![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় ফুরিয়ে আসে নশ্বর এই জীবনে~
জানালা খুলে দেখি কোলাহল বসেছে আসর খুলে..
শহরের অলিগলির বনেদিপনায় দিবসযাপনে~
সত্যিই জেল্লা কতক তবুও যাইনি তোমাকে ভুলে____
তোমার জন্যে এই স্মৃতি অপভ্রংশ, প্রথম অভিমান
হঠাৎ কোলাহল ভেঙে শোনায় পানকৌড়ি গান,
কাজুরীর বিজুরী ব্যাথা দরিয়া তুফান,
সবুজ ধানের ক্ষেতে সবুজের শ্লোগান....
সবুজ চাই, আরো সবুজ...
আর আমি অবুঝ,
কেঁদে ভাসাই অশ্রু অঞ্জন..
আজো সময় করে এই কংক্রিট জংগলে..
কেউ ফিরে দেখেনি..
কেউ কানপেতে শোনেনি..
তোমারি আহত রোনাজারি, আর্ত শ্বাসের গুঞ্জন..
তুমিতো জান ...
এখনো মাঝেমাঝে ফিরে আসে বুদবুদে সেই দিনগুলি,
আমবাগানের সবুজঘাসে ডানপিটেদের ডাংগুলি,
বাদলা দিনের গানগুলি, তালপুকুরের তালঝুলি..
ময়না টিয়া বুলবুলি...
আর চাতকের মত আমি চেয়ে থাকি..........
নাগরিক অপভ্রংশ স্মৃতি মেঘ পানে কখন নামবে বারি...
কখন গেয়ে যাবে এই নাটুকে সব শহরে সবুজের ঝান্ডাধারী....
সর্বস্বত্ব সংরক্ষিত
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও প্রথম মন্তব্যে অশেষ ধন্যবাদ। ২ নং মন্তব্য পড়ে নিয়েন। আশা করি মূলভাব বুঝতে সমস্যা হবে না! ভাল থাকুন সবসময়! শুভকামনা রইল!
২| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইট-কাঠ পাথুরে নগর সভ্যতায় প্রকৃতির-প্রেমের শুন্যতা বোধে তাঁকে ফিরে পাবার আকুল আহবানে.... মুগ্ধতা
এখনো মাঝেমাঝে ফিরে আসে বুদবুদে সেই দিনগুলি,
আমবাগানের সবুজঘাসে ডানপিটেদের ডাংগুলি,
বাদলা দিনের গানগুলি, তালপুকুরের তালঝুলি..
ময়না টিয়া বুলবুলি...
নষ্টালিজক করে দেয়া লাইন
+++++++
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
ভ্রমরের ডানা বলেছেন:
পারফেক্ট ব্যবচ্ছেদ ! বরাবরের মতই আবারো কবিতার নির্যাস বের করে এনেছেন প্রথম দু লাইনেই! নস্টালজিয়াতে ভুগেই লেখাটির জন্ম!
সুপ্রিয় লেখক, আপনার অনুভবে মুগ্ধ হ'লাম! প্লাসে অনুপ্রাণিত হ'লাম! অশেষ প্রীতি ও শুভেচ্ছা জানবেন! আপনার জন্য অনন্ত শুভকামনা রইল! ভাল থাকুন!
৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: সহজ ভাষায় কঠিন ক'রে ফেলছেন। তবে কবিতায় পাজল থাকলে মন্দ লাগে না।
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
পাজল থাকে কবিতা তবে এই কবিতায় নেই! কেননা স্পষ্ট করেই বলেছি-
সবুজ চাই, আরো সবুজ
আপনার অনুভবের জন্যে ধন্যবাদ রাজপুত্র! অশেষ ধন্যবাদ! শুভকামনা সতত!
৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
মানুষ আজ নগরমুখী, জীবন লুকিয়ে আছে ইট-পাথরের পাঁজরে
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি যে জীবনের কথা বলছেন সেটা স্বপ্নে পাওয়া যায়! শহর সবুজ পাতার রস চুষে চুষে খাচ্ছে! রেশমগুটিরর মতন! গ্লোবাল ওয়ার্মিং আপনার কাছে খুব সম্ভবত একটা গোয়েবস জল্পনাকল্পনা! আপনি মনে হয় ট্রাম্পের প্যারিস চুক্তি থেকে বেড়িয়ে আসার পক্ষে! খাটি রিপাবলিকান!
