![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জল
কাট্টলি পারে এখন মৃদু পবনবেগ~
ঝিরিঝিরি নারকেল পাতা,
নির্জন রাতে জোছনা ফুল; ফাঁকফোকরে
অভিসারে ডাহুকপাখির দল~
নীরবে নামে
বুকের পাঁজরা বেয়ে বিশুদ্ধ প্লাবন ঢল...
আহ, ধেয়ে আসে... জল..
শান্ত মন উতল...
প্রতীক্ষা
জলের মত রঙ তবু জল সে নয়
জলের মতই ঢঙ তবু কিছু বাকি রয়..
জলের মত যতকিছু বহতা নদী যত
ভালবাসায় ডুবেছি তোর অকুণ্ঠমন তত..
তোর জন্যে যতনে রাখি ঝাউবনের ফাগুন
দক্ষিনে লাল সূর্য আজো সুপ্ত মনের আগুন...
জ্বলে আজো প্রেম তিয়াসা কাম রাঙা হয়ে
সমুদ্রে তোর ফেনিল প্রলয় জলদ কণা ছুঁয়ে!
রেখেছি সবি বুকের মধ্যে মেখে
আসবি কখন বলবি আমায় ডেকে
ডুবেছি তোর জলসমুদ্রে যত
বয়ে গেছি বহতা নদীর মত..
জলদেবী
আজ আর মিছেমিছি কবিতার পাতায়
নেমে আসা নয় জলদেবী ~
নয় আর স্বপন ~
কখনো আমায় রাখিস অলিন্দ নিলয় খোপে~
তোর গাঢ়া কোমল ঠোঁটে ~
আমি সুধা হব তখন!
.
.
..
..
..
সর্বস্বত্ব সংরক্ষিত
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২২
ভ্রমরের ডানা বলেছেন:
চাঁদগাজী ভাই আপনি বিচক্ষণ মানুষ.... কর্ণফুলীর ভাটির চাঁদ আর কাট্টলি চাঁদে কি পার্থক্য আছে? তাই ছায়ার পার্থক্য থাকবে কেন। সব একই....
ফারাক শুধু চোখে... তবে আমার চোখে এমনি কবিতায় যেমন...
এই মাঝরাতের চন্দ্রিমায় একটা মধুক্ষণ এখন এখানে নেমেছে। অদ্ভুত নিরবতার মাঝে সমুদ্র গর্জন... বেদনাহত সমুদ্র গর্জন...
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় +
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
প্লাস.... ভাল লাগায় বুঝলাম কবিতা পছন্দ করেছেন। ধন্যবাদ কবি। অনুভবে শুভেচ্ছা!
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৭
জাহিদ অনিক বলেছেন: কখনো কাট্টলি গেলে আপনার এই কবিতাটা মনে পড়বে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১১
ভ্রমরের ডানা বলেছেন:
ভ্রমণ করুন... অনুভব প্রসারিত হবেই... সমুদ্র যেদিকে সেদিকেই জলের কথা জলের কাব্য.... খুঁজে নিন কবি....
আপনার জল, আপনার সমুদ্র....
অনন্ত শুভেচ্ছা...
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আমি সুধা হবো তখন ।+
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে ধন্যবাদ সেলিম ভাই! অনন্ত শুভেচ্ছা রইল.....
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি মধুকর হয়ে পিয়ে নেব সে সুধা
হা হা হা
+++++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার উদ্দেশ্য খারাপ না.... ভিগু ভাই। আপনি যেটা বোঝাতে চেয়েছেন তা বুঝি নাই!
ভ্রমরের ডানা থেকে সুধা নেবেন না তো কোথা থেকে নেবেন....
অনন্ত শুভেচ্ছা!!!
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০১
শাহেদ খান বলেছেন: ভাল লাগলো, স্নিগ্ধতা এবং মগ্নতার আবেশ।
কয়েকটা শব্দ: ১২তম লাইনে 'অকুণ্ঠমন মন' হবে কি? জানতে চাচ্ছি 'মন' দুইবার লিখতে চেয়েছেন কিনা।
'গাঢ়া কোমল ঠোঁট' তো 'গাঢ় কোমল' বুঝিয়েছেন, তাই না?
সুন্দর লেখা। অনেক শুভকামনা, কবি!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার অনুভবনীয় মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। আর হ্যা ভুলটা ধরিয়ে দেবার জন্য কৃতজ্ঞতা.... জ্বী ঠিক ধরেছেন!
আপনার প্রশংসায়য় উচ্ছাসিত হ'লাম। আপনার জন্য অশে শুভকামনা! ভাল থাকুন নিরন্তর........
