![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু শব্দ প্রয়োজন..
এমন কিছু শব্দ যা বেরেটা পিস্তলের বুলেটের মতন
একশত পঁচিশ মিলিমিটারের ব্যারেলে
চুম্বন দিয়ে ঝাঁঝরা করে অত্যাচারীর বুক..
এমন কিছু শব্দ যা মিকোয়ান মিগ টুয়েন্টি নাইনের বেয়াড়া ইঞ্জিনের মতন...
সাঁই সাঁই উড়ে বাতাসের গালে দেয় চাপট..
সুপার কোবরা ম্যানুভারে করে দিকভ্রান্ত পাপীদের দমন....
এমন কিছু শব্দ যা আর্জেস গ্রেনেডের মত বিস্ফোরিত
হয়ে বর্বরোচিত মানবখেকো অমানুষের মগজ কোঠরে
গেঁথে রবে কিয়ামত অব্দি..
এমন কিছু শব্দ যা বেল দুইশত ছয় মডেলের হেলিকপ্টারের রোটরের মতন
চক্কর দেবে অম্বর নীলে তিনশো ছত্রিশ ডিগ্রি আর মেশিগানের ট্যাঁ ট্যাঁ শব্দে
ভরিয়ে দেবে অত্যাচারীর কর্ণকুহর...
এমন কিছু শব্দ যা টাইপ সিক্সটি নাইন টুজি ট্যাংকের মতন
হুংকার হবে অগ্নিরথ, মুহুর্মুহু বর্ষিত গোলায় গুঁড়িয়ে দেবে পাপীর প্রতাপ
চূর্ণ করে সবটুকু প্রাণ রক্তমাংসের দলায় দলায় ছিন্নভিন্ন ...
আমার কিছু কবিতার প্রয়োজন...
এমন কিছু কবিতা যারা আনবিক বোমার থেকেও ভয়াবহ...
যারা পাপীর প্রতিটি নিউরনে ছড়িয়ে দেবে পারমানবিক নরক....
আমার আরো প্রয়োজন,
কিছু পয়ার কার্তুজ, যারা পি এস এল স্নাইপারের থেকে ছিটকে যাবে ঘাতক হয়ে...
কিছু সনেট, যারা সুসজ্জিত প্লাটুনের অস্ত্র তাক করা দুর্বিনীত লেফট রাইট...
কিছু ছড়া, যারা গেরিলার মত স্তবকে স্তবকে বেরিয়ে পড়বে হাতে নিয়ে একে ফোরটি সেভেন...
কিছু অ্যালিগোরিক, যারা ক্যামোফ্লাজে অ্যামবুশ বিভ্রান্ত করবে হায়েনার জংগল ..
কিছু লিমেরিকস যারা নরকগামীর মুখে পটাশিয়াম সায়ানাইড ভরে হবে মাতাহরীর হাসি ...
কিছু মহাকাব্য যারা প্রকাণ্ড সাবমেরিনের মতই মহাসমুদ্র প্রোসাইডন...
আমি নিপীড়িত মানুষের বঞ্চনায় মানবতার সুরেলা কন্ঠে
পেলব কোমল গোলাপের পাপড়িযুক্ত অজস্র শব্দের অপচয় করেছি...
তাই আমার ঠিক এমন কিছু বিকট শব্দ আর কবিতার গোলা প্রয়োজন....
মানবতার মৃত্যুর আগে কবির প্রতি এই শেষ নিবেদন.. ...
সর্বস্বত্ব সংরক্ষিত
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
নজরুলের যুগে নজরুল সেরা... উনি যেভাবে যত মানবতার কবিতা লেখেছেন সেভাবে লেখা প্রায় অসম্ভব... এক বিদ্রোহী কবিতার মত দাবানল আর কোন কবির কবিতায় খুঁজে পেলাম না। শিহরিত হই বারবার....
প্রথম পাঠে ও মন্তব্যে ধন্যবাদ! অশেষ শুভেচ্ছা রইল!
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭
আলো_ছায়া বলেছেন: মোটামুটি লাগলো।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার মতামতের জন্য ধন্যবাদ!
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইতা শব্দ সব আমার কাছে
নিতে হইলে যোগাযোগ করুন সত্বর হাহাহাহাহ
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
ভ্রমরের ডানা বলেছেন:
খুব দরকার আপু... সিরিয়াসলি.... আমার শব্দ ভাণ্ডার উজার হয়ে যাচ্ছে.... খুব ভাল হত কিছু গালাগালি শিখিয়ে দিলে... আং ফাং সুকি কে নিয়ে লেখতাম..
ধন্যবাদ আপু..
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬
তারেক ফাহিম বলেছেন: ভালো লাগার মত কবিতা
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার ভাল লাগায় সিক্ত হ'লাম! অশেষ শুভকামনা..
