![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এলিটা, জানি তোমার আকাশে
বদলে গেছে মেঘেদের রঙ,
সমুদ্র হাসি ভুলে-
উদারনীতির বক্ষঃস্থলে
নিয়েছ সূর্যদেবের প্রেম, কিংশুকফুল।
আগুনের ফুলকি মেখে ঠোঁটের পেয়ালায়
শাশ্বত মেহগনি আভাষ!
আর ঠিক তার প্রখর রোদের নিচে
পুড়ে গেছে কত ফসলের মাঠ,
অনুরোধের কড়া নেড়ে ক্লান্ত পূজক,
রক্তজবার চোখে উবুউবু প্রেম।
বর্ষাতি বানের আশাহত নয়নার
শুষ্কপ্রায় শুষ্কজলা,
প্রশান্তির নীড় ভেঙেছে পাথুরিয়া পাথর।
অজস্র প্রচেষ্টা দুঃখ ফোটেনি
একটিও জলকণা, তোমারি অগ্নিবাণে।
পুড়িয়ে আমার ফসলের মাঠ, রাশি রাশি আহার,
শরীর ঝলসে চষা বনেদি জমিন,
আগুনের হলকায় কেটে চাবুকের দাঁত,
মুক্তবাজার নিলামে বিকিয়েছ আমার প্রেম,
বাহারি রুমাল, তিনটি গোলাপ, বিশুদ্ধ নিশ্বাস।
তোমার বেঈমানি দলিলে তাই বারবারিয়ান যুদ্ধ,
বন্য হুংকার, আগুনজ্বলানো সিঁদুরিয়া নীতি!
খলিফা হারুনের অবাধ্য তাতারির মত
তাই আমার হাসি,
ক্রীতদাসের হাসি!
উত্তর প্রতিটি সূর্যপথের, প্রতিটি চাবুকের,
প্রতিটি হেমলকের, প্রতিটি নির্মম পাথরের।
ভয় নেই এলি, হাসিটি অভিব্যক্তিহীন,
সূর্যতনয় গহীনশিখার মতই ঘন,
প্রাগৈতিহাসিক ক্রীতদাস হাসি।
সর্বস্বত্ব সংরক্ষিত
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ আহা রুবন! প্রশংসাবাদে অনুপ্রাণিত হলাম!
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা খুব সুন্দর হয়েছে +++
আপনার লেখা কবিতা আবারও অনেক দিন পরে
পড়তে পেরে খুব ভালো লাগলো।
ভালো থাকুন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২
ভ্রমরের ডানা বলেছেন:
এই লেখকের লেখায় আপনার মন্তব্য পাঠে বিশেষ অনুপ্রাণিত হলাম। শুভকামনা শাহরিয়ার কবির!
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৯
জাহিদ অনিক বলেছেন: বাহ । ২য় স্তবকে কি অসাধারণ উপমা !
রক্তজবার চোখে উবুউবু প্রেম। +++
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
উপমা উদ্ধৃত অনুভবনীয় প্রকাশে মুগ্ধ করে গেলেন। প্লাসে কৃতজ্ঞতা!
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৫৩
তারুবীর বলেছেন: আহা মধু মধু !
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
হা হা, ধন্যবাদ তারুবীর ভাই।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৫৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: শেষ রাতে চমৎকার একটা কবিতা পড়ে ঘুমাতে গেলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
তাই নাকি! সৌভাগ্য বটে! আপনার চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি! শুভকামনা!
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৫৮
উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
সৌভাগ্য বটে!
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৩:২৭
সোহানী বলেছেন: ক্রিতদাসের হাসি বইটি কি পড়েছেন? অসম্ভব ভালোলাগার মতো একটি বই।
কবিতায় ভালোলাগা +++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
জ্বী বইটি পড়েছি। আইয়ুব শাহী বইটির মর্ম কথা বুঝতেই পারেনি। তাই শওকত ওসমানকে আদমজী পুরস্কার দেয়। এমন রূপক উপন্যাস ( যদিওবা অনেকেই ইহা উপন্যাস না নাটক টা নিয়ে আজো বিতর্ক করে) বাংলার ইতিহাসে সত্যিই এক নবদিগন্তরেখা। লেখকের তৃতীয় উপন্যাসে এই দেশের মানুষের হাহাকার আর চরমদশায় ও পাহাড়সম যে দৃঢতা দেখিয়েছেন তা অতুলনীয়!
