েকটা লেখব ভাবছি। জানি না কেমন হবে তবে চেষ্টা করছি, শিখছি, অনুভূতি শেয়ার হচ্ছে, দারুণ লাগছে এটাই আরকি।
কবিতার দুটি লাইন আমারো ভাল লেগেছিল। মৌলিকতা বড়ই কঠিন জিনিস। ছেঁকে আনতে হচ্ছে। ভুলত্রুটি ক্ষমা করবেন।
শুভকামনা ও শুভেচ্ছা রইল। ভাল থাকুন সুস্থ থাকুন। সে কামনাই করি!
৯| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৬
সুমন কর বলেছেন: এয়ী কবিতা !!! ভালো হচ্ছে। চালিয়ে যান...........
সাথে আছি।
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
সুমন ভাই, অনুপ্রাণিত করে গেলেন। অফুরান শুভেচ্ছা ও শুভকামনা। ভাল থাকুন!
১০| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১০
জেন রসি বলেছেন: অপেক্ষা থেকে একাকিত্ব। একাকিত্ব থেকে স্বপ্নের দূরত্ব এক সমুদ্র! মাঝখানে কবির অস্তিত্ব কখনো ভাসে, কখনো ডুবে!
আমার মত করে কবিতা বুঝলাম। পাঠকের স্বাধীনতা আরকি!
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল অনুধাবন করেছেন।আমার কিছু কবিতা বহুমাত্রিক। একজনের কাছে এক এক রকম। ঠিক এমনটাই বুনতে চেয়েছিলাম
আমার কবিতা একটু বুঝলেই দেখবেন ভাবনার কোন দেওয়াল নেই। ইচ্ছেমত খুঁজে নিতে পারবেন নিজের করে। অর্থাৎ একটা স্টাকচার আছে কিন্তু বাকিটা পাঠকের জগতের জন্য বরাদ্দ!
এমন কবিতা গুলো আমার খুব ভাল লাগত। ইচ্ছে মত মনে উঠে আসত। যখন খুশি তখন।
পাঠকের স্বাধীনতা হরণ করে কয়েকটি কবিতায়। বাকি গুলোর দুয়ার খোলা।
কবিতা পাঠে ও গভীর অনুভবে অনেক অনেক ধন্যবাদ জেন রসি! শুভকামনা জানবেন।
১১| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩৩
জেন রসি বলেছেন: কবির কাছে একটা প্রশ্ন।
কবিতা কাকে বলে?
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৮
ভ্রমরের ডানা বলেছেন:
যা গল্প নয়, যা প্রবন্ধ নয় তবে যা মনযোগী হয়ে ও সুস্থ মন সুস্থ শরীরে পাঠে মনে ও দেহে বিশেষ অনুভূতি বা মনোজগৎ জুড়ে আলোড়ন তুলে এবং যা অতীত বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে, অথবা কোন রুপক ভাবে প্রৃথিবীর ধ্রুবতম সত্য যা নির্মল যা সৌষ্ঠব সৌন্দর্যময় গঠনে আমাদের সামনে উপস্থাপিত হয় তাই কবিতা।
এখন মার্ক দেন
১২| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫৮
জেন রসি বলেছেন: মন এবং শরীর সুস্থই হতে হবে? অসুস্থ মন এবং শরীর নিয়ে পাঠ করলে কি আলোড়ন সৃষ্টি হবেনা?
শুধু ধ্রুবতম সত্যই উপস্থাপিত হয়? ধ্রবতম মিথ্যা হয়না?
আপনি মনে হইতেছে সুন্দরের পূজারী। অসুন্দরকে কবিতা থেকেও নির্বাসিত করতে চাচ্ছেন!
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
আমি সত্যের পূজারি। যাহা মিথ্যা তাহা অসুন্দর ও কুৎসিত। আমি এটাকে ঘৃণা করি।
মন এবং শরীর সুস্থই হতে হবে? হলে ভাল হয়। ধরেন আপনার হাত কেটে গেছে। আপনি হাতের প্রচণ্ড ব্যথায় কাদছেন। তখন আমি জলকাব্য শোনাতে গেলাম আপনি শুনবেন কি? হা হা হা। আমারে মাইরা তক্তা বানায় দেবেন!
