নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই জলের মোহনায় পুনরায় মিতালি হয়ে গেলে
ঝরে যাব নিঝুম সন্ধ্যাতারায়.. নক্ষত্র আমার উল্লাস মেঘ..
রাতের জোনাকের গায়ে এলাচি বৃক্ষের চক্ষেরপুতলি
হরিনীর পত্রালি দূত হয়ে উড়ে যাবে দক্ষিণা হাওয়ায়..
শুকনো পাতাঝরা বনে যেথা থাকে চন্দ্রিমা সুখ
বিজন ভোরে পাখি গেয়ে যাবে আমাদের শাশ্বত গান
কুহুতানে বেসামাল বিটপের ঠোঁটে চঞ্চলা হয়ে..
হতে পারে সেদিন দিনলিপি জুড়ে সমুদ্র ব্যথানিবারণ..
একবুক শূন্যতায় নতুন পৃথিবীর জাগরণ..
হতে পারে অজস্র স্মৃতি গলে সুবিশাল কাব্যপুখরী...
সাদা ক্যানভাস জুড়ে গাঢ় পিকাসোর প্রেম..
রঙতুলি তুমি জাফরান রঙডুবুরী ..
হতে পারে অজস্র ফুলের পাপড়িতে মগ্ন ভ্রমর ডানায়
সারাটি দুপুর শিহরিত সরোবর ..
হতে পারে বারবার উত্তাল আমার সুনীল কাব্য বক্ষপিঞ্জর...
সর্বস্বত্ব সংরক্ষিত
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
প্রথম অনুভবে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা! অনুপ্রাণিত হ'লাম! ভাল থাকুন নিরন্তর...
২| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: ‘‘ছুম্মা ছুম্মা ‘’‘‘ছুম্মা ছুম্মা ‘’
কবিতা দারুণ হয়েছে+++
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
‘‘ছুম্মা ছুম্মা ‘’‘‘ছুম্মা ছুম্মা ‘’ হা হা হা.... কি সংক্রামক অবস্থা..
অনুভবে অনুপ্রাণিত করে গেলেন সুপ্রিয় পাগলীর কবি... ভাল থাকুন নিরন্তর জলের মোহনায়... সেরে যাক মোহন্ত মোহনার অসুখ বিসুখ... শুভেচ্ছা অফুরান...
৩| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৪২
চাঁদগাজী বলেছেন:
আমি মোটামুটি ভালো সাতারু; কিন্তু অথৈ পানি দেখলে ভয় লাগে।
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি কোন সাঁতারের কথা বলছেন জানি না তবে আমি যে মোহনার কথা বলছি তাতে আপনি ঠায় পাবেন বলে মনে হয় না... উস্তাদ বিসমিল্লাহ খাঁ আর উস্তাদ নুসরাত ফতেহ আলী খান তারাও পাননি...
তবে অথৈ পানিতে ঢর লাগা স্বাভাবিক.. চিন্তা করবেন না। কবিতায় মোহনা বলতে বাংলা চ্যানেল বোঝানো হয়নি..
৪| ০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৩
মলাসইলমুইনা বলেছেন: মনে হলো ডানা নিয়েও জলে পরে ডুবে না গেলেও কিসের উত্তাপে যেন জ্বলে গেলেন আর তাতেই হয়ে গেলো চমৎকার এক কাব্য | ভালো লাগলো খুবই কবিতা | অনেক ধন্যবাদ |
০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০
ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন! আপনার ভাল লাগায় লেখাটি মনে হয় স্বার্থক হল.. মাঝেমাঝে খুব ভালই লাগে রোমান্টিক কবিতা লেখতে তখন হয়ত কিছুটা ভাল হয় কবিতার অবয়ব...
এমনিতে আমি অত ভাল লেখিনা...
এত সুন্দর করে প্রশংসা করার জন্য ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর... মনে জেগে থাক আপনার সমুদ্র প্রেম সমুদ্রজল.....
৫| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৭:২৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্বচ্ছ জলে নিজের অবয়ব দেখলে মানুষ নিজের সম্পর্কে একবার হলেও দার্শনিক হয়ে যায়।
০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার ভাবনার বিস্তৃতিতে স্বচ্ছ জলের অবদান আছে বৈকি... দার্শনিক মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ শাহাদাৎ ভাই। অনন্ত শুভেচ্ছা...
৬| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল মোহনায়......
শুভ সকাল
০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে শুভেচ্ছা সুপ্রিয় গায়ক কবি...... শুভদুপুর... নিরন্তর শুভকামনা রইল...
৭| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: রঙতুলি তুমি জাফরান রঙডুবুরী ..
হতে পারে অজস্র ফুলের পাপড়িতে মগ্ন ভ্রমর ডানায়। তবে তাই হোক।
০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে শুভেচ্ছা.... তবে তাই হোক....