কবিতার ভাললাগা আর সে সৌভাগ্য প্লাসে শুধুই মুগ্ধতা!
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৩:৪২
এম এইচ খালেদ বলেছেন: সুন্দর
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার পাঠে ও অনুভবে অনেক অনেক ধন্যবাদ এম এইচ খালেদ!
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: খলিফা হারুনের অবাধ্য তাতারির মত
তাই আমার হাসি,
ক্রিতদাসের হাসি!
উত্তর প্রতিটি সূর্যপথের, প্রতিটি চাবুকের,
প্রতিটি হেমলকের, প্রতিটি নির্মম পাথরের।
ছন্দময় কবিতায় অসাধারন উপমা আর উদাহরন
মনে পরে যায় শওকত ওসমান ১৯৬২ সালে ক্রিতদাসের হাসি উপন্যাসটি রচনা করেন। ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন পাকিস্তানকে স্বৈরশাসনের যাঁতাকলে আবদ্ধ করলো। সব ধরনের-বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। তৎকালীন পাকিস্থানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে এ উপন্যাস রচিত এ উপন্যাসের মূল চরিত্রটিই ছিল তাতারী। গণতান্ত্রিক চেতনাকে ভয় পায় স্বৈরাচারী শাসক। এই চেতনাকে দমন করার জন্যই আবার নেমে আসে সামরিক শাসনের যাতাকল তবুও লেখকের প্রতিবাদ স্তব্ধ থাকেনি। রূপকের মধ্য দিয়ে তীব্র হয়ে উঠেছে এই প্রতিবাদ। প্রতিবাদে সোচ্চার হয়েছে শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসির তাতারী। খলিফা হারুনর রশীদ কোনো কিছুর বিনিময়েই বন্ধ করতে পারে না তাতারীর হাসি। হাসি বন্ধ করার চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করেছে তাতারী। তাই চলুক ক্রিতদাসের হাসি, পুর্ণ বাক স্বাধিনতা না পাওয়া পর্যন্ত ।
নব বর্ষের শুভেচ্ছা রইল ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬
ভ্রমরের ডানা বলেছেন: কিন্তু আমার কবিতাটি প্রেম নিয়েই লেখা। প্রেমিকার অবহেলাপূর্ণ খেয়ালের বিদ্রোহে জ্বলে ওঠা এক হৃদয়ের কথা।
শওকত ওসমানের উপন্যাস জননী, পতঙ্গ পিঞ্জির, বনি আদম, দুই সৈনিক, জালাংগী, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায় সহ অসংখ্য উপন্যাস, নাটক, প্রবন্ধ রচনা করেছেন। তার উপরে গবেষণা হয়েছে চলছে। সদ্যপ্রয়াত এই মহান লেখকের লেখার ভাজে ভাজে বুদ্ধিদীপ্ততা প্রগতিশীলতা।
লেখকের ক্রিতদাসের হাসি নিয়ে আপনি যা বলেছেন সে অনুভব আমারো। খলিফা হারুনের ছলে তৎকালীন স্বৈরশাসকের যে জল্লাদীয় আচরণ, যে অনাচার তাতারীর গায়ে মনে চাবুকের দাগ একে গেছে তা প্রকট প্রতিশোধ রূপে তার হাসিতে বেড়িয়ে এসেছে। যে হাসি দেখার জন্য খলিফার এত আয়োজন এত বন্দোবস্ত সে হাসি প্রিয়ে মেহেরজানের উপস্থিতিতে ফিরে আসিনি, যা এসেছে তা চাবুকের জবাব।
শওকত ওসমান যে শোষণ ও নির্যাতনের বিরুদ্ধবাদ করেছেন তা জাতির জনকের কথার প্রকাশও বটে। তিনি বলেছিলেন- বিশ্ব আজ দুভাগে বিভক্ত। শাসক ও শোষিত। আমি শোষিতের পক্ষে! লেখকের চেতনায় আইয়ুব শাহী বিরোধী সে জ্বালা, শাসকের বিরুদ্ধে অবস্থান ধ্রুবতারার মতই সমুজ্বল। মতিউর, সার্জেন্ট জহিরুল, আসাদের মৃত্যু, এই জালিমদের নাশ করেছে। তাতারীর মৃত্যু তাই স্বার্থক!
