নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জীবনবেদ -৩- একটি কবিতা কখন হবে

২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫



একটি কবিতা কখন হবে একটি হৃদয়ে আঁখি..
শব্দের ঝংকারে কখন বুলবুলি উঠবে ডাকি
আমি সে আকাঙ্ক্ষা বুকে রাত্রিদিন জাগি।

যেভাবে দিবসযামিনী জাগে ডাহুকের দল,
সমুদ্র পাঁজরায় নামে জোয়ারের জল..
ঝর্ণার বুক চিরে নামে সুপেয় ঢল..
কাব্যসুধা তেমনি বয় ছল ছল ছল..

আমিত্ব ভুলে নাচে যেথা সাদামেঘের বান
দশ দিগন্তরেখায় খুঁজি সেই বুলবুলি কলতান..
স্বপ্ন, যেথায় রবে আহা পাখপাখালির গান..
একটি গানের সুরে ভরা নতুন আহব্বান
দলে দলে পাতায় শাখায় সত্যের অভিযান..

একটি কবিতা কখন হবে একটি মুখে হাসি
দুঃখ গুলো ভুলে কখন গাইবে সবাই বাঁশি.
এই স্বপ্ন বুকের মাঠে রোজই আমি চাষি!

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৫৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

করুণাধারা বলেছেন: কবিতা পড়ে খুব ভালো লাগলো।

+++

২৪ শে জুন, ২০১৮ রাত ৮:২৯

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ! শুভকামনা সবসময়!

২| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


এবারের কবিতাটি বেশ সময় নিয়ে লেখা হয়েছে, ভালো লেগেছে কবিতা। কবিতাগুলো যেন সাধারণ মনুষের ভাবনা ও ভাষা হয়, কবিতাগুলো সাধরনে মানুষের কন্ঠস্বরে পরিণত হয়।

২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

প্রচেষ্টা থাকবে! পাশে থাকার জন্যে অশেষ ধন্যবাদ গাজী ভাই!

৩| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ ভাললাগা কবি :)

কবিতারা এমনই হোক :)

++++++

২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ ভিগু ভাই! শুভেচ্ছা লইবেন!

৪| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:১৭

সুমন কর বলেছেন: কেমন আছেন? স্বপ্ন আছে বলেই তো বেঁচে থাকা.....

সুন্দর হয়েছে। +।

২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার অনুভবে শুভেচ্ছা সুমন ভাই! শুভকামনা অবিরাম!

৫| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৩৩

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



ভ্রমরের ডানার গুনগুন আওয়াজ শোনা গেল অবশেষে !!!!

আবার একটি কবিতা কবে এখানে আসিবে-
ভ্রমরের গানে পাঠকেরা কখন ভাসিবে ?

২৪ শে জুন, ২০১৮ রাত ৯:০০

ভ্রমরের ডানা বলেছেন: কি যে বলেন কবি। লজ্জা পেলুম! শুভেচ্ছা রইল!

৬| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৪ শে জুন, ২০১৮ রাত ৯:২৯

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই! শুভেচ্ছা নিরন্তর!

৭| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৩১

কাইকর বলেছেন: ভাল লাগলো

২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: সৌভাগ্য বটে! শুভেচ্ছা অনন্তর!

৮| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম। এত কম দেখি কেন? খুব ব্যস্ত নাকি?

কবিতা সেরাম হইছে। গুড জব।

২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
বহুত ব্যস্ত। জীবনে এত ব্যস্ত খুব কম সময় ছিলাম! কবিতার অনুভবে সেরাম ভালবাসা রাজিব ভাই!

৯| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৩৫

ফেনা বলেছেন: ভাল হয়ছে।

২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৪১

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে শুভেচ্ছা ভাই! আপনি ভাল মানুষ। তাই থাকুন! সে কামনা সব সময়!

১০| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:১০

শরীফুর রায়হান বলেছেন: ভালো লাগা রইলো।। ++

২৪ শে জুন, ২০১৮ রাত ১০:২৯

ভ্রমরের ডানা বলেছেন:

ভাল লাগায় ধন্য হলুম! শুভেচ্ছা অনন্তর!

১১| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:১৯

নীলপরি বলেছেন: গন্ধরাজ ফুলের মতোই সুবাসিত লাগলো কবিতা । ++++++

শুভকামনা

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:



অসম্ভব সুন্দর মন্তব্য! স্বার্থক হলাম! শুভেচ্ছা কবি!

