![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বরচিত কবিতা কেইবা না ভালবাসে। এদের মধ্যে ছোট বড়, ভাল মন্দ, জনপ্রিয় কিংবা জননিন্দিত কবিতা খুঁজতে গেলে হয়রান হতে হয়। যদিওবা আমি কবি নই, নবিশ কাব্যচর্চাবিদ বলে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি তবুও কিছু কবিতা লেখি কিছু কবিতা খুঁজি। আর কবিতার ব্যাকরণ আমি মানিনি কোন দিন। যদিওবা কিছু সনেট লেখেছি। তবে শুধুই তা কৌতূহলবশত। মুক্তছন্দ কিংবা মুক্তগদ্য কাব্য আমার প্রিয়। এক জিনিস নিয়ে বেশিক্ষণ থাকতে ভাল লাগে না। যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লেখতে পছন্দ করি তাই, বিভিন্ন লেখায় ভাবের প্রকাশে যথেষ্ট ঘাটতি রয়েছে, বিক্ষিপ্ততা রয়েছে। লেখার স্বাধীনতা নিয়েই লেখি, তবে এতে কিছুটা লাগাম টেনে দিলে আরো ভাল হত। যাকগে আমার দৃষ্টিতে এক দুবছরেই কবি হবার মত কবি আমি নই তবে অ-কবি হয়েছি হয়ত। তাই কেউ কবি বললে কিঞ্চিৎ বিব্রত হই। তবুও কিছুটা সাহস করেই প্রেমের কবিতা কিংবা সমসাময়িক কবিতার প্রেমে বারংবার লেখি পড়ি, লেখা দেই। এই দিকে হয়ত যখনি দুপা সামনে রেখেছি তখনি খুঁজে পেয়েছি সামুকে। লেখাটা শখের বসে। শুরু থেকে শেষতক পুরোটাই শখে। ভাল লাগে তাই লেখি। আমি মনে করিনা জনপ্রিয়তাই সবকিছু। আমি চাই আমার কবিতায় আমি যেন শান্তি খুঁজে পাই, একজন পাঠক শান্তি পায়। আগে সে শান্তি পেতাম না তবে আজকাল দেখি কিছু কবিতাদি মনে মনে তৃপ্তিও এনে দিচ্ছে। কবিতা লেখা পুরনো কবিতায় আমি আবার খুঁজে পাচ্ছি আমার আমিকে। এতে ব্লগের পরিবারের অবদান রয়েছে। আপনাদের অনুপ্রেরণায় আজ আমার তেমনি কিছু কাব্যপ্রয়াস নিয়েই আপনাদের সাথে আমার প্রিয় পুরনো তিনটি কবিতার একটি কবিতাগুচ্ছ শেয়ার করলাম। আশা করি যারা আগে কবিতা গুলো পাঠ করেছেন এবং নতুন পাঠ করছেন সবার নিকট তা উপভোগ্য হবে।
ক্রীতদাস ফিরে এসেছে
এলিটা, জানি তোমার রাজ্যপাটে
বদলে গেছে দুঃশাসনের নিয়মনীতি,
লাজুক নরম হাতে
নিয়েছ কঠোর চাবুক দন্ড।
তাই অত্যাচারে আজ ক্ষতবিক্ষত আমার জমিন
ঊষর থেকে হয়েছে আরও ঊষর,
পাথুরে জমিন চিরে ফলাতে পারিনি
একটি শস্যকণা, তোমারি দুঃশাসনে।
ভুলে গেছ গোলায় ভরা রাশিরাশি ধান শস্য,
বুকের জমিনে চাষ করা বাহারি সব আবাদ,
আবাদযোগ্য সেই জমিনে নেই
তোমার পদছায়া কিছু চাবুকের দাগ ছাড়া।
বেনিয়াদের মত লুটেছ আমার পানের বরজ,
হালের গরু, কাঁসার থালা।
তোমার অত্যাচারে আজ বাংলা বিহারে
অবরোধ, ধর্মঘট।