গ্রাম, সবুজ এসব কি আপনি ভুলে গেলেন?
৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: চাতকের অভিপ্রায় পূরণ হোক । +++
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই! মন্তব্য প্রত্যাশা পূরণ হোক! শুভেচ্ছা জানবেন!
৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৭
নীলপরি বলেছেন: আর চাতকের মত আমি চেয়ে থাকি..........
নাগরিক অপভ্রংশ স্মৃতি মেঘ পানে কখন নামবে বারি...
কখন গেয়ে যাবে এই নাটুকে সব শহরে সবুজের ঝান্ডাধারী.... --
হৃদয়গ্রাহী । ++++++++
শুভকামনা ।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
আহব্বান... রেখেছি কবির নিছনি,
স্মৃতির ডালি খুলে লেখবে একটি কবিতা লেখবে বলে..
তার সবুজ কাব্য কথা মিছিলের শ্লোগান হবে
যুবকের কন্ঠের অনল বর্ষণে।
কাব্যের সবুজ গালিচা-
মেঘেরঘটা হয়ে ছেয়ে যাবে জঞ্জাল শহর সন্ধানে...
কবিতার অনুভবে ভালবাসা জানবেন নীলপরি! ভাল থাকুন নিরন্তর! শুভকামনা রইল!
৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল হয়েছে। শুভকামনা।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
অনুপ্রাণিত করে গেলেন সম্রাট ভাই! আপনাকে অশেষ ধন্যবাদ! প্রীতি ও শুভেচ্ছা জানবেন!
৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয়ার মতোই সবুজ প্রকৃতি আর ছেলেবেলা ....
ভুলা যায় না, ভুলে থাকা যায় না, ফিরে ফিরে আসে স্মৃতি গুলো
রংচঙে পৃথিবী ফ্যাকাসে হয়ে উঠে হারানো দিনগুলোর কাছে।
কবিতায় মুগ্ধতা জানিয়ে গেলাম ভাই
শুভকামনা সবসময়
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার মন্তব্য ঘরে চমৎকার কথাই বলেছেন। প্রকৃতি, ছেলেবেলা এসব সকলকেই তাড়িয়ে বেড়ায় সর্বত্র! রংহীন ফ্যাকাসে সময়ে এসব অমূল্য রত্নাদি!
কবিতার অনুভবে ও চমৎকার মন্তব্যে অশেষ ধন্যবাদ নাঈম ভাই! ভাল থাকুন সবসময়! শুভেচ্ছা ও শুভকামনা!
৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
জেন রসি বলেছেন: প্রকৃতি ও প্রেম কিংবা সে সবই তার সতেজতা হারাচ্ছে। ঝিম মেরে আছে নাগরিক কোলাহলে। কবিতা পড়ে এমন কিছুই মনে হলো।
প্লাস।
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে ও সুন্দর মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা! এই কবিতাটিতে কিছু নকশা শব্দ আছে। সবুজের ঝান্ডাধারী কে? হতে পারে সে আপনি কিংবা আমি বা আরো অন্য কেউ!
শুভেচ্ছা জেন... শুভকামনা সতত.....
১০| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
আসলেই সবুজ হারিয়ে গেছে ভ্রমরের ডানায় ভর করে ব্যাধিগ্রস্ত কংক্রিটের জঙ্গলে । তাকে আর ফিরে পাওয়া যাবেনা ! শুধু দিনে দিনে বেড়ে যাবে আহত রোনাজারি, আর্ত শ্বাসের গুঞ্জন ।
বিদ্রোহী ভৃগু , নাঈম জাহাঙ্গীর নয়ন , জেন রসি র মন্তব্য ভালো লাগলো । কবিতাও ভালো হয়েছে ।
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
সবুজের হাহাকার এই শহরগুলির চারপাশে। নগরের প্রায় প্রতিটি স্থাপনা সবুজকে দূর দূরতক ঠেলে দিচ্ছে! দিনে দিনে তাই তো বেড়েছে কত আহত পাখির আর্তনাদ...
সবুজের বিলুপ্তির আগেই তার সুরক্ষা চাই!
কবিতায় আপনার অনুভবনীয় মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ! শুভকামনা রইল!
