![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত নামে এই শহর জুড়ে..
বুকপকেটের নিচে বায়োলজিক্যাল যন্ত্রে ধরা পড়ে
প্রথমত, কিছু মুখ মুখোশ; দর্পণে চেনা কিছু বিম্ব..
দ্বিতীয়ত, সামাজিক কিছু জীবের মুখে হায়েনার মন্ডু...
তৃতীয়ত, বাঘের বিমুগ্ধ চোখে হরিণ লালসা..
তাই বলা যায়__
জন্তুর হিংস্র চোখেও আমাদের অধিকার ক্রমশ বাড়ছে ...
কোন বিস্ময় নয় বরং সজ্ঞানে
স্বপ্নঘোর, জলরাত্রির গহীনে ডুবতে থাকি...
আমি ও আমরা..
এলোমেলো রাস্তা আর ভূতগ্রস্ত এলোমেলো মনে
আমাদের অস্তিত্ব থেকে প্রতিনিয়ত আমরা
বিচ্ছিন্ন হই সহস্র নটিক্যাল..
আর ঘুমন্ত দ্বীপের আড়ালে দেখি
কৃষাণীর সোনাবুক জুড়ে
কারা যেন আঁকবেই
কিসব পিদিম নক্ষত্রাদি
তারপরও, কুয়াশার ভেতর তার স্বপ্নদু’চোখ
পড়েই থাকে বর্ষাহীন মেঘের মতন..
না সে কাঁদেনি...
যেভাবে নাকফুল খসে গেলে কাঁদে বনলতা..
আমরা সভ্য, আমাদের সভ্যতা থেমে থাকে না....
অলিন্দ নিলয়ে বসে উৎপল সুখে বোনে বাহারিয়া চাঁদ
ভিজিয়ে দিতে কৃষাণীর সবুজের ফুলশয্যা.....
কি সব আবেগি চুম্বন মন্থনে ব্যতিব্যস্ততা ...
এসো সভ্য স্বর্গে বশীভূত হই সভ্যতাভিমানী ...
এসো....
ফুসফুসে কিছু সভ্যতা বুনি...
বুকপকেটে রাখি সভ্য চুরুট...
সর্বস্বত্ব সংরক্ষিত
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২০
ভ্রমরের ডানা বলেছেন:
প্রথম অনুভবে শুভেচ্ছা.... তবে অনুভব কি রকম সেটা পরিষ্কার জানতে পারলে ভাল হত... লাইক দেওয়ার জন্য ধন্যবাদ তবে আমি বলব খারাপ লাগলে লাইক দিবেন না....
স্ট্রেইট কার্ট বলে দিবেন.... আরো বেশি খুশি হব....
ভাল থাকুন নিরন্তর ওমেরা....
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৯
কথাকথিকেথিকথন বলেছেন:
একটি অসমাজ নিয়ে একটি সামাজিক কবিতা । ব্যবচ্ছেদটা ভালো লেগেছে । সেই কবে শুনেছি, ইতিহাস হয়েছে বেশ পুরনো- সভ্যতার জয়গান ! অথচ এখনো কোলাহলে, নীভৃতে দেখি তার পরাজয় ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার পারফেক্ট ব্যবচ্ছেদ কথাকেথি.. ছাড়া আর কেই বা দেবে... আপনি একটি কাব্য ই সি জি... প্রতিটি লাব ডাব বোঝেন...
ইস....... আপনার মত যদি পারতাম....
পারফেক্ট ব্যবচ্ছেদে অশেষ ধন্যবাদ! অনন্ত শুভেচ্ছা রইল সুপ্রিয় কবি.....
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ
সভ্যতার জয় হোক
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
নাঈম ভাই, কবিতা পাঠে ও মন্তব্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই! ভাল থাকুন নিরন্তর....
শুভকামনা সবসময়.......
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
আজকালকার কবিতাগুলো পড়ার পর, কোথায় যেন হারিয়ে যায়
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক কিছুই হারিয়ে গেছে। কবিতা খুবই সামান্য জিনিস.....
এর দায় কেউ এড়াতে পারে না..... আমিও না আপ্নিও না....
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৫
জাহিদ অনিক বলেছেন: ও বাবা !!!
কি কঠিন ! কি কঠিন কবিতা !!
ইয়ে একটা সভ্য চুরুট হবে ???
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
কি হইল ভাই.... কঠিন তবে অত কঠিন না তো... শেষে একটু ব্যঙ্গ করেছি... কাজকালের চুরুট সভ্য হয় না কখনো... অসভ্যতাই সভ্যতা হল আজ...
ফেবু, ইন্সট্রাগ্রাম, টুইটার তো আছেই.. আর কোন সভ্য চুরুট এই মুহূর্তে নেই। সাহারা না সারাহ কি নাকি একটা আসছে... সভ্য চুরুট....