অবাধ্য ক্রিতদাস তাই ছুড়েছি এক চরমপত্র
এক এক করে জবাব দাও,
প্রতিটি প্রশ্নের, প্রতিটি গোলাপের,
প্রতিটি নির্মম চাবুকের।
নইলে পুড়িয়ে দেব জমিদারীর দেবালয়, দেবতা,
সাজব নকশাল হাতে নিয়ে রাইফেল।
তখন চোখ বুজে ক্রিতদাসের মাথার নামে তুলে দিও
শত সোনার মুদ্রা ইনাম।
সময় - ২২ শে আগষ্ট, ২০১৫
হলুদের রাজতরু
হলুদ
হলুদ জন
হলুদের মন
হলুদে ময়দান
হলুদের হাততালি
হলুদের হাটে বনমালী
হলুদে মাইক, হলুদ বাঁশি
হলুদ ক্যামেরা, হলদে হাসি,
হলদে পরীর পুলকিত শীৎকার
হলুদ জোকসে, হলুদের নেশা চুমি,
হলুদের জোয়ার, হলুদের প্লাবনভূমি।
হলুদের টাকা, হলুদের গাড়ি, হলুদে ঘর
হলুদের আস্তাবলে তাগড়া চাবুক, শীর্ণ কর,
ময়ূরাক্ষীর ছিন্ন পেখম,নগ্ন বদন, হলুদে আগুন।
হলদে উল্লাসে আজ এলিটার হলদে যৌবন ফাগুন।
কাল- ৫ ফেব্রুয়ারি, ২০১৬
বালুকণার চিঠি
কবি,
জানো কি? সাগরের বালুকাবেলায়
পড়ে থাকা মন্দ্রিত বালুকার মত,
এ বুকেও কিছু ইতিহাস আছে-
আছে কিছু ভৌগোলিক মানচিত্র ব্যথা,
কিছু পোড়খাওয়া সমুদ্র-নদী মোহনায়
উপমহাদেশীয় সমুদ্র অবগাহন গাঁথা।
এই যে জলের আখরে লেখা কবিতা,
তারও আছে কিছু কথা, গোপনে!
কালের গর্ভে লেখা পবিত্র
শীকরের বলিষ্ঠ কণ্ঠ ছেয়ে,
এই অক্ষর নক্ষত্রাদির ছায়াপথ দূর,
এই যে কাগজে ঝরছে কলমের কান্না,
কান পেতে শোন, তারও আছে
কিছু বোধগম্য গান, কবিতা, সুর!
প্রসন্ন বিকেলের আলো-ছায়া ভীড়ে-
সূদুরিয়ার প্রাচীন রাজ্যের রাজেশ্বরী,
বিশুদ্ধতম ভালবাসার ঘ্রাণ নিতে গিয়ে
ধেয়ে চলা ঝর্ণাধারার কুলুকুলু উচ্ছ্বাস,
এই বুকের মানচিত্র বেয়ে
তারও শুনেছি কিছু পাতাঝড়া নিঃশ্বাস!
এমনি,আরও কিছু কথা কবি,
এমনি হয়, যা বলা হয় না,
সে কথা সাগরের ঢেউতোলা বাতাসের
অব্যক্ত হাহাকার, কাঁদে বরুণানীর নির্জনতায়!
দিগন্তজয়ী গাঙচিলের ডানায় সোনাদিয়া
রৌদ্রতেজ, কস্তূরীর ভুরভুরে গন্ধ ভরা
সুরম্য নগরে, সে কথা বলা হয় না।
তবে বালুবেলার সমস্ত দিগন্তবৃত্ত খুঁজে,
নুনে মাখা বেনামি বালুকার বুকে
এঁকে দেওয়া যায় জাতিস্মর রাতের
ভুল কবিতায় আবছায়া ছবি।
এমনি আরও কিছু কথা কবি,
এমনি হয়, যা বলা হয় না!
তুমি যদি পার মেখে দিও সে সবি,
তোমার মায়াবী কবিতার চাদরে,
গাঢ় লাল কিংবা প্রখর সোনালি আখরে।
সময়- ২৭ সেপ্টেম্বর, ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৬
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লিখেছেন। আশা করি ভালই আছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি!