কবিতায় এসে এমন তথ্যবহুল মন্তব্যে ধন্যবাদ সুপ্রিয় লেখক! আপনার জন্য রইল লিলি ফুলের শুভেচ্ছা!
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৮
বিলিয়ার রহমান বলেছেন: ভ্রমরের ডানা
সম্ভবত ছোট খাট একটা বিরতির পর আবার আসলেন!
এসেই মাত করে দিলেন!
কবিতায় প্লাস!
সুস্থও সুন্দর থাকুন!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
হুম বিরতি বটে! সে তো আপনিও নিয়েছিলেন মনে পড়ে। হা হা হা। আমি এটাকে বলি ব্লগারস ব্লক!
কবিতায় আপনার উপস্থিতি খুব ভাল লেগেছে। মন্তব্য পড়ে খুব ভাল লেগেছে বিলি ভাই ভাল থাকুন!
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৩
বিজন রয় বলেছেন: এমন অসাধারন কবিতা অনেক দিন পড়িনি। আপনার যতগুলো কবিতা পড়েছি এটি তার অন্যতম ভাল।
হ্যাটস অফ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবি বিজন রয়, আমার কবিতা নয়, আপনার ভালবাসায় কিছুটা বিব্রত হলাম। নিজের অবস্থান ও যোগ্যতা বলতে তেমন কিছুই নেই। এমন মন্তব্য মাথায় তুলে নিলাম। কবিতার অনুভবে অনেক অনেক শুভকামনা! ভাল থাকুন সবসময়!
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৬
ধ্রুবক আলো বলেছেন: অসাধারন কবিতা +++++
আসলেই এরকম কবিতা অনেক দিন পড়া হয় না, খুব ভালো লাগলো পড়ে, শেষেরটুকু তো একদম অন্যরকম মাত্রা যোগ করেছে....!
শুভ কামনা রইলো ভাই.... ভালো থাকবেন,,,
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
প্রেম জ্বলে উঠুক প্রেমিকের মনে বিশুদ্ধ বাতাসের দোলায় কেটে যাক সকল বিষবাস্প!
আপনার জন্যও শুভকামনা রইল ভাই!
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮
মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে এলেন তবে। কবিতা খুব সুন্দর । নিয়মিত লিখবেন আশা করি।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
নিয়মিত হবার প্রচেষ্টা থাকবে। কবিতার সাথেই আছি। আপনাকে পাশে পেয়ে খুব ভাল লাগল। শুভকামনা জানবেন!
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫
মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা !!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫
ভ্রমরের ডানা বলেছেন:
প্রিয় কবির মুগ্ধতাটুকু অজস্র কবিতার প্রেরণা। শুভকামনা সতত কবি!
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
মুগ্ধতা কাব্যে
++++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
কাব্য পাঠে ও মুগ্ধ অনুভবে অনুপ্রাণিত করে গেলেন। শুভেচ্ছা রইল ভিগু ভাই!
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০
আলোরিকা বলেছেন: ক্রীতদাসের হাসি -------দ্রোহের অপরূপ রূপ! বেচারির জীবনতো ফানা ফানা হয়ে গেল
চমৎকার কবিতা ! হ্যাপি নিউ ইয়ার
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
ক্রীতদাসের হাসি -------দ্রোহের অপরূপ রূপ! বেশ বলেছেন। ওদের হাসিতেই জগতের আলো।
শুভ ইংরেজি নববর্ষ! আপনার জন্য শুভকামনা রইল!
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৯
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
থ্যাংকস প্রামাণিক ভাই। শুভেচ্ছা রইল!
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪
সাহসী সন্তান বলেছেন: বেশ ঐতিহাসিক কবিতা! ছোট্ট লেখার মধ্যে অনেক অর্থ বহন করার জন্য মনে হয় কবিতাই পারফেক্ট! হুমকি ধামকি দিয়া দেখেন এলিটা ফেরে কিনা! না ফিরলে ভাববেন এলিটার কপাল মন্দ! এত অনুভূতি গ্রহণ করার সামর্থ্য আসলে তার নাই!
শিরোনামে টাইপো আছে! ক্রিতদাসের < ক্রীতদাসের, ফুটেনি < ফোঁটেনি, বেইমানি < বেঈমানী।
কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
এলিটা ফেরা না ফেরা নিয়ে ভাবনার অন্ত ছিল না।রুদ্ধ দুপুর, বিকেলের কফি, জলন্ত ফুসফুস সব শেষে কবিতার পথে। এক পথেরদাবী মুছে তাই নতুন পথের দাবী।
নতুন খাতার পাতায় নতুন ইতিহাসজ্ঞ। শুধুচোখে মুখে আকাঁ ক্রীতদাস হাসি! জগতের বলয়ে খুঁজে জীবনের বৃত্ত, সম্পূর্ন চম্পক!
