নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জীবনবেদ - ২ - আমি যেন জাগি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১০




প্রতিটি দিন এক একটি জীবনের মতন
প্রত্যহ বাঁচামরার একই কথোপকথন,
তাই যত্নকরি তারে পরম ভালবেসে
অপার স্নেহমমতায় মিষ্টি হাসি হেসে।

সকালে শিশুর মত পবিত্র সে মুখ
প্রগাঢ় ধ্যানস্থ মনে পূর্ণ করি বুক।
দুপুরে কিরণমালী উচ্চ করি শীর,
চঞ্চল বাহুডোরে কর্ম বাহুবীর।

বিকেলে সূর্য হেলে ঘরে ফিরে চলি
দিনের সমস্ত গ্লানি দুঃখ কষ্ট ভুলি।
সূর্য ডুবে গেলে ঘুমে ডোবে কায়া,
একটি দিন ছাড়ে ভবলীলা মায়া।

এভাবে কত যে দিন যায় আর আসে
নক্ষত্র ঘোরপাকে মহাকাল ভাসে..
আমিও যাব তবু আশা নিয়ে থাকি
রাত্রি ফুরিয়ে গেলে সদা যেন জাগি!


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৫৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৫

চাঁদগাজী বলেছেন:


ধরিত্রী জীবন দিয়েছে, ভাবনা দিয়েছে, ছন্দ দিয়েছে, প্রতিদিনই নতুন জীবন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:


প্রথম কাব্যানুভবে অনন্ত শুভেচ্ছা! জীবন হউক আরো সুন্দর আরো পবিত্র! ধন্যবাদ!

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৮

সালাহ উদ্দিন শুভ বলেছেন: অসাধারণ, ভাল লাগলো পংক্তিগুলো

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে শুভেচ্ছা রইল! শুভকামনা নিরবধি!

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৩

তপোবণ বলেছেন: এক কথায় দারুণ!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে ধন্যবাদ! শুভেচ্ছা রইল!

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

মিরোরডডল বলেছেন: aneki shundor!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

ভ্রমরের ডানা বলেছেন:


অনেক ধন্যবাদ। কবিতায় আপনাকে পেয়ে খুব ভাল লাগছে। শুভেচ্ছা রইল।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

ভ্রমরের ডানা বলেছেন:



সহজ সরল মনের জন্যে সহজ সরল কবিতা। অনন্ত শুভেচ্ছা ভাই!

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ডানা ভাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে অনন্ত শুভেচ্ছা সোহেল ভাই! ভাল থাকুন নিরন্তর!

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

ভাইরাস-69 বলেছেন:

মানুষের জীবনটা একটা যুদ্ধ ক্ষেত্র; তবে এ জীবন যুদ্ধে হার মানাটা বোকামি।আর যারা হেরে যায় তাদের কাছে হাজারটা অজুহাত থাকে। নিজের ইচ্ছা শক্তি দিয়ে অনেক কিছু জয় করা সম্ভব। এখানে সকলের চলার ধরণ আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমরা যাই করি না কেন, তার পিছনে সবার উদ্দেশ্য হল সুখে ও শান্তি জীবন যাপন করা। তবে চিরন্তর সত্য যে আমরা সবাই মহাকালের যাত্রী। শুধুমাত্র এটা ক্ষনিকের বাঁচার লড়াই।
কবিতাটি ভালো লিখেছেন। শুভ কামনা রইল কবি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:


খুব মুল্যবান কথা বলেছেন! আপনার মন্তব্য সত্যবচন! অশেষ শুভকামনা!

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

ওমেরা বলেছেন: খুব সুন্দর উপমা দিয়েছেন একদিনের সাথে একটি জীবনের ! খুব খুব ভাল লাগল । অনেক অনেক ধন্যবাদ ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে ধন্যবাদ! অনন্ত শুভেচ্ছা রইল!

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: মহাকালের স্রোতে ভেসে বেড়াই,আশা নিয়ে থাকি, সারা রাত যেন সদা মনে জাগি,আপনার পরবর্তী পোস্টের জন্য।ফাগুনের শুভেচ্ছা নেবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে অনন্ত শুভেচ্ছা। ভাল থাকুন নিরন্তর!

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৪

সাহসী সন্তান বলেছেন: একটি দিনের এমন সুন্দর বর্ননা সম্ভবত খুব কমই পড়ছি। অনবদ্য বললেও কম বলা হবে...

শুভ কামনা ডানা ভাই!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯

ভ্রমরের ডানা বলেছেন:




অনেকদিন পর! কেমন আছেন সাস ভাই! শুভেচ্ছা রইল! মন্তব্যে মহাকাশে!

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

অনন্ত শুভেচ্ছা রইল!

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০

তারেক ফাহিম বলেছেন: জীবন যুদ্ধে একদিন পরাজয় বরন করতেই হবে।

আমিও ছায়ারমত মিলিয়ে যাবো, আসবোনা ফিরে আর আসবোনা ফিরে কোনদিন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় তাই বলেছি। কিছুটা আশাও রেখেছি! অনুভবে শুভেচ্ছা রইল! ধন্যবাদ!

