| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবনের তালে তাল মেলানো
মুহূর্ত বিবেচনায় সংক্ষিপ্ত সংলাপ-
ধানের সরু কান্ডের মত নম্রতার তরজমায়
খুব সহজেই নুয়ে পড়ি একই দিকে-তার দিকে..
কার দিকে?
উত্তর নেই, শুধু জানি..
জীবন যেন পদ্মপাতার জলে
অনিশ্চিত খেয়াপার তবুও
কতটুকু পাল্লায় এল কতটুকু গেল
শত আহাজারি মাঝে অনুনাদিত শব্দ মিতালি ....
চাই চাই চাই......
এটা চাই..
ওটা চাই...
বিলাসী আকাশ খসিয়ে নামে রাতের ধ্রুবতারা..
পথিকের পথের বাঁকে থোকায় থোকায় সৌপ্তিক জোনাকি..
স্বার্থ আকে আখেরি পরীর ডানায়..
বুকের গলিতে
সোডিয়ামের সবটুকু ফোটন শুষেও
এ জীবন যথেষ্ট নয় আরো আরো চাই.. আরো আরো..
যৌবতী তারকাপুঞ্জ, মদিরার ঢল..
হিমালয় থেকে আন্দামানের সবটুকু জল..
অকুল তিয়াসা বুকে আরো আরো চাই .. .
সব কিছু লুটেপুটে শিশির ফোটাও খাই....
পবনের গতির পথে যুগান্ত-সুখ জমাই..
ধানের সরু কান্ড হেলে অভিশপ্ত পবন মূর্ছনায়!
সর্বস্বত্ব সংরক্ষিত
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০২
ভ্রমরের ডানা বলেছেন:
যথার্থ বলেছেন! দুর্দান্ত!
প্রথম ভালবাসায় আপ্লুত কবি!
২|
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ! অনন্ত ভালবাসা জানবেন!
৩|
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
এতবার ব্যবচ্ছেদ করার পর, সেম্পলের কি অবস্হা?
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
ব্যাবচ্ছেদের শেষ নেই। সহস্র ব্যবচ্ছেদেও এর শেষ নেই! আপ্নিও এটা জানেন!
আপনাকে দেখে ভাল লাগল! শুভকামনা!
৪|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫
অপ্সরা বলেছেন: চাই চাই তবুও নাই নাই এই নিয়ে জীবন।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
সেটাই কবি! এটাই মিন করেছি! লেখকের হৃদয়ের অন্তস্থঃতল হতে অপসরা আপুর প্রতি ভালবাসা রইল!
৫|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭
সুমন কর বলেছেন: মানুষের চাওয়া কি আর শেষ হয়.......!!
কোথায় হারিয়ে যান..........!!
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
সাফল্য খুঁজি সুমন ভাই! পেলেই আবার নিয়মিত হব!
আপনাদের ভালবাসা থেকে দূরে থাকা সত্যি খুব কঠিন! এই বন্ধন বল সত্যি হৃদয়ের খুব গভীরে, আত্মার কাছাকাছি! তাই ফিরে ফিরে আসা!
অনন্ত ভালবাসা সুমন ভাই!
৬|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কাব্য,
জীবনের অফুরন্ত বাসনা বিশ্লেষণ মনে হল
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
এর শেষ নেই! হেলে পড়ি ধানের পাতার মত!
অনন্ত শুভেচ্ছা কবি ভাই!
৭|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমারো অনেক অনেক অনেক চাওয়া-পাওয়া আছে। তবে আমি ভেবেছি চাওয়া এবং দেয়া এই দুইটার মাঝে ব্যালেন্স করে চলব জীবনে ইনশা আল্লাহ।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার মনোকামনা পূর্ণতা লাভ করুক! শুভকামনা!
৮|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
মলাসইলমুইনা বলেছেন: হ্যা, এই চাইতে চাইতেই একদিন যাবার সময় হয়ে যায় | তবুও চাওয়া আর পুরো হয়না আমাদের কারো | ডানা ভাই ,কবিতায় অনেক ভালোলাগা |
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার ভালবাসায় আপ্লুত হলাম! অনন্ত শুভেচ্ছা জানবেন সুপ্রিয় ব্লগার!
৯|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা খানি পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল।
আর কবিতা খানি পড়িয়া “হুমায়ন আহমেদ“ স্যারের লেখা একটি গানখানির কথা গেলে মনে পড়িয়া।
কেহ গরীব অর্থের জন্য কেহ গরীব রূপে
এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে যে .....
কবিতা ভালো হয়েছে+++
শুভ কামনা রইল, প্রিয় কবি।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১০
ভ্রমরের ডানা বলেছেন:
এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভূড়িভূড়ি.... তিন বিঘে কবিতায় গুরু এমনি বলেছিলেন বটে বড় ক্ষেদ নিয়ে! আজো সেই গুঞ্জন চলছে সবিরাম গুরু!
