![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জননী, আমার গর্বিতা জননী,
দেখ তোমার ছেলের লহু জননী,
গড়িয়ে লাল এই মাটির বুকে,
তোমার গৌরব তুলে ধরতে
তারা জেগেছে শান্তির চিরহরিৎ মুখে।
ভুলেছে জোছনাস্নাত চাঁদনী রাতের ফোয়ারা,
গায়ে মেখে কত রক্ত, ঘাম,বুলেট,
পাহারারত বিনিদ্র রজনী।
ও আমার স্বাধীন জননী,
সমুদ্র নদীর রক্তজলায়
তোমার ছেলেরা রয়েছে সেথায়,
পাহারারত বিনিদ্র রজনী।
আকাশের বিদ্যুৎ ঝলকের মত জেগে ওঠা
তোমার রূপেরঘটায়, প্রকৃতির ঘ্রাণে,
সবুজের ঘোমটাপরা উদার দিগন্তরেখা জননী,
ওরা এনেছে স্বাধীন বাংলায় শান্তির পায়রা,
তুলে ধরেছে পেশিবহুল হাতে
এই মানচিত্র, সবুজের মাঠ,
কৃষাণের লাঙল, পতপত করে ওড়া
লাল সবুজ সমুজ্জ্বল তোমার আঁচল জননী।
ওরা এঁকেছে সুউচ্চ তাল-তমালে
স্বাধীন সূর্য লহুর প্রেম, প্রশান্ত বায়ুর অবনী।
হিমালয়ের শিখর ছড়িয়ে
বাংলার স্বর্গ তুলে দিতে
ওরা জেগেছে বিনিদ্র রজনী,
অজস্র বুলেটের আঘাতে
ঝাঝরা বুকের কাঁপুনি,
মরেও ওরা মরেনি,
মরেও ওরা মরেনি।
হে আমার দুখী বাংলা জননী,
তোমার চোখে অশ্রু মুছে,
ওরা লুটিয়েছে তোমার শিয়রে,
হাসি হাসি দিবস রজনী।
ওরা এঁকে গেছে ভাটিগাঙ স্নিগ্ধ জল হাসি,
শত শত মাইল সুবিস্তৃত তটে,
তোমার ঢেউয়ের বাঁশি,
বীরের সমুদ্রজলে দিগন্ত প্রসারিত
ডানা মেলা গাঙচিল, সারস,
সূর্য ছুঁয়ে সদা জাগ্রত মাঝির তরণী,
ও আমার শান্তির জলপাই পাতা জননী।
জেগেছে ওরা তোমার শিয়রে
হাসি হাসি মুখে দিবস রজনী।
ছবিঃ গুগল
সর্বস্বত্ব সংরক্ষিত
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও প্রথম কমেন্টে বিশেষ শুভেচ্ছা।
আপনিও ভাল থাকুন। বিজয়ের শুভেচ্ছা।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৬
জেন রসি বলেছেন: আমার সেই বিখ্যাত গানের কথা মনে পড়ছে। একাত্তরের মা জননী—কোথায় তোমার মুক্তিসেনার দল?
