নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য -২১- যখন হারিয়ে গেলে বনলতা...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২




যখন হারিয়ে গেলে বনলতা.....
পরিপূর্ণ সমুদ্র জোয়ারের জলে
অকালে... বড়ই অকালে..
আমি তখনো...
তোমার অপূর্ব বর্নন ব্যাঞ্জনা পড়ছি...
মনের জঠরে পুষে প্রেমের তৃষায় মরছি...

প্রতি রাতেই গলিত অপূর্ব অর্গল
পাঁজরার ডঙ্কা নিষ্ফল....

ফিরে এসো বনলতা.. ভুলে গিয়ে সব বাধা...
এই হাতে রেখো হাত.. ভালবাসার নেবো স্বাদ..
মরু বুকে ফুটিয়ে ফুল..এসো কাছে.....করো না ভুল..
চল তুমি ঢেউ তোলে...আমার এই সমুদ্র জলে..


মনে আছে এখনো সেই রাতের কথা
জানালার পাশে আবছা রুপোলি চাঁদ,
অজস্র নক্ষত্র ফুল, ঝিরিঝিরি পবন....
আমি সে রাতে আর ঘুমোই নি...
নীল আকাশ, উত্তাল সমুদ্র বুকে নিয়ে
নিস্পলক নিভৃতে ....দেখি...

সহস্র মুক্তো শুক্তোর বুকে খসে খসে ছড়ায় আভা.....
জোনাকিপোকার পিদিম জ্বলে অপূর্ব রজনী প্রভা..
অপরাজিতার ডালে ডালে অমূল্য সব আভরণ...
চন্দ্রতারার দিগন্তরেখা উত্তাল প্রেম নিবেদন ...
গলে পড়ে সব... গলে গলে পড়ে..

সেই কথোপকথন এখনো ভেসে মরে
মাঝপুকুরে ভুস করে ভেসে ওঠা কিশোরী বালার মতন...
তিয়াসে... দিলের তিয়াসে...

তারপর কেটে গেল দশটি বসন্ত...
মোনালিসারা এঁকে যেতে ভিঞ্চির মনে রঙ...
কখনো বুনো হাসের পেখমের মত ডানা মেলে..
বর্ষাতি কদমের ফুলে, গন্ধরাজের ঘ্রানে...
হেটে গেছে উত্তর থেকে দক্ষিন...


তবুও সর্ষে ক্ষেতে ঘুঘুদহ চলছে....
জীবন কবিতা পাতার সেই কটি লাইন, আহ .. গলছে...
অনর্গল... আর বলছে....
বনলতা, মুখোমুখি হই আরও কিছুক্ষণ ...

দেখো আজ....
আহুত পাখির মতন ..
ভিজে একাকার হই প্রতিদিন..
হেমন্ত কি বসন্ত, ফাগুন কি শরৎ....
আমি স্থির নই..
আমি ঝরে যাই, আমি ঝরে হই শ্রাবণ...

আবার প্রবল বৈপরীত্য কালে
চৈত্র কি বৈশাখে
ধীরে ধীরে বেড়ে ওঠে
আমার মাঝে এক প্রকাণ্ড ফুজিয়ামা দহন..
দাবানল প্রলয়লীলা..
আমি স্থির নই
আমি পুড়ে যাই, উড়ে যাই
ধ্বংসস্তূপে জ্বলে প্রেমের সাতকাহন ...


শুধু তুমিই বনলতা...
বড্ড অসময়ে সেই পাখির নীড়ের মত চোখ তুলে...
নক্ষত্র সূদুরে একান্ত বসে
চকিত কিছু ক্ষণ...
মুহুর্ত মাঝেই হারিয়েছি আমি
মনের কেওড়া বন,
সুন্দরী মূলশ্বাস....
হরিনের ছাপ, কস্তুরী মৃগমায়া, বসন্ত বাতাস..

