নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

প্যারোডি কবিতা -১- কোবতে চোর (নজরুলের \'লিচুচোর\' কবিতা অবলম্বনে)

২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৩



রবীদের ভাব-পুকুরে
কবিদের ধুন-আহারে
সে কি বাস্ করলে চাড়া
বলি থাম্ একটু দাঁড়া।

ভাবের ঐ খুব কাছে না
নজরুলের বাবড়ি আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় এক কোবতে নিয়ে
ভাব গ্যে যেই ধড়েছি
ছোট এক আছাড় মেরেছি,
ও বাবা, মড়াৎ করে
পড়েছি যে সড়াৎ জোরে!
পড়বি পড় কোবিতে ঘাড়েই,
সে ছিল রম্যের আড়েই।
শালা শালী বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিল খুব ঝাঁকিয়ে ঘুসি
একদম জোরসে ঠুসি!

আমিও বাগিয়ে ফাপড়
দে দুচার চাগিয়ে আসর
লাফিয়ে ডিঙনু যে লাইন,
দেখি এক হ্যাংলা বেহাইন!
আরে ওই পাগলী কোথা?
কোবতে দাঁড়িয়ে হেথা!
দেখে যা ঘুম থেকে ওঠ
বাদুড়ও মারল যে ছোট!
আমি কই কম্ম কাবার
কোবতেই করবে সাবাড়!

'বাবা গো মা গো' বলে
ব্লগের ফোঁকল গলে
ঢুকি গ্যে রম্য ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!
যাব ফের? কান মলি তাই,
কোবতে আর যদি গাই!
তবে মোর নামই মিছা!
বেয়াইনের চামড়া খিঁচা
সে কি ভাই যায় রে ভুলা-
শালীর ঐ পিটনিগুলা!
কি বলিস্? ফের কোবতা!
বেয়াইন, তৌবা-নাক খপতা!

উৎসর্গ- অচেনা হৃদি ( নতুন ব্লগার কিন্তু প্রতিভাবান )

মন্তব্য ৬৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: হেব্বি হইছে, চা খাইলে আওয়াজ দিয়েন :D

২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৭

ভ্রমরের ডানা বলেছেন:

দেন ভাই। আপনার চা পাইলে সৌভাগ্য হইত। দেন ডালি! পরান ডা জুড়াই!

২| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: বাহ! চমৎকার হয়েছে। + +

২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৮

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় কবিবর! আপনার উপস্থিতি কবিতাকে আরো প্রানবন্ত করে গেল! অনেক অনেক শুভেচ্ছা!

৩| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৩

সাদা মনের মানুষ বলেছেন:

২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:



আহ! চুমুকেই তৃপ্তি! জান এল ধরে!




ধন্যবাদ সাদা ভাউ!

৪| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল শ্রদ্ধেয়,
অপূর্ব!! খুব সুন্দর লাগলো।

পোষ্টটি উৎসর্গ করেছেন, ব্লগার অচেনা হৃদিকে জানাই অভিনন্দন।

অনেক শুভেচ্ছা স্যার আপনাকে।

২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:২২

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ স্যার! আপনার মন্তব্যের জন্যে অশেষ শুভকামনা! কবিতার অনুভবে অসংখ্য শুভেচ্ছা!

৫| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

ফেনা বলেছেন: হা হা হা হা .......
দারুন মজা পাইলাম।
ইংগিত যাদের দিকে গেছে তাদের লেজ কি সোজা হবে????

২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:


আমি মজা করে দিলুম। কবিতা চোরেরা মজা পেলে এটাও চুরি করবে। তবে একদিন উহাদের খুঁজে বের করে ব্লগে ঝুলানো হবেই! হা হা হা! লেজ সোজা না হলে সোজা করার মলম দিতে হয়!

৬| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৬

সনেট কবি বলেছেন: খুব ভাল হয়েছে।

২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ কবিবর! শুভেচ্ছা রইল!

৭| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার এলাম। আমি তখন সবে ব্লগে ঢুকেছি, ভালোকরে কমেন্ট করতেও পারতাম না। আপনিই প্রথম আমাকে সবুজ বাটন প্রেস করে আগত নুতন বক্সে উত্তর লেখার কৌশল শিখিয়েছিলেন। অর্থাৎ সেই অর্থে আমার ব্লগিং জীবনের হাতেখড়ি হয়েছিল আপনার সুপরামর্শে। সেদিন থেকেই আপনি ব্লগে আমার হৃদয়ে উচ্চ আসনে বসে আছেন। আমি আপনাকে সেই সম্মানেই স্যর ' সম্মোধন করি। আর একারেই আপনার প্রতিমন্তব্যে স্যার ' কথাটিতে আমি বিব্রতবোধ করি।