১২| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:৩১

মনিরা সুলতানা বলেছেন: হুম আমরা তো সব শব্দ চাষির দল;
আমরা শব্দ বুনি হৃদয়মাঠ কর্ষণ করে তাতে ফসল ফালাই।

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
সেটাই! বুকে জমা স্বপ্নগুলো বাস্তবতার আলো দেখুক! নিরন্তর শুভেচ্ছা সুপ্রিয় কবি!

১৩| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:৫২

কুঁড়ের_বাদশা বলেছেন:
কতদিন পড়ি না প্রিয় কবির কবিতাখানি।



কবিতা পড়িয়া লাইক প্রদান করা হইল। :P

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ ভাইজান! অনন্ত শুভেচ্ছা রইল!

১৪| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:০৯

সিগন্যাস বলেছেন: অনেকদিন পর লিখলেন
একটি কবিতা কখন হবে একটি মুখে হাসি
দুঃখ গুলো ভুলে কখন গাইবে সবাই বাঁশি.
এই স্বপ্ন বুকের মাঠে রোজই আমি চাষি!

খুবই সুন্দর তিনটা লাইন।

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে ধন্যবাদ! শুভেচ্ছা নিরন্তর!

১৫| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:৩৮

অপ্রকাশিত কাব্য বলেছেন: বিতায় মুগ্ধ

২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

ভ্রমরের ডানা বলেছেন:
আন্তরিক শুভেচ্ছা রইল!

১৬| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:২৭

শায়মা বলেছেন: এই তো কবিতা হয়ে গেলো!

সকলের মুখে হাসি ফুটলো!!! :)

২৭ শে জুন, ২০১৮ রাত ৮:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:



তুমি পড়েছ ও মন্তব্য করেছ দেখেই হাসিটি ফুটল। অনন্ত শুভেচ্ছা আপি!

১৭| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ ! ;)



ভালো আছেন নিশ্চয়।

২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
ভাল আছি ভাই। আলহামদুলিল্লাহ! আপনি ভাল আছেন নিশ্চয়। দিন তো এখন আপনার!


:D

১৮| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমে অনেক দিন পরে প্রিয় কবিকে পেয়ে আনন্দিত হলাম। তিনবছর পূর্তির পরে দীর্ঘ দিন আমরা আপনাকে না পেয়ে বিষন্ন ছিলাম। বরাবরের মত আজও সুন্দর কবিতা পেয়ে ধন্য। পাশাপাশি আশাকরি এবার থেকে নিয়মিত আবার জলকাব্য পাবো।

শুভেচ্ছা নিরন্তর স্যার আপনাকে।

২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:


সুপ্রিয় স্যার,
নিয়মিত কবিতা পাঠে এই ক্ষুদ্র লেখককে ধন্য করেছেন আর সাথে চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন। আসলে আপনার মন্তব্য ঘরে নিজের বিষন্নতা কেটে গেল। এমন ভালবাসার জন্যে অশেষ কৃতজ্ঞতা!

শুভকামনা আপনার ও আপনার পরিবারের জন্যে!

১৯| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:০১

খায়রুল আহসান বলেছেন: "একটি কবিতা কখন হবে একটি মুখে হাসি
দুঃখ গুলো ভুলে কখন গাইবে সবাই বাঁশি.
এই স্বপ্ন বুকের মাঠে রোজই আমি চাষি!"

কবিতা তো হয়েই গেল, তাই আনন্দেতে ভাসি! - :)
চমৎকার কবিতা, ছন্দময়। + +

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:০৩

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ স্যার! অত্যন্ত হৃদয়গ্রাহী মন্তব্যে মন ভরে উঠল। ছন্দবন্ধ মন্তব্যে কৃতজ্ঞতা, প্রশংসায়য় অনুপ্রাণিত হলাম!কবিতা অনুভূত প্লাসে আরো আরো উৎসাহিত হলাম। ভাল থাকুন নিরন্তর! শুভেচ্ছা সর্বদা!

২০| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনণ্য একটি কবিতা পড়লাম।

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:০৪

ভ্রমরের ডানা বলেছেন:
প্রশংসায় মুগ্ধ হলাম! আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল মাইদুল ভাই!

২১| ২৫ শে জুন, ২০১৮ রাত ৮:৩১

সোহানী বলেছেন: অনেকদির পর আসলেন নিজস্ব স্টাইলে.................++++++

২৯ শে জুন, ২০১৮ রাত ১২:২৪

ভ্রমরের ডানা বলেছেন:
প্লাসে ধন্য হলুম! নিজস্ব স্টাইল আছে তাহলে! হুর্রে!


