![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল জোছনার মতই রূপ সুধাময়
দীপ্ত দীপক কাদম্বিনী তলে~
থইথই মাঝিমাল্লার প্রেম
নাচে শীর্ষ দুলে দুলে;
হাসিছে খলখল
মুক্তোদানা মেলে~
বাতাসের দিকে দিকে
মধুসুরে গাইছে ঊষার লগ্নে
নীলাভ মিষ্টি মেঘে সকালের গান~
ঝরনার বুক ছুঁয়ে কলরব মিষ্টি কলতান|
কত কূজন কুহুতান বয়ে
প্রেমবিলাসী শিহরণ তোলে~
দিকে দিকে শত মধুবন দোলে
নীলিমায় নীলাম্বরী নীল,
গুঞ্জরিয়া ভ্রমরিয়ার মিছিল~
উড়ুউড়ু যার মন জ্বলে,
মথিত সুধাবাস তৃপ্ত করিতে
লুটায়ে প্রেম স্নিগ্ধ পুষ্প ঢলে|
সর্বস্বত্ব সংরক্ষিত
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় ব্লগার, প্রথম মন্তব্যঘরে আপনার মুল্যবান অনুভবের জন্য প্রীতি ও ভালবাসা রইল!
২| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: নীলিমায় নীলাম্বরী নীল, কাব্যে ভাললাগা ++++++++++
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় ব্লগার ও কবি, কবিতায় আপনার প্রশংসায় আপ্লুত হয়েছি। ভাল থাকুন নিরন্তর!
৩| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:১২
কবীর বলেছেন: খুব সুন্দর কবিতা +++
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ কবি শাহরিয়ার কবির! এই কবিতার মাধ্যমে নতুন এক বলয়ে প্রবেশ করেছি। মন্তব্যে কৃতজ্ঞতা!
৪| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৯
বিজন রয় বলেছেন: নতুন সিরিজ?
০১. ব্যবচ্ছেদ
০২. জলকাব্য,
এবার
০৩. নীলাম্বরী।
বাহ!
এই কবিতায় প্রেম আর প্রকৃতি মিলেমিশে একাকার। অনেক পুরানো শব্দ ব্যবহার। লেখার ধরনটাও পুরানো।
আচ্ছা, আপনি কবিতায় সাধু আর চলিত একসাথে ব্যবহার করেন কেন?
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় কবি বিজন রয়, এর আগেও কিছু সিরিজ লেখেছি।
ক্রীতদাস
খেয়ালি প্রেমিক
পিরামিড কাব্য
সনেটগুচ্ছ
শিরোনামহীন
আমি মনে করি এর পুরোটাই সামু ব্লগের জন্যে। এই প্লাটফর্ম না পেলে সত্যি বলছি লেখা হত না। আর আমার সৌভাগ্য যে আপনাদের মত কিছু সহব্লগার ও গুণীজন পেয়েছি! তা না হলে আমি এগিয়ে যেতে পারতাম না।
প্রকৃতি প্রেম ব্যতিরেক কবিতা প্রকাশ আমার নিকট আপাতত কঠিন। তবে কিছু চরম বাস্তবিক কবিতাও লেখেছি। এসব লিখতে গিয়েই ক্রমাগত শিখছি। অনেক পুরোনো কাব্য পড়া, শব্দিত শব্দ কলি উচ্চারণ করতে ভাল লাগে। কবিতায় তার প্রভাব স্বীকার করছি। আর সাধু চলিত মিশ্রিত কাব্য অনেক পড়েছি। ভাল লাগে। কাব্যে আমি মূল কথার প্রকাশে ব্যাকরণ মানি না। তবে বানানের ভুল একটি সহ্য করতে চাই না।
আপনার চুলচেরা সম্পূরক মন্তব্য পেয়ে খুব ভাল লাগল। আপনার জন্যে অশেষ শুভকামনা। ভাল থাকুন নিরন্তর!