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪
সাইফুর রহমান খান বলেছেন: ভালো লেগেছে
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে শুভেচ্ছা ও প্রীতি রইল..
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
নীলপরি বলেছেন: তাই আমার ঠিক এমন কিছু বিকট শব্দ আর কবিতার গোলা প্রয়োজন....
মানবতার মৃত্যুর আগে কবির প্রতি এই শেষ আহব্বান...
খুব ভালো লাগলো । ++++++
শুভকামনা ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার মন্তব্য ঘরে অনুপ্রেরণারর সহস্র রেণুকা ছড়িয়ে গেলেন যাদুর ছড়িতে.....
আপনার অনুভবের জন্য অগণিত পুষ্পকলির প্রীতি ও শুভেচ্ছা! সর্বদা ভাল থাকুন..... সেই কামনায়......
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কথামালা! অসাধারণ ইচ্ছা! অসাধারণ কবিতা!
ভালো লাগলো হে কবি
শুভকামনা সবসময়
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় নাঈম নয়ন... আপনার অনুভবনীয় মন্তব্যে উচ্ছাসিত হ'লাম। ভাল থাকুন নিরন্তর....
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
কথাকথিকেথিকথন বলেছেন:
স্টিফেন হকিং যদি কবি হতেন হয়তো আমরা এমন কবিতা পেতাম !
কবিতা জুড়ে শব্দের গোলা বারুদে জর্জরিত, আনাচ কানাচে রক্ত ঝরানো শব্দ !
কবিতা ভাল লেগেছে ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৯
ভ্রমরের ডানা বলেছেন:
উনার বিগ ব্যাং শব্দ কি বিকট.....
কবিতার অনুভবে শুভেচ্ছা ও প্রীতি রইল কথাকেথি....
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন স্বপ্ন।
কবির স্বপ্ন পূরণ হোক। হোক শব্দের যুদ্ধে জালিমের নাশ!
++++
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
আমি কবি নই.... তবে শুনেছি কবিরা নাকি পৃথিবীর বিবেকের দুয়ারের দরজা... তাই তাদের কাছেই এই অযাচিত নিবেদন....
কিছু শব্দ চাই...
ব্যাবচ্ছেদ অনুভবে শুভেচ্ছা ভিগু ভাই....
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
আজকাল আর কেউ বিদ্রোহী হয়না , এমনকি লেখাতেও, যে তাদের অস্ত্র -গোলা- বারুদের মতো শব্দ লাগবে । আজকাল হলো বখে যাওয়ার চটপটি-ফুচকা দিন ।
তাই ওরকম টক-ঝাল নতুন শব্দ চাই । খেমটার মতো জোরের শব্দ চাই । বখে যাওয়া তারুন্যের মতো নষ্ট শব্দ চাই । খাপে খাপ যাতে মিলে যেতে পারে আজকের খিস্তি-খেউড় খোলামেলা ভাষার সাথে ।
লেখক তো লিখে তৃপ্তি পান । আমি নগন্য পাঠক, আপনার কবিতায় শান দেয়ার ষ্টাইলটা দেখে খানিকটা তৃপ্তির কি কথা বলতে পারবোনা ! দোষ কি ?
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
আসলে ঠিকই বলেছেন... যে দিনকাল এসেছে.... বাংলা গানের কলিগুলোই শুনলে বোঝা যায়... হিন্দি গানের শ্রোতা এ দেশে প্রচুর বিশেষ করে তরুনরা... সবাই সস্তাদরের বিনোদন খুঁজে। কোন ভাল শব্দ কিংবা লিরিকসের কদর তো নেই... যেদিকে তাকাই সেদিকেই কেমন যেন টক ঝাল আর ফুচকা ফুচকা.... প্রজন্ম যেমন শব্দও তেমন... তবে কিছু সময় গোলা বারুদ লাগবেই... এর প্রয়োজন আছে বৈকি... এই যে গোটা বিশ্বে মানবতার অপমান তাতে নজরুলের মত মানবতাবাদী কবিদের আবারো দরকার... তবেই আসল তৃপ্তি... আমার মত চুনোপুঁটি কাব্যচর্চাবিদের কথার খই ফুটিয়ে কিছুই যায় আসে না....
আর আপনাকে কে বাধা দিয়েছে। আমার কবিতার শাণ বাণ সব ধুলো আর গাছের পাতা... তবুও তৃপ্তি এটাই যে কখনো সখনো গরীবের ঘরে আপনার পদধূলি পড়ে। তাতে দোষের কি আমি তো আশীর্বাদ মনে করছি....
কবিতার অনুভবে শুভেচ্ছা ও প্রীতি সুপ্রিয় কবি! ভাল থাকুন নিরন্তর.....