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩
সনেট কবি বলেছেন:
কবি ভ্রমরের ডানার ‘জল’ কবিতার ভাব সম্প্রসারণ-
রাতের মৌনতা ভেদে পবনের
দোলা চলে ঝিরিঝিরি নারকেল পাতা,
জোছনা ফুলের দলে ফাঁকফোকরের
মাঝে অভিসারে নামে ডাহুকের দল।
তখন নিরবে নামে বুকের পাঁজরে
বিশুদ্ধ প্লাবন ঢল, তর তর বেগে
তারা ছুটে চলে যেন বাঁধ ভাঙ্গা ঢেউ
দেখেনা যা কেউ জলে, শান্ত মন উতলা।
নিরব প্রকৃতি জাগে একলা আঁধারে
হাতড়ে ফিরে গহিনে সাগরে অরন্যে
না পেয়ে রোদন জলে হাহাকার মন।
এখানে জলের কাব্যে বিরহের স্রোত
বয়েচলে, আশাহত কামনারা ক্লান্ত
সব সুন্দর জলের তরঙ্গে হারায়।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
আপনাকে ধন্যবাদ কবি! আপনার মুক্তছন্দ সনেট টি বেশ ভাল হয়েছে।
নিরব প্রকৃতি জাগে একলা আঁধারে
হাতড়ে ফিরে গহিনে সাগরে অরন্যে - পারফেক্ট ব্যবচ্ছেদ...
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১
সনেট কবি বলেছেন: প্রথম পদের শেষ শব্দ ‘মৃদু’ বাদ পড়েছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
বুঝেছি... ব্যাপার না...
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সুমন ভাই। অনন্ত শুভেচ্ছা!
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার কাব্য! আহারে! বহুদিন প্রকৃতির সান্নিধ্যে যাওয়া হয় নি!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
সাউধ ভাই, অনুপ্রাণিত করে গেলেন। প্রকৃতির কাছে কবিতা পড়ে যেতে চেয়েছেন এটা আমার কাছে অনেক বড় পাওয়া....
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
এফ.কে আশিক বলেছেন: দারুন লিখেছেন
কবিতায় ভাল লাগা.......+++
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লাগায় আপ্লুত হলাম..... অনন্ত শুভেচ্ছা রইল...
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩
কথাকথিকেথিকথন বলেছেন:
জল নিয়ে আমারও একটা শিহরণ প্রসুত লেখা আছে । অনেক আগে লিখে ছিলাম, 'জলে গড়া প্রেম' । আপনার জলকাব্য পড়লে আমার সেই লেখার কথা মনে পড়ে শুধু !!
জলে জলে জল গড়ে, জলের মাঝে না থেকেও জলের অনুভব আমাকে ঘিরে রাখে সকাল বিকাল রাত্র ! হে জল তুমি কী আমার হৃদয়ের চিঠি পাও ? তোমার প্রতিউত্তরের অপেক্ষায় আমার প্রহর কেটে যায় তোমার ভাবনায় । তুমি কী ভাল আছো ?
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার হৃদয়ের জলকাব্য কণা গড়িয়ে কত কবিতার পাতায় সমুদ্র মহা সমুদ্র এঁকেছে তা দেখি প্রতিটি লেখায়... জলে গড়া প্রেম পড়েছিলাম। সেটি আবারো খুঁজে আস্বাদন করলাম... আপনার কাব্যটি অসাধারণ...
এ জগতের ইতিহাস আমার জানা নেই, জলের গহীনে জলই যেন হেরে গেল ! জল দিয়ে গড়া অনন্য এক অনুভব, আছে জল দিয়ে বানানো পর্বত, আকাশ, অরণ্য, বিস্তর জমিন, ঘর, পাখি, ফুল... প্রতি পরতে পরতে জলের অঙ্কিত ছোঁয়া, যেন স্পর্শেই যাবে গলে । লাইন গুলো পড়লেই শিহরণ জাগে... মনে হয় ভেসে যাই...
আবেগ, অনুভূতির এই সমুদ্রে আপনি বলেছেন-
অনুভবে অনুভবে.. ঝঙ্কার তুলে যাচ্ছে ভালোবাসার আগ্রাসী ঢেউ, যেন প্রিয়তম সমুদ্র হয়ে গেছে আমার ! আমি ভেসে ভেসে যাচ্ছি প্রাসাদের দিকে, প্রাসাদের দরজা খুলে গেল । মনের অজান্তে নিরলস চক্ষুদ্বয়ের পাতা গেল পড়ে , হয়তো সহ্য করতে পারবো না প্রিয়তমের সৌন্দর্যের প্রেম ! হৃদয়ের নয়ন মেলে আমি গোলাপ আকৃতির হৃদয়টাকে এগিয়ে দিয়ে বলছি- প্রিয় সমুদ্র, তুমি কী আমায় প্রেম দিবে ?
