![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঠক তোমাকে বলছি,
যখন আমার কবিতায় তুমি ফিরে আসবে..
মনে রেখো আমার কিছু কবিতা কাদামাটির মতন,
যেখানে কুমোরটুলির আঙুলি তোমার..
সেখানে আমি নেই; কবিতারা আছে মাটির দলা হয়ে..
বুকের হাপড়ে তাতিয়ে নাও.. গড়ে ফেল মন যা চায়..
বাঁদর কিংবা শিবের মতন..
আমি দায়ী নই..
পাঠক তোমাকে বলছি,
যখন আমার কবিতায় তুমি প্রবেশ করবে..
মনে রেখো কিছু কবিতায়
সিংহদুয়ার খোলা তোমার অভিষেকে
যেখানে তুমিই রাজাধিরাজ..
সেখানে আমি নেই; কবিতা আছে তোমার বঁধু বেশে...
অন্দরমহলে সাজিয়ে নাও.. ভালবাস তাকে..
বঁধু কিংবা প্রেয়সীরর মতন..
আমি স্বাক্ষ্য নই..
পাঠক তোমাকে বলছি,
যখন আমার কবিতায় চোখ পড়বে..
মনে রেখো কিছু কবিতা একান্তই আমার..
সেখানে কবির সমস্ত অনুভব সঞ্চিত..
সেখানে শুধুই আমিত্ব.. কবিতা আমার অবয়ব..
তাকে দেখে তোমার অনুভব হতে পারে দ্ব্যর্থক...
কিন্তু জেনে রেখো..
তুমি মুক্ত এলবাট্রস কিংবা হরিণীর মতন...
আমি বাধা নই..
সর্বস্বত্ব সংরক্ষিত
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ ওমেরা... প্রথম অনুভবে অনুপ্রাণিত করে গেলেন.. অনন্ত শুভেচ্ছা..
২| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: লেখক কবি আপনাকে বলছি-
সরাসরি পাঠকদের নিয়ে কবিতা
কেমন করিয়া লিখিয়াছেন,
সবাই বলবে আমাকে নিয়া লিখিয়াছে,
সবাই বলবে আমাকে নিয়া লিখিয়াছে । হা . হা. হা.........................
অভিনব হয়েছে। অভিনন্দন।
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগের কোন বিষয়ে আমি মাথা ঘামাই না। নিজের খেয়ালেই লেখি। আমি পরিষ্কার করেই বলতে চাই যে এখানে কাউকে উদ্দেশ্য করা হয়নি। তাই আমার কবিতায় নিজ দ্বায়িত্বে আহত নিহত হবেন..
হা হা হা...
অভিনব মন্তব্য পেয়ে প্রীত হলাম। অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন!
৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা কম বুঝি ডানা ভাই।
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
হুম...
ধন্যবাদ!
৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫
নীলপরি বলেছেন: হে কবি --
আমি কবিতাটা পড়তে পড়তে
কিছুটা নিজের মতো আঁকলাম
কিছুটা নিজের মতো সাজালাম
কিছুটা নিজের মতো ভাবলাম
অবশেষে -
কবির স্বাক্ষরিতকবিতা মন-ফ্রেমেতে বাঁধালাম !
কবিতায় +++++++
শুভকামনা
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
একজন প্রকৃত কবিই বুঝবেন আরেক কাব্যপিপাসুর মনের দাবি.. আমার প্রকৃত পাঠকেরা কবি, তবে সব পাঠক কবি নয়..
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম... ভালবাসা জানবেন সুপ্রিয় কবি....
৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৭
মোস্তফা সোহেল বলেছেন:
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
হুম..
৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাহ! কবিতার মাধ্যমে পাঠককে মেসেজ দিলেন।
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
হুম
ধন্যবাদ..
৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
"পাঠক তোমাকে বলছি,
যখন আমার কবিতায় চোখ পড়বে..
মনে রেখো কিছু কবিতা একান্তই আমার..
সেখানে কবির সমস্ত অনুভব সঞ্চিত..