থ্যানকু থ্যানকু!

২২| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৯

সাহসী সন্তান বলেছেন: বহুদিন পর আপনার কবিতা পড়ালাম ডানা ভাই! কেমন আছেন? অনেকদিন এ মুখো না হওয়ার কারণ কি কেবলই ব্যস্ততা, নাকি অন্যকিছুও আছে? যাহোক, কবিতা সুন্দর হইছে! তাছাড়া আমি তো জানি, আপনি এমনিতেই ভাল লেখেন... B-)

শুভ কামনা আপনার জন্য! আমি কিন্তু লাইকে আপনার কবিতার আন লাকি থার্টিন পার কইরা দিলাম! আশা করি এখন থেকে নিয়মিত আপনার কবিতা পাবো!

ভাল থাকবেন!

২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

বহুদিন পড় লেখা দেখছেন বলেই ভাল লাগতাছে। এমনিতে আমি খুব একটা কি লেখি বলেন। কোন ভ্যালুই নাইক্কা। আপ্নে লাইক দিলে আনলাকিও লাকি হয়ে যায়। ঘটনা হইল ব্রেদার ভাই, আমি নিয়মিত লেখবার চাই মাগাই চিপায় আমারে চিপাচিপি করে। কি করমু কন।


তয় শুভেচ্ছা রইল ভায়া ! ঘুরতে ঘুরতে আবার দেখা হইব!

২৩| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এক্সেলেন্ট! বুকে কবিতার স্বপ্ন নিয়ে বেঁচে থাক তাবৎ কবিকুল! দারুণ কবিতা! প্লাস দিলাম।

২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৯

ভ্রমরের ডানা বলেছেন:

প্লাস দিয়ে ধন্য করে দিলেন মশাই! অনন্ত শুভেচ্ছা ও শুভকামনা!

২৪| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

চঞ্চল হরিণী বলেছেন: যেই তিনটি লাইন আমি উল্লেখ করতে চেয়েছিলাম দেখি আরও অনেকেই সেগুলো করেছে।
"একটি কবিতা কখন হবে একটি মুখে হাসি"। অসাধারণ একটি লাইন। শেষের তিনটি লাইনই কবিতাটিকে সার্থক করেছে। কবি কেন কবিতা লিখতে চান তা দারুণ ছান্দসিকভাবে এখানে উঠে এসেছে। এতদিন পরে ব্লগে আপনাকে পেয়ে খুব ভালো লাগছে ভ্রমরের ডানা। আমার ব্লগে " প্রিয় ব্লগারগণ" শিরোনামে একটি লেখায় আপনার প্রতি নিবেদন ছিল। কিন্তু এতদিন আসেননি বলে পড়তেও পারেননি। হালকা অভিমান হচ্ছিলো :`> । এখন অনুরোধ জানিয়ে গেলাম।

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার কাছে প্রশংসা পাওয়া সত্যি বিশেষ কিছু। লেখাটা স্বার্থক হল। আপনার লেখাটা খুঁজে পড়ব। অভিমান করবেন না প্লিজ!



শুভেচ্ছান্তে!

২৫| ২৭ শে জুন, ২০১৮ রাত ৮:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:





কবিতা জীবনবোধের নির্ণায়ক কী না তা আমার জানা নেই! এমন কী কবিতা কেন লেখা হয়, এর উদ্দেশ্য কী তা আমার নিকট ঘোলাটে! স্পষ্ট করে যদি বলি কবিতা হয়তো অস্পষ্টতার ধারক, বাহক!!

কবিতা ভাল লেগেছে।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কাছে কবিতার এহেন সংজ্ঞা পাইয়া আলোকিত হলাম।আপনার অনুভব অসাধারণ শুভেচ্ছা সুপ্রিয় কবি!

২৬| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৭

উম্মে সায়মা বলেছেন: আবার অনেকদিন পর একটি কবিতা এসেছে ডানা ভাইয়ের!
আর সেই কবিতায় ভালো লাগা......

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৬

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতা পাঠে ও আবেগজাগানিয়া মন্তব্যে ভালবাসা রইল! ভাল থাকুন নিরন্তর!

২৭| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:৫২

জাহিদ অনিক বলেছেন: এমন কবিতা আসবে কবি, একদিন আসবে যেদিন রাজপথে রঙ এর ফোয়ারা বইবে

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:১১

ভ্রমরের ডানা বলেছেন:

সেদিনের আশায় চেয়ে আছি কবি!



আপনার কথা সত্য হোক! আমীন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.