৫| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল প্রিয় কবি, বরাবরের মতোই চমৎকার।
২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:০০
ভ্রমরের ডানা বলেছেন:
সহব্লগার নাইম জাহাঙ্গীর,
আপনার পদ্যে ও গদ্যে বিচরণ খুব ভাল লেগেছে। এই কবিতায় আপনার অনুভব প্রকাশে, কৃতজ্ঞতা রইল! ভাল থাকুন সবসময়!
৬| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:২২
শূন্য-০ বলেছেন: খুব সুন্দর কবিতা +++++
২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:০২
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় আপনার দিলখোলা মন্তব্য অনুপ্রেরণা হয়ে রইল! অনন্ত প্রীতি ও শুভেচ্ছা জানবেন!
৭| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতিউত্তরের প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক ভাই।
আপনাদের কাছ থেকে প্রেরণা আর আন্তরিক উৎসাহ পাই বলেই নিজের সামান্য চেষ্টা রাখি। দোআ করবেন ভাই।
শুভ হোক আপনার আগামী
২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার সাফল্য কামনা করছি। উদার দিলে সত্য পথের নাবিক হাল ছাড়ে না কখনোই। আপনার জন্য আবারো অশেষ শুভকামনা!
৮| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৭
সুমন কর বলেছেন: নতুন সিরিজ। ভালো হয়েছে।
২৮ শে জুন, ২০১৭ রাত ১২:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ কবি সুমন ভাই! কবিতায় বরাবরের মত আপনাকে পেয়ে অনুপ্রাণিত হয়েছি! ভাল থাকুন নিরন্তর!
৯| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর কবিতা।
২৮ শে জুন, ২০১৭ রাত ১২:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ! আপনার সনেটগুলো দিনে দিনে চমৎকার হচ্ছে। শুভকামনা!
১০| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লাগলো কবিতা +++
ঈদের শুভেচ্ছা জানবেন, ঈদ মোবারক।
২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
ধ্রুবক আলো, ঈদ মোবারক! আপনার নির্মল অনুভবে অনুপ্রাণিত হয়েছি! অশেষ শুভকামনা!
১১| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর আপনার পাতায় এলাম। এসেই একটা সুন্দর কবিতা পড়ে...
নীলাভ মিষ্টি মেঘে সকালের গান~
ঝরনার বুক ছুঁয়ে কলরব মিষ্টি কলতান -- এর আবেশটুকু নিয়ে মুগ্ধ হয়ে ফিরে যাচ্ছি।
কবিতায় দশম প্লাস + +
২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
প্লাসে ধন্যবাদ! আপনার আগমনে ব্লগবাড়ি ধন্য হল! আপনার মুল্যবান অনুভবে অনুপ্রাণিত হলাম! শুভকামনা কবি!
১২| ২৭ শে জুন, ২০১৭ রাত ৯:২৫
ওমেরা বলেছেন: আপনার নামের মতই কবিতা এ সুন্দর হয়েছে । ধন্যবাদ
২৮ শে জুন, ২০১৭ সকাল ৯:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি পাঠে ও অনুভবে আপনাকে আন্তরিক ধন্যবাদ ওমেরা! আমার ছদ্মনামের সুন্দর তা জানা ছিল না। সেজন্য আপনাকে আবারো প্রীতি ও শুভেচ্ছা!
১৩| ২৭ শে জুন, ২০১৭ রাত ৯:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা
২৮ শে জুন, ২০১৭ সকাল ৯:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ আপু! অনুভবে প্রীতি ও ভালবাসা জানবেন!
১৪| ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:২৬
নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো । +++++
শুভকামনা ।
২৮ শে জুন, ২০১৭ সকাল ৯:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে কৃতজ্ঞতা! আপনার জন্যও শুভকামনা নীলপরি! ভাল থাকুন নিরন্তর!
১৫| ২৮ শে জুন, ২০১৭ রাত ১:৩০
উম্মে সায়মা বলেছেন: খুব ভালো লাগল পড়তে। শুভ কামনা ডানা ভাই।
২৮ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে ধন্যবাদ উম্মে সায়মা মনি!! অশেষ প্রীতি ও শুভেচ্ছা জানবেন!