বিজয়ের শুভেচ্ছা। এদেশের মহান সন্তানদের প্রতি, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা।
+++
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
স্বাধীনতার গান, কবিতায় আমাদের ভাণ্ডার সমৃদ্ধ।
আপনি অনেক মুল্যবান কথা বলে গেলেন। আপনার সাথে আমিও বলতে চাই-
এদেশের মহান সন্তানদের প্রতি, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ২:১১
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও মন্তব্যে অনেক অনেক শুভকামনা সুমন ভাই। বিজয়ের শুভেচ্ছা রইল।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩৩
অন্তু নীল বলেছেন:
সুন্দর হয়েছে।
++
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০০
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে আপনাকে ধন্যবাদ। বিজয়ের শুভেচ্ছা রইল।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০০
উম্মে সায়মা বলেছেন: ভালো হয়েছে
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০১
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে আপনাকে অনেক ধন্যবাদ। বিজয়ের শুভেচ্ছা জানালাম।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৫
চঞ্চল হরিণী বলেছেন: বিজয়ের অনুভব মনে সত্যি বিজয়ের আবেশ দিয়ে গেলো। খুব ভালো লিখেছেন। ওঁদের জেগে থাকার প্রকাশটা নির্দিষ্ট সময়ে হলেও, অনুভবটা যেন সারা বছর অন্তরে থাকে সব বাংলাদেশীর। ধন্যবাদ ডানা ভাই।
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
প্রতিটি মানুষ নিজ কাজে কর্মের মাধ্যমে দেশকে এগিয়ে নিক। এভাবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। একটি জাতির এগিয়ে যাবার প্রেরণা লাগে। আমাদের জন্য তা হল বিজয়।
সে অনুভবে সকলে দেশের ডাকে সাড়া দিক সে কামনা সবার। কবিতার অনুভবে বিশেষ শুভেচ্ছা ও শুভকামনা!
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
আমাদের বীরদের গাথা লিখা আছে কবিতায়, আপনায় কবিতায়, গল্পে; আজ যেসব বাংগালীর বয়স ৫০ বছরের কম, এবং পড়তে পারেন না, তাঁরা হয়তো অনুমানে কিছু একটা ধরে নেন, আসল কিছু তাঁরা জানার কথা নয়; এত মানুষ প্রাণ দিয়ে, সামান্য প্রয়োজনীয় মৌলিক অধিকারটুকুও পেলো না 'সোনার বাংলায়, ডিজিটেল বাংলায়'; আজকে কারা আমাদের বীরদের উত্তরাধিকারী, কোন মুখে তারা আমাদের বীরদের নাম নেয়?
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০২
ভ্রমরের ডানা বলেছেন:
আসলে নিরক্ষরতা আমাদের একটা অপরাধ, নিজেকে বঞ্চিত করার মতই। অস্বীকার করব না। হয়ত একদিন সবাই জেগে উঠবে। সে দিনের অপেক্ষায়।
আর ৭১ এর বীরদের প্রকৃত উত্তরসূরি খুঁজতে আরেকটা যুদ্ধ লাগবে। অস্ত্র হাতে নয়, শক্ত হাতে অর্থনৈতিক মুক্তিযুদ্ধ। আর সে যুদ্ধ চলছে। আরো বেগবান হত যদি না এদেশে প্রজন্মান্তরে মীরজাফরদের জন্ম হত।
বিজয়ের উল্লাসে মন মেতে উঠুক সকলের। জয় বাংলা!
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৯
বিজন রয় বলেছেন: বিজয়ের মাসের প্রথম দিনেই এই কবিতা!!
স্যালুট।
++++
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
বাংলার আকাশে স্বাধীনতার পতাকা উড়ুক চিরদিন! বিজয় থাকুক অম্লান!
বিজয়ের শুভেচ্ছা বিজন ভাই!
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের মাসের কবিতা । বিজয় মানে সুন্দর কাব্য, গল্প, ইতিহাস, রোমাঞ্চ !
কবিতা চমৎকার হয়েছে ।
আমার মনে হয় ইটালিক ভাঁজটা না থাকলে প্রেজেন্টেশনটা একটু ভাল দেখাতো । তবে আপনার একান্ত ইচ্ছে ।
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কথামত ইটালিক ভাঁজ খুলে দেখি আসলেই লেখাটা অপূর্ব লাগছে। খুব ভাল একটা জিনিস ধরিয়ে দিয়েছেন। আপনি চমৎকার করে বলেছেন-
বিজয় মানে সুন্দর কাব্য, গল্প, ইতিহাস, রোমাঞ্চ ! আসলেই তাই।
এত সুন্দর করে মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ! বিজয়ের শুভেচ্ছা জানবেন।
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
প্রতি উত্তরের জন্য ধন্যবাদ।
জননী, আমার গর্বিতা জননী,
দেখ তোমার ছেলের লহু জননী,
গড়িয়ে লাল এই মাটির বুকে,
তোমার গৌরব তুলে ধরতে
তারা জেগেছে শান্তির চিরহরিৎ মুখে।
আবারও পড়ে বলে গেলাম,
কবিতা চমৎকার হয়েছে ।
+++++
আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
শাহরিয়ার কবির আপনি একজন প্রতিনিয়ত অনুপ্রেরণাদায়ক ব্লগার। চমৎকার মন্তব্যে বারবার বিমোহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ!