খেয়ে দেখতে খারাপ লাগবে না....
অনুভবে আন্তরিক ধন্যবাদ কবি অনিক...
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
ভ্রমরের ডানা বলেছেন:
অনুপ্রাণিত হ'লাম সুমন ভাই.... কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ!
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৫
অর্ক বলেছেন: দারুণ! সত্যি আপনার শব্দ চয়ন অনেক সমৃদ্ধ! কবিতায় অনেক ভালোলাগা। শুভকামনা অন্তহীন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার প্রশংসা পেয়ে উচ্ছাসিত হ'লাম। আমি চেষ্টা করেছি কিছু আধুনিক শব্দ জুড়ে লেখতে.... আপনার ভাল লাগায় লেখাটি সমৃদ্ধ হল। অনুভবে অশেষ ধন্যবাদ..... ভাল থাকুন সব সময়.... নিরন্তর শুভকামনা.....
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: প্রথমত, কিছু মুখ মুখোশ দর্পণে চেনা কিছু বিম্ব..
দ্বিতীয়ত, সামাজিক কিছু জীবের মুখে হায়েনার মন্ডু...
তৃতীয়ত, বাঘের বিমুগ্ধ চোখে হরিণ লালসা..
এ প্রাপ্তি বা কম কিসের। ভালো লিখেছেন।
হে ঐশ্বর্যবান,
তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান--
গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।...........
শেষের কবিতা ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
শেষের কবিতার ডায়ালগ বুঝিলাম কিন্তু আপনার একটা কবিতা কই জানি নাই হয়ে গেল.... ভাল মত পড়তেই পারলাম না....
ভাল লাগার জন্য ধন্যবাদ কবি সাহেব...
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: এসো সভ্য স্বর্গে বশীভূত হই সভ্যতাভিমানী ...
এসো....
ফুসফুসে কিছু সভ্যতা বুনি...
বুকপকেটে রাখি সভ্য চুরুট..
দারুন আহবান... ভালো লাগলো।
এখানে সভ্য চুরুট বলতে কি বলপেন-কে বুঝানো হয়েছে?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ প্রিয় কবি ভাই, সভ্য চুরুট এখানে বিদ্রুপ অর্থে কিছু সভ্য জিনিসের কথা বুঝিয়েছে.... এর থেকে বিস্তারিত বলা যাচ্ছে না... তবে কলম নয়...
আর আহব্বানটাও ব্যঙ্গ....
এই নষ্ট সমাজে কেউ যেন না আসে..... কবিতায় স্যাটায়ার আছে.....
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা।
ধন্যবাদ কবি।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
সুন্দর অনুভবে শুভেচ্ছা! ভাল থাকুন নিরবধি...
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪
নাগরিক কবি বলেছেন: বেশ বেশ.. +
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে ধন্যবাদ নাগরিক কবি! শুভেচ্ছা অফুরান...
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিচিত্র অনুভব।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১১
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার মুল্যবান অনুভবের জন্য অশেষ ধন্যবাদ... ভাল থাকুন নিরন্তর...
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই! ভাল থাকুন নিরন্তর....
১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
ধ্রুবক আলো বলেছেন: সভ্যতার চুরুট, খুব সুন্দর লিখেছেন ভাই +++
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
ধ্রুবক ভাই কবিতার অনুভবে অশেষ শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর...
১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৮
হুয়ায়ুন কবির বলেছেন: "এসো সভ্য স্বর্গে বশীভূত হই সভ্যতাভিমানী ...
এসো....
ফুসফুসে কিছু সভ্যতা বুনি...
বুকপকেটে রাখি সভ্য চুরুট... "
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
পাঠে ও অনুভবে প্রীতি ও শুভেচ্ছা রইল!
১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
ফাহমিদা বারী বলেছেন: বেশ আধুনিক কবিতা। কবিতা সামান্যই বুঝি, যদিও আগে মাঝেমাঝে লিখতাম।
এই কবিতাটি মনে হচ্ছে বুঝতে পেরেছি।আধুনিক সভ্যতাকে কিছুটা ব্যঙ্গ ছুঁড়ে দিয়েছেন। আর শাশ্বত মূল্যবোধের অভাব অনুভব করেছেন। তাই তো বুঝলাম।
ঠিক বুঝলাম তো!
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
ঠিক ধরেছেন। ব্যঙ্গ ছুড়ে দিয়ে ভাল লাগছে। মূল্যবোধের মুল্যায়ন এই আধুনিক সভ্যতা কেড়ে নিয়েছে। মেকি সভ্যতায় গ্রাস করেছে সকল মানবিকবোধ... প্রতিনিয়ত দাস হতে হয় এই অদ্ভুত জীবনের.... এ কি বুকে গেঁথেছি আমরা.. এ কোন সভ্য চুরুট?