১৬| ২৮ শে জুন, ২০১৭ রাত ২:৫২
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: খুব ভালো লাগলো কবিতা পড়ে, এগুলো কবিতার ঠাই সবসময় প্রিয়তে হয়। ++++++
২৮ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
আরিফ জয়, কবিতায় আপনারা মুল্যবান অনুভব শেয়ারের জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই!
১৭| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৩
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
২৮ শে জুন, ২০১৭ রাত ৯:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
হিউজ উম্মা!!!
১৮| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৪
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
২৮ শে জুন, ২০১৭ রাত ৯:১২
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক উম্মা!
১৯| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: নৈসর্গিক! ভালো লেগেছে কাব্য!
৩০ শে জুন, ২০১৭ রাত ১২:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে ধন্যবাদ সাধুভাই! ভাল থাকুন নিরন্তর!
২০| ৩০ শে জুন, ২০১৭ রাত ১২:৫৯
শায়মা বলেছেন: হা হা হা প্রথমে ছবিটা দেখে মুগ্ধ হলাম তারপর কবিতা পড়ে কিছু বলতে যাবো এমন সময় তোমার কমেন্ট রিপলা্ই এ এসে হাসতে হাসতে মরলাম ভাইয়া!
৩০ শে জুন, ২০১৭ রাত ৮:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
হাসিতে থাক তুমি আর এদিকে মরি আমি! কি এক জ্বালা বলত! আমার প্রতিটি পোষ্টে এসে এমন বেকুবগিরি করে! কেন করে জানিনা। আমার এখানে এসব কি মজা পায় এসব করে ধুর! ভাল্লাগেনা!
ভাল থেকো তুমি!
২১| ৩০ শে জুন, ২০১৭ রাত ৮:১১
শায়মা বলেছেন: তোমার এখানে না সবার সবখানেই এই সব করে যাচ্ছে এই কাকেরা!
কিছুদিন চালিয়েছিলো হাগু ফ্লাডিং, তারপর পর্ন পিকচার ফ্লাডিং এখন শুরু করেছে ময়ুর পুচ্ছ পরে কাকেদের শখ মেটাবার ফ্লাডিং! লেজ টেনে খুলে দাও সবাই দেখুক কাকেদেরকে ! কি আর করা !
৩০ শে জুন, ২০১৭ রাত ৮:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
সারছে রে!!! এত্তপাজি!
মডুরা দেখেনা কেন এসব!! লেজ টেনে দিলেই তো হল নাকি! যাকগে কবিতা কেমন লাগল বলত?
২২| ৩০ শে জুন, ২০১৭ রাত ৮:২১
শায়মা বলেছেন: দেখবে না কেনো!
রোজই ব্যান খায়!
তবুও তারা তেলাপোকার বংশধর কাক.....
পিলপিল করে জন্মায় !!!!!!
কবিতা পড়ে তো মুগ্ধ মুগ্ধ আমি মুগ্ধ!!!!!!!
কেনো মুগ্ধ জানি!!!!!!!!!!
হা হা হা হা ভাইয়া মাঝে মাঝে নিজেই হাসি এই সব দেখে!
৩০ শে জুন, ২০১৭ রাত ৮:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
এসব দেখে আমিও হাসি
ব্যাটা এক জোচ্চোর বটে,
কারো আগে পিছে নেই তবু
এই ছিল মোর ঘটে!!!!!
ধন্যবাদান্তে!!!
২৩| ৩০ শে জুন, ২০১৭ রাত ৯:৪৭
কবীর বলেছেন: নীলাম্বরী মানে কি ? শেষে এসে বলা, নতুন কবিতা লিখেন ।। জল কাব্য কি হল ।।ওটা ভালো ছিল ....
