![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের আঁধার বলে খিলখিল হাসি
এই উদাসী রাতে কভু আসবে না শশী,
বাতায়নে হাসবে না নিরন্তর সে,
ধন্য ধরার মাঝে হাসি ছড়িয়ে যে।
রাতের নিবাস তাই পুরু কালো ঢেকে,
অন্তর বলয় ঘেসে, ঘন ভারী মেঘে।
বিবাগী রাতের তারায় চন্দ্রিমার ঢং,
সবুজের প্রান্তর, আর একটুকরো রঙ,
আঁধারে ধাঁধাঁ বদলে আরো ঘন হয়ে,
সমুদ্রতট আলো তার ডুবে গেছে ক্ষয়ে।
অতল খুঁজেনি সে ভোর, সূর্যকে হেঁকে,
গাঙচিল খুঁজেনি মেঘ, দিকে দিকে ডেকে!
তাই দেখেছে কেউ ঘন বিবাগীর রাত,
অমাবস্যা পূজ্য মন বাড়িয়েছে হাত।
ডুবেছে শৈলমাটি বিশাল সে গিরি,
জিঞ্জীর বাঁধা খুলে জিঞ্জীর ঘিরি,
হিসেব কি শুধু তাই ডুবে যাওয়া মাটি,
নিয়ে এ ধরার বুকে দেহ খানা খাঁটি!
হিসেব কি শুধু তাই পেয়েছি যা কষে?
হিসেব কি শুধু তাই নিয়েছ যা দোষে?
খাতার আঁকিবুঁকিতে মেলে নাতো ভার,
অজস্র গরিমা গাথা প্রকৃতি উজার!
অন্ধ, উদার মনে খুঁজে দেখ তারে,
ভুবন সেজেছে যার মতি মালা হারে।
কাল মেঘ গলে যাবে উদাসী হয়ে,
তোমার আমার মনে সুর্যটি ছুঁয়ে!
উপরে হাসবে কেউ সুভাষিত হাসি,
ভাঙবে আধাঁর কালোর সর্বনাশা বাঁশি!
সর্বস্বত্ব সংরক্ষিত
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
প্রথম মন্তব্যে ও কবিতা পাঠে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন!! শুভরাত্রি!
২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২
জীবন সাগর বলেছেন: ভালো লাগলো। সুন্দর একটা কাব্য পড়লাম।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২১
ভ্রমরের ডানা বলেছেন:
সুন্দর কাব্য উপহার দিতে পেরে ভাল লাগছে। কবিতা পাঠে ও অনুভবে আপনাকে ধন্যবাদ জানাই! ভাল থাকুন! শুভকামনা!!
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১০
ভাবুক কবি বলেছেন: কবিতা ভালবাসি, কবিদের ভালবাসি
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা ভালবাসি, কবিদের ভালবাসি- চমৎকার বলেছেন। আমিও আপনার মতই! তবে আমি কিন্তু ছোট খাট লেখক। কবি নই। তবুও লেখি। চেষ্টা করি!
কবিতা পাঠে ও অনুভবে আপনার জন্য শুভেচ্ছা রইল! শুভহোক প্রতিক্ষণ!!
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
ও এলিটা তুমি কোথায়? দেখে যাও এ উপন্যাসের শেষের পাতাগুলি ছেঁড়া......তুমি বিহনে কিভাবে লাগবে যে জোড়া!! এলিটা বুঝেও, না বোঝার ভং ধরেছে, তাই বুঝি তার আসতে দেরি হচ্ছে। এদিকে কবি কল্পনার পথে সাত আসমান দিচ্ছে পাড়ি, আশাহত হইবেন না সুপ্রিয় কবি।
খুব সুন্দর লিখেছেন।
কবিতায় ++++
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
ও এলিটা তুমি কোথায়? দেখে যাও এ উপন্যাসের শেষের পাতাগুলি ছেঁড়া......তুমি বিহনে কিভাবে লাগবে যে জোড়া!! এলিটা বুঝেও, না বোঝার ভং ধরেছে, তাই বুঝি তার আসতে দেরি হচ্ছে। এদিকে কবি কল্পনার পথে সাত আসমান দিচ্ছে পাড়ি, আশাহত হইবেন না সুপ্রিয় কবি। ---- এ কবিতা অন্যকিছু নিয়ে। এলিটার নামগন্ধ নেই। ভিন্ন কথা ভিন্ন প্রবাহ! আশাহত নই, আশা নিয়েই চলি। চাওয়ার শেষ নেই যার তার আশাই ভরসা!