অসুস্থ মন এবং শরীর নিয়ে পাঠ করলে কি আলোড়ন সৃষ্টি হবেনা? অসুস্থ মন বিষয়টা ভ্যারিয়েশন আছে। ধরেন, এক ছেলের খুব প্রেমেজর্জর অবস্থা প্রেমিকার সাথে ডেটিং এ যাবে। আমি তার কাছে গিয়ে জল কাব্যের পরম বাস্তবিক বিম্ব তুলে ধরছি।
মানবতার ইউ বোট, জাতিসংঘ সমুদ্র প্রেম, হেনতেন। সুস্থ অবস্থায় সে অসুস্থ হয়ে যাবে।
ধরেন কারো জ্বর, সে এই কবিতা পড়ল মানে জলকাব্য ১১ টা। আমি শিউর ও বই ছিঁড়ে ফেলে দিবে।
ধরেন কেউ খুব বিষন্ন তবে সে এই কবিতার জন্য পারফেক্ট। মানে তের আরকি। যারা প্রেমের ভাষা সহজ করে বুঝতে চায় তাদের জন্য জলকাব্য ১ আর ১২।
এটা একটা মনস্তত্তাত্বিক সিরিজ চলছে। আপডাউন দেখছি। মানুষের রিয়েকশন দেখছি।
এই যেমন এই কবিতায় চাঁদগাজী ভাই যা বলেছেন তা কিন্তু ১ নং জলকাব্যের পুরো উলটো। ওখানে উনি বলেছেন -
"এখানে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে"
এভাবে আমি রিয়েকশন দেখছি আরকি। মনসতত্ত্ব খুব জটিল একটা বিষয়। অনেক কিছুই ডিপেন্ড করে।
শাহরিয়ার কবিরের সাথে এই সিরিজে এমন কিছু হয়েছিল সেটা ভয়াবহ, এখন সে হিপনোটাইজ। এসব অবজার্ভ করছি।
তাই সংজ্ঞায় এল সুস্থ দেহ সুস্থ মন। হে হে হে হে
১৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৩
সায়েদা সোহেলী বলেছেন: জল কাব্যে জলের কলকল ছন্দ পেলাম , ভালো লেগেছে . আপনার এক্সপিরিমেন্ট সত্যি , কয়েকবার পড়লেই ভালো লাগাটা ছন্দ বুনতে শুরু করে জলের সাথে
জেন রসি বলেছেন: কবির কাছে একটা প্রশ্ন।
কবিতা কাকে বলে?
লেখক বলেছেন:
যা গল্প নয়, যা প্রবন্ধ নয় তবে যা মনযোগী হয়ে ও সুস্থ মন সুস্থ শরীরে পাঠে মনে ও দেহে বিশেষ অনুভূতি বা মনোজগৎ জুড়ে আলোড়ন তুলে এবং যা অতীত বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে, অথবা কোন রুপক ভাবে প্রৃথিবীর ধ্রুবতম সত্য যা নির্মল যা সৌষ্ঠব সৌন্দর্যময় গঠনে আমাদের সামনে উপস্থাপিত হয় তাই কবিতা।
মাথা ঘুরতেছে
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:০১
ভ্রমরের ডানা বলেছেন:
জল কাব্যে জলের কলকল ছন্দ পেলাম আমি কিন্তু আপনার মনে সে ছন্দ দেখছি। এ কবিতায় এমন মন্তব্য একটু আমাকে অবাক করেছে বটে তবে তা পুরোটাই ভাল লাগার!
কয়েকবার কষ্ট করে পড়েছেন, এরপর কষ্ট করে মন্তব্য করেছেন তাই গোলাপ না দিয়ে পারি। হাজার হোক সিনিয়র ব্লগার। নিন হলুদ গোলাপ শুভেচ্ছা নিন মাথায় চক্কর চলে যাবে
কবিতার এত বিশ্রী সংজ্ঞা দেবার জন্য দুঃখিত!
১৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৩৫
জেন রসি বলেছেন: এই টাইপ এক্সপেরিমেন্ট আমি উপভোগ করি। ভাষা এবং অনুভবের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য সব সময় থেকে যায়। এটা মানুষের সীমাবদ্ধতা। তবে এই গ্যাপের কারনেই মানুষ মাঝেমাঝে ভাষার জগতে বিভ্রান্ত হয়ে যায়। কবির ভাষা এবং অনুভবের সাথে পাঠকের অনুভবের একধরনের দ্বান্দ্বিক সম্পর্ক আছে।
তীব্র জ্বরের মধ্যে জলকাব্য পড়লে মাথায় পানি ঢালার কাজটা কবিতা দিয়েই হয়ে যাবে!
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
সোহেলী আপুর উত্তর দেবার আগে আপনার টা দেই কারণ আপনার সাথে কথা চলছিল আগে থেকেই।
তীব্র জ্বরের মধ্যে জলকাব্য পড়লে মাথায় পানি ঢালার কাজটা কবিতা দিয়েই হয়ে যাবে! উলটা হয়ে গেল না।
এক্সপেরিমেন্ট আমি উপভোগ করি। হা হা আমিও করি। জিরো টাকার এক্সপেরিমেন্ট!
ভাষা এবং অনুভবের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য সব সময় থেকে যায়। দামি কথা বলেছেন।
এটা মানুষের সীমাবদ্ধতা। তবে এই গ্যাপের কারনেই মানুষ মাঝেমাঝে ভাষার জগতে বিভ্রান্ত হয়ে যায়। আমি মেনে নিয়েছি। কারণ শুধু মাত্র নিজের ভাবটা প্রকাশ করার জন্য এই কাব্য।
কবির ভাষা এবং অনুভবের সাথে পাঠকের অনুভবের একধরনের দ্বান্দ্বিক সম্পর্ক আছে। আপনার অ্যানালাইসিস শতভাগ খাটি। আমি এই সিরিজে পাঠে কমেন্টে ধন্যবাদ না বলে পাঠে ও অনুভবে কথা টা বেশি ইউজ করছি। টু বি ভেরি অনেস্ট, যারা শুধু পড়ছে গেছে তারা বোঝেনি আমি সেটা টের পেয়েছি
যারা অনুভব করছে তাদের সাথে লম্বা কথা হয়েছে। অনেকেই ভেসেছে, ডুবেছে, কেউ পালিয়ে গেছে (অনেক আগে থেকে সাথেই ছিল) আরো অনেক কিছুই হয়েছে। জানি না বাকিদের কি অবস্থা। তবে পাঠকরা যদি ৩-৪ বার পড়ে তবে বুঝবে। না হলে মন্তব্য ১ এর মত ভাববে। আমি অবশ্য এসব নিয়ে মোটেও ভাবি না। নিজের ভাব প্রকাশ করলেই খুশি হই। আর যদি কেউ সে বলয়ে আসতে পারে তবে খুশি দ্বিগুন হয়ে যায়। আপনি পেরেছেন বলে এখন তাই মনে হচ্ছে।
জল কবিতার বলয়ে স্বাগতম!
১৫| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:১৫
নিরব জ্ঞানী বলেছেন: শুভেচ্ছা জানবেন ভ্রমরের ডানা। আমি কবিতা থেকে একটু দূরেই থাকি। কিন্তু বিশেষ একটা কিছু দেখে আপনার ব্লগে ঢুকলাম। হা হা।
ভাল থাকবেন ভাইয়া।
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
দূরে থেকেও বিশেষ কারনে শুভেচ্ছা জানিয়ে গেলেন সে তো সৌভাগ্য বটে।
আপনার জন্য রইল শুভকামনা ও শুভেচ্ছা!
১৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: বাহ কত সুন্দর ভাবুক মনের কবিতা , এই জলকাব্যের কথা মনের কোণায় জমা জলকে কত ভাবেই না করে প্রভাবিত । কেউ জানে না, গোপন কথা - গোপনে জল কত কথা বলছে , জল বাড়ছে হৃদয় নদীতে ,শুকনো নদীগুলো এখন উন্মাদিনী . ভেসে যাচ্ছে মনের বাসনা গুলি, ভেঙে পড়ছে মনের বাগান । বিদ্রোহী জল ফুঁসে ফুঁসে উঠছে, ,ঝাপটা মারছে হাতে হাত মিলিয়ে মনে হয় এগিয়ে আসছে জলস্রোতের জল কাব্য যা উড়িয়ে নিবে , লোনা জল, দুঃখী জল, ভীতু জল, বুকের পাঁজরার মত । মনে হয় ভ্ররের ডানা দিগন্তে উড়ছে , যেন লক্ষ-লক্ষ ডানা এসে জানাবে অনেক বারতা, সমস্ত ঘুম ভেঙে দেবে এবার মুরিয়ে দিবে লাল, নীল, সবুজ বিভিন্ন রঙের পতাকায় ।স্বপ্ন ঘোর মনে হয় গেলোই কেটে , মনে হল
এভাবেই কাছে পাবার
এতটুকুই স্বপ্নঘোর অপলক
খুঁজে প্রত্যুষ আঁধারে আলো,
আর বলে যায় প্রেম, ভালবাসি, ভালবাসি।
ভাল থাকুন জলের মত শত সহয্র ধারায়
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
এই কমেন্টের জবাবে আমি বাকরুদ্ধ। কি বলব বুঝতে পারছি না।শুধু এটুকুই বলে যেতে চাই যদি একফোটা জল এঁকে দিতে পারি সে সৌভাগ্য বটে। আর এমন মন্তব্যে অজস্র অনুপ্রেরণার জল খুঁজে পেলাম। থইথই করছে সে জল মনের আঙিনায়।
কবিতার সুগভীর অনুভবে ও এমন ভালবাসায় শুভকামনা সুপ্রিয় লেখক। সমুদ্রপ্রেমের জোয়ারে ভেসে যাক মনের প্রতিটি অলিগলি! নির্মলতায় ভরে যাক মনের গহিন কোন। সুস্থ থাকুন, ভাল থাকুন সে কামনাই নিরবধি!
১৭| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫৯
জেড আই অর্ণব বলেছেন: জলকাব্য সিরিজের কবিতাগুলো পড়া হয়নি আগে। এটা পড়ে তৃষ্ণা বেড়ে গেল ঢের,,, কৃতজ্ঞতা
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
যদিওবা শীত কাল, জলে ডুবলে ঠাণ্ডাবোধ দশগুণ হয় তবুও আপনাকে না বলব না। ডুব দিতে পারেন। তবে ভুলেও দ্রুত যাবেন না। আস্তে ধীরে পাঠ করবেন। বোধ করি নিরাশ হবেন না। কোথাও না বুঝলে জানিয়েন। আমি হেল্প করব।
শুভকামনা!
১৮| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: কবিতা বরাবরই কম বুঝি, তবু ভালোলাগা জানিয়ে গেলাম।
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার জন্য ১ আর ১০ আছে তো সাদা ভাই। হা হা হা। এই যে এত কষ্ট করে এই নিরস কবিতাটি পড়ে গেলেন তাতে কিন্তু আপনার প্রতি আমার ভাল লাগা দ্বিগুণ হয়ে গেল।
কঠিন কবিতার জন্য দুঃখিত। জলকাব্য ১ এ কিছুটা ভাললাগা কাজ করতেও পারে।
শুভেচ্ছান্তে!