অনেক অনেক শুভ কামনা আপনাকে।

২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

জনাব চৌধুরী,
আমি বয়সে আপনার ছোট হব। আর সে কারনে আপনি স্যার বললে আমি বিব্রত হই। আপনি একজন সুলেখক। আপনার সব লেখা পড়িনি কিন্তু যতটুকুই পড়েছি তাতে আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে। কখন কবে আপনাকে সামান্য কিছু কৌশল বলে দিয়েছি এ জন্যে আমাকে ভালবেসে কৃতার্থ করেছেন। আমি মনে করি আমি না করলে কেউ না কেউ আপনাকে সাহায্য সে সময় অবশ্যই করত। পুরনো ব্লগারদের এটা দ্বায়িত্ব বলা চলে। লিখিত নয় অলিখিত। আপনার সৌজন্যচর্চিত মন্তব্য আমাকে মুগ্ধ করে গেল।



আপনার প্রতি রইল ফুটন্ত কুঁড়ির শুভেচ্ছা!

৮| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

শামচুল হক বলেছেন: এক কথায় চমৎকার

২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:০১

ভ্রমরের ডানা বলেছেন:
থ্যাংকস! শুভেচ্ছা রইল ভায়া!

৯| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৩

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা কই থিকা যে কই গেলো !!!!
মজার ছিল।

২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:০২

ভ্রমরের ডানা বলেছেন:
আপু আপনিও! উফ! লজ্জা পেলুম!


:-B








শুভেচ্ছান্তে!

১০| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:০৮

প্রামানিক বলেছেন: দারুণ দারুণ!! খুব ভালো লাগল।

২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:৫২

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ প্রামাণিক ভাই! অনন্ত শুভেচ্ছা!

১১| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:১৪

সিগন্যাস বলেছেন: বাহ বাহ যাদের জন্যে লিখেছেন তারা পড়লেই হলো।মারাত্মক হয়েছে কবিতা

২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:


উহাদের নিয়ে আগেও লেখেছিলাম। উহাদের কবি নজরুলের বিদ্রোহী দিয়ে ধুয়ে বিশুদ্ধ নালার জলে পরিষ্কার করা হয়েছে। উনারা পবিত্র হয়েছেন।


=p~




শুভেচ্ছান্তে!

১২| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
নতুন ব্লগার অচেনা হৃাদি সে নাকি ফেসবুক আর ব্লগের পার্থক্য তেমন বুঝতেন না,
তার এমন একটা পোষ্ট পড়েছিলাম মনে হয়! ;)

অতীব আফসোসের বিষয় কবি, আপনার সাথে আমি প্রায় তিন ধরে ব্লগিং করছি কিন্তু
আজও একটা কবিতাও আমাকে উৎসর্গ করলে না।ভাবলেই বুকটা ফেঁটে যায়, :( =p~

হঠাৎ নজরুলের ইসলামের 'লিচুচোর' কবিতা কোবতে তাকে উৎসর্গ কারার হকিকত কিছুই বুঝলাম না সকলের প্রিয় কবি ভ্রমরের ডানা ভাই?আমার দিনদিন বুদ্ধিলোপ পাচ্ছে বিস্তারিত বুঝিয়ে বলেন। :-B :P

২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:০২

ভ্রমরের ডানা বলেছেন:

আমিও উনার লেখা খুব একটা পড়িনি। তবে ভালই ছড়া কাটে। দেখে মনে হল কবিতায় ফাটিয়ে দেবে। এই জন্যেই উৎসর্গ করা।

আর আপনি আফসোস করছেন কেন ভায়া লিখেছি তো আপনাকে নিয়েও। দেখুন-


এক যে আছে মজার কবি, সব কবিতায় হিট,
রাতদুপুরে কবিতা লেখে, দিনে ঘুমে ফিট !
পদ্য তো তার গদ্যবরণ, ব্লগের পাতায় নীল;
রম্য মাঝে বিবাস বিরাগ, বিরহ কাব্যে(chill) চিল !
সেই কবিভাই লুকিয়ে পালায়, কাব্যচোরা দেখে;
ব্লগাররা খায় ‘প্যারোডি-কাব্য’ -রসগোল্লা রেখে !
ছন্দ-পয়ার তেতো সেথা, প্যারোডি লাগে ভালো;
কালপরী সাদা দেখায়, সাদাপরী কালো !
ছেলে ব্লগার প্যারোডি ফেলে শাকবীরের ব্লগ পড়ে;
মুখে লাগাম দিয়ে গিন্নির কর্তা পিঠে চড়ে !
কোবিতে হাতে ফাউন্টেনপেন, আঁকতে থাকে কবি;
ক্যামেরা তোলে মানুষ দিয়ে নানান রঙের ছবি !