ভালবাসা জানবেন! অনন্ত ভালবাসা!
১০|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০
সোহানী বলেছেন: অসাধারন........... হাঁ চাওয়ার যে কোনই শেষ নেই। ++++++++++++
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
না নেই। আবার আছেও! সবাই ধানের কান্ডের মতই! তবে তার উপড়ে কিছু বেয়াড়া ভ্রমরকে আমি উড়ে যেতে দেখেছি পবনের উলটো দিকে। ওরা গ্রামের পোকা! গ্রামে খুব কাছাকাছি রয় মাটি আর কাদাজলে! এই পৃথিবীর মোহ ওদের কাছে শুধুই কটি দানাপানি!
ওদের চাওয়া অতটুকুই!
ভালবাসা রইল সুপ্রিয় ব্লগার!
১১|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার শব্দযোজনে কাব্য খানি অসারণ ম্যাসেজটি দিয়ে গেল চাওয়ার নেইকো শেষ।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে প্রীতি ও ভালবাসা জানবেন!
১২|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
বুঝেছো উপেন, এ জমি লইবো কিনে ...........
এ জগৎ সংসার শুধু চাইতে জানে, কিনে নিতে জানে ভিটে-মাটিটুকুও । কবিও তো এ সংসারে ডানা মেলে উড়ে উড়ে যাওয়া পাখি । তারও তো শব্দের অনেক কিছু চাই !
কয়েকটি লাইনের ( কপি করা যায়না বলে অনুক্ত থাকলো ) ধ্রুপদী অলংকরণ সুন্দর ।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
অবিচল রহিব আপ পথে সকল বাধা সয়ে, সুখ দুখ যাইবা আসুক লইব বুকে লয়ে। হিসেব নাইকো আর তো কিছু আগে আর পর, মাটির মানুষ মাটি হবে কিসের মায়াঘর।
কবির অনুপম শব্দকলি বক্ষে পদ্ম হয়ে ফুটল! অনন্ত ভালবাসা ও শ্রদ্ধা, শ্রদ্ধেয়!
১৩|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
রাবেয়া রাহীম বলেছেন: যার যত আছে তার ততই চাই এটাই যেন নিয়ম
কবিতায় ভালো লাগা
২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
সেটাই! অর্থের অনর্থতা!
শুভেচ্ছা ও শুভকামনা কবি!
১৪|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৭
ধ্রুবক আলো বলেছেন: এই এক জীবন অনেক ছোট। চাওয়ারও শেষ নেই।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
ঠিক তাই! শুভেচ্ছা ধ্রুবক ভাই!
১৫|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৬
প্রামানিক বলেছেন: চাওয়ার শেষ নেই। কবিতা ভালো লাগল।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক ধন্যবাদ প্রামাণিক ভাই!
১৬|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
নূর-ই-হাফসা বলেছেন: কি দারুন কবিতা । কথা গুলো সুন্দর ।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ কবি! নিরন্তর ভালবাসা!
১৭|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
কবীর বলেছেন: চাওয়া-পাওয়া ................কি মন্তব্য করব, কোনকিছু ভেবে পেলাম না!
কেমন আছেন?
২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
থাক, আর লাগবে না! চাওয়া পাওয়া গোল্লায় যাক! আমি আছি প্যাড়া নিয়ে! এখন একটু নির্ভার!
আপনি কেমন আছেন কবি! কতদিন পর.......
১৮|
২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫১
জাহিদ অনিক বলেছেন:
আজকাল কি যে করি
কেন যে করি
কিভাবে যে করি
আমি কিছুই জানি না
আমি কিছুই বুঝি না
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১১
ভ্রমরের ডানা বলেছেন:
আমারো একই অবস্থা!
ধন্যবাদ কবি!
১৯|
২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮
আটলান্টিক বলেছেন: কেমন আছেন???
২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
জ্বী ভাল আছি! অনন্ত শুভেচ্ছা ও শুভকামনা!
২০|
২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: ডানা ভাই আজকে কি একবার আড্ডাঘরে আসা যায়?
২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে অশেষ ধন্যবাদ!
২১|
২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩
আটলান্টিক বলেছেন: ডানা ভাই আপনি মাঝে মাঝে কোথায় ডুব দেন?
২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫
ভ্রমরের ডানা বলেছেন:
জীবন সাগরে.... হা হা হা... লেখার অবসর সবসময় থাকে না!
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন:
এই পৃথিবী পুরোটা শুষে খেলেও কী মানুষের তিয়াষ মিটবে ! এই হৃদয়ের চাওয়া সীমানাহীন, বহুরঙ্গী....
এই প্রশ্নের তরজমা ইনফিনিটি.... !