৩০ শে জুন, ২০১৭ রাত ৯:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
নীল মেঘের মত = নীলাম্বরী এমন আরকি! নীল মেঘ যদিওবা এখন খুব কম তবে অপরাজিতা ফুলটির দেখা এখন পাবেন কোন সন্দেহ নেই! তাকে দেখেই এই নীলাম্বরী কবিতার জন্ম! আরো কতক লেখব। তবে এবার ফুল নয় অন্য কেউ আসবে কবিতায়! জল কাব্য জল ছাড়া লেখা হয়না। আবেশ আসে না! আবার জল নামলে তবেই জল কাব্যে আসব!
আপনার শিরোনামহীন কি হল?
২৪| ৩০ শে জুন, ২০১৭ রাত ৯:৫৬
কবীর বলেছেন: মোনালিসা প্রকাশ পেয়েছে এবং কবির সত্ত্বাও মরে গেছে , মনে হয় না আগের মত আর কবিতা লেখা হবে।।
মনে হচ্ছে, আপনার এই জল বিশাল এক রহস্য ! এ রহস্য ভেদ করা কঠিন, সমুদ্র তাইলে মনে হয় সম্ভব ।।
৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা লেখুন মন উজার করে, যখন ক্লান্তিতে চোখ বুজে আসে কপালে শ্রান্তির বলি,দিনের সকল ক্লেশাবহ সকল স্নায়ু, তেষ্টার ছাতি ফেটে হাহাকার মন, শান্তি চাই শান্তি চাই- একপেয়ালা কবিতায়য় চুমুক দিন। শব্দের কোলাহলে ভাসিয়ে দিন নিজেকে! টুংটাং সুরে কেটে যাবে সকল ব্যাথার বেদন! কবিতার তন্দ্রাচ্ছন্ন আবেশে মাতুক সকল ইন্দ্রিয়!
২৫| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:০৬
কবীর বলেছেন: হা হা হা .. আপনার মত জাত কবি হতে পারলে তো ; কোন কথা ছিল না ।। এখন থেকে আপনি লিখবেন আর আমি আপনাকে প্রশ্ন করে বিরক্ত করবো কি বলেন !!!
৩০ শে জুন, ২০১৭ রাত ১১:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
দেখুন শাহরিয়ার ভাই, আপনি আমাকে লজ্জিত করছেন। আমি নিজেকে কবি ভাবতে লজ্জা পাই! জাত কবি অনেক সাধনার্থে হওয়া যায়।আমি কি সেসব করেছি! না ভাই। কবি অনেক বড় কথা। তবে আমার নিজের কবিতার প্রতি আমার ভালবাসা অনেক! স্বার্থপর বললেও ভুল হবে না! এই আরকি! আর আমি লেখব আর আপনি বিরক্ত করবেন এটা কি বলছেন ভাই?হায় রে! এই ছিল মোর ঘটে!
আপনার কোন কবিতায় কি প্রশ্ন জানিয়েন। কথা দিচ্ছি বিরক্ত তো হবই না বরং আমি খুব খুশি হব!
২৬| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:২৫
কবীর বলেছেন: ঠিক আছে ......... আপনার সমন্ধে ছোট ব্যক্তিগত প্রশ্ন ছিল,, উত্তর দিতে না চাইলে কিছু মনে করবো না ।।। আপনি কি সাহিত্য নিয়ে পড়ালেখা করেছেন ? না ডাক্তারি না, ইঞ্জিনিয়ারিং এ ।। আপনার শব্দ গাথুঁনি বেশ শব্দ ।। লেখালেখির হাত বেশ ভালো .....
কবি হওয়ার প্রতিভা সাবার থাকে না।।
( বিঃ দ্রঃ চাইলে এ মন্তব্য ডিলিট করে দিতে পারেন।।)
৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
আমি সাহিত্যের ছাত্র নই। বিজ্ঞানের ছাত্র! তবে প্রচুর বই পড়তাম! বলতে পারেন বই আমি খাই। আমার কাছে বাংলা সাহিত্য কখনোই প্রিয় ছিল না। তবে ছোট থেকেই কাব্যসুধায় সুর গেঁথে ছিল। এরপর পুর্নেদ্রু পত্রী পড়ে গায়ে কাটা দিয়েছিল। আমি রবীন্দ্র যখন শুরু করি তখন বুঝেছি কবিতা কি! এরপর একটু লিখেছি। তবে তা বলার মত নয়!