কবিতা পাঠে ও মন্তব্যে আপনাকে ধন্যবাদ শাহরিয়ার ভাই। প্লাসে অনুপ্রাণিত হয়েছি! শুভেচ্ছা রইল!
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৯
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে ধন্যবাদ কবি! শুভেচ্ছা ও শুভকামনা রইল!
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
ধ্রুবক আলো বলেছেন: অসাধারন কাব্য, +++
পড়ে ভালো লাগলো খুব।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
পড়ে ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে! কবিতার অনুভবে শুভেচ্ছা ধ্রুবক আলো! কাব্য প্রশংসায় ধন্য হলাম! ভাল থাকুন!
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
খোলা মনের কথা বলেছেন: বিবাগী রাতের তারায় চন্দ্রিমার ঢং,
সবুজের প্রান্তর, আর একটুকরো রঙ,
আঁধারে ধাঁধাঁ বদলে আরো ঘন হয়ে,
সমুদ্রতট আলো তার ডুবে গেছে ক্ষয়ে।
লেখার ছন্দ আর শব্দগুলো দারুন হয়েছে। কবিতা পড়ে ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
শব্দ ও ছন্দ ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। যাক ছন্দের কদর আছে দেখছি! বেশ অনুপ্রাণিত হয়েছি আপনার মন্তব্য ঘরে! শুভেচ্ছা জানবেন!
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৮
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও অনুভবে আপনাকেও ধন্যবাদ বিথী আপু!
ধন্যবাদান্তে!
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৬
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি!
লাইক!
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা সুন্দর বলেছেন ঠিক আছে কিন্তু কবি বলে সম্ভোধনযোগ্য কিনা তাতে যথেষ্ট সংশয় আছে।
লাইকে অনুপ্রাণিত হয়েছি বিলি ভাই! আপনার জন্য শুভকামনা রইল!
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
অজস্র গরিমা গাথা প্রকৃতি উজার!
অন্ধ, উদার মনে খুঁজে দেখ তারে,
ভুবন সেজেছে যার মতি মালা হারে।
কাল মেঘ গলে যাবে উদাসী হয়ে,
এ লাইনগুলোতে কি মুলভাব লুকিয়ে কিনা?
২৬, ২৭, ২৮নাম্বার লাইন উপর ভিত্তি করে এবং নিজের মনগড়া মন্তব্য করা।
(জানার জন্য প্রশ্ন করা)
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
এই তো ধরেছেন। এইরকম ভাবেই এগুবে। নিচ থেকে উপরে গেলে আরো ক্লিয়ার হবে। কবিতার ভাব একটু গভীর। স্বচ্ছ করে ফুটিয়ে তুলতে চাইনি। একটু ধুয়াশা আছে। বিষয়টা তেমনি! তাই!
জানার জন্য হাজার প্রশ্ন করতে পারেন কোন সমস্যা নাই!
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩
এম এইচ খালেদ বলেছেন: সুন্দর
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ কবি! শুভেচ্ছা রইল!
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৭
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতায় শুধু মুগ্ধতা আর মুগ্ধতা ।
অন্ধ, উদার মনে খুঁজে দেখ তারে,
ভুবন সেজেছে যার মতি মালা হারে।
কাল মেঘ গলে যাবে উদাসী হয়ে,
তোমার আমার মনে সুর্যটি ছুঁয়ে!
উপরে হাসবে কেউ সুভাষিত হাসি,
ভাঙবে আধাঁর কালোর সর্বনাশা বাঁশি!
কবিতায় মনে হল ঘন কাল মেঘ ঢেকেছে আকাশ,পালকের পাখি নীড়ে ফিরে যায়, ভাষাহীন নির্জন আধারে
মনের আকাশে সুর্যটি ছুঁয় ।নীল অভিমান পুড়ে একা কতোটা জীবন?আর কতোটা জীবন! আধারের মাঝে
চোখ বুজে অনেকে আলোটাই দেখে, বাধ ভাঙ্গা আবেগ দেখনা কেও । দিখের মাঝে শুধু সুখটাই খুঁজে আড়ালে
থাকা কষ্টটা খোঁজেনা কেও ।আধার কালো চোখে শুধু অভিমানটাই দেখে , হৃদয় ছোঁয়া ভালোবাসাটা বুঝোনা !