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২
চাঁদগাজী বলেছেন:
১মটা ভালো লেগেছে
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
পুরনো কবিতা, নস্টালজিক হয়ে গেলাম। তাই আবার ব্লগে দেওয়া। আপনার ভাল লাগায় অভিভূত হ'লাম।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪
কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা ভালো লেগেছে +
বালুকনার চিঠি একটু বেশি ভালো লাগা রইল,কবি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
আমার মনে হয় আপনি আগে এই ত্রয়ী পড়েন নি। কবিতাগুলো রিপোষ্ট করে ভালই হল। কবিতার অনুভবে আপনার প্রতি প্রীতি ও ভালবাসা রইল! বালুকনার চিঠি আমারো অনেক প্রিয়।
ভাল থাকুন নিরন্তর....
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: হলুদের রাজতরু+++
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর....
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তিনটি কবিতাই আমাকে মুগ্ধ করেছে, প্রতিটি কবিতার কথামালা যেন ভাবনায় ভাসালো কল্পনার আকাশে।
আমার কাছে তিন নং কবিতা বেশি ভালো লাগলো। কবির প্রতি রেখে দেয়া কথাগুলো হৃদয় ছোঁয়ে গেল।
শুভকামনা রইল প্রিয় কবিবর
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১০
ভ্রমরের ডানা বলেছেন:
শুভেচ্ছা সুপ্রিয় নাঈম নয়ন! আপনার নিকট তিনটি কবিতাই ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল। তিনটি কবিতাই আমার ভীষণ প্রিয়। তাই আপনার সাথে মিলে গেল হয়ত....
আর বালুকনার চিঠি আমার অত্যন্ত প্রিয়... বলতে পারেন মুখস্ত অনর্গল...
কাব্যানুভবে প্রীতি ও ভালবাসা রইল! ভাল থাকুন নিরন্তর......
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উপস্থাপনে বলা কথাগুলোতে ভালো লাগা রইল প্রিয় কবি
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
সোজা বলতে ভাল লাগে। নিজের বিশ্লেষণে নিজেকে ছাড় দিতে চাইনা। উপস্থাপন উদ্দেশহীন নয় বরং তা যথেষ্ট বিশ্লেষণের। আপনার অনুভবটুকুর জন্য অশেষ ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর....
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন:
পিরামিডের মত লেখার স্টাইল ‘‘হলুদের রাজতর ‘’ ভালো লেগেছে +++
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
পিরামিডে বসে একদা লিখেছিলাম.... পিরামিডের পাশে রাজকীয় হলুদের গাছ দেখে নাম দিলাম হলুদের রাজতরু.... হা হা.....হা...
কবিতার অনুভবে শুভেচ্ছা রইল! ভাল থাকুন!
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৬
বিলিয়ার রহমান বলেছেন: ক্রীতদাস ফিরে এসেছে,
কবিতাটি আগেও পড়েছিলাম! অসাধারন একটা কবিতা!
হলুদের রাজতরু ,বালুকনার চিঠি এদুটো কবিতাও বেশ!
সুন্দর কবিতা ত্রয়ীর জন্য কবিকে শুভেচ্ছা!
পোস্টে ++
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
লেখাগুলো পুরনো! আপনি পড়ে মনে রেখেছেন এতে আপনার স্মৃতির প্রখরত্বের প্রশংসা করতেই হয়। অনন্ত শুভেচ্ছা কবি বিলি! ব্লগে পুনরায় আপনাকে পেয়ে বেশ খুশি হ'লাম! ভাল থাকুন নিরন্তর.....
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জানি না, জানার আগ্রহ তাই একটু বেয়াদবির প্রয়াস। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
উষর (ঊষর)? হলুদ বাশি (বাঁশি)? বালুকনা (বালুকণা)? ঝড়ছে (ঝরছে)? সূদুরিয়ার (বুঝতে পারিনি), ঘ্রান (ঘ্রাণ)? কুলুকুলু (কুলকুল)? পাতাঝড়া (পাতাঝরা)? বরুণানীর (বুঝতে পারিনি)।
ধন্যবাদ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক আগের লেখা। বানান নিয়ে তখন হয়ত সচেতন ছিলাম না। তবে আপনি উপকার করেছেন। সে জন্য কৃতজ্ঞতা। ভাল থাকুন নিরন্তর...
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪০
রাজসোহান বলেছেন: বালুকনা ভালো লেগেছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ রাজসোহান.... কবিতা পড়েছেন এতেই খুশি! ভাল থাকুন সবসময়...