এখনো দেখানোর মত কবিতা খুবই কম। তবে আমার লেখা আমার সবচেয়ে প্রিয় কবিতা জনিকা যতন!
জগত সৃষ্টি মাঝে মহৎ এ লহরী
বিচিত্র রূপেগুনে ছড়ায়ে বাহার..........
কবিতাটি মাত্র ২ ঘন্টায় লেখা! আমি অবাক হয়ে যাই এই ভেবে যে আমি এই সনেট কবিতাটি লেখেছি! আমার কাছে এটিই গর্ব করার মত কবিতা! আর বাকি সব তেমন কিছুই নয়!
২৭| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৪৮
কবীর বলেছেন: ধন্যবাদ ! হুমম, একারণে সম্ভব ।। আমার বই পড়ার ধেয্য কম । একটা প্রাভেট বিশ্বঃ টেনেটুনে পাস করেছি বলা যায়, এই আর কি ।। আমি আগে প্রচুর ঘোরাঘুরি করতাম আর ইন্টানেট আসক্ত ছিলাম......
৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
ঘোরাঘুরি খারাপ নয়! আপনি ভাল লেখেন! আরো আরো লিখুন!
২৮| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:৫৭
কবীর বলেছেন: ধূর !! যাই করেন এই গ্যাস দিয়েন না । সব ভালো লাগে ... এই জিনিষ ভালো লাগে না ।। আমি যদি কবি হই তাইলে .... কিয়ামত হয়ে যাবে ।। আমার লেখা যা আছে সব এখানে আছে এর বাহিরে আর কিছু নেই ।। যখন মন চায় লিখি, লেখা শেষ হলে পোষ্ট দেই ,এই তো ।। আর আমার বাংলা কিবোড না থাকার কারণে বানান ভুল হয় প্রচুর ..... বাংলা কি বোডেও আবার লিখতে পারিনা।। আর কোন কাজে মনোযোগ নেই এটাই মূল কথা ।।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:১০
ভ্রমরের ডানা বলেছেন:
হা হা হা! শাহারিয়ার ভাই, নিজেকে তাতাতে আপনি ভালই জানেন দেখছি! আপনি এক কাজ করুন! কিছুদিন মাটির দিকে চেয়ে থাকুন, পিঁপড়ে, পোকা ইত্যাদির গতিবিধি দেখুন! এসব দেখলে মন ভাল হয়ে যায়! তবে ফোকাস সেই লেভেলের লাগবে!
২৯| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:১৭
কবীর বলেছেন: অলপ বয়সের ছকিনা ছেড়ি আমার মনটা কে করলো চুরি সত্যি কইরা বলনা ছেড়ি গো--
হুমম, প্রেমে ছ্যকা না খেয়েই কবি হয়ে গেলাম !! এখন কবিতা না লিখে, গান লিখি, কি বলেন ।। হা হা হা,, আমার প্রতিভা তো কম নাই ।। (আপনার ভাষ্য মতে)
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
আমি কি বলব! আপনি জনপ্রিয়তা পেয়েছেন। সেটা ভেবেই লেখুন! কবি হইতে ছ্যাকা খাইতে হয় তাহা জানতাম না! তবে কবিতা কখনো ছ্যাকা ব্যাকা খেয়ে আসেনা! কিছু তো লাগে রে ভাই!
৩০| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩১
কবীর বলেছেন: হা হা হা ..... কি আার কমু ! মজা করে এক জরিনারে প্রেমের অফার দিলাম, সেও রাজি না ।। আর প্রেম আমার কাপালে নাই !! কোন দিন কবিতো আর হতে পারবো , এখন বিখ্যাত অকবি হয়ে থাকি ।। আমি জনপ্রিয় হা হা হা .... আপনি তাইলে কি !!