১৯| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৯
সাহসী সন্তান বলেছেন: কবিতা বুঝতে দুই তিনবার পড়া লাগলো! আসলে শেষের প্যারাটাতে এসে বেশ ঝামেলা করছিল! একাকিত্ব কাটানোর জন্য প্রত্যাশা করাটা খারাপ কিছু না! তবে সমস্যার সৃষ্টি করছে স্বপ্নের ব্যাপারটাতে এসে! সম্ভাবত ডোজটা একটু বেশি হয়ে গেছে!
কবিতায় ভাল লাগা! শুভ কামনা ডানা ভাই!
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
কারো আসে
প্রথমে, একাকিত্ব তারপর স্বপ্নঘোর তারপর প্রত্যাশা। এলোমেলোও হয়। স্বপ্নঘোর, প্রত্যাশা, একাকিত্ব এমনও দেখেছি। ভিন্ন বিন্যাস পেয়েছি। কিন্তু আমার বেলায় এমনি ছিল।
চিন্তার রাজ্যে ঘুর্নিপাক তুলে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। বাস্তবতা জটিল ও বিভিন্ন স্তরে বিভক্ত। ডোজ তাই বেশিই ছিল।
কবিতায় ভাল লেগেছে জেনে আনন্দিত সাস ভাই। আপনার জন্য নিঃশেষ ভালবাসা ও শুভেচ্ছা রইল। ভাল থাকুন নিরন্তর!
২০| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২০
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লেগেছে।শুভ কামনা রইল আপনার জন্য
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লাগার জন্য ধন্যবাদ। শুভকামনা গ্রহন করেছি। আপনিও ভাল থাকুন। অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি রইল!
২১| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: সকল প্রতিউত্তরের জন্য ধন্যবাদ।
১২. নাম্বার প্রতিউত্তর........
শাহরিয়ার কবিরের সাথে এই সিরিজে এমন কিছু হয়েছিল সেটা ভয়াবহ, এখন সে হিপনোটাইজ। এসব অবজার্ভ করছি।
প্রথমেই বলে রাখা ভাল, আমার সাদা মনে কাদা নেই, শুধু আছে অনন্ত প্রেম কিন্তু দেখলো না কেউ । ( আমার আর কেউদের ব্যপার থাক আর গভীরে না যাওয়াই ভালো।)
আপনার কবিতার মুল চরিত্রগুলো সুমদ্র আর জল। এই সুমদ্র,জলে আছে অনেক গভীরতা, রহস্যতা এবং শত শত নটিক্যাল মাইলে দূরত্ব। যার গভীরতা, দূরত্ব র্নিনয় করা এবং এর রহস্য উদঘাটন করা কোন নাবিকের পক্ষে সম্ভব না । বলে মনে হয়। আমি পাঠক হিসাবে পড়ে শুধু মুগ্ধ হয়েছি ।
আর সন্মোহন বলতে বুঝিয়েছি মুগ্ধতার ক্ষেত্রে ।ধরুন, কোন মুভি দেখছি,দেখতে দেখতে কখন যে সময় চলে গিয়েছে,ঠিক বুঝতে পারেননি।এটাও এক ধরনের হিপনোটিজম, এর পজেটিভ দিক বুঝিয়েছি ।এ কারণে ভয় পাওয়ার কিছু নাই। আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পাড়ি না। তাই হয় তো, অনেকের আমার কথা বুঝতে কষ্ট হয়
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার বলয়ে এসে এত গভীর অনুভবনীয় মন্তব্য, মনে সমুদ্র প্রেম নিয়ে যে কথা অনবরত ঢেউ রূপে সাজিয়েছেন তাতে দুলে ওঠা নৌকার মাঝির মত আমিও দুলে উঠলাম। সমুদ্রপ্রেম জটিলতাপূর্ণ। অভিযোগ নয় বাস্তবতা সে আমিও অস্বীকার করব না। কিন্তু এর মাঝে আপনি যে গভীরতর ডুব দিয়েছেন তাতে নাবিকের দিশাবিশা না পেয়ে উপায় নেই। হয়ে যাবে দেখবেন। প্রেমেজর্জর মনে কবিতার জালে কখনো স্নিগ্ধ আবেশ, কঠিন বাস্তবতা, বিরহ, প্রেম, স্বপ্ন, একাকিত্ব, কখনো হতাশা, পরক্ষনেই বাস্তবিক আত্মনিষ্ঠ প্রত্যয়,বারবার ঘুরে দাড়ানোর প্রবল আকাঙ্ক্ষায় হিপনোটাইজড বা মুগ্ধকর আবেশ যদি ছড়াতে পেরেছি তবে তা স্বার্থকতা বটে।
আপনার সমুদ্র বিশাল মনের জলে মুছে যাক পৃথিবীর কাল দাগ। কবিতার পূর্ণিমায় ভরে যাক মনের দিকদিগন্ত। শুভকামনা ও ভালবাসা জানবেন!