টাইপো গুলো থাক! কপি পেষ্ট মাস্টারদের যন্ত্রণায় ইচ্ছে করেই রাখা!
কবিতায় ফিরে ফিরে এসে এভাবে নিয়মিত অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ!
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১
কথাকথিকেথিকথন বলেছেন: অনেকদিন পর !
সুন্দর কবিতা । ভাল লেগেছে । শব্দগুলো সুন্দর ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক দিন পর এলাম আপনাদের কবিতাগুলো পড়ার জন্যে। ভালই লাগছে। কবিতার সাথে কবিতার কথা শোনা হবে।
শুভকামনা!
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮
ঋতো আহমেদ বলেছেন: জানি তোমার আকাশে
বদলে গেছে মেঘেদের রঙ.. একটু বিরতির পর আবার আপনার কবিতা পড়লাম। ভাল লাগল খুব।
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
একটু বিরতি দিয়েই লেখা ভাল। কাব্যের একঘেয়েমি থেকে মুক্তি মিলে। কবিতার লাইন উদ্ধৃত করে মন ভাল করা মন্তব্য করে গেলেন। ধন্যবাদ!
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভ্রমরের ডানা
আসলেই আপনি ব্লগে ডানা হয়ে উড়তে আসেন।
কবিতা ভালো লেগেছে।
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: উড়তে কিনা জানি না তবে কবিতা পড়তে ও লেখতে খুব ভাল লাগে। তাই ফিরে ফিরে আসা! সামুর প্রতি ভালবাসা বলতে পারেন!
২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি বহুমাত্রিক, প্রেম ভালবাসা দ্রোহ ইতিহাস কি নেই তাতে ।
খুব সুন্দর করে শওকত ওসমানের সাহিত্য কর্মকে তুলে ধরেছেন
এই মন্তব্যের ঘরে । মসথে শোশিতের পাশে জাতির জনকের
কথামালাও নিয়ে এসেছেন সুন্দর করে ।
অনেক অনেক শুভকামনা রইল
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
শওকত ওসমানের পিজরাপোল, ওটেন সাহেবের বাংলো, বনি আদম, চৌরসন্ধি, জন্ম যদি তব বংগে, আমলার মামলা, তস্কর লস্কর ইত্যাদি গ্রন্থ পাঠকের মননে প্রভাব ফেলবেই। কিছু পড়েছি। কিছু বাকি। এদিকে সময় দেওয়া লাগবে।
যাক গে, আবার মন্তব্য করে অভিব্যক্তি জানানোর জন্য অনেক ধন্যবাদ সুপ্রিয় লেখক!
২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার শব্দ চয়নে , দারুন এক কাব্য।
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
গিউলি ভাই,
কবিতা পাঠে ও সুললিত মন্তব্যে বিশেষ ভাবে অনুপ্রানিত করে গেলেন।
২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩১
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
টাইপোগুলো থাকা ঠিক নয় । ওতে কবিতার মাধুর্য্য নষ্ট হয় ।
আর "শরীর ঝলসে চাষা বনেদি জমিন," এই লাইনটিতে সম্ভবত "চাষা" না হয়ে "চষা" হবে যাতে লাইনটির অর্থ পরিপূর্ণ হয় । অর্থটি দাঁড়াবে এই - একটি বনেদি জমিন চাষ করা বা "চষা" হয়েছে শরীরটাকে ঝলসে ।
মানুষ তো একরকম ক্রীতদাস-ই , নিজের ভাগ্যের কাছে !
অনেকদিন পরে এলেন । কবিতা ভালো হয়েছে ।
শুভেচ্ছান্তে ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৫
ভ্রমরের ডানা বলেছেন:
টাইপো ধরিয়ে দেবার জন্য অশেষ কৃতজ্ঞতা জী এস ভাই। মাধুর্যযুক্ত করতে বানান ঠিক করে নিলাম। আজকাল কি যে দুর্যোগ এলো বুঝছি না। আমার মত অধমেরও কবিতা দেদারসে কপি পেস্ট হচ্ছে!