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
ভাই, ভুজুংভাজুং বাদ দিয়ে লেখুন! কবিতা না লেখলে রম্য দেন, মুভি রিভিউ দেন। যা পারেন লেখেন। ভাল্লাগবে! আর আমি কেউকাটা মানুষ! আমারে কেউ চিনে না ভাই! নিজের জন্য লেখি তো তাই!
৩১| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩৯
কবীর বলেছেন: কেউকাটা মানুষ ?????
আপনাকে কেউ না চিনলেও আমি ভালো করে চিনি ........ (এখন বিজ্ঞাপন বিরতি )।। আপনিও ব্লগে বেশি বেশি কবিতা লিখুন । হারাই যাইয়েন না ।।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
আপনাকে পেয়েছি তা এই অধমের সৌভাগ্য ভায়া! হারিয়ে যাওয়া কিংবা না যাওয়া সম্পূর্ণ আপেক্ষিক! সাথেই আছি!
৩২| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৫৩
কবীর বলেছেন: কৃতজ্ঞতা জানবেন !! এ অধমেরও সৌভাগ্য !!
রিলেটিভিটি কারণে জীবন শেষ , এ নাম আর নিবেন না; দেখলে এখন রাগ হয় !!! একটার স্বাপেক্ষে আরেকটা ; ধূর যত সব ফলতু থিওরি মনে হয়, সবকিছু খুব সহজ করে ভাবলে কি ক্ষতি হয়....... সব জায়গায় এর প্যাঁচ
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
জনাব, আপনি অতি সরলমনা! এর সুযোগ মানুষ নিবেই! রিলেটিভিটির ধাক্কায় হিসেব ভুলে গেলে চলবে কি করে। মোনালিসাদের হিসেব কবিতায় পাই পাই চুকিতে হবে!
৩৩| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১:০২
কবীর বলেছেন: প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কল্পনায় এক মোনালিসার সাথে ধাক্কা খেয়ে নিউটনের তৃতীয় সূত্রের প্রমাণ এতো দিন পরে পেলাম !!! আর রিলেটিভিটি তত্ত্বর শান্তি একমাত্র টাকা , আর টাকা থাকলে জগৎ সব হয় ... টাক মাথা থাকলেও সমস্যা নেই !!
০১ লা জুলাই, ২০১৭ রাত ১:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
শয়তানের বাণী শোনালেন ভায়া! টাকায় সব হয় না! টাকা সব অশান্তির মূল!
৩৪| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১:২১
কবীর বলেছেন: হুমম, অপেক্ষাকৃত কম আর বেশি !!! আবার একটু আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে বলুন না, কথাটা !!
০১ লা জুলাই, ২০১৭ রাত ১:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
জীবন চালানোর জন্য বেশি টাকা লাগে না! এটাই হল সাদা বুদ্ধির কথা! লোভ মানুষকে অন্ধ করে দিয়েছে!
৩৫| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১:২৮
কবীর বলেছেন: হুমম, যা বললেন তা হল নীতিকথার পুরাতন গল্প ! যদিও এখন বাস্তবতা ভিন্ন কথা বলে........
০১ লা জুলাই, ২০১৭ রাত ১:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
কিছু বাস্তবতা আমিও খাচ্ছি ভায়া! এটাই জীবন দর্শন!
৩৬| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:৩০
নীলপরি বলেছেন: নিজের প্রতিউত্তর দেখতে এসেছিলাম । ১৫নং প্রতিউত্তরটা ব্যপক দিয়েছেন ।
০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
আর বলিয়েন না! খব বিরক্ত লাগে এসব দেখে! ভাল থাকুন! শুভকামনা!
৩৭| ০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
নীলপরি বলেছেন: আরে , আমার একটা পোষ্টে এই একই মন্তব্য পেয়েছি ।
০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১০
ভ্রমরের ডানা বলেছেন:
তাই নাকি! আপনাকেও ছাড়ল না! হা হা হা! কি যে মজা পায় এসব করে! অদ্ভুত!!
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৭ রাত ৩:১৭
সোহানী বলেছেন: ভালোলাগা সহ....+++