এরপর থেকেই আমি...
এক ক্লান্ত প্রাণ হাল ভাঙা নাবিক...
চোখে ভেসে সমুদ্র সফেন..
বুঝেছি জীবনবাবুর অস্তায়মান জীবন...
মধ্যরাতের আলোক নক্ষত্রাদি পতন..
আর, বিরান সমুদ্র আঁচলের নিরন্তর নিষ্ফল কাঁপন....

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৪৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় জীবন বাবুর স্বাদ পেলাম ! :P




শুভ কামনা !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



জীবনবাবুর বনলতার স্বাদ বিনে প্রেমের কবিতাদি জমে না। জলকাব্যে তাই উনি এলেন... হেটে চলে গেলেন জলকাব্যের ২১ তম প্রান্ত রেখাদিয়ে....

আর ছড়িয়ে গেলেন মনে কিছু অপূর্ব অনুভূতি...


কবিতার অনুভবে শুভেচ্ছা কবীর সাহেব.... :P. জয় হোক বনলতার....

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:



ফলহীন ভালোবাসার ধুসর স্মৃতি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

ভ্রমরের ডানা বলেছেন:



ভালবাসার ফল কি? বিবাহ নাকি.....বেশ বেশ..... অতঃপর... কি ঘটে.... থাক আর বলা লাগবে না....

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে ধন্যবাদ সুপ্রিয় কবি! অনন্ত শুভেচ্ছা রইল!

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগা রইল প্রিয় কবি। আকুতি ভরা মিনতি আর বিরহবেদনা ভরা কথামালায় মুগ্ধতা জানিয়ে গেলাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬

ভ্রমরের ডানা বলেছেন:



মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
জলকাব্যের অনুভবে আবেগ সঞ্চারী কবিকে প্রীতি ও শুভেচ্ছা জানাই! ভাল থাকুন নিরন্তর!

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: শব্দের অনুভূতি ছুঁয়ে গেল।
অনেক অনেক ভাল লাগা রইল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার মন্তব্য ঘরে অনুপপ্রাণিত হয়েছি।

জলকাব্যানুভবে অশেষ প্রীতি ও শুভেচ্ছা জানবেন।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

সামিয়া বলেছেন: ভালোলাগা ++++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:




জলকাব্যানুভবে শুভেচ্ছা!!!





ভাল থাকুন...... সব সময়....... সে কামনায়......

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

শায়মা বলেছেন: সবার কবিতা পড়ে পড়ে আমি কিন্তু আবারও কবি হয়ে যাচ্ছি!!!!!!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:



সে কি লো... তবে আমাদের ভাত কি মেরে দেবার ফন্দিফিকির কলছ... কেনো.... তুমি রান্না নিয়েই থাকনা বাপু.. এই ফিল্ডে আমরাই খেলি...


আমাদের দিয়ে কি আর রান্না হবে গো..... :P

তা কোবতে খানা কেমন লাগল তা না বললে হবে গো.... আমার কেন জানি মনে হচ্ছে তুমি এ কবিতা পড়নি বাপু... তোমার আবার বিরহ আছে নাকি........


যাক, মন্তব্য যখন একখানা দিছ কিছু ধৈইন্য পাতা নিয়ে যেয়ো..... লইট্টা মাছেরঝোল বানিয়ে হালকা আঁচে ধৈইন্যা পাতা. দিয়ে ভুনিয়ে নিও.. যা খুশবু আসে না.... উফ... মরমের ক্ষুধা জাগিয়ে গেলে গো...

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

উম্মে সায়মা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল...

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:



কাব্যানুভবে অশেষ প্রীতি ও শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর....

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিরহে স্মৃতি কাতর

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৬

ভ্রমরের ডানা বলেছেন:





অনুভবে শুভেচ্ছা ও প্রীতি রইল সত্যের ছায়া.... ভাল থাকুন সর্বদা...