২২| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
সুন্দর অনুভবে অনেক অনেক ধন্যবাদ হামা ভাই। শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।
২৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫
কানিজ ফাতেমা বলেছেন: স্বপ্নঘোর অপলক -- না থাকলে কি চলে । শুভ কামনা কবি ।
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
খুব কঠিন প্রশ্ন। আপাতত মিলিয়ে দেখলাম থাকলে ঘোরতর কিছু হচ্ছে না। তবে আরো এডিটিং তো হবেই।
শুভকামনা ও শুভেচ্ছা জানবেন কবি!
২৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কাব্যধারা ।
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
কাব্য ধারা আপনাকে পেয়ে খুশি হলাম। বলতে পারেন হাতে খড়ি মাত্র।
অনেক অনেক শুভকামনা কবি!
২৫| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ডা: এম এ আলী ভাই সব বলে দিছেন
আর কুন কথা পাচ্ছিনা খুঁজে
তাই +++++++++++++
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
শ্রদ্ধানন্দ ড. আলীর মন্তব্যে আমি আসলেই অনুপ্রাণিত হয়েছি, উচ্ছাসিত হয়েছি। একজন লেখকের জন্য এমন করে কিছু বচন হয়ে যায় অফুরান কাব্যজগৎ প্রেরণা।
আপনার মত আমিও জবাব দেবার মত কথা খুঁজে পাইনি। বাকরুদ্ধ হয়েছি।
আর আপনার প্লাসে হলাম অফুরান উচ্ছল। আহ, কত্ত প্লাস
গোনে শেষ হচ্ছে নে।
ভিগু ভাই, এমন করে উজ্জীবিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ! শুভকামনা রইল!
২৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১২
প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ প্রামাণিক ভাই। কিন্তু আফসোস আপনি লাস্ট হইছেন। ফাস্ট হইলে সাত স্তরের চা খাওয়াব।
শুভকামনা ও শুভেচ্ছা!
২৭| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩২
আহা রুবন বলেছেন: 'প্রিয়তম প্রেম চাই, সমুদ্র প্রেম।'
সমুদ্রের মত বিশাল প্রেম না নোনা জলের শরীরী প্রেম?
'হায়, এ দিবসের প্রেম শুধু ভুলেছে আলো'
কতরকম যে ভাবলাম!
'মিশে যাব দুজনায় সেদিন সেই পথে,
ঘুমোবো লালচে দুটি পাতার সাথে।'
লালচে পাতা মানে জলপাই-পাতা? শান্তি? সব প্রেমিকেরই একই চাওয়া--ছোট্ট একটা শান্তির নীড়। কয়েকবার পড়লাম। চমৎকার লেগেছে! কেন ভাল লেগেছে সেটাই তো বুঝলাম না।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
প্রিয়তম প্রেম চাই, সমুদ্র প্রেম।'
সমুদ্রের মত বিশাল প্রেম না নোনা জলের শরীরী প্রেম? এ বড়ই কঠিন প্রশ্ন। দেখুন মানুষ দুভাবে ভাবনা খুঁজে। পজেটিভ আর নেগেটিভ। আরেকটা আছে সেটা হল শুধু পড়ে যাওয়া, ওটা আমি গুনি না। যাকগে, আপনার চিন্তা করার দুটি দুয়ার আছে। আপনি বেছে নিন
অ্যানি ওয়ে, খেলাটা কিছুটা ধরতে পেরেছেন। কংরেচুলেশনস।
মিশে যাব দুজনায় সেদিন সেই পথে,
ঘুমোবো লালচে দুটি পাতার সাথে।'
লালচে পাতা মানে জলপাই-পাতা? শান্তি? সব প্রেমিকেরই একই চাওয়া--ছোট্ট একটা শান্তির নীড়।
যেটা কেউ পারল না সেটা রুবন ভাই ধরে ফেলেছে। ঠিক তাই। আবারো অভিনন্দন!