ভাল থাকুন, সে কামনা নিরন্তর!
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বিজয়ের শুভেচ্ছা... কবিতায় মুগ্ধতা...
০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
শুভেচ্ছা আপনাকেও! মুগ্ধতাটুকুর জন্য অনাবিল আনন্দ।
শুভকামনা জানবেন।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৪
সাহসী সন্তান বলেছেন: আমার কাছে দেশাত্ববোধক যে কোন জিনিসই ভাল লাগে! বিশেষ করে কবিতার মাধ্যে একটা দেশ, দেশের সৌন্দর্য এবং তার চাওয়া-পাওয়া যেভাবে প্রস্ফুটিত হয়ে ওঠে; সেটা বোধহয় অন্যকোন সাহিত্য দিয়ে ততটা সম্ভব নয়!
খুবই অল্প কথায় নিজের মনের অব্যক্ত কথামালা গুলো অনায়াসে প্রকাশ করা যায়! তাছাড়া আপনি লেখনীও খুব চমৎকার! সুতরাং ভাল না লাগার কোন কারণই নেই! খুব সুন্দর কবিতা ডানা ভাই!
শুভ কামনা সাথে বিজয়ের শুভেচ্ছা রইল!
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
প্রতিনিয়ত এভাবে লেখে যাই শুধু আপনাদের অনুপ্রেরণায়। দেশমাতার প্রতি যে ভালবাসা সেতো সবার মনেই লুকিয়ে আছে। কেউ কবিতার পংতি দিয়ে, কেউ গল্প, প্রবন্ধ দিয়ে কেউবা ছবি দিয়ে দেশের টানে এই বিজয়ের মাসে লেখছে। আমি সেই ক্ষুদ্র প্রচেষ্টা করেছি মাত্র। জানি এ কিছুই নয় তবুও আমাদের মহান স্বাধীনতা ও শহীদ বীরদের আত্নদানের প্রতি সামান্য অর্ঘ্য।
কবিতায় এভাবে অনুপ্রাণিত করার জন্য অজস্র ধন্যবাদ ও শুভকামনা সাস ভাই। আপনাকে পাশে পেয়ে খুব ভাল লাগছে। ভাল থাকুন নিরন্তর! সে কামনাই করি।
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২
ধ্রুবক আলো বলেছেন: বিজয়ের মাসের কবিতা; এক কথায় অসাধারন, রক্তে জালা ধরা লেখা.....
ও আমার স্বাধীন জননী,
সমুদ্র নদীর রক্তজলায়
তোমার ছেলেরা রয়েছে সেথায়,
পাহারারত বিনিদ্র রজনী।
++++++
অনেক শুভেচ্ছা রইলো.,,,,
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
বাংলা মায়ের দামাল ছেলেদের স্মরণে ক্ষুদ্র প্রয়াসমাত্র। কবিতার পাঠে ও গভীর অনুভবে ধন্যবাদ ধ্রুবক ভাই। বিজয়ের মাসের প্রথম দিবসের শুভেচ্ছা!