১১| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় এক ধরণের শূন্যতা উঠে এসেছে। এই শূণ্যতা পূর্ণ্যতায় ভরে যাক।
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
এই শূন্যতাপূরণ করে সাধ্য কার? এ যে পার্থিব চাওয়া....
তবুও আশায় রইলাম! চেয়ে রইলাম নগরের আসল কবিদের প্রতি! কবিতার অনুভবে শুভেচ্ছা জানবেন!
১২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০০
মলাসইলমুইনা বলেছেন: কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে | জীবনের অনেকটা পথতো পেরিয়েই এলাম | পেছনের কতকিছু যে মাঝে মাঝে আনমনা করে | আপনার কবিতাও করলো !! ভারী ভালো লাগলো কবিতা |
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি পড়েছেন জেনে খুব ভাল লাগল! আর আপনার সুন্দর অনুভব আমার পরবর্তী কাব্যপ্রেরণা হয়ে রইল! জীবনের চাওয়া পাওয়া গুলো আজ সবুজের পাতায় মিশিয়ে দিয়েছি। আমার মনে হয় সবুজ বেচে থাকলে আমরাও বেচে থাকব! তাই আনমনে এই সবুজের বন্দনা!
আপনার মুল্যবান ও অত্যন্ত হৃদয়গ্রাহী মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ! শুভেচ্ছা রইল!
১৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১২
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে অনন্ত শুভেচ্ছা সুমন ভাই! অনুপ্রেরণা দেবার জন্যে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর...
১৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১২
উম্মে সায়মা বলেছেন: ভালো লাগলো খুব ডানা ভাই।+++
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ ব্লগার উম্মে... কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ! প্রীতি ও শুভেচ্ছা রইল! ভাল থাকুন নিরন্তর....
১৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৬
মনিরা সুলতানা বলেছেন: আমার জন্য যে এই কত্থাগুলো কতখানি সত্যি কেবল আমি জানি ।
এমন এক জায়গায় থাকি হাহকার চারিদিকে ঘড়ে বারান্দা সব জায়গায় একটু সবুজ রাখি । চোখে ও আঁকি ।
চোখ বন্ধ করে এখন ও বলে দিতে পারি ,এ মাসের শুরুতে আমার শহরের সকাল কেমন ছিল ,কিভাবে ঘাসের ডগায় মুক্ত নিয়ে আমার জন্য অপেক্ষা করত , শিউলি সবচাইতে সুবাস রাতের ঠিক কোন সময়ে অকৃপণ হয়ে বিলায় ।
ছাতিম ফুলের গোছা ঠিক কতগুলি তে কতবড় মালা গাঁথা যায় , এমন কি নিমফুলের হালকা মিষ্টি অবহেলিত গন্ধটাও ।
ধীরে ধীরে মাজা হয়ে উঠা পুকুর টা কেমন আঁটসাঁট করে বেঁধে রাখার চেস্টা করত কচুরিপানা গুলো কে ; বুকে থাকা মাছ গুলো ও বুঝত দারুণ আকাল তাদের এখন ।
মাছরাঙা ,বক, শালিক টিয়া হেলেঞ্চা কলমির দামে জিরিয়ে নিত ; আমার জন্মভূমিতে এখন মাতাল কাশের গুচ্ছ হেসে লুটূপুটি খায় একে অন্যের গায়ে । শরত জোছনার এই সুদিনে তুমুল সুবাসে আমার নিশ্বাস বন্ধ হয়ে আসত ভালোলাগায় ।
আমার এখন সবুজ চাই অনেক সবুজ ।
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
অবহেলায় পড়ে থাকে এসব। কেউ খোঁজে না বর্ষাতি গন্ধরাজের মাতাল সুবাসিনী দক্ষিণা হাওয়া। কদম ফুলের প্রেমেজর্জর কিশোরী মন। সবুজের বুকে ভেসে সাদা বকের আহত ডানায় তাই রক্ত ঝরে রক্তিম দিগন্ত! আমি দেখি আর দেখি, ক্রমেই সবুজ নিভে আসে আমার পাঁজরায়!
কবিতার অনুভবে অশেষ কৃতজ্ঞতা প্রিয় কবি! সবুজের প্রেম আপনার মনে। সুবিশাল মনের প্রান্তরে সবুজ আর সবুজ! তাই তো কবিতার প্রতিউত্তরে আপনার সবুজ প্রেম রঙ মেলে গেল! সবুজ বেচে থাক আরো শত সহস্র কাল! সেই কামনা করি!