সেখানে শুধুই আমিত্ব.. কবিতা আমার অবয়ব.. "
-কবিতা পড়ে পাঠকের যেন মনে হয়, "এতো আমার কথা, আমার হৃদয়ে লুকিয়ে থাকা কথা, আমার অনুভুতি, আমি এতদিন তাকে ভাষা দিতে পারিনি, আমি নিজ থেকে প্রকাশ করতে পারিনি, কোন এক কবি আমার হয়ে আমার অনুভুতিকে ভাষা দিয়েছে ..."
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
আমার কবিতার দুই ভাগ পাঠকের এক ভাগ আমার... কবিতায় তাই বলেছি। আপনি কবিতায় খুব কম সময়ে মন্তব্য করেন। এটা ঠিক নয়। কবিতায় তো অনেক কিছুই বুঝার থাকে। হিসেব করার থাকে.. আর সব কবিতা নিশ্চয় পাঠকের মনমত হবার নয়। কিছু কবিতায় লেখকের কিছু কথা থাকে..
আপনি যে কবির অবয়ব আপনার মন্তব্যে তুলে এনেছেন সেটা আমি নই.. অন্য কাউকে খুঁজুন.. আমার মতে পাঠকের মৃত্যু হয়েছে আরো আগেই.. এখন বেচে আছে কবি শ্রেনীর পাঠক..
ধন্যবাদ গাজী ভাই... কিছু কবিতায় আপনার দাবি ফুটিয়ে তোলার প্রচেষ্টা থাকবে..
৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সুন্দর কবিতার জন্য,
কবিরা কখনো বাধা থাকনো
তাইতে তার নিজের মনের মাধুরী মিশিয়ে
রচনা করে অমর কাব্য।
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
কবিরা কখনো বাধা থাকনো- দারুণ বলেছেন। আমার মনের কথাই মনে হল। জনপ্রিয়তার মোহ, পাঠকপ্রিয়তা, অযাচিত প্রশংসা ইত্যাদি কবিদের লেখার বাধা... এসব এড়িয়ে যেতে পারলেই প্রকৃত কবিতা বেড়িয়ে আসে।
আপনার মুল্যবান মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম! অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় লেখক...
৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাবে খুব সুন্দর লিখেছেন।
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০০
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই। কিছু কবিতায় সরল ভাব ও ভাষার প্রয়োগ চর্চা ভালই লাগে! অনুপ্রাণিত করার জন্য অশেষ প্রীতি ও শুভেচ্ছা রইল!
১০| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৫
কুঁড়ের_বাদশা বলেছেন:
আপনার এই কবিতাখানি কী,
আমি চুরি করিতে পারি?
এ কবিতা নিয়ে আমি-আমার ব্লগে পোষ্ট দিতাম।
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২
ভ্রমরের ডানা বলেছেন:
কার্টেসী উল্লেখ্য করে ব্যবহারের অনুমতি দেওয়া হইল। তবে কোন ব্যক্তিকে উদ্দ্যেশ্য করে ব্যবহার করবেন না!
ধন্যবাদ!
১১| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫
কুঁড়ের_বাদশা বলেছেন: তাইলে,কবিতা চুরি করমু না।
কবিতা ভালো হয়েছে +++
শুভ কামনা রইলো,সুপ্রিয় কবি।
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
কি নিয়তে ব্লগিং করছেন ভাই? আজিব.....
অনুপ্রাণিত করে গেলেন। ধন্যবাদ... ভাল থাকুন সবসময়...
১২| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৫
কুঁড়ের_বাদশা বলেছেন:
অজ্ঞাত কারণে,এ লেখালেখি প্রথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি।এখন আপনাদের প্রতিভার মাঝে বেঁচে থাকার জন্য আবার সামুতে একটা নিক নিয়েছি। আপনি খুব ভালো লিখেছেন।
০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার প্রতি ভালবাসা রইল... ভাল থাকুন আর লেখুন আবার... কথা দিচ্ছি পড়ব...
ধন্যবাদ। অনুপ্রাণিত করে গেলেন!
১৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি পাঠে
কাদামাটি হয়ে হাপরে ফাপর দিতে ইচ্চে করছে,
দেখতে চাই কি হয়ে বের হই ।
ধন্যবাদ বেশ গুঢ়ার্থবোধক কবিতাটির জন্য ।
কবি মনের অস্ফুটিত অনেক কথাই বুঝা বেশ দু:সাধ্য ।
কথায় বলে নারি মন দেবতা না বুজন্তি , কবি মন সে যে আরো কঠিন !!
অসাধারণ কবিতাটির জন্য রইল অভিনন্দন ।
শুভেচ্ছা রইল ।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় লেখক... অনেক কবিতাই ইতোমধ্যে লেখা হয়েছে। বেশিরভাগ কবিতাই এই তিন শ্রেণীভুক্ত...
কবিতার প্রথমভাগে বলা হয়েছে ব্যবচ্ছেদ সিরিজের কথা। এগুলো মোটামুটি রূপক.. দ্বিতীয়ভাগে জলকাব্য সিরিজের কথা এবং তৃতীয় ভাগে বলেছি... কিছু কবিতার কথা.. সেগুলো এলোমেলো ছড়িয়ে রয়েছে। যেগুলো শুধুই আমার....
কিছু কথা থাকে যা বেশ দুর্বোধ্য বটেই... বিষয়টি নজরে নিয়েই আমি বুঝিলাম আপনি বা আপনারা কি চান.. তবে কবিমন নারীমন দুটোই বুঝে চলতে হয়... মানে সব না.. কিছু কিছু... সব তো সম্ভব নয়... সব রহস্যের সমাধান হয় না... কিছু তাই থাক কবিতায় রহস্য হয়ে...
আপনি বহুদিনপর এলেন আমার কবিতায়। সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর... সুপ্রিয় লেখক!
১৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫০
মিরোরডডল বলেছেন: I like last few lines most
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
Thanks a lot dear....
১৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: কুমারটুলির শিল্প লয়ে রাজাধিরাজ বেশে অন্দর সাজিয়ে মুক্তাকাশে চলে গেলুম আলবাট্রস হয়ে.......
বাহ!
সেকি কাব্যিক ভ্রমণ
++++
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
ভিগুভাই এই ভ্রমনের জন্য অশেষ ধন্যবাদ! আপনার কাব্যিক মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি... শুভকামনা...
১৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
উম্মে সায়মা বলেছেন: বাহ খুব ভালো লিখেছেন তো......
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ উম্মে... অনুপ্রাণিত করে গেলেন... ভাল থাকুন নিরন্তর...
১৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
হুদাই পাগলামি বলেছেন: খুব ভালো লিখেছেন।
পাগলার পক্ষথেকে +++
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০১
ভ্রমরের ডানা বলেছেন:
অশেষ ধন্যবাদ! ভাল থাকুন! শুভকামনা...
১৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১০
মলাসইলমুইনা বলেছেন: পাঠক তোমাকে বলছি,
যখন আমার কবিতায় তুমি প্রবেশ করবে..
মনে রেখো কিছু কবিতায়
সিংহদুয়ার খোলা তোমার অভিষেকে
যেখানে তুমিই রাজাধিরাজ..
সেখানে আমি নেই; কবিতা আছে তোমার বঁধু বেশে..
দুর্ধর্ষ বলেছেন | কিন্তু বঁধু না থাকলে ? ওকে, বঁধু বানাবার জন্য মনে হয় প্রায় কমান্ডই করলেন | ঠিক হ্যায় কবিতা পড়ার জন্য না হয় তাই করবো ! সক্রেটিসের বৌ জ্যানথিবীর মতো না হয় হয়ে যায় সেই বঁধু ! সেটাই একমাত্র ভয় ভবিষ্যতের জন্য তোলা রইলি মনে হয় আপনার কবিতা পড়ার ব্যাপারে | জ্যানথিবী বন্ধুর ভয়ে আমি যেমনি থাকি আপনি ভালো থাকুন, আরো লিখুন, বেশি বেশি লিখুন !