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯
আসাদুজ্জামান জুয়েল বলেছেন: দারুন লিখেছেন কবি। ধন্যবাদ সুন্দর কবিতা উপস্থাপনের জন্য।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে কৃতজ্ঞতা রইল! ভাল থাকুন নিরন্তর ....
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫১
সুমন কর বলেছেন: কি ভয়ানক সব শব্দ আর কবিতার আহব্বান........!!
পড়তে দারুণ লাগল।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
অনুপ্রাণিত করে গেলেন সুপ্রিয় কবি! অশেষ ধন্যবাদ!
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
এক বিদ্রোহী কবিতার মত দাবানল আর কোন কবির কবিতায় খুঁজে পেলাম না। শিহরিত হই বারবার....
এ কবিতা কিন্তু বিদ্রোহী কবিতা....। ! এ কবিতায় মানবতার কথা বলা হয়েছে! যারা মোটামুটি কবিতা বুঝেন, তারা হয়তো বুঝবেন; আরো লিখতে থাকুন !
শুভ কামনা রইলো !
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ। কবিতায় কিছুটা বিদ্রোহ আর মানবতার আহব্বানে বলেছি.... এই তো অল্প স্বল্প... তবে এ যথেচ্ছ নয়। প্রীতি ও শুভেচ্ছা রইল!
১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর ব্লগে একটা ভালো কবিতা পড়লাম।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
হয়ত এটাই আপনার প্রথম মন্তব্য আমার কবিতায়... বেশ উচ্ছাসিত হ'লাম এমন মন্তব্য পেয়ে...
অনুপ্রাণিত বোধ করছি! আপনিও আমার কবিতা পড়বেন সেটা ভাবিনি কোনদিন। মন্তব্য তো দূরের কথা... মন্তব্য প্রিয়তে নেওয়ার অপশন নেই....
সরি রাজীব নূর ভাই...
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
জাহিদ অনিক বলেছেন: মাঝে মাঝে ভাবি, কবিরা শব্দ নিয়ে খেলে নাকি শব্দরা কবিকে নিয়ে খেলে!
কবিতাটা ভাল লাগার মতই।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লেগেছে জেনে ভালই লাগছে। আমিও কিছু কবিতা পড়ে ভাবি কবিতা হাসছে না আমি হাসছি....
অনন্ত শুভেচ্ছা কবি.....
১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
কুঁড়ের_বাদশা বলেছেন: অসাধারণ !
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর...
১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
সনেট কবি বলেছেন:
কবি ভ্রমরের ডানার‘ব্যাবচ্ছেদ - ১৬ - কিছু শব্দ প্রয়োজন...’ কবিতায় মন্তব্য-
অত্যাচারীর শিরায় ঢুকানো বিষের
বোতল, এ কবিতায় নজরুল এসে
চুম্বন দিয়ে আদরে ভরিয়ে তুলবে,
তাঁর আত্মায় হয়ত এমনি প্রত্যাশা।
কবির দরকারী সে শব্দ-কবিতারা
হয়ত এবার হচ্ছে গোঁচগাঁচ রনে
শামিল হয়ে বর্গীর মুন্ডু চটকিয়ে
অতীত পাওনা সহ শোধের নিমিত্তে।
রক্ত বিলাশীর রক্ত ঝরাতে এবার
বিশ্বকে এগুতে হবে দৃঢ় পদক্ষেপে
একসাথে কাঁধে কাধঁ মিলিয়ে সবাই।
রক্ত পিপাসুর রক্তে ওদের পিপাসা
নিবারন ব্যবস্থায় ওদের রক্তেই
ওদের দাপন করা সবার দায়িত্ব।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় আপনার সনেটানুভব পেয়ে ধন্য হলাম। শুভেচ্ছা রইল। ভাল থাকুন, সুস্থ থাকুন! শুভেচ্ছা অনন্ত....
১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ও সুচি নাক ভুচি
করবো তোকে কুচি কুচি
চুলের মুঠি ধরলে তোকে
থুথু দিবে সকল লোকে
ও সুচি নাক ভুচি
তুই চামার তুই মুচি
কোমর বরাবর উষ্টা মেরে
কাদাজলে রাখব গেড়ে
চোখের মাঝে মারব গুঁতা
নাকটা ভেঙ্গে করবো ভোতা।
ও সুচি নাক ভুচি
আঁধার রাতের কালো পেঁচি
ঠ্যাঙটা তোর ভেঙ্গে দিয়ে
গোবরে তোকে ফেলবো নিয়ে
নে সুচি তুই গোবর খা
তুই কুত্তি তুই শুকুর ছা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
সুচি জান্তার পুতুল.... ক্ষমতার মোহে সে অন্ধ হয়ে আছে। শান্তির নোবেল যদিওবা জড় পদার্থ তবে প্রান থাকলে নির্ঘাত পালিয়ে যেত।
এই জন্যে মনেহয় বলা হয়- power always attracts the worst the best.
