![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনশান এ পৃথিবীতে কান্নার ঢল-
লহুর লালচে বানে ভেসেছে জঠর,
বন্দিনী কেঁদেছে একা গহীনে অতল,
রক্তশূন্য দেহ, রক্তাভ অক্ষিকোঠর।
নিজ সন্তান খেলেছে নিয়ে মরণাস্ত্র,
ইতিহাস ছুঁড়ে হাতে যুদ্ধ অগ্নি গোলা,
ভুলেছে জীবন-গান, বেদ-পুঁথি-শাস্ত্র,
মনে তার হিংস্র-নাদ, জয়ভেরি দোলা।
লহু কত সুখ-রেনু জননীর লাল?
মায়ের সুফলা বুকেতে খঞ্জর মারি-
ছিঁড়ে ফেলে অবুঝ তোর বন্ধন নাড়ি,
ধরনীর বুক দেখ ক্লিষ্ট কংকাল!
আপন সন্তান মুখ দেখ দেখি চেয়ে,
আঁধারে কেমন কাল মেঘ গেছে ছেয়ে!
সর্বস্বত্ব সংরক্ষিত
৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি পাঠে আন্তরিক ধন্যবাদ নেক্সাস ভাই। বানানগুলোর জন্য দুঃখিত! প্রথম মন্তব্যের জন্য শুভেচ্ছা!! ভাল থাকবেন।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
সাহসী সন্তান বলেছেন: খুব সুন্দর! ভাল লাগা ডানা ভাই!
শুভ কামনা জানবেন!
৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় মন্তব্য করার জন্য ধন্যবাদ সাস ভাই। অনুপ্রানিত হয়েছি!
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর ভিন্নধর্মী লেখা। ভাল লেগেছে।
৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি পাঠে ও অনুভবে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা! ভাল থাকুন সবসময়!
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪
সুমন কর বলেছেন: কঠিন কিন্তু সুন্দর।
৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে ধন্যবাদ সুমন ভাই! আপনি আশা করি ধরতে পেরেছেন
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২
নেক্সাস বলেছেন: সনেট সুন্দর হয়েছে।
কোঠর
মরনাস্ত্র