তাই কিছু টাইপো নিয়েই লেখেছি। ক্রীতদাস বানান টা ইচ্ছে করেই ভুল লেখা। বাকিগুলো অজ্ঞতা আর ভুলবশত! ক্ষমা করবেন। কবিতা ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল! আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল!
২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৯
খায়রুল আহসান বলেছেন: অনুরোধের কড়া নেড়ে ক্লান্ত পূজক,
রক্তজবার চোখে উবুউবু প্রেম।
বর্ষাতি বানের আশাহত নয়নার
শুষ্কপ্রায় শুষ্কজলা,
প্রশান্তির নীড় ভেঙেছে পাথুরিয়া পাথর। - আমার কাছে অসাধারণ মনে হয়েছে কবিতার এ ক'টি চরণ।
পুরো কবিতাই খুব সুন্দর হয়েছে। বলিষ্ঠ বক্তব্য, কারুকার্যময় অভিব্যক্তি।
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:০১
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কাছ থেকে এমন প্রশংসাপত্র -বলিষ্ঠ বক্তব্য, কারুকার্যময় অভিব্যক্তি পেয়ে অত্যন্ত অনুপ্রাণিতবোধ করছি। স্তবক চয়নে ও কাব্যের সৌন্দর্য পাপড়ি তুলে নিতে আপনার মুন্সিয়ানায় মুগ্ধতা!
অবসরের দিনগুলো খুবই ভাল কাটুক সুপ্রিয় লেখক! শুভকামনা!
২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৭
সুমন কর বলেছেন: বেশ কিছু দিন, ব্লগে ছিলেন না !! ফিরে এসেছেন, দেখে ভালো লাগল।
কবিতা বরাবরের মতোই সুন্দর হয়েছে।
শুভ রাত্রি।
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
আপনাদের ভালবাসা ফেলে দূরে থাকা সম্ভব নয় সুমন ভাই! আপনাকে পাশে পেয়ে খুব ভাল লাগছে। কবিতার অনুভবে অশেষ কৃতজ্ঞতা!
শুভরাত্রি!
২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:১২
বাংলার ডিলান বলেছেন: কবিতায় উবুউবু।মুগ্ধ পাঠকের হাসি থাকবেই..... +++
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
পাঠকের মুগ্ধতা কবিতার বাউন্টি বোনাস! হাসি লেগে থাকুক অমালিন। বুকে জাগুক সমুদ্র প্রেম, সমুদ্র জল!
শুভরাত্রি!
২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন:
শব্দমালা শৈলী, ঐতিহাসিক পরিবেশ থেকে কিছু অনুভুতি ও নিরাশা। এর বাহিরে আরো কিছু কি আছে পদ্যে?
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
কঠিন প্রশ্ন! অনুভূতিজাত কবিতার মাঝে আশা নিরাশা, প্রেম বিরহ দোলাচল, রুপক কিছু অর্থ অবশ্যই আছে। তা থাক না! কিছু কথার অর্থ অতীত বর্তমান প্রৃথিবীকে ঘিরে। সামাজিক রাজনৈতিক, অরাজনৈতিক কিংবা বিম্বাগত আলোর আধারে ধাঁধাঁ হয়ে। ভূরাজনীতির লেনাদেনা, মুক্তবাজারের যুগে কবিদেরও কিছু কথা থাকে। গোপনে!!
২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩১
শায়মা বলেছেন: এলিটার জন্য ক্রিতদাসের কাব্য!
অনেক অনেক সুন্দর!!!!!!
০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
ঠিক তাই! কিছুটা তেমনি তবে সম্পূর্ণটা নয়!
কবিতা পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ শায়মা আপু!
৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪১
পথহারা পথিক আমি বলেছেন: আগুনের ফুলকি মেখে ঠোঁটের পেয়ালায়
শাশ্বত মেহগনি আভাষ!
কী অপরূপ শব্দের গাঁথুনি। কেমন করে পারেন আপনি? খুব ভালো লাগল ভাই।
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
প্রশংসায় মুগ্ধ হলাম। কবিতার সুগভীর অনুভবে ধন্য করে গেলেন। তবে এ বেশি কিছু নয়। মনে যা এসেছে তাই লিখে দিয়েছি ভাই! আপনার জন্য শুভকামনা রইল!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:০৫
আহা রুবন বলেছেন: অসাধারণ!