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
বিজয় দিনের প্রথম প্রহরের প্রথম কবিতা ।
সচেতনতা আর দেশ জননীর প্রতি ভালোবাসায় সিক্ত ।
৭ নম্বর মন্তব্যের জবাবটি ভালো লেগেছে ।
বিজয় দিবসের শুভেচ্ছা ।
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় জী এস ভাই, আপনার সচেতন ও স্নেহময় মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে গেল। দেশের প্রতি ভালবাসার টানে, বিজয়ের মাসের প্রথম প্রহরে বুকের ভেতরে যে সুর বেজেছিল তাই লেখেছি। ৭ নং জবাবটাও মনে ভেসে আসা। অনেক কাজ অনেক পথ পাড়ি দিতে হবে। দোয়া করবেন।
আপনার প্রতি রইল বিজয়ের মাসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। জয় বাংলা!
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৪
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
বিজয়ের মাসের প্রথম দিনের শুভেচ্ছা রইল প্রামাণিক ভাই। ভাল থাকুন নিরন্তর!
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৯
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ কবিতা । নয়মাস কঠিন যুদ্ধ করে বিজয়কে যারা না দেখেছে তারাও অনুভব করতে পারবে বিজয়ের বারতা । ছাপ্পান্ন হাজার বর্গমাইলজুড়ে অবিরাম আকাশে-বাতাসে আজও ধ্বনিত হয় ’৭১-এর বিজয় বারতা , ডিসেম্বরে দেশ ভেসে ছিল আনন্দের জয়গানে , সেদিন বিমূর্ত স্বপ্নের সোনার বাংলা মেলেছিল ডানামুক্ত আকাশে, কল্লোলিত নদীরা গেয়েছিল শৃঙ্খল মুক্তির গান পত্র-পল্লব দুলে দুলে জানিয়েছিল বিজয় বারতা, গ্রাম্যবধূর লাল ঘোমটা খসে পড়েছিল উচ্ছ্বাসে, প্রাণোচ্ছল বাঙালিরা সমস্বরে গেয়েছিল ‘জয় বাংলা’ । বিজয়ের সময়টিতে মনে পড়ে স্বজন হারানোর কথা । তবে বলতেই হয় পাষাণে বাধিলাম হৃদয়, যত ভয়ানক হোকনা সে কথা লুকায়ে রেখে দিই তা নীজেরি কাছে । তার পরেও কবিতাটির মত গুন গুন করে বলি বিজয় তুলি অসি খর ধার, এই অসি দিয়েই বধিছি হায়েনাদের, হারিয়েছি নর পিচাষদের, তারা পামর, নিদয়—পাষাণ, পিশাচ । ডিসেম্বরের শেষ ভাগে সমরের ধ্বনি থামিল ক্রমশঃ, রক্তিম সুর্য উঠল জেগে । হায়েনার সেনা পলাইল রণে, সমর্পিল নিজেদেরকে রেসকোর্সের ময়দানে — জয়ী হল বাংলার বীরের বাহিনী । শহীদের কথাগুলিও উঠেছে ভেসে কবিতার শেষ চরণে এসে । কবিতা চমৎকার হয়েছে প্রিয়তে গেল যে তাই , কবির প্রতি শত সহয্র প্রনাম জানাই ।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
১৯৪৭ এর ১৪ আগষ্ট পাকিস্তানের জন্ম। তার মাত্র ১৭ দিনপর ১ লা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষক আবুল কাসেমের নেত্বৃত্বে গঠিত হল "তমুদুদ্দিন মজলিস"। তিনি সহ সদস্য আরো তিন জন। বাকি দুজন সৈয়দ নজরুল ইসলাম ও শামসুল হক। এরপর ১৯৪৮ সালে গঠিত হল "রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ "। এরপর ধীরন্দ্রনাথ দত্ত গর্জে উঠলেন। লিয়াকত আলী, কায়েদে আজম, খাজা নাজীমুদ্দিন বললেন - উর্দু হবে রাষ্ট্রভাষা! বাংগালি মানে নি। বারবার তারা জেগেছে। এবারো জেগে উঠল। ২১ ফেব্রুয়ারি শহীদের রক্তে ভেসে গেল রাজপথ। এরপর ২২৩ টি আসনে ৫৪ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়। কিন্তু ক্ষমতা ছাড়ল না ইস্কান্দার মির্জা। তারপরও বাংগালির চাপে ৫৬ তে সংবিধানের ২১৪ ধারা বলে বাংলা হল রাষ্ট্রভাষা। এরপর ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ এর ছয়দফা, ৬৯ এর গনঅভুথ্যান, ৭০ এর ১৬৭ টি আসন। ক্ষমতা পেল না বাংগালি। ৭১ এর ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ এলো। আমরা পেলাম অস্তিত্ব! নিজ আশ্রয়!