আপনার কবিতাটি খুব ভাল লেগেছে আপু। সূচির প্রতি শুধুই ঘৃনা.....
কবিতার অনুভবে প্রীতি ও ভালবাসা অশেষ.... ভাল থাকুন নিরন্তর....
১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভয়াবহ কবিতা। মনে হচ্ছিল সামরিক অস্ত্রাগারে ঢুকে পড়েছি
সমাজের নৈরাজ্য কবির বিবেককে ভীষণভাবে নাড়া দেয়। তখন তাঁর কবিতায় অগ্নিলাভা ছড়িয়ে পড়ে, সমাজ-উৎপীড়নের বিরুদ্ধে। আমাদের বর্তমানটা নানাভাবে মানুষের মনকে বক্ষিপ্ত ও সংক্ষুব্ধ করে তুলছে, এতে কবিসাহিত্যিকরা আরো বেশি সোচ্চার হবেন তা বলাই বাহুল্য। সেই বোধ থেকেই নৈরাজ্য-সংহারী শব্দের আকাঙ্ক্ষা খুব তীব্র হয়ে ওঠে কবির মনে।
ভালো লাগলো আপনার কবিতা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার প্রখর রসবোধযুক্ত মন্তব্যে প্রীত হ'লাম। বিশ্লেষণ ছোট হলেও মুখ্য.... খুবই ভাল লাগল....
ধন্যবাদ সোনাবীজ ভাই
২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: মানবতার মৃত্যুর আগে কবির প্রতি এই শেষ নিবেদন.. ...
মানবতার তরে নিবেদিত হোক ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবি আপনি ও বা অন্য কেউ... এমনকি আং সাং এর ও কবি হবার সুযোগ রয়েছে। মানবতাবাদ পৃথিবীর সুরক্ষা কবজ....
সুপ্রিয় কবি কবিতার অনুভবে প্রীত হ'লাম! অশেষ শুভেচ্ছা রইল!
২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৭
বিলিয়ার রহমান বলেছেন: শব্দেরা কবির উপর আছর করুক!
কবির শব্দ বর্ষণে ধ্বংস হোক সকল মানবতা বিরোধী!
++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
কিছুইই হবে না। বিবেকের দহন আর নেই.... আপনার আহব্বানের অপেক্ষায় কবি....
অনন্ত শুভেচ্ছা....
২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০
প্রথমকথা বলেছেন: এক কথায় অসাধারণ। মুগ্ধ কবি।
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ! ব্লগে বহুদিন পর এলেন।! আশা করি নিয়মিত দেখা হবে। অজস্র শুভকামনা...
২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬
শাহেদ খান বলেছেন: দুর্দান্ত! অনেক ভাল লাগা জানবেন, কবি!
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:০২
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই...
২৪| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১০:১৫
ঋতো আহমেদ বলেছেন: এইতো এরকম বজ্র কণ্ঠই তো প্রয়োজন খুব। কবিতা ভালো হয়েছে। তব, এখন যারা পাঠক এই কবিতার, তারা কেবল মারহাবার মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি একটু সোচ্চার হন আর কী ।
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
আমি তো কবিদের কাছে আহব্বান করেছিলাম। কিন্তু কেউ শুনেছে কেউ শোনেনি.... সবার উচিত কিছু কিছু লেখা...
কবিতার প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হ'লাম! অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল...
২৫| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩
মলাসইলমুইনা বলেছেন: কবিতা পড়ে ভালোবাসা হয়, বিরহ জাগে এখন আরো জানা গেলো ভয়ও লাগে ! এই কবিতা টাইমস্কয়ারে পড়লে (আর NYPD-র পুলিশ বেটারা বুঝলে) নির্ঘাত সন্ত্রাসী আখ্যা আর গুয়ান্তামোর বনবাস আর থেকে কে ? যাহোক, কবিতার ভয় কিন্তু কবিতার ভালোলাগা কমাতে পরে নি | দারুন ধন্যবাদ নিন |
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
এত ভয় পেয়েও যে ভালবাসা জানিয়ে গেলেন তাতে ধন্য হ'লাম! অনন্ত শুভেচ্ছা রইল....
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: বল বীর -
বল উন্নত মম শির
শির নেহারি আমারি নতশির ঐ শিখর হিমাদ্রির !
বল বীর-
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন আরশ ছেদিয়া
উঠিয়াছে চির-বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর !
এমন কবি আর হবে মানব জনমে !