৮| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২০
জাহিদ অনিক বলেছেন: বাহ ! বেশ ! মোহনায় মিলন হলে এতকিছু হবে। মিলনকাব্য। কি ধরনের মিলন সেটা ভাবচ্ছে। যে মিলন এত সুখ এনে দেয় সে তো প্রেম নয়! প্রেমে এত সুখ কোথায় ?
একবুক শূন্যতায় নতুন পৃথিবীর জাগরণ
পিকাসোর রঙ তুলতে নীল রঙ থাকলে না হয় বোঝা যেত প্রেম! সে তো নেই !
লেখক বলেছেন:
আপনি কোন সাঁতারের কথা বলছেন জানি না তবে আমি যে মোহনার কথা বলছি তাতে আপনি ঠায় পাবেন বলে মনে হয় না... উস্তাদ বিসমিল্লাহ খাঁ আর উস্তাদ নুসরাত ফতেহ আলী খান তারাও পাননি...
তবে অথৈ পানিতে ঢর লাগা স্বাভাবিক.. চিন্তা করবেন না। কবিতায় মোহনা বলতে বাংলা চ্যানেল বোঝানো হয়নি..
বুঝতেই পারছি অপার্থিব এ প্রেম থাকুক আমার প্রিয় তালিকায়।
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
মোহনা শুধুই কল্পনাযোগ্য... বাস্তব প্রয়াণ হয়ত সময় নেবে... কিছু দাস্তান মিথ্যে হবার নয় সুপ্রিয় কবি.. অসম্ভব কিছু সম্ভবের স্বপ্ন কবিতার প্রাণ... কবিতা এই নিষ্ঠুর ধরণীরর নিয়মের ব্যতিক্রম.. তাই এক বুকশুন্যতায় নতুন পৃথিবীর জাগরণ...
আপনার প্রিয়তে লেখাটি নেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা... একজন প্রকৃত প্রেমিক পার্থিবতার পরশের বাইরে... সেই ভুবনের ভুবনেশ্বর...
ভাল থাকুন নিরন্তর... অশেষ শুভকামনা....
৯| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২
এম ডি মুসা বলেছেন: ভাল লাগল
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ... শুভেচ্ছা রইল...
১০| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৬
প্রামানিক বলেছেন: হতে পারে অজস্র স্মৃতি গলে সুবিশাল কাব্যপুখরী...
সাদা ক্যানভাস জুড়ে গাঢ় পিকাসোর প্রেম..
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
পাঠে ও কমেন্টে অশেষ ধন্যবাদ.... ভাল থাকুন নিরন্তর...
১১| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৫
ওমেরা বলেছেন: Excellent !!
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯
ভ্রমরের ডানা বলেছেন:
Thank You...
১২| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে অনেক ধন্যবাদ! শুভেচ্ছা রইল....
১৩| ০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটি হইছে ভাই, তবে মূল গানের মতো এত ভালো হচ্ছে না ! আপনাকে আগে শুনাতে চাইছি, কিন্তু কিভাবে জানাবো ভাবছি
কিরকম ছবি দিয়া ভিডিও তৈরি করবো ভাবতাছি....
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
টিউন দিয়েছেন কি ভাই! টিউন থাকলে গানের কথা অনুযায়ী ছবি দিতে পারেন। আর খানাদানা নিয়ে ছবি দিতে পারেন। আপনার এডিটিং যথেষ্ট ভাল! এটা নিয়ে উদ্বিগ্ন হবেন না । আপনি ফাইনাল করে ইউটিউবে দিয়ে দিন। আমি দেখে নেব....
চিন্তার কিছু নেই নাঈম ভাই। আপনার মনমতই করুন.....
১৪| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সুমন ভাই! অনুভবে অনুপ্রাণিত হয়েছি! ভাল থাকুন সব সময়....
১৫| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:২২
মনিরা সুলতানা বলেছেন: দু'ই দিন আরব সাগর পারে থাকলাম আপনার জল কাব্য খুব মনে আসলো ;
শব্দের মিতালি মেহেক ছড়াচ্ছে যেন !!!
০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
প্রিয় কবির অনুভবে আরব সাগরের পাড়্ব আমি ও জলকাব্য ছিলাম.... ভাবতেই গর্ব হচ্ছে... আপনার মন্তব্যটি দু লাইনের হলেও আমার কাছে জোড়াসমুদ্র সুখেই ধরা দিল.....
সত্যি প্রিয় কবি, আমার মত ক্ষুদ্র লেখকের জন্য অনেক বড় পাওয়া... অনুভবনীয় মন্তব্যে অনুপ্রেরণা সাগর হয়েই রইলেন.... ভাল থাকুন নিরন্তর....
১৬| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:০১
কথাকথিকেথিকথন বলেছেন:
মোহনায় গলে যেতে যেতে আমি দেখিতে চাই জলের হৃদয় !
০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০০
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার আশা পূর্ণতা পাক... সেই কামনা সবসময়....
শুভেচ্ছা রইল সুপ্রিয় কবি....
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল জল কাব্য