তাই তো এই বিজয়ের অনুভব। আর সে অনুভবে আপনিও আপনার মন্তব্যে আলোড়িত করে গেলেন। বিজয়ের শুভেচ্ছা সুপ্রিয় লেখক! শুভকামনা!
১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
অপ্সরা বলেছেন: আমার মনে পড়েছে মাগো ভাবনা কেনো
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি!!!!!!!!!!!
ডানা ভাইয়া সুন্দর কাব্য!!!!!!!!!!!!
০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ আপু। বিজয়ের শুভেচ্ছা নিও।
১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯
শাব্দিক হিমু বলেছেন: কবিতা বেশ ভালো লেগেছে কবি।
শুভেচ্ছা ও শুভ কামনা।
০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
আরেহ, কবি যে, ধন্যবাদ, ধন্যবাদ!
১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ।। ভ্রমর। +++
০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ রাজপুত্র! শুভকামনা!
২০| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
সাহসী সন্তান বলেছেন: শিরোণাম সহ কাব্য কিছুটা চেঞ্জ করছেন বলে মনে হল? আমি ঢুকেই হতবাক হয়ে গেলাম!
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
জ্বী ভাই, কিছুটা চেঞ্জ করছি। ভাবছিলাম সিরিজ লেখব। কিন্তু অবসরে যাচ্ছি। আমার মন্তব্যগুলো দেখলেই বুঝবেন।
২১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৮
সাহসী সন্তান বলেছেন: ডানা ভাই কি ১৭ নাম্বার কমেন্টটার দিকে ইঙ্গিত করলেন? ঐটারে আপাতত ব্লক করে ঐ মন্তব্যটাতে রিপোর্ট করেন! আর বেশি ঝামেলা করলে কানের নিচে কয়টা থাবড়া মেরে ছেড়ে দেন! শীত কালে কান গরম করাটা শাস্ত্রের নির্দেশ!
তাছাড়া এই একটুতেই যদি হাল ছেড়ে দেন তাহলে ক্যামনে হবে? ভার্চুয়াল জায়গাটাই এমন! এখানে নিজের জায়গা নিজেই করে নিতে হয়, নাহলে কেউ কারো জন্য জায়গা করে দেয় না!
আপনি বুদ্ধিমান এবং বিচক্ষন একজন মানুষ! সুতরাং আশাকরি সব কিছুই বুঝবেন! ফালতু মন্তব্যের জেরে ব্লগ ছেড়ে যাওয়া আর মাটিতে ভাত ঢেলে খাওয়া সমান কথা! এসব গুলো ইগনর করে নিজের মত করে লিখে যান! চলতি পথে ঝড় ঝাপ্টা আসবে, কিন্তু সেটাকে ট্যাকেল করে সামনে এগিয়ে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ!
০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
থাক, মাফ করা হল। এসব গায়ে নেই না। ব্যস্ততায় ডুবেছি ভায়া।
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লক ক্যামনে করে সাস ভাই। বিস্তারিত দেন তো!
২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৫
আহা রুবন বলেছেন: বেশ লাগল! বিজয়ের শুভেচ্ছা রইল।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২২
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি বেশ লেগেছে জেনে ভাল লাগছে। বিজয়ের শুভেচ্ছা আপনার জন্য! শুভকামনা!