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত দিন হত্যা করে আমি যুবক
কত দিন নিহত হলে আমি যুবক
কত দিন গতায়ু হলে আমি বৃদ্ধ!
কে কবে ভেবেছে! কেবলই যাপতি জীবন ভ্রুক্ষেপহীন!

মাঝে মাঝে ভ্রমরের ডানা গুনগুনে
জেগে ওঠে চেতনার ভ্রুন ;)

হা হা হা

ভাল লাগা কবি :)
+++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:




অনন্ত শুভেচ্ছা কবি! আপনার মন্তব্য কম ভাবনার নয়! ভাল থাকুন নিরন্তর!

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সৈয়দ ইসলাম বলেছেন: ভালো লাগলো খুব। ধন্যবাদ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০০

ভ্রমরের ডানা বলেছেন:


অনন্ত শুভেচ্ছা রইল! ভাল থাকুন নিরন্তর!

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একেবারে সার্বজনীন প্রত্যাশা ভাই, চমৎকার কাব্য। মুগ্ধতা জানবেন,

বাসন্তী শুভেচ্ছা
শুভকামনা সবসময়

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:



অশেষ ধন্যবাদ সুপ্রিয় নয়ন ভাই! অনন্ত শুভেচ্ছা ও শুভকামনা জানবেন! ধন্যবাদ!

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:





এভাবে রাত দিন থেকে যায় খণ্ড খণ্ড জীবনগুলোকে পার করিয়ে দিয়ে.... দৈনিকে জীবন বড্ড বেগবান!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:


ভুল বলেন নি। জীবন বড়ই রহস্যময়। কোথাও দ্রুত কোথাও মন্থর!





অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় কবি! শুভকামনা!

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩০

সুমন কর বলেছেন: এভাবেই দিনগুলো কেটে যায়............ ভালো লিখেছেন। +।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ সুমন ভাই। অনন্ত শুভেচ্ছা রইল!

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫

সোহানী বলেছেন: ছবিটা এমন যে তাকিয়ে থাকতেই শুধু ইচ্ছে করে.......................

কতিায় যথারীতিই অসাধারন....................

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:




আপনি কবিতা অসাধারণ বললে তা বিশেষ কিছু হয়ে যায়! হা হা হা...


আকাশে খুশিতে ডিগডিগ দিলাম! ধন্যবাদ! :)

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৩

মনিরা সুলতানা বলেছেন: আসলে এই বাঁচা মরার লড়াই ই আমাদের বাঁচার প্রেরণা ।
চমৎকার এঁকেছেন ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার সারগর্ভ একলাইনেই বলে গেলেন প্রিয় কবি! কবিতায় আপনার মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি! শুভকামনা নিরন্তর!

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৮

অর্ক বলেছেন: অপূর্ব কবি। নিটোল সুন্দর। শুভেচ্ছা অহর্নিশি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে শুভেচ্ছা কবি। ভাল থাকুন নিরন্তর !

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৮

জাহিদ অনিক বলেছেন:

বেঁচে যে আছি সেটাই যেন জানিয়ে দিলেন-------

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১

ভ্রমরের ডানা বলেছেন:


বেচে আছি, এই তো বেশ! অনুভবে শুভেচ্ছা কবি! ভাল থাকুন নিরন্তর !

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০১

মলাসইলমুইনা বলেছেন: ডানা ভাই, জীবনের সংকট,বেঁচে থাকা ও গভীর উপলব্ধির জীবন বেদ -বর্ণনায়,ব্যঞ্জনায় অনবদ্য লাগলো |

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:


সরল সহজ, প্রাঞ্জল, শৃংখলাবদ্ধ, পরিমিত শব্দ ব্যঞ্জনে কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার! অনন্ত শুভেচ্ছা!

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৬

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে ধন্যবাদ খ্যাতিমান লেখক সেলিম ভাই!

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৭

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগা.....

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে অনন্ত শুভেচ্ছা ব্লগার উম্মে.... শুভেচ্ছা নিরন্তর!

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে শুভেচ্ছা! ভাল থাকুন সবসময়!

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: জীবন মানে প্যরা .... :(

কেমন আছেন কবি?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:


জ্বী, আলহামদুলিল্লাহ! প্যারাটা নিতে জানতে হয়! ধন্যবাদ কবি!

২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

বিজন রয় বলেছেন: জীবনের প্রতিটি ক্ষণ এক একটি জীবন।
সে জীবনের মানে দৌড়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

ঠিক বলেছেন। সবাই দৌড়াচ্ছি। এটাই বাস্তবতা! অনুভবে অনন্ত শুভেচ্ছা!

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর লিখেছেন । আসলেই প্রতিটি দিন যেন নতুন ভাবে শুরু হয় ।
যত জীবনের গতি বাড়ছে জীবন যেন ততই বদলে যাচ্ছে সাথে বদলে ফেলতে হচ্ছে নিজের সত্তাও ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২

ভ্রমরের ডানা বলেছেন:





জীবনের সাথে সাথে আমরাও বদলে যাই। এটাই নিয়ম! তবুও এও সত্য যে আমরা আশাকরি পরের দিনটির আলোর। অনুভবে শুভেচ্ছা কবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.