পুনশ্চ আপনার ছবি ব্লগ থেকে একটি ছবি কবিতায় ব্যবহারে লাগালে আপনার আপত্তি থাকবে কি...

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

জাহিদ অনিক বলেছেন: শুধু তুমিই বনলতা...
বড্ড অসময়ে সেই পাখির নীড়ের মত চোখ তুলে...
- হাহাকার স্পষ্ট।




শায়মা বলেছেন: সবার কবিতা পড়ে পড়ে আমি কিন্তু আবারও কবি হয়ে যাচ্ছি!!!!!!!! - শি ইজ কিডিং উইথ আস

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

ভ্রমরের ডানা বলেছেন:


হ্যা, বিরহাতুর মনেই লেখা.. কিছু সময় বনলতার মুখোমুখি হতে কেইবা না চায়...


আর শায়মা আপু লেখা লেখি করে বেশ... সে তো কবিই... সিরিয়াস হোন মশাই..
.. আমাদের ভাত মেরে দেবে... :P

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১১

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




কারো বনলতা কখনও হারিয়ে গেলে, মনের জঠরে প্রেমের তৃষা পুষে পুষে মরতেই হয় ... !!! ডানা ঝাপটেও সেই রাতের রুপোলি চাঁদটাকে আর ফিরিয়ে আনা যায়না । শুধু পালক ঝরে ঝরে নামে এমন কবিতা !

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

ভ্রমরের ডানা বলেছেন:




সবাই সে অনুভবের কদর করলে কবিতায় কবিতায় সকল পাতা ভরে যেত। সাহিত্যের পাতায় শুধু বিচরণ হত বনলতার... মন্দ হতো না.... অজস্র জীবনানন্দ আজ কিসের তাগিতে বেয়নেট হাতে কতল করছে অজস্র বনলতা.... দিকে দিকে.... ঝড়া পালকের মত উড়ছে উদভ্রান্ত দিক্বিদিক.... মনের জঠরের পুরোটাই দখল করেছে বেনামি বেনিয়া... বনলতাদের ঠিকানা তাই ভ্রমরের ডানায়....



অনুভবে শুভেচ্ছা সুপ্রিয় লেখক!

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। যদিও এবার, জল একটু বেশি গড়িয়েছে........হাহাহাহা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ সুমন ভাই! মাঝেমাঝে একটু আধটু বেশি গড়িয়ে যায়..... হা হা...

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১২

দীপংকর চন্দ বলেছেন: অনুভূতির সুন্দর প্রকাশ!!!

শুভকামনা। অনেক। অনেক।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:


সুপ্রিয় দীপংকর ভাই, অনুভবে প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন নিরন্তর....

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

নীলপরি বলেছেন: খুব গালো লাগলো । ++++++++++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


বাপরে, এত্ত প্লাস... মন ভরে গেল! অনন্ত শুভেচ্ছা কবি...

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২১

মিরোরডডল বলেছেন: Ekhane blog e shobai anek valo lekhe
Ashadharon kobita! mon sporsho kore geche

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭

ভ্রমরের ডানা বলেছেন:




আপনার অনুভবের জন্য অশেষ ধন্যবাদ। প্রীতি ও শুভেচ্ছা রইল!

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা কম বুঝি, তবু কিছু কবিতা পড়লে মনের ভেতর শিহরণ জাগে, কিছু ছবি বা কিছু প্রকৃতি দেখলেও আমার ভেতর এমনটা অনুভব করি। আমার যেন মনে হয় এতে আমার আয়ু বাড়ে, এই কবিতায়ও তেমনি অনুভুতি পেলাম..........ভা-লো-লা-গা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:


আমার কবিতায় কিছু মন্তব্যে থাকে যেগুলোকে আমি বলি ফুয়েলিং অন দ্যা থিংকিং। আপনার সে মন্তব্যটি এমনি লাগল। আমি হয়ত সবার কাছে কবিতা দিয়ে যেতে পারি না তবে যখন একটু পারি তখনি সেটা হয়ে ওঠে অনাবিল আনন্দ আর অনুপ্রেরণার.... হয়ত আমি খুব একটা গুছিয়ে গাছিয়ে লেখতে পারিনা তবে চেষ্টা করি যতটুকু পারি.... তার সবটুকুই....