অনন্ত শুভেচ্ছা শ্রদ্ধেয় কবি! ভাল থাকুন নিরন্তর...
১৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০২
জাহিদ অনিক বলেছেন:
ভীষণ ব্যস্ত পৌর লোকদের প্রৌঢ় সব মস্তক চুইয়ে
হাতের তালু অল্প ছুঁয়ে বেরিয়ে আসুক পচন ধরা কীটে খাওয়া স্মৃতি;
বুটের তলায় পিষ্ট হয়ে থেঁতলে যাক ঘুণে খাওয়া মগজগুলো
মেয়াদোত্তীর্ণ আটার মত ঘিলুরা সব যাক মিশে যাক মিউনিসিপ্যাল নর্দমাতেই;
অষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা, ছড়িয়ে যাওয়া চোখগুলো সব মিলিত হোক;
দেখুক সবাই দেখুক এসে ভরদুপুরে হচ্ছেটা কি; ঘটছে বা কি শহরজুড়ে !
তামাশাটা হচ্ছে যে খুব; ভেলকিভাজি জমেছে বেশ;
রঙ মেখেছে সং সেজেছে; ভাঁড় সেজেছে দেশ
জোরছে হবে হাতের তালি থাকতে হবে রেশ !
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
তামাশাটা হচ্ছে যে খুব; ভেলকিভাজি জমেছে বেশ;
রঙ মেখেছে সং সেজেছে; ভাঁড় সেজেছে দেশ
জোরছে হবে হাতের তালি থাকতে হবে রেশ !
ধুয়ে দিয়েছেন কবি! দুর্দান্ত!! তবে সবুজ চাই। আরো আরো সবুজ!
কবিতার অনুভবে শুভেচ্ছা রইল! কবির জন্যে অশেষ শুভকামনা রইল!
১৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১৯
উদাস মাঝি বলেছেন: শেষের আট লাইন দুর্দান্ত !
১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে শুভেচ্ছা মাঝি! অনন্ত শুভকামনা জানবেন! ভাল থাকুন!
১৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৮
সোহানী বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: বুঝি নাই ................ আসলেই বুঝি নাই। সত্যিই বুদ্ধি মনে হয় কম। যাহোক স্বপ্নবাজ অভিকে অনেকদিন পর দেখলাম।
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
উনি খুব ভাল কবিতা লেখেন। ব্লগে ইদানীং কম লেখছেন। হয়ত কবিতাটি একটু জটিল হয়ে গেছে! সরি!
পরের কবিতা গুলো আপনার জন্যে সহজ করে লেখব! শুভকামনা সুপ্রিয় ব্লগার!
১৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২১
বিলিয়ার রহমান বলেছেন: বেশ হয়ছে!
++
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৮
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ বিলি ভাই... অনন্ত শুভেচ্ছা রইল! ভাল থাকুন নিরন্তর!
২০| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২
মোস্তফা সোহেল বলেছেন: ডানা ভাই কবিতা অনেক ভাল লেগেছে।
+++
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০১
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সোহেল ভাই। অনুপ্রাণিত হয়েছি! অনন্ত শুভেচ্ছা রইল!
২১| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইটের দেয়ালে আমরা সবাই আটকে আছি।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার অনুভব বাস্তবিক! সবুজের হাহাকার চারিদিকেই! প্রীতি ও ভালবাসা জানবেন সুপ্রিয় ব্লগার! অনুপ্রাণিত করে গেলেন!
২২| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪
সনেট কবি বলেছেন: তার গুরুত্ব দারুণ ফুটিয়েছেন প্রিয় কবি।
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ সনেট কবি! শুভেচ্ছা রইল!
২৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৮
নাগরিক কবি বলেছেন: বাহ
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
আরেহ সৌভাগ্য যে, নাগরিক কবি....
শুভকামনা অশেষ.....
২৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩
ধ্রুবক আলো বলেছেন: আমবাগানের সবুজঘাসে ডানপিটেদের ডাংগুলি,
বাদলা দিনের গানগুলি, তালপুকুরের তালঝুলি..
ময়না টিয়া বুলবুলি...