শব্দ দিয়ে আঁধার রাতে কারো নিরবতার ঘুম ভাঙ্গে , ঘুমের স্বপন হয়ে থেমে থাকা সব আঁধার চিরে, তারা
শুধু জোছনাটাই খুঁজে, স্বপ্ন দেখে আর কামনা করে কবে ভাঙবে আধাঁর কালোর সর্বনাশা বাঁশি! ।
সুন্দর ভাল লাগার কবিতাখানির জন্য প্রাণডালা অভিনন্দন রইল ।
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০১
ভ্রমরের ডানা বলেছেন:
মুগ্ধতাটুকুর জন্য অশেষ ধন্যবাদ সুপ্রিয় লেখক! আপনার আগমনে কবিতাটি আরো স্বার্থক মনে হয়েছে! কবিতার বিশ্লেষণ একটু বাদে পুরোটি অনন্য। কবিতাটিতে স্রষ্টাকে নিয়ে, তার সৃষ্টির মধ্যে যে সংশয়, অনেক মননের মাঝে যে দ্বিধা, সন্দেহ, আধার, অমাবস্যা, একটুকরো আনন্দঘন সুখের ভোগে জিঞ্জির খুলে হিসেবের শেষ দেখা নিয়ে যে উক্তিভাব তার পতন, ও স্রষ্টার প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস স্থাপন করা হয়েছে। মানুষ এই সুশৃংখল ধরায় নিশ্চয় কোন উদ্যোগ বা উদ্দেশ্য নিয়ে প্রেরিত। তার প্রতি আলোকপাত করা হয়েছে। পরিশেষ, হৃদয়ের সূর্য ছুঁয়ে তাকে অনুভব করেই মুক্তির আশাবাদ ব্যক্ত হয়েছে!
কবিতা পাঠে ও অনুভবে আপনাকে আবারো জানাই প্রীতি ও শুভেচ্ছা! ভাল থাকুন অনন্তর!
১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪১
ডঃ এম এ আলী বলেছেন: দিখের < দুখের
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০২
ভ্রমরের ডানা বলেছেন:
সমস্যা নেই সুপ্রিয় লেখক। আমি বুঝে নিয়েছি।
১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫
মোস্তফা সোহেল বলেছেন: আপনার কবিতা নিয়ে কি আর বলব। এতটুকুই বলতে পারি বরাবরের মতই ভাল লিখেছেন।
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও অনুভবে আপনাকে অনেক শুভেচ্ছা মোস্তফা ভাই। আপনার ছড়া গুলো সুন্দর হচ্ছে। এর বাইরে সমসাময়িক নিয়ে লেখতেই পারেন। ধন্যবাদ জানবেন।
১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২০
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতির রূপ মানব মনের উপর বিশাল ছায়া ফেলে, তৈরি করে অনুভুতির বন্ধন, সৃস্টি হয় ছন্দ ও সুর
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২২
ভ্রমরের ডানা বলেছেন:
প্রকৃতি রহস্যময়ী। তার ইতিহাস কত যে গভীরে তা শুধুই কল্পনা করা যায় হিসেব মেলানো যায় না। তাই সে হিসেবের খাতায় কিছু আঁকিবুঁকি! কিছু প্রশ্ন উত্তর, স্তুতি!
১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩০
তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগা রেখে গেলাম
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা ভাল লাগায় খুব খুশি লাগছে। আপনার জন্য শুভেচ্ছা রইল!
১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩০
বর্ষন হোমস বলেছেন: সাধারণত কবিতা লিখতেও পারি না তাই ব্লগে কবিতা পড়াতেও মন চায় না।
তবে ছন্দময় কবিতা কার না ভাল লাগে।
সুন্দর হয়েছে।এভাবে লিখতে থাকুন।আমি নিয়মিত পাঠক হব।
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
সাধারণত কবিতা লিখতেও পারি না তাই ব্লগে কবিতা পড়াতেও মন চায় না। -- আহা! চেষ্টা করুন পারবেন। প্রতিটি বাংগালি মন কবিতায় ভরপুর। চাইলেই বের করা সম্ভব।
তবে ছন্দময় কবিতা কার না ভাল লাগে। আসলেই তাই। আমারো ভাল লাগে তাই তো লেখি। তবে আমার বেশির ভাগ কবিতাই মুক্তছন্দ! অনুভবনীয় ও বেশ কঠিন বইকি! নিজের ভাব অন্যকে সহজ করে বোঝানো অনেক কঠিন কাজ। তাই নিজেকে কবি মনে করিনা। ক্ষুদ্র লেখকগিরি বলতে পারেন।
যাকগে, কবিতায় আপনার উপস্থিতিতে অনুপ্রাণিত হয়েছি! শুভকামনা রইল!
১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
ভালো লাগলো!
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
ভাললাগায় অনুপ্রাণিত হয়েছি স্বপ্নের ফেরিওয়ালা ভাই! কবিতার অনুভবে প্রীতি ও শুভেচ্ছা! ভাল থাকবেন!!