কবিতার অনুভবে নিরন্তর শুভেচ্ছা......



# আপনার এত সুন্দর মন্তব্যটি মনের মুকুরে গেঁথে নিলাম।!

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: ১০. ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪ ১
জাহিদ অনিক বলেছেন: শুধু তুমিই বনলতা...
বড্ড অসময়ে সেই পাখির নীড়ের মত চোখ তুলে... - হাহাকার স্পষ্ট।




শায়মা বলেছেন: সবার কবিতা পড়ে পড়ে আমি কিন্তু আবারও কবি হয়ে যাচ্ছি!!!!!!!! - শি ইজ কিডিং উইথ আস
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪০ ০
লেখক বলেছেন:


হ্যা, বিরহাতুর মনেই লেখা.. কিছু সময় বনলতার মুখোমুখি হতে কেইবা না চায়...


আর শায়মা আপু লেখা লেখি করে বেশ... সে তো কবিই... সিরিয়াস হোন মশাই..
.. আমাদের ভাত মেরে দেবে... :P



হা হা হা হা এমনিতেই তো সবাইকে মেরে ফেলেছি!!!!!!!!!!! ভাত তো এমনিতেি মরা ওকে আর কি মারবো!!!!!!! :P

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১

ভ্রমরের ডানা বলেছেন:





সেকি..... এভাবে বলতে পারলে তুমি...... এত্তবড় ব্যাথা বনলতাও দেয় নি গো.... :(

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

মলাসইলমুইনা বলেছেন: এতো জুবু থুবু প্রেম নয়,
প্রেমের কবিতা কি দুর্ধর্ষ হয় ?
দুর্ধর্ষ গতি তোলা
এ প্রেমের মেলা
কল্পিত কাব্যেও মহাআনন্দময় !

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৮

ভ্রমরের ডানা বলেছেন:


প্রেমের কথা কলি যেমন খুশি তেমন আমার মনের মতন.....

জলকাব্যের শুভেচ্ছা!

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

জাহিদ অনিক বলেছেন: শায়মা বলেছেন: হা হা হা হা এমনিতেই তো সবাইকে মেরে ফেলেছি!!!!!!!!!!! ভাত তো এমনিতেি মরা ওকে আর কি মারবো!!!!!!! :P - কথাটির মাহাত্ম্য আমি বুঝতে পারছি। এটি একাধারে একটি রাজনৈতিক, কূটনীতিক, সামাজিক চাল হতে পারে, যে চাল দিয়ে ভাত হবে না।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:



আমিও তাই ভাবছি... তবে চাল হলে ভাল হবে। উনার হাতে রান্না করে খেয়ে নেব... কি বলেন... ;)

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২

মনিরা সুলতানা বলেছেন: একটু বিলম্বেই ফেরা হলো ,ঈদের আলস্য শেষে ব্যস্ততার শুরুর জন্য ।

লেখকের বনলতা অভিলাষী মনের আকুতির অনন্য কাবিক্য প্রকাশের সাথে মোহনীয় শব্দ চয়ন ও মন কেড়েছে ;
বরাবরের মত ভালোলাগা !!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:





ধন্যবাদ প্রিয় কবি....


আপনি এতো ব্যস্ততার মাঝেও আমার কবিতা পড়েন এ আমার সৌভাগ্য.... আর মন্তব্য ঘরে যে ভালবাসার শব্দ পরশ গেঁথে গেলেন তাতে অনুপ্রাণিত ও উদ্ভাসিত হলাম.....