অনুভবে শুভেচ্ছা সুপ্রিয় লেখক... অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্য পেয়ে....
১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবনীয় মন্তব্যে অনুপ্রাণিত করেছেন। অনন্ত শুভেচ্ছা রইল। ভাল থাকুন সবসময়.....
১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
সভ্যতার কোমর ব্যথা নিয়ে ডানা ঝাপটে গেছে এক ভ্রমর, কবিতায় ।
কবির ভাবনা বিলাস পেরিয়ে গেছে সহস্র নটিক্যাল মাইল ।
তবে, বুক পকেটে সভ্য চুরুট রেখে দিলে তা বুকের জমিনটা পুড়িয়ে ফেলতে পারে অসভ্যের মতো। আর চুরুট যদি নেভানো হয় তবে একটু নত হলেই কিন্তু সভ্যতা সহ পড়ে যেতে পারে পকেট থেকে !
বরং ফুসফুসে কিছু সভ্যতা বোনা ভালো । কিছু জন্মালেও জন্মাতে পারে !
একটু জটিল মনে হলো কবিতাটি ।
০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০
ভ্রমরের ডানা বলেছেন:
ভাবনা বিলাস পেরিয়ে গেছে সহস্র নটিক্যাল মাইল । - কখন যে কি হলো জানি না...
আপনার মন্তব্যটি খুব ভাল লাগল!
তবে, বুক পকেটে সভ্য চুরুট রেখে দিলে তা বুকের জমিনটা পুড়িয়ে ফেলতে পারে অসভ্যের মতো। আর চুরুট যদি নেভানো হয় তবে একটু নত হলেই কিন্তু সভ্যতা সহ পড়ে যেতে পারে পকেট থেকে !
বরং ফুসফুসে কিছু সভ্যতা বোনা ভালো । কিছু জন্মালেও জন্মাতে পারে ! ঠিক বলেছেন। পুরোপুরি একমত!
আর কবিতাটি অবশ্যই একটু নয়, অনেক জটিল... আপনি বড় মাপের কবি, লেখক ( আমার তাই মনে হয়) তাই আপনার কাছে একটু জটিল... হা হা হা..
কাব্যানুভবে অশেষ ধন্যবাদ সুপ্রিয় লেখক! কবিতায় আপনার উপস্থিতি ও দারুণ মন্তব্যে বরাবরের মতই অনুপ্রাণিত হ'লাম... ভাল থাকুন নিরন্তর...
১৯| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫
শাহেদ খান বলেছেন: "জন্তুর হিংস্র চোখেও আমাদের অধিকার ক্রমশ বাড়ছে ..." -- অসাধারণ!
"এলোমেলো রাস্তা আর ভূতগ্রস্ত এলোমেলো মনে
আমাদের অস্তিত্ব থেকে প্রতিনিয়ত আমরা
বিচ্ছিন্ন হই সহস্র নটিক্যাল..
আর ঘুমন্ত দ্বীপের আড়ালে দেখি
কৃষাণীর সোনাবুক জুড়ে
কারা যেন আঁকবেই
কিসব পিদিম নক্ষত্রাদি
তারপরও, কুয়াশার ভেতর তার স্বপ্নদু’চোখ
পড়েই থাকে বর্ষাহীন মেঘের মতন..
না সে কাঁদেনি...
যেভাবে নাকফুল খসে গেলে কাঁদে বনলতা.."
মনে হচ্ছে কোনও এক ঘোরের মাঝে আবিষ্ট হয়ে অনর্গল লিখে গেছেন, পুরোটা সময় হয়ত এই মাটির পৃথিবীতেও ছিলেন না লেখার সময়! খুব দারুণ!
লেখায় অনেক শুভকামনা জানবেন। এবং আমি নিয়মিত পাঠক হব, কথা দিচ্ছি এবং রাখতে সর্বোচ্চ চেষ্টা করব (ব্লগে আমার অনিয়মিত হয়ে যাওয়ার রেকর্ড খুবই ভাল, তাই এমনটা বলে রাখলাম)।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে শুভেচ্ছা! কবিতাটি একবারেই লেখা.. বেশি সময় দিতে পারিনি। নিয়মিত হন, সেই কামনা করি! কবিতার আপনার মুল্যবান মন্তব্যে পেয়ে প্রীত হলাম। ভাল থাকুন নিরন্তর..
অনেক অনেক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৬
ওমেরা বলেছেন: কিরকম জানি লাগছে তবু একটা লাইক দিয়েছি ।