২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৬
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । ++++++
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা ভাল লেগেছে জেনে আপ্লুত হলাম। প্লাস পেয়েও খুশি লাগছে। বিজয়ের শুভেচ্ছা রইল। ভালবাসা জানবেন নীলপরি!
২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪০
নীলসায়র বলেছেন: দারুনস ডানা ভাই।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
আরেহ নীলসায়র ভাই যে, ধন্যবাদ ধন্যবাদ! শুভকামনা!!
২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৮
খায়রুল আহসান বলেছেন: বিজয়ের মাসের প্রথম প্রহরে হৃদয়ের অর্ঘ্য মাখা কবিতা-চমৎকার হয়েছে। সবচেয়ে ভাল লেগেছেঃ
ওরা এনেছে স্বাধীন বাংলায় শান্তির পায়রা,
তুলে ধরেছে পেশিবহুল হাতে
এই মানচিত্র, সবুজের মাঠ,
কৃষাণের লাঙল, পতপত করে ওড়া
লাল সবুজ সমুজ্জ্বল তোমার আঁচল জননী
কিছু কিছু মন্তব্য/প্রতিমন্তব্যে আমার নিজের কিছু মনের কথা অভিব্যক্ত হয়েছে। যেমনঃ
ওঁদের জেগে থাকার প্রকাশটা নির্দিষ্ট সময়ে হলেও, অনুভবটা যেন সারা বছর অন্তরে থাকে সব বাংলাদেশীর - চঞ্চল হরিণী (৬)।
প্রতিটি মানুষ নিজ কাজে কর্মের মাধ্যমে দেশকে এগিয়ে নিক। এভাবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। একটি জাতির এগিয়ে যাবার প্রেরণা লাগে। আমাদের জন্য তা হল বিজয় -- ভ্রমরের ডানা (৬)।
আজকে কারা আমাদের বীরদের উত্তরাধিকারী, কোন মুখে তারা আমাদের বীরদের নাম নেয়? - চাঁদগাজী (৭)।
বিজয় মানে সুন্দর কাব্য, গল্প, ইতিহাস, রোমাঞ্চ- কথাকথিকেথিকথন (৯)।
আমার কাছে দেশাত্ববোধক যে কোন জিনিসই ভাল লাগে!- সাহসী সন্তান (১২)।
শীত কালে কান গরম করাটা শাস্ত্রের নির্দেশ!- সাহসী সন্তান (২২)।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠের সাথে এত সুন্দর করে মন্তব্যের চুম্বক অংশভাগ তুলে আনলেন। খুব ভাল লাগছে। আপনার মন্তব্য যেন এক একটি শুদ্ধতম পাওয়া। ধন্যবাদ সুপ্রিয় লেখক! বিজয়ের শুভেচ্ছা জানবেন!
২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৮
স্বৈতী ইসলাম বলেছেন: জননী, আমার গর্বিতা জননী,
দেখ তোমার ছেলের লহু জননী,
গড়িয়ে লাল এই মাটির বুকে,
তোমার গৌরব তুলে ধরতে
তারা জেগেছে শান্তির চিরহরিৎ মুখে।
অনেক ভালো লাগলো। কবিতায় অন্নেকগুলা +++++
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক প্লাসে কৃতজ্ঞতা। কবিতা পাঠে ও অনুভবে শুভেচ্ছা ও শুভকামনা!
২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫১
অরুনি মায়া অনু বলেছেন: বিজয়ের মাসে বিজয়ের কবিতা। খুব সুন্দর।
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, আরে সেই সাথে আপনাকে ধন্যবাদ।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
শহীদের রক্তে গড়া এই দেশকে রক্ষায় আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। মাতৃভূমির পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে বিজয়ের অনুভব করা শিখতে হবে।
কবিতা পাঠে ও অনুভবে শুভেচ্ছা ও শুভকামনা অরুনি মায়া! ভাল থাকুন নিরন্তর!