আপনার ব্যস্ত সময় ভরে উঠুক কর্মচাঞ্চল্যতায়... ভাল থাকুন নিরন্তর...

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

মোস্তফা সোহেল বলেছেন: এ যুগের জীবনানন্দ!
কবিতা খুব ভাল লেগেছে +++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


হা হা হা.... মোস্তফা ভাই ধন্যবাদ। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন!




#কবিতায় আপনার কাছাকাছি যেতে পারলেই চলবে। জীবনানন্দ অনেক বড় জিনিস। এই গরীবকে লজ্জা দিবেন না!

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চল তুমি ঢেউ তোলে.. এখানে কি তুলে হবে না?

পড়তে পড়তে যতই এগিয়েছি ততই গভীরে ঢুকতে পেরেছি। শেষের ১৪ লাইনে মুগ্ধতা পরিপূর্ণ হয়েছে। এই ১৪ লাইন দেখি সনেটের কাঠামোর মত। প্রথমে ৮ চরণ তারপর ৬ চরণ। কাকতালীয় নাকি ইচ্ছাকৃত? আচ্ছা, কবিতা কি এক বসায় লিখেছেন? সুন্দর কবিতার জন্য ধন্যবাদ দিতেই হচ্ছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

ভ্রমরের ডানা বলেছেন:


সে ঢেউ তোলেই চলে.... :P। তুলে নয়...

আর আপনি কবিতায় এসে পড়েছেন গভীরের দিকে যাচ্ছেন যান তবে সব কবিতায় মুগ্ধতা নাও পেতে পারেন... আর ১৪ লাইনের ফ্লো টা ন্যাচারাল... আমি কবিতা লেখার সময় আবৃতি করতে করতেই লেখি তখন একটা তাল লয় চলে আসে.... আর কবিতা একবসায় লেখা.. বেশির ভাগই...


আপনার অনুভবের জন্য ধন্যবাদ। আরো পড়ুন.. জলের কাব্যে স্বাগতম....

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও ভেবেছিলাম একবসায় লেখা। নাহলে সুন্দর ফ্লো টা আসত না মে বি। আপনি কি এখনো রেগে আছেন?

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

ভ্রমরের ডানা বলেছেন:


না, রাগের কিছু নেই।


কবিতা লেখি শখের বশে। অনেকটা নিজের তৃপ্তির জন্যে... আপনাকে আবারো ধন্যবাদ!

২৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৬

শিখা রহমান বলেছেন: জীবনানন্দ আমার প্রিয় কবি। যদিও আমি বনলতার চেয়ে সুরঞ্জনাকেই বেশী পছন্দ করি তারপরেও আপনি যে নাম দিয়েই লেখেন না কেন সুন্দরই লেখেন। আপনার কবিতাতে ঝর্নার মতো একটা স্রোত আছে। একবার পড়তে শুরু করলে থামা যায় না। শব্দের ঝংকার মনের মাঝে ঘূর্ণি তোলে। কবিতার শেষটা বেশী ভালো লেগেছে। শুভকামনা।

০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার মনের মধ্যে কবি লুকিয়ে আছে। নয়ত এত প্রশংসা পেতাম না। যাকগে, আপনার মনের সে কবিকে সালাম জানাই। আর হ্যা, অবশ্যই আপনার প্রতিটি কথাই আমার কাছে অশেষ মুল্যবান। প্রয়াস থাকবে এভাবে কাব্যপ্রেমী মনে কবিতার ঝর্ণা এনে দেবার। সে হোক কোন বনলতার নামে অথবা সুরঞ্জনার। আপনার মনের কাব্যজলে দোলা দিতে পেরে সত্যি ধন্য হ'লাম। আপনার উদার মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা সাগর..


অনেক ভাল থাকুন, অনেক খুশি থাকুন। সে কামনা সবসময়! অনন্ত প্রীতি ও ভালবাসা জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.