১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮
শামীম সরদার নিশু বলেছেন: খুব ভালা
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লাগায় প্রীতি ও শুভেচ্ছা!
২০| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
কবিতায় কেন আধাঁর কালোর সর্বনাশা বাঁশির সুর বাজবে !!!!!! হৃদয় খাতার আঁকিবুঁকি মেলে না বলে ??????
খাতার আঁকিবুঁকি মেলে নাতো ভার, এইখানে "ভার" এর বদলে "আর" অথবা " তার " দেয়া যায় কিনা ?
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১২
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় কেন আধাঁর কালোর সর্বনাশা বাঁশির সুর বাজবে !!!!!! হৃদয় খাতার আঁকিবুঁকি মেলে না বলে ?????? -- না জীএস ভাই, কবিতায় সে বাশির সর্বনাশা সুর বাজার কোন সম্ভবনা নেই। বিশ্বাস যেখানে বুলন্দ, যুক্তি সেখানে নাজুক! বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর!
আর কবিতায় বন্ধ হৃদয়ের কথা বলেছি, নিজের নয়। সৃষ্টির সাগরে যারা ডুবেছে আর দেখেছে অমাবস্যা কাল তাদের নিজ সুর্যটি দিয়ে অনুভব করতে বলেছি প্রকৃতির খেলা। নিশ্চয় এই বিশ্ব তৈরীর উদ্দেশ্য, মানবজাতি তৈরীর উদ্দেশ্য আছে। কবিতায় সে প্রশ্ন রেখেছি।
আর ভার শব্দটা শুধুই নান্দনিকতা রক্ষার খাতিরে, তবে তার বা আর দিলে দেওয়া যায় তবে এতে ব্যাপক অর্থ ও ভাবে গরমিল হতে পারে। আমি ভাবছি। দেখি কি করা যায়! আপনি পারলে কিছু আরো দিকনির্দেশনা দিয়েন!
কবিতার অনুভবে ও ব্যবচ্ছেদে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই! ভাল থাকুন অনন্তর!
২১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭
প্রামানিক বলেছেন: তাই দেখেছে কেউ ঘন বিবাগীর রাত,
অমাবস্যা পূজ্য মন বাড়িয়েছে হাত।
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ প্রামানিক ভাই! শুভেচ্ছা ও শুভকামনা!
২২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন। শুভেচ্ছা রইল কবি।
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবি বলিয়া লজ্জা দিবেন না ভাই। ও যে অনেক ভারী শব্দ। আর আয়নায় দাঁড়ালে আজকাল দাঁড়কাক দেখি। কবিতা লেখি মনের আনন্দে বিরহে, বিচিত্র চিন্তার প্রকাশে। এতে কেউ কবি হয় না। সাধনা লাগে। আমি তার কিছুই করিনি!
আপনার গতদিনের কবিতা পড়ে কিঞ্চিৎ লজ্জিতও হয়েছি বটে। গুরু যে কই পাই। আল মাহমুদ, গোমেজ, নির্মলেন্দু গুণদের কাছে যাবার মত কবিতা নেই। তাই ব্লগেই কিছু গুরুজনকর্তৃক দীক্ষালাভ করছি। নিজের বুদ্ধি বিবেক চালিয়ে দেখছি। তবে চাওয়া পাওয়ার কিছু রাখিনি কবিতায়। কিছু আছে কিনা তাও জানিনে।
তবুও শুভেচ্ছা জানিয়ে কবিতার প্রশংসা পেয়ে আপ্লুত হ'লাম। আপনাকে প্রীতি ও শুভেচ্ছাবাদ জানাই! ভাল থাকবেন!
২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
"ভার" শব্দটি রাখতে চাইলে "আঁকিবুঁকি" টাকে "আঁকিবুঁকিতে" করে দিতে পারেন ।
২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ জী এস ভাই। জো আজ্ঞা! এক্ষুনি লাগিয়ে নিচ্ছি!
২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮
মাঝিবাড়ি বলেছেন: বেশ সুনিপুণ ভাবে সাজিয়েছেন
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও অনুভবে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানবেন। শুভকামনা অশেষ!
২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ও কবি সবাই যে সব বলে ফেলেছন!!!
এখন কি বলি?