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১১
ভ্রমরের ডানা বলেছেন:
দুর্ধর্ষ বলেছি নাকি, জানতাম না... হা হা হা... সিক্রেটিস পলিগ্যামি করেছিলেন তাই জ্যান্থবি তার কারিশমা দেখিয়েছে। সক্রেটিস নিশ্চয় সংসারিয়ানা বুঝতেন না।
জ্যানথবির বান্ধবীকে কবিতা শোনাবেন। আশাকরি তিনি আপনাকে অতবেশি জ্বালাতন করবেন না.. হা হা হা
কবিতা পাঠে ও মন্তব্যে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন। শুভকামনা রইল...
১৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
সহব্লগার চাঁদগাজী সুন্দর বলেছেন ------------------
"-কবিতা পড়ে পাঠকের যেন মনে হয়, "এতো আমার কথা, আমার হৃদয়ে লুকিয়ে থাকা কথা, আমার অনুভুতি, আমি এতদিন তাকে ভাষা দিতে পারিনি, আমি নিজ থেকে প্রকাশ করতে পারিনি, কোন এক কবি আমার হয়ে আমার অনুভুতিকে ভাষা দিয়েছে ..."
আসলেই তাই । আপনার কবিতায় পাঠকের হৃদয়ে লুকিয়ে থাকা কথাকেই ভাষা দিয়েছেন এভাবে ---
মনে রেখো কিছু কবিতা একান্তই আমার..
সেখানে কবির সমস্ত অনুভব সঞ্চিত..
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২২
ভ্রমরের ডানা বলেছেন:
মনে রেখো কিছু কবিতা একান্তই আমার..
সেখানে কবির সমস্ত অনুভব সঞ্চিত.. - কিছু পাঠকের কাছে কবিতা এভাবেই ধরা দিয়েছে...
এভাবে নয়...
মনে রেখো আমার কিছু কবিতা কাদামাটির মতন,
যেখানে কুমোরটুলির আঙুলি তোমার..
সেখানে আমি নেই; কবিতারা আছে মাটির দলা হয়ে..
বুকের হাপড়ে তাতিয়ে নাও.. গড়ে ফেল মন যা চায়..
কিংবা এভাবেও নয়..
মনে রেখো কিছু কবিতায়
সিংহদুয়ার খোলা তোমার অভিষেকে
যেখানে তুমিই রাজাধিরাজ..
সেখানে আমি নেই; কবিতা আছে তোমার বঁধু বেশে...
অন্দরমহলে সাজিয়ে নাও.. ভালবাস তাকে..
বঁধু কিংবা প্রেয়সীরর মতন..
তবে এ সংখ্যাটা আমাকে ভাবাচ্ছে না... আমি নিজের মতই লেখব.. কারণ আমি জানি জনপ্রিয়তা আমার দরকার নেই। আর সবার কবি হবার ইচ্ছেও নেই। আমি শুধুই আমার কবিতার কবি হয়েই থাকি। এতেই চলবে..
কেননা পাঠকের মৃত্যু হয়েছে আরো আগেই... অনুভবে ধন্যবাদ! প্রীতি ও শুভেচ্ছা জানবেন! শুভকামনা সুপ্রিয় লেখক!
২০| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০
আটলান্টিক বলেছেন: মুভি দেখতে দেখতে মাথা হ্যাং হয়ে গেছিলো।কবিতা পড়ে জট খোললাম।সুন্দর হয়ছে।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
কথাটা সত্যি হলে এটা অনেক বড় সৌভাগ্য... আপনাকে বিশেষ ধন্যবাদ...
২১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি কীভাবে এত সুন্দর করে লিখেন? জানতে মন চায়।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
তাই বুঝি.... তা কয়টা লেখা পড়েছেন আমার খুব জানতে ইচ্ছে করছে...
আমার লেখায় এটি আপনার দ্বিতীয় মন্তব্য.... তাই উপরের উক্তিতে সন্দেহ হচ্ছে... ফাইজলামি করছেন কি?
২২| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩১
ধ্রুবক আলো বলেছেন: পাঠক তোমাকে বলছি,
যখন আমার কবিতায় চোখ পড়বে..