কেন ভাল লেগেছে সেটাই তো বুঝলাম না।
থাক না কিছুটা রহস্য হয়ে!
কবিতার চমৎকার বিশ্লেষণে একেবারে মুগ্ধ করে দিলেন। শুভেচ্ছা ও শুভকামনা রুবন ভাই। ও হ্যা আপনার গল্প সিরিজে হাত দেব ভাবছি। একেবারে শুরু থেকে। আপনি লেখা চালিয়ে যান!
২৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:০৫
অরুনি মায়া অনু বলেছেন: কবিতার তিনটি অংশেই জলের উপস্থিতি। প্রতিটা অংশ পড়ছিলাম আর ভাবছিলাম এই বুঝি জলকে হারিয়ে ফেলবেন। কিন্তু না ধরে রেখেছেন জলের ধারা। কত রূপে যে তাকে হাজির করেছেন। খুব সুন্দর।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
জলের ধারায় সবকিছু বর্ননা করা আমার কাছে খুব সহজ লাগছে। জল যেমন যে পাত্র বিশেষ আকার ধারণ করে তেমনি কবিতায় জল সে ভাবেই চলে আসছে। বিষয়টা উপভোগ্য বটে।
আরো উপভোগ্য হয় যখন আপনাদের কাছে সে ধারা পৌঁছে দিতে পারি। রহস্য বোঝে ওঠতে কমেন্ট গুলো ধরে আসতে পারেন। আশা করি আরো বোধগম্য হবে।
কবিতার অনুভবে আপনার জন্য রইল শুভেচ্ছা অফুরান। ভাল থাকুন নিরন্তর!
২৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:০২
রিপি বলেছেন: দারুন লাগলো।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
সৌভাগ্য বটে
৩০| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৩
বিজন রয় বলেছেন: আপনার কবিতা যাহা হোক না কেন, আপনার ভিতর যে অজস্র কবিতা আছে সেটা দেখতে আমার খুব ভাল লাগছে।
এখানে প্রত্যুষ শব্দটি কবিতাকে অন্য মাত্রা দিয়েছে।
সবকিছু মিলিয়ে আমি কবিতায় দ্রবীভূত।
শুভকামনা।
৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
এই যে একটা অভিনব অভিব্যক্তি দিয়ে গেলেন সে তো কবি মনের উদার সবুজের মাঠ। সে মাঠে সমুদ্রজল, সমুদ্র প্রেম যে প্রেমের ফসল বুনে দেবে তা ভাবিনি। তবে আপনার মন্তব্য আমাকে ভুল প্রমান করল। আর কবি, সেতো সকলের মনে, জেগে আছে অথবা ঘুমিয়ে।
কবিতার অনুভবে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা বিজন ভাই! ভাল থাকুন নিরন্তর!
৩১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১০
প্রামানিক বলেছেন: সামুর স্পীড বাড়লেই ফাস্ট হবো।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
বাড়ছে তো ভাই। হা হা হা। আচ্ছা আরেকটু বাড়ুক। আমি তাতে চা গরম করি।
৩২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৯
গেম চেঞ্জার বলেছেন: পড়তে দারুণ লাগছিল ডানা ভ্রাতা! শুভকামনা রইল!
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬
ভ্রমরের ডানা বলেছেন:
গেমু ভাই,
কবিতা পাঠে অজস্র ধন্যবাদ ও শুভকামনা!