২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫
হাসান মাহবুব বলেছেন: ডিসেম্বার এলেই সব কিছু কী সুন্দর হয়ে যায়! যেমন হয়েছে এই কবিতাটি। বিজয়ের শুভেচ্ছা রইলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা হামা ভাই। আসলেই বিজয়ের কথা ভেবে গায়ে শিহরণ দিয়ে ওঠে। বিজয় বুঝি এমনি!
২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৮
মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালোলাগা ++++
বিজয়ের শুভেচ্ছা ডানা ভাই
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও প্লাসে কৃতজ্ঞতা আপু। কবিতার অনুভবে অনেক অনেক ধন্যবাদ! আপনার জন্য বিজয়ের শুভেচ্ছা রইল! ভাল থাকুন নিরবধি!
৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৭
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি মন্তব্যের জন্য ।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় লেখক, আপনাকে আবারো ধন্যবাদ। আপনার সম্প্রতি লেখাটি বেশ হয়েছে। একটু আগেই পড়েছি। বড়ই সুখপাঠ্য!
৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
সাহসী সন্তান বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে ভাল লাগলো! যাহোক, আমি ব্লক করার বিষয়টা স্টেপ বাই স্টেপ স্কিন শর্টের মাধ্যমে উল্লেখ করে দিলাম। যদি বুঝতে কোন অসুবিধা হয়, তাহলে বলবেন-
০১। প্রথম স্টেপঃ- যেখান থেকে লগআউট করেন, ঠিক সেই কার্সরে ক্লিক করলেই এটা পাবেন।
০২। দ্বিতীয় স্টেপঃ- এটা পাবেন, মডারেশন স্ট্যাটাসের ঠিক নিচে।
০৩। তৃতীয় স্টেপঃ-
০৪। চতুর্থ স্টেপঃ- এই বক্সের মধ্যে কেবল যে ব্লগারকে আপনি ব্লক করতে চাচ্ছেন তার লগইন নেমটা পেস্ট করবেন। উদাহরণ সরুপ- আমার লগইন নেম SHOMMRAT. এখন আপনি আমার এই লগইন নেমটা উক্ত বক্স-এ পেস্ট করে 'নিষিদ্ধ তালিকায় এড করুন'- বাটন এ ক্লিক করলেই আমি আপনার আইডিতে ব্লক হয়ে যাবো। অর্থাৎ সাধারণ ভাবে, উক্ত বক্সের মধ্যে কেবল মাত্র লগইন নেম দিতে হবে, একজন ব্লগারের পুরো ইউআরএল দেওয়া যাবে না।
আমার মনে হয় না, এর পরে আপনার আর বুঝতে কোন অসুবিধা হবে। তারপরেও না বুঝতে পারলে বলবেন!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সাস ভাই। এটা এপ্লাই করতে হবে। এভাবে উপকার করে ধন্য করলেন!
৩২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
শরতের ছবি বলেছেন: আপনাকে কম দেখছি নাকি আমিই কম আসছি বুঝতে পারছি না । কবিতা -বিজয়ের মাসে বিজয়ের ঘ্রাণ । ভাল লেগেছে । অনেক অনেক প্লাস............. ( কী বোর্ডের প্লাস কাজ করছে না ) ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:০২
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ। অনেক মিস করছি আমিও। এই দুরত্ব কাটিংটুকুর জন্য দুঃখিত। প্লাসে আপ্লুত হলাম। আশা করি ভালই আছেন! শুভকামনা রইল শরতের ছবি!
৩৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩৮
রিপি বলেছেন: ভালো লাগলো...
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ! অনুপ্রাণিত হলাম!
৩৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫
শাব্দিক হিমু বলেছেন: হিমালয়ের শিখর ছড়িয়ে
বাংলার স্বর্গ তুলে দিতে
ওরা জেগেছে বিনিদ্র রজনী,
অজস্র বুলেটের আঘাতে
ঝাঝরা বুকের কাঁপুনি,
মরেও ওরা মরেনি,
মরেও ওরা মরেনি।
ভাল লেগেছে ভিষন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
আরেহ কবি যে!