খাবার ব্লগ তেড়ে এসে, কামড় দিতে চায়;
মুরগীর ঠ্যাঙ থালা ফেলে ছেলে ব্লগার খায় !
পায়ে কলম দিয়ে কবি হাতে হেঁটে চলে !
ব্লগে ভাসে নৌকা-জাহাজ, কাব্য ছোটে জলে !
মজার ব্লগের মজার কবি, বলবো কত আর;
ব্লগ খুললে যায় না দেখা লগ-আউটে পরিষ্কার !
=p~


এখন কিছু ফাটলে আমার দোষ নাই। নজরুলের জায়গায় যোগেন্দ্রনাথ সরকারের কোবতের প্যারোডি দিলুম খুশি তো.....

১৩| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: আপনার মধ্যে উজ্জ্বল প্রতিভা দেখতে পারছি ।

২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

এ এক নষ্ট প্রতিভা ভায়া। মুল্যহীন। কাগজের পাতায় যাবার অযোগ্য!


তবুও আপনার প্রশংসায় মুগ্ধ হলুম! শুভেচ্ছান্তে!

১৪| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৬

রাকু হাসান বলেছেন: যথেষ্ট ভাল লিখেছেন ..ভ্রমরের ডানা !
ছোট সময় যখন চলে হন হন..ছড়া টা জোরে জোরে পড়তাম ,ঠিক তেমনি করে পড়লাম :-B । এত সুন্দর করে পড়লাম ..কিছু খাওযাবেন না! :P
বর্ষার শুভেচ্ছা নিবেন তো কোনটা ডাকবো ভাইয়া না আপু? :|

২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫২

ভ্রমরের ডানা বলেছেন:


তাই নাকি আসলেই ভাল হয়েছে নাকি! ওয়াও! খাওয়াবেন না! এতো সুন্দর লিখেছি! ;) চলে হনহন ওটার প্যারোডিও বানাব।


বর্ষা কালের শুভেচ্ছা নিলুম কাকু! আমাকে কাকু ডাকবেন! ভাইয়া আপু অনেক হইছে। এবার কিছু কাকু চাই রাকু হাসান।

১৫| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৯

কাইকর বলেছেন: ভাল লাগলো পড়ে

২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:০০

ভ্রমরের ডানা বলেছেন:

অশেষ ধন্যবাদ। অনন্ত শুভেচ্ছা!

১৬| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:১০

অচেনা হৃদি বলেছেন: 8-|
আমি সৌভাগ্যবতী এবং গর্বিত !
আমার একটা বদঅভ্যাস আছে । কেউ আমাকে নিয়ে লিখলে অথবা আমাকে লেখা উতসর্গ করলে আমি তাঁর প্রেমে পড়ে যাই ।
এর আগে কাউসার ভাইয়া আমাকে একটা গল্প উতসর্গ করেছিলেন । তখন উনার প্রেমে পড়ে গিয়েছিলাম । আজ আপনি আমাকে উদ্ধার করলেন, কিন্তু এবার তো আমি আপনার প্রেমে পড়ে গেলাম । :(
আচ্ছা এই কবিতাটাই কাল আমার পোস্টে মন্তব্য করেছিলেন সম্ভবত । কিন্তু এখন একটু অন্যরকম লাগছে । এডিট করেছিলেন ?
প্যারোডি কবিতাটা খাসা হয়েছে ।
মন্তব্য করলাম, লাইক দিলাম, প্রিয়তে নিলাম এবং
ইনফিনিটি প্লাস !!!
:)

২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
অত্যন্ত আবেগজড়িত মন্তব্য করেছেন। আমি প্যারোডি কবিতাটি আপনার ব্লগের পাতায় লেখেছিলাম তাই আপনাকে উৎসর্গ করেছি। আর আপনার আপনি যেভাবে বললেন তাতে অনেকেই এখন আপনাকে উৎসর্গ করে লেখবে। তখন আপনি আবার আমার প্রেমে পড়া থেকে বেচে যাবেন। B-) আমি কিন্তু কাউসার ভাইয়ের ঘটনাটা জানতাম না।



ও হ্যা, লেখাটি কিছুটা পরিবর্তিত হয়েছে। মন্তব্য করে প্রিয়তে নিয়ে বাধিত করেছেন জনাবা। আপনার প্রেমে আমিও পড়ে গেলুম। =p~



ইনফিনিটি প্লাস দিয়েছেন বলে কথা!!! শুভেচ্ছান্তে!!!!!

১৭| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

অচেনা হৃদি বলেছেন: কাওসার ভাইয়া মাঝে মাঝে সামুর ব্লগারদের প্রতি উনার লেখা উতসর্গ করেন । আমি যেদিন সেফ হয়েছিলাম তার পরের দিন কাওসার ভাইয়া আমাকে একটা গল্প উতসর্গ করেন । সেই গল্প আমার প্রিয়তে আছে, চাইলে দেখে নিতে পারেন ।
প্রেমে পড়া খারাপ না । বাট আই ডোন্ট ওয়ান্না ফল ইন প্রেম এগেইন এন্ড এগেইন ! ;)
অনেক শুভেচ্ছা রইল ।