৩৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২
রমজান আহমেদ সিয়াম বলেছেন: ভালো লিখেছেন
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ!
৩৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪
স্বৈতী ইসলাম বলেছেন: আমি ঠিকভাবে প্রশংসা করতে পারিনা। শুধু এইটুকু বলবো, আপনি অনেক ভালো লেখেন, অনেক বেশি!!! মুগ্ধতা!!
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
মুগ্ধতাটুকুর জন্য ধন্যবাদ! প্রশংসার ওটুকুই সেরা! স্বার্থকতাও বলতে পারেন!
জলকাব্যে স্বাগতম!!!! শুভকামনা!!
৩৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৩
নীলপরি বলেছেন: অপূর্বো লাগলো । শুধু আমারই পড়তে দেরী হয়ে গেলো ।
কবিতায় ++++
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও অনুভবে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা! ভাল থাকুন নিরন্তর!
৩৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩০
খায়রুল আহসান বলেছেন: ঢেউয়ের চাবুক তুলে জলে বারবার
প্রেম বলেছিল- ভালবাসি, ভালবাসি - চমৎকার!
তবুও আমি চেয়ে থাকি একদিন,
সে আসবে আমার প্রান্তর জুড়ে,
সোনালি ধানক্ষেতে, শালিকের ঠোঁটে,
স্বপ্ন দুয়ার খুলে সবুজে ঘুম হাতে -- খুব সুন্দর হয়েছে এ পংক্তিগুলো!
এভাবেই কাছে পাবার
এতটুকুই স্বপ্নঘোর অপলক
খুঁজে প্রত্যুষ আঁধারে আলো,
আর বলে যায় প্রেম, ভালবাসি, ভালবাসি -- একটি সুন্দর কবিতার যথোপযুক্ত সমাপ্তি!
কবিতায় + +
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় লেখক, কবিতাটি অনেক যত্ন করে পাঠ করেছেন দেখে সত্যি খুব ভাল লাগছে। এমন কবিতায় একজন দরাজ দিলের দেখা পেলাম।কবিতার সুগভীর অনুভবে লেখকের অনন্য মন্তব্য উপহারে অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্য অফুরান প্রীতি ও শুভেচ্ছা জানবেন।
৩৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: বেশ কিছু সুচিন্তিত, সুলিখিত মন্তব্য এসেছে, জবাবগুলোও চমৎকার হয়েছে। অনেকগুলো মন্তব্য/প্রতিমন্তব্যে 'লাইক' দিয়ে গেলাম।
সবকিছু মিলিয়ে আমি কবিতায় দ্রবীভূত কবি বিজন রয় এর এ মন্তব্যটা সবারটাকে ছাড়িয়ে গেছে।
এমন কবিতা বুঝতে হলে অনুভব তাই বড় কথা।
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২০
ভ্রমরের ডানা বলেছেন:
আসলে কবি বিজন রায় যা বলেছেন তাতে আমিও দ্রবীভূত
কবিতা লেখার সাথে সাথে আমাকে মন্তব্যে আরো সচেতন হতে হবে। আপনি সব খেয়াল করছেন। হা হা হা!!
তবে কবিতা লেখার মুড ফিরেই পেতাম না আপনাদের এই ভালবাসা না পেলে। কবিতার অনুভবে আপনাদের এই নিঃস্বার্থ ভালবাসা চিরদিন মনে রবে!
শুভকামনা সুপ্রিয় কবি!! শুভেচ্ছা রইল!!!
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
জলকাব্য সিরিজের কবিতাগুলো আমার কাছে দুর্বোধ্য বলে মনে হয়েছে; জলে প্রাণ আছে, জীবন্ত ঢেউ আছে, বিশালত্ব আছে, আছে প্রকৃতির বিশাল উপস্হিতি; কিন্তু মানুষের প্রেম-প্রীতির সম্পুরক হিসেবে মনে হয়নি কোনদিন।