সুন্দর +++
কবি, যে দিন চলে যায় সেই দিন আর আসে না।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
আফসোস তো তাই! তবে আরো আফসোস নেক্সট জেনারেশনও সেগুলো পাচ্ছে না কিংবা পাবে না!
অনুভবে ধন্যবাদ ধ্রুবক ভাই! শুভেচ্ছা রইল!
২৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩
তারেক ফাহিম বলেছেন:
আমবাগানের সবুজঘাসে ডানপিটেদের ডাংগুলি,
বাদলা দিনের গানগুলি, তালপুকুরের তালঝুলি..
ময়না টিয়া বুলবুলি...
বেশ লিখেছেন প্রীয় কবি।
............এখানে আকাশ নেই, এথানে বাতাস নেই, এখানে অন্ধ গলির নরকে মুক্তির আকুলতা।
২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
সবুজের মাঝেই হোক জীবনের প্রত্যয়! কবিতার অনুভবে ভালবাসা জানবেন তারেক ফাহিম! অনন্ত শুভেচ্ছা রইল!
২৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৯
ফেরদৌসা রুহী বলেছেন: কবিতা বুঝিনা খুব একটা।
শেষের প্যারাটা ভালো লেগেছে বেশি।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা বেশি কঠিন কিছু নয়। হয়ত কিছুটা কথার মারপ্যাঁচ তবে তা খুললেই মন বেজে উঠে! কবিতার পাঠে ও মন্তব্যে ধন্যবাদ! অনন্ত শুভেচ্ছা রইল!
২৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
অবনি মণি বলেছেন: সময় ফুরিয়ে আসে নশ্বর এই জীবনে~
জানালা খুলে দেখি কোলাহল বসেছে আসর খুলে..
শহরের অলিগলির বনেদিপনায় দিবসযাপনে~
সত্যিই জেল্লা কতক তবুও যাইনি তোমাকে ভুলে____
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২০
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর!
২৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: মূলত পাজল বিষয়বস্ততে নয় থাকে এক লাইন থেকে অন্য লাইনের দূরত্বে। আপনার প্রথম দু'লাইন পড়লে এইটা বোঝা যায়। প্রথম লাইন দ্বিতীয় লাইনকে অদৃশ্য রাখে। আর দ্বিতীয় লাইন প্রকাশ করে প্রথম লাইনকে।
এইরকম কিছু।
২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১১
ভ্রমরের ডানা বলেছেন:
হবে হয়ত তবে সেটা ইচ্ছাকৃত নয়। কবিতার স্তবক থাকে লাইনে লাইনে উত্থান পতন থাকে! একলাইনে ভাবের উত্থান আরেক লাইনে পতন। ডেউ দিতে ইচ্ছে করে। এতে লেখার মজা আসে। তবে কিছুটা পাজল থাকলে কবিতায় আরো ভাল লাগা কাজ করে। অনেকেই সরল শব্দ ও কবিতার লাইন আজকাল চায়। কিন্তু সব কবিতায় তো পাঠকের কথা কবি ভাবেন না। কিছু কবিতা থাকে কবিতার দাবীতে। তাই তো কবিতা কখনো সবুজ নিয়ে, শহর নিয়ে গ্রাম নিয়ে জল নিয়ে সমুদ্র নিয়ে। এতে মূল ভাবের প্রকাশ হয়ত স্বচ্ছ জলের মতন কিন্তু লাইনে লাইনে ঠিকই বলেছেন পাজল হয়ত থাকে!
আপনার অনুভব সুক্ষ! ভালবাসা রইল রাজপুত্র!
২৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে ভাল লাগল।
২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সুজন ভাই! ভাল থাকুন নিরন্তর!
৩০| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভাল হয়েছে++
শুভ কামনা রইল ।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে ধন্যবাদ সুপ্রিয় কবির ভাই! ভাল থাকুন নিরন্তর! আপনার জন্যে অশেষ শুভকামনা রইল!
৩১| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২১
দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লিখেছেন ।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
মন্তব্যে অনুপ্রাণিত করার জন্যে ধন্যবাদ! শুভকামনা অশেষ!
৩২| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১২
ভ্রমরের ডানা বলেছেন:
পাঠে ও কমেন্টে ধন্যবাদ প্রামানিক ভাই! শুভেচ্ছা রইল!