ধন্যবাদান্তে!
৩৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫
চাঁদগাজী বলেছেন:
কিছুদিন ব্লগে দেখছি না।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
রায়টার্স বা ব্লগার্স ব্লক বলা যায় এটাকে!
৩৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: কোথায় হারিয়ে গেলেন?
অনেক দিন আপনার কবিতা পড়ি না...........
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:১০
ভ্রমরের ডানা বলেছেন:
কেমন আছেন সুপ্রিয় ব্লগার। আপনার কবিতা পড়ব বলেই এলাম।
৩৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জননীর এমন সন্তানই কাম্য। কষ্ট করে সবার মাকে নিয়ে কবিতা লেখার জন্য ভাইয়ের প্রতি অনেক শুভেচ্ছা রইল।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
এই দেশ এই মাটিরদর সহস্র কবিতায় মিটবে না জানি তবুও - ক্ষুদ্র প্রয়াস!
শুভকামনা সুপ্রিয় ব্লগার!
৩৮| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৩
ডঃ এম এ আলী বলেছেন: বিজয়ের অনুভব মনে হয় ক্রমেই হতেছে লম্বা
বেশ কিছুদিন ধরে দেখছিনা যে ।
শুভেচ্ছা রইল ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগারস ব্লক পেয়েছিল। এবার আশা করি নিয়মিত হব।
৩৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৭
নূর-ই-হাফসা বলেছেন: ১ কথায় অসাধারন
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
একটি এমন কমেন্টের জন্য কবিতা লেখি!হা হা হা!
৪০| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কবিতাটি দেরিতে চোখে পড়লো......
কবিকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা! কবিতায় আপনাকে পেয়ে ভাল লাগছে। শুভকামনা!
৪১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা জানাই!
৪২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাবছি এবার হারানো বিজ্ঞাপন দিব। তার আর কোন প্রয়োজন পড়লো না । পেয়ে গেলাম আপনাকে ।
কেমন আছেন?
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:২০
ভ্রমরের ডানা বলেছেন:
জ্বী ভাল আছি। আপনিও নিশ্চয় ভাল আছেন। বিজ্ঞাপন দেবার আগেই চলে এলাম!
৪৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
জ্বী আমিও ভাল আছি। আপনাকে ব্লগে ফিরে পেয়ে আরো ভালো লাগলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
সাথেই আছি। আপনাদের লেখার টানে ফিরে ফিরে আসা!
৪৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬
জুন বলেছেন: যোগাযোগ সমস্যায় পরে অনেক কিছুই দৃষ্টির বাইরে চলে গিয়েছিলো যেমনটি যাচ্ছিল আপনার এই অনাবদ্য কবিতাটি ভ্রমরের ডানা । বিজয়ের মাস যে আমাদের গৌরবের মাস আর কবিতায় সেটিই ফুটিয়ে তুলেছেন নিপুন এক শিল্পীর কলমে।
+
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
শহীদদের আত্না প্রতি, তাদের সর্বোচ্চ ত্যাগের প্রতি- এ কবিতা সামান্যতম অর্ঘ্যমাত্র!
কবিতার অনুভবে ও এত সুন্দর মন্তব্যে সত্যি আপ্লুত করে গেলেন আপু!
৪৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
জীবন সাগর বলেছেন: বিজয়ের উল্লাস কাব্যরসে ভরা কবিতা, খুব সুন্দর লেখেছেন, সাজিয়েছেন আন্তরিকতায়।
ভাল লাগলো, শুভ কামনা
১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০২
ভ্রমরের ডানা বলেছেন:
বিজয় সবসময়ের জন্য আনন্দের। কবিতার অনুভবে আপনাকে ধন্যবাদ! শুভকামনা জানবেন!
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:১২
শাহরিয়ার কবীর বলেছেন:
লেখা সুন্দর হয়েছে।
ভালো থাকুন।