ঐকিকের ডট ডট হা হা হা
++++
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
আমি আর আপনাকে এমন কমেন্টে কি আর বলি-
ঐকিক নিয়মের কিছু মনে নাই তবে কবিতা আছে-
এই যে নদী
,,,,,,,,,,নদীর জোয়ার
,,,,,,,,,,,,,,,নৌকা সারে সারে
,,,,,,,,,,,,,,,,,,একলা বসে আপন মনে
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বসে নদীর ধারে,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,এই ছবিটি চেনা!
ঐকিকের কথা শুনে মনে পড়ে গেল। আগে পিঠে পড়াতো তাই! শুভেচ্ছা ও শুভকামনা ভিগু ভাই!
২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
খায়রুল আহসান বলেছেন: শেষ স্তবকটা অসাধারণ হয়েছে!
শিরোনাম ও ছবি, দুটোই সুন্দর।
প্রণোদনামূলক কবিতা, ভাল লেগেছে।
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১১
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার শিরোনাম, ছবি, শেষস্তবক ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগছে সুপ্রিয় লেখক। আমার কবিতায় শেষদিকটা আমার কাছে খুবই প্রাধান্য পায়। কেন তা জানি না। তবে শুরু আর মাঝে আরো সরলতা, সহজবোধ্যতা আনতে হবে!
যাইহোক, কবিতাটি পাঠে ও অনুভবনীয় মন্তব্যে অনুপ্রাণিত করেছেন সে জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানবেন! শুভরাত্রি!!
২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০২
নীলপরি বলেছেন: খাতার আঁকিবুঁকিতে মেলে নাতো ভার,
অজস্র গরিমা গাথা প্রকৃতি উজার!
অন্ধ, উদার মনে খুঁজে দেখ তারে,
ভুবন সেজেছে যার মতি মালা হারে।
কাল মেঘ গলে যাবে উদাসী হয়ে,
তোমার আমার মনে সুর্যটি ছুঁয়ে!
উপরে হাসবে কেউ সুভাষিত হাসি,
ভাঙবে আধাঁর কালোর সর্বনাশা বাঁশি!
বাহ , অপূর্ব হয়েছে । কবিতায় ++++
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২১
ভ্রমরের ডানা বলেছেন:
চারটি প্লাসে মনে দিল দোল,
মুগ্ধকথায় কোকিলেরও বোল!!
কবিতা পাঠে ও অনুভবে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা! ভালবাসা জানবেন নীলপরি!
২৮| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১
সিগনেচার নসিব বলেছেন: সুন্দর সমাপ্তি ++++
২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২
ভ্রমরের ডানা বলেছেন:
প্লাসে অনুপ্রাণিত হয়েছি, আর আপনার কাব্য অনুভবে সিক্ত! অনেক ভাল থাকুন! শুভকামনা!
২৯| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪১
এফ.কে আশিক বলেছেন: সুপ্রিয় কবি
প্রতিবারের মত এবারো কবিতা পড়ে মুগ্ধ হলাম।
২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবি বলে লজ্জা দেবেন না। কবি হতে সাধনা লাগে। আমি শুধুই টুকটাক নিজের অনুভূতি প্রকাশ করছি! আপনার মুগ্ধতাটুকুর জন্য ধন্যবাদ। আরো অনেক কবিতার প্রেরণায় আপনার অনুভব বুকে তুলে নিলাম!
ভাল থাকুন! শুভকামনা!
৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩১
টমাটু খান বলেছেন: চমৎকার পোষ্ট।
২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫
ভ্রমরের ডানা বলেছেন: শুভেচ্ছা!
৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:১৪
অরুনি মায়া অনু বলেছেন: এমন গভীর রাতে লেখাটি চমৎকার মানিয়ে গেল যেন। অদ্ভুত সুন্দর কবিতা। রাতের পড়া কবিতার প্রতি ভালবাসা রেখে গেলাম।
২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার প্রতি যে হৃদয়ের প্রেম, তার সোপানে জানাই ফুলেল শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর, জ্যোৎস্নাময়ী রাতে মনে ছেয়ে যাক রূপালী চাঁদ!
৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক চমৎকার বর্ণনা
২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে অজস্র ধন্যবাদ!
৩৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫
ANIKAT KAMAL বলেছেন: ভালবাসার বহিঃপ্রকাশ কতরকমই না হয় অনন্য কবিতার ভাললাগায় বিভোর হয়ে রব অনন্ত কাল
যাদুর কাঠিতে লিখেন নাকি ভাই এতা সুন্দর কিভাবে হয়। অসংখ্য ধন্যবাদ
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই!
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালা লাগা আর ভালোবাসা কবিতায়।
কষ্টের প্রহর শেষে শুভাষিত হাসি ফিরে আসুক অনন্ত প্রত্যাশা।