৩৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫১
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: কবিতা পড়ার পর এতোটুকুই বলবো ভালো লেগেছে বেশ।
কবিতায় ভালো লাগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকুন আর সুন্দর সুন্দর কবিতা উপহার দিন আমাদের।
২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় ব্লগার, আপনাদের অনুপ্রেরণা এই লেখাগুলোর উৎস! সাথে থাকার জন্যে ও মন্তব্যে অনুপ্রাণিত করার জন্যে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর! শুভকামনা জানবেন!
৩৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫২
চঞ্চল হরিণী বলেছেন: এই শহরে আমিও খুঁজে ফিরি শৈশবের মাধবীলতার ঝাড়। গাঁদা ফুলের বিশাল বাগান আর নীলকণ্ঠীর দোলনা। রোজ সকালে বেলি ফুলের লম্বা মালা.।.।.।.।।গাঁথতে গাঁথতে কিশোরী মনে লাজুক হাসা ! পেয়ারা চুরি, বড়ই চুরি ! সত্যি এই শহরে এখন চাতকের মতই চেয়ে থাকি স্মৃতির মেঘে। ছন্দে ছন্দে অনুপ্রাসে, অনুরণনে ভালো লাগলো লেখাটি।
২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার মুল্যবান অনুভব পেয়ে ধন্য হয়েছি! শহরে ফিরে আসুক সবুজের বারতা। শহর হোক সবুজের সুরক্ষা কবজ! সেই আশা রাখি।
ভাল থাকুন সুস্থ থাকুন! শুভকামনা রইল!
৩৫| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০
কথাকথিকেথিকথন বলেছেন:
নাগরিক কোলাহোলের ভীড়ে নীভৃতে তাকে রেখে দেয়া, সেই স্মৃতি হয়ে যাওয়া সময়গুলোয় জমা হওয়া কিছু আবেগ, অনুভব, শিহরণ....পুনরায় আসে ফিরে, বারে বারে, একগুচ্ছ সুখ অথবা বিস্বাদে...
এই নাগরিক কোলাহলে আমি দেখি কিছু বিরস মুখ, হয়তো তার আঁড়ালে হাসে কিছু সুখ স্মৃতির আস্ফালন, নয়তো দুঃস্বপ্ন ।
২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০১
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার মুল্যবান অনুভবের কদর করি সুপ্রিয় কবি! আপনার সাথে আমি একমত! অনেক অনুভব ফিরে আসে বারবার! নগরের গলিতে সবুজের হাহাকার আর সবুজের ধ্বংসস্তূপ দেখে মাঝেমাঝে হতাশ হই। নগরের কোলাহলে দেখি কিছু আহত নত মুখ! ওরা সবুজ চায়। কোন সন্দেহ নেই। আমি এগিয়ে চলি। সবুজের নেশায়..
প্রীতি ও ভালবাসা জানবেন সবসময়! অনন্ত শুভেচ্ছা রইল!
৩৬| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
জুন বলেছেন: আমবাগানের সবুজঘাসে ডানপিটেদের ডাংগুলি,
বাদলা দিনের গানগুলি, তালপুকুরের তালঝুলি..
ময়না টিয়া বুলবুলি...
কোথায় হারিয়ে গেল সেই বাঁধনহারা দিনগুলো কংক্রীটের জঙ্গলে ।
অনেক ভালোলাগা রইলো আপনার কবিতায় ।
+
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ জুন আপু! অনন্ত শুভেচ্ছা রইল!
৩৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: দ্বিতীয় স্তবকটা খুব ভাল লেগেছে। বিশেষ করে, হঠাৎ কোলাহল ভেঙে শোনায় পানকৌড়ি গান - এ চরণটি।
কবিতায় ভাল লাগা + +
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কাব্যনুভবে সবসময় পজেটিভ কিছু পাই। আমার মত নবীন কবিদের আপনি অনন্ত অনুপ্রেরণা! ভালবাসায় সিক্ত করেছেন কবি! কৃতজ্ঞতা!
৩৮| ১৯ শে মে, ২০১৮ রাত ১:১৮
নীহার দত্ত বলেছেন:
দুর্দান্ত কবিতা।
জাহিদ অনিক এর মন্তব্যটাও ভালো লাগলো।
ব্লগে ফিরে আসুন কবি
২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ! আহব্বান উপেক্ষার নয়!
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: বুঝি নাই![:(](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_15.gif)