মনে রেখো কিছু কবিতা একান্তই আমার..
কবি আপনাকে বলছি,
কবিদের কিছু কবিতা একান্ত নিজেদের
কবিতা প্রেমিকার মতন।
শেষ রাত্রির নিঃসঙ্গতার সঙ্গী।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা প্রেমিকার মতন।
শেষ রাত্রির নিঃসঙ্গতার সঙ্গী।- ভালই বলেছেন। আপনার এই কথাটি আমার সাথে মিলে গেছে। এইজন্যই আপনার কবিতা ভাল লাগে। দেখুন যদি না মিলত আমি হয়ত বেশি কিছু বলতাম না হয়ত কিছুই বলতাম না। কিন্তু মনে ধরলে আর রক্ষা নেই...
বলতেই হয়..
আর হ্যা, কিছু কবিতা প্রেয়সীরর মতই...পড়তে ভাল লাগে, লেখতে ভাল লাগে। সব কবিতা আসলে পাঠকের মনের মত কবি আঁকতে পারে না।সব কবিদের দুঃখটাই এখানে...
তবে ধ্রুবক ভাই, আমি কিন্তু কবি নইই, আমি ছোটখাট কাব্যসাধক! কবিতার অনুভবে ও হৃদয়গ্রাহী মন্তব্যে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন সবসময়...
২৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১১
জাহিদ অনিক বলেছেন:
কবি,
আপনার কাদামাটির আদলে গড়ে তোলা কবিতা কখনও কখনও আমার পাঠক হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে, কখনওবা সিক্ত করে তীব্র ভালবাসায়। কখনওবা একা একা আপনার কবিতা পড়েই কিছুক্ষণ মৌনতা যাপন করি।
যে কবিতা দেয়া হয়েছে পাঠককে উৎসর্গ করে সে কবিতায় জানি মিশে আছে কবির ব্যক্তিস্বত্তা, সে কবিতায়ও বিরাজ করে কবির ভাবনা চিন্তা কবির স্বত্তা ! কবিতার মাধ্যমেই তাই যতটুকু পারা যায় আপন করে নেই কবিকে, কবিতার সূতাতেই তাই বেঁধে রাখি কবিকে নিজের সাথে।
যে কবিতা কবির একান্ত আপন! সে কবিতাও আমি পড়ি? কেন পড়ি ? কবির সাথে আমার জীবনের কোন অংশটা মিলে গেল তাহলে? কেন আমার বার বার মনে হচ্ছে কবির একান্ত ব্যক্তিগত কবিতাটি যেন আমাকে উদ্দেশ্য করেই লেখা!
হে কবি,
আমাকে নিয়ে ভেবেছ কখনও ? ঠিক যেভাবে আমি ভেবেছি তোমাকে নিয়ে, যেভাবে ভেবেছি তোমার কবি স্বত্তা নিয়ে!