১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১০
জাহিদ অনিক বলেছেন: এই যে জলের আখরে লেখা কবিতা,
তারও আছে কিছু কথা, গোপনে! - নিশ্চয়ই আছে গোপন কথা। আমি তীব্রভাবে বিশ্বাস করি জলের আখরে লেখার কবিতারও অনেক অনেক গোপন কথা আছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি অনুভব করেছেন। আমি জানি! ধন্যবাদ কবি! অনন্ত শুভেচ্ছা!
১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
সুমন কর বলেছেন: প্রথম ২টি বেশি ভালো লাগল।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সুমন ভাই। আপনি এক অনন্ত অনুপ্রেরণা......
১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা সবকয়টি ভাল লেগেছে তবে দৃষ্টিনন্দন লাগল ২ নং টি। ভাল থাকবেন সবসময় কবি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে প্রীতি ও ভালবাসা জানবেন! ভাল থাকুন নিরন্তর.........
১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১১
অর্ক বলেছেন: চমৎকার! প্রথমটা সবচেয়ে ভালো লাগলো। শুভকামনা ভরপুর। লিখে চলুন অবিরাম।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার জন্য অশেষ শুভকামনা.... ভাল থাকুন, শুভেচ্ছা নিরবধি....
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো লাগলো!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে অনন্ত শুভেচ্ছা!!! শুভকামনা!!
১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৮
উম্মে সায়মা বলেছেন: তিনটি কবিতাই ভালো লাগল। ১ আর ৩ মনে হয় আগেও পড়েছিলাম। শুভকামনা ডানা ভাই.....
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০২
ভ্রমরের ডানা বলেছেন:
জ্বী, পুরনো কবিতা তাই শেয়ার করেছি। আপনি পড়ে যে মনে রেখেছেন তাতেই ধন্য হ'লাম। এই ক্ষুদ্র লেখকের লেখার পাঠে ও অনুভবে আপনাকে অশেষ ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর.....
১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতায় অনেক ভাললাগা। আপনি কবিতা সব সময়ই ভাল লেখেন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার মুল্যবান মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। আপনাদের অনুপ্রেরণায়য় পথ চলি। এভাবে নিঃস্বার্থ ভালবাসা দেবার জন্য ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই....
১৮| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫২
শিখা রহমান বলেছেন: "তুমি যদি পার মেখে দিও সে সবি,
তোমার মায়াবী কবিতার চাদরে,
গাঢ় লাল কিংবা প্রখর সোনালি আখরে। "
হুউউউ......সে যে আপনি পারেন তা নিয়ে আমার কোন দ্বিধা নেই। আপনার মায়াবী কবিতার জালে ধরা পড়তেই হয়। "বালুকণার চিঠি" ভালো লেগেছে।
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২২
ভ্রমরের ডানা বলেছেন:
তাই বুঝি! কবিতা গুলো মায়াবী বলে যে প্রশংসা করে গেলেন তাতে আমিও ধরা দিতে প্রস্তুত! এতো সুন্দর করে প্রশংসা করলে কি আর করব বলুন!
অনন্ত অগ্নিসূচি রাধাচূড়ার শুভেচ্ছা রইল!
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪
সনেট কবি বলেছেন:
হলুদের সমারোহ
হলুদে হলুদে ভরা সর্ষের জমিন
হলুদে ভরেছে মন পরিপক্ক রূপে
হলুদ শাড়ীতে সেথা নৃত্য বালিকার
হলুদের দৃশ্য চোখে ভাসে অনিবার।
হলুদ খবরে সব উলট পালট
হলুদের হাততালি হলুদ দৃষ্টিতে
হলুদ তামাসা দেখি হলুদ নয়নে
হলুদ পাতারা সব ঝরে ঝরে পড়ে।
হলুদ খড়েতে গড়ে কুড়ের ঘরেতে
হলুদ জীবন চলে কুঁড়ের মতন
হলুদ পাখির ডাক বিষলাগে কানে।
হলুদ বিশ্বাস গুলো বিবর্ণ ভীষণ
হলুদ হতাশা আনে ব্যর্থ এ জীবনে
হলুদ সমাপ্তি টানি বিদায় বেলায়।