জানি না কি শব্দে আমার অনুভব প্রকাশ করব.. আপনার সমুদ্র জলে নিজের প্রতিবিম্ব দেখছি... আর আপনার মত আমিও বলছি-
জলে জলে জল গড়ে, জলের মাঝে না থেকেও জলের অনুভব আমাকে ঘিরে রাখে সকাল বিকাল রাত্র ! হে জল তুমি কী আমার হৃদয়ের চিঠি পাও ? তোমার প্রতিউত্তরের অপেক্ষায় আমার প্রহর কেটে যায় তোমার ভাবনায় । তুমি কী ভাল আছো ?
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লাগলো +++
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১০
ভ্রমরের ডানা বলেছেন:
কাব্যানুভবে ধন্যবাদ ধ্রুবক আলো.... অনন্ত শুভেচ্ছা রইল...
#ব্লগে অনেক দিন পরে এলেন... আপনাকে পেয়ে খুব ভাল লাগছে!
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫
নীলপরি বলেছেন: প্রত্যেকটাই স্বপ্নিল আবেশে আচ্ছন্ন । খুব ভালো লাগলো । ++++
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৮
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে কৃতজ্ঞতা নীলপরি....মন্তব্যে অনুপ্রাণিত করেছেন। ভীষণ ভাল লাগছে। সত্যি যা লিখছি তাতে আপনার উৎসাহ যত বলি তত কম পড়বে....
ভাল থাকুন সবসময় সবখানেই... অনন্ত শুভেচ্ছা.....
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২৩
মলাসইলমুইনা বলেছেন: আপনি যা বলতে চেয়েছেন ঠিক সেই ভাবে হয়তো বুঝিনি সব জায়গায় | তবে আপনার কবিতা আমি আমার মতো করে ভেবে নিয়েছি কিছু জায়গায় | সেটা কবিতার ভালোলাগাটা কাময়নি | তিনটা কবিতার মধ্যে "জল" বেশি ভালো লেগেছে | অন্য দুটোও সুন্দর |
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০২
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় আপনার মুল্যবান অনুভব রাখার জন্য ধন্যবাদ। কবিতায় কিছু জায়গায় পাঠকের চিন্তার দুয়ার উম্মুক্ত রাখা হয়েছে... জলকাব্যের এটাই বৈশিষ্ট্য...
কারো মনে সবুজ রইলে.. জলকাব্যে জলের আবেশ ঠিকি চলে আসে... বিষয়টা ধ্রুবক... কবিতার বিচার সবার নিকট এক নয়...
অনন্ত শুভেচ্ছা... আপনার মন্তব্য ভীষণ অনুপ্রাণিত করে গেল... ভাল থাকুন সবসময়...
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৪
মাহবুবুল আজাদ বলেছেন: সব গুলোই অনেক অনেক সুন্দর
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১২
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবের জন্য ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর.....
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০২
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: সবগুলিই সুন্দর।
মাঝেরটা বেশী ভালোলেগেছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও অনুভবনীয় মন্তব্যে আপনাকে অশেষ ধন্যবাদ... ভাল থাকুন নিরন্তর...
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩
বর্ষন হোমস বলেছেন:
পড়ে ভাল লাগলো!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ মি. হোমস! অনুপ্রাণিত করে গেলেন! অনন্ত শুভেচ্ছা জানবেন.......
১৯| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১
শিখা রহমান বলেছেন: "জলের মত রঙ তবু জল সে নয়
জলের মতই ঢঙ তবু কিছু বাকি রয়.." কি সুন্দর কথাগুলো!!
পড়ার সময়ে জলের রিনিঝিনি বয়ে চলার শব্দ শোনা যায়। কিভাবে এমন করে লেখেন বলুনতো? খুব খুব সুন্দর!!
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
জ্বী এমন লেখি আপনাদের অনুপ্রেরণায়... আপনি যেভাবে এ কবিতায় আপনার অনুভব প্রকাশ করেছেন তাতে এমন কবিতা লেখার ইচ্ছে আরো বাড়বে। আর এভাবেই আপনার অনুপ্রেরণা আমার পরবর্তী কাব্যমালা গেঁথে নিতে সাহায্য করবে!
এই সুন্দর মন্তব্যের জন্য আপনার প্রতি রইল একঝাক ড্যাফোডিলের শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৪
চাঁদগাজী বলেছেন:
মাঝরাতে, কর্ণফুলির ভাটির সময়, চাঁদের আলোর প্রতিচ্ছায়া দেখেছি এপার ওপার বিলম্বিত; কাট্টলীতেও কি ঐ রকম ছায়া পড়ে?