সেই একইভাবে আমার পাঠক স্বত্তা নিয়ে ঠিক কিভাবে তুমি ভেবেছ আমি জানি না! নিশ্চয়ই অনেক বেশিই ভেবেছ তুমি। তাই হবে নিশ্চয়ই, নিশ্চয়ই তুমি তার থেকে অনেক বেশিই ভেবেছ যতটা আমি ভাবতে পেরেছি তোমার কবি স্বত্তাকে নিয়ে; তাই তো তুমি কবি।
কবি, নিশ্চয়ই তুমি তোমার পাঠককে জানো পাঠক নিজেকে নিজে যতটা জানে তার চেয়ে বেশি নিশ্চয়ই।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
পাঠক কবি,
তুমি জান সুর্যের প্রথম কিরণের সূত্রপাত এক অন্ধবিন্দু থেকে। যেখানে ছিলনা কোন ফোটনের গুচ্ছ। কিভাবে এল তার পরম সত্যছবি কেউ দেখেনি। ঠিক তেমনি দেখি কবিতাদের ঝাঁকে ঝাঁকে। বিস্মিত হই। কিভাবে এল তা এক রহস্য আমি বা তুমি কেউ জানি না। অথচ দেখ। তারও কোন সত্যছবি নেই। ধরা দেয় বিবিধ রূপে। লাল নীল হলুদের বর্ণালি মতন। অথচ দেখ রশ্নি একটাই। গুচ্ছ একটাই।
কাদামাটির আদলে গড়া কবিতা রঙধনু রংরেয। বর্ণালি! হরেক আবহ কবি। আমি কি রঙ আকঁব বল। লাল না বেগুনি? কেউ চায় লাল কেউ নীল! আমি তাই বর্ণালি আঁকি! দলাগুলো বর্ণালির। কেউ সেখানে দেখে ঘোর অন্ধকার, কেউ বা সফেদি গন্ধরাজ। আমি হাসি। কবিতাও আমার সাথেই হাসে। আমাদের হাসির প্রতিধ্বনি ছাপিয়ে যায় রাতের নিরবতা।
হে পাঠক কবি,
তুমি তো জান, পাঠকের মৃত্যু হয়েছে বহু আগেই। আজ শুধু বেচে আছে কিছু কবি শ্রেনীর পাঠক। যারা হৃদয়ে বুনে কবিতার বীজ। আমার কবিতা তাদের মনোরঞ্জিনী। আমি যখনি তাকে সাজাই যে নতুন সজ্জায় নব-আসরে, সে ফিন তোলে। প্রেমিকের চোখে প্রিয়া যে সব সজ্জায় অপ্সরা.. নেচে চলে স্বর্গ থেকে স্বর্গ.. তখন আমি পাঠকের কথা নয় প্রেমিকের কথা ভাবি।
আমি পাঠকে চিনিনা, তারা দুর্বোধ্য। ক্ষণেক্ষণে বদলায় মৌসুমি ঝতুর মতই! তবে আমি সেই প্রেমিককে চিনি। সে আমার কবিতার ছায়াপথে ধূমকেতু সম। বিপুল উৎসাহে উল্লাসিত তার দুটিচোখ! আমার কবিতায় আমি তাকে দেখি, তাকে ভাবি। একজন হলেও হয়ত তারই চোখের দাবীতে লেখে চলি অনবরত।
ভাল থেকো কবি। তোমার ভালবাসায় আপ্লুত হ'লাম!
২৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৪
সুমন কর বলেছেন: দারুণ......
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০০
ভ্রমরের ডানা বলেছেন:
অনন্ত কাব্যানুপ্রেরণার অপর নাম সুমন ভাই
ভাল থাকুন সবসময় সুপ্রিয় কবি! অনন্ত শুভকামনা!
২৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৯
অবনি মণি বলেছেন: বা'রে! এতো সুন্দর করে বলতে পারলেন তাহলে! অসাধারণ!
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
তাই বুঝি, সুন্দর লেখেছি তবে... আপনি না বললে জানা হত না। সুন্দর কাব্যানুভবে ধন্যবাফ অবনি মনি। অনেক ভাল থাকুন। শুভেচ্ছা সবসময়...
২৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৪
শিখা রহমান বলেছেন: খুব সুন্দর!! আপনি আসলেই শব্দে ডানা জুড়ে দিতে পারেন। শুভকামনা।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
হা হা... তাই বুঝি। ধন্যবাদ ধন্যবাদ... প্রশংসায় মন জুড়িয়ে দিলেন... এগুলো পড়ে দেখতে পারেন... আশাকরি ভাল লাগবে...
জলকাব্য
যখন হারিয়ে গেলে বনলতা..
পুরনো তিনটি
২৭| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১৬
মনিরা সুলতানা বলেছেন: সবাই এত সুন্দর করে লিখে ;
এত চমৎকার মন্তব্য ও প্রতি উত্তর
মুগ্ধতার শেষ নেই .........
০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৬
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় কবি! আপনার মুগ্ধতাটুকু অনুপ্রেরণা নির্যাস... তবে আপনার মত পুইডালিমের কাব্যকথা সত্যি শুধুই স্বপ্ন দেখি....
অনেক অনেক ভাল থাকবেন আপু। নিরন্তর শুভকামনা!
২৮| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন:
লেখক বলেছেন:
তাই বুঝি.... তা কয়টা লেখা পড়েছেন আমার খুব জানতে ইচ্ছে করছে...
আমার লেখায় এটি আপনার দ্বিতীয় মন্তব্য.... তাই উপরের উক্তিতে সন্দেহ হচ্ছে... ফাইজলামি করছেন কি?
ভাই, নিজের ওপর কনফিডেন্স নেই বুঝি? আমি আপনার লেখায় কমেন্ট বেশি একটা করিনি ঠিকই কিন্তু তাই বলে পড়িনিও এটা আপনি কীভাবে ধরে নিলেন? আমার প্রতি নেতিবাচক ধারণাটা মনে উদিত হওয়ার আগে বিভিন্ন পোস্টে আমার করা বিভিন্ন মন্তব্যে একটু চোখ বুলিয়ে নিলে ভাল হত না? খুবই ব্যথিত হলাম! আপনার লেখার ব্যাপারে মন্তব্য করতে মনে হয় নিরুৎসাহিতই হলাম। আপনি একজন সিনিয়র ব্লগার, আপনার সাথে ফাজলামি করাটা অন্ততঃ আমার সাজে না। ভাল থাকুন। লিখতে থাকুন, হয়ত শুধুই পড়ব তবে মন্তব্য করার ব্যাপারে আগের উৎসাহটা হয়ত আর আসবে না। ধন্যবাদ।
০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগের কিছু মাল্টি টিকটিকি প্রায়ই আমার পিছনে লেখে থাকে। বিভিন্ন ভাবে খোঁচা দেয়। আমি হয়ত আপনাকে ভুল ভেবেছি।
আপনাকে অনুরোধ করব মন ভেঙে কবিতা থেকে যাবেন না। কবিতা পড়বেন এতেই চলবে। তবে আপনার অনুভব জানালে খুশি হব। আপনি ব্যথিত হলে আমি দুঃখিত। আশা করছি হয়ত আবার কোন কবিতায় আপনাকে পেয়ে যাব!
ভাল থাকুন সব সময়। অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার।
(বিঃ দ্রঃ আপনি সিনিয়র ব্লগার, কিন্তু আপনার সাথে ব্লগে এর আগে কম দেখাই হয়েছে। হয়ত আপনি কিছুদিন হল ব্লগে নিয়মিত। তাই এই ভুল বোঝাবুঝি)
২৯| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আহ! একটানে পড়ে ফেললাম।
কবিতার পোস্টে সাধারণত 'চমৎকার হয়েছে, ভালো লেগেছে, সুন্দর কবিতা' লিখেই দৌড় দেই। কিন্তু এখানে পারলাম না। অসাধারণ লেগেছে। এমন কবিতা পড়লে এমনিতেই কপি-পেস্ট করতে মন চায়, লেখা চোরের দোষ কি? আমিও ওয়ার্ডে কপি করে রাখলাম। তবে কোথাও ব্যবহার করবো না নিশ্চিন্ত থাকুন।
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১১
ভ্রমরের ডানা বলেছেন:
আরেহ, কি যে বলেন না। হা হা হা... এমন বলে ভীষণ অনুপ্রাণিত করে গেলেন। ভাল থাকুন নিরন্তর! অশেষ ধন্যবাদ!
আর কবিতাটি ব্যবহার করতে চাইলে করতে পারেন। তবে কার্টেসি দিয়েন।
৩০| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ ভাই।
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২
ভ্রমরের ডানা বলেছেন:
অশেষ শুভেচ্ছা জানবেন! শুভ দুপুর!
৩১| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:২২
অনিক_আহমেদ বলেছেন: যখন আমার কবিতায় চোখ পড়বে..
মনে রেখো কিছু কবিতা একান্তই আমার..
অসাধারণ!
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে ধন্যবাদ কবি! শুভেচ্ছা রইল!
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৬
ওমেরা বলেছেন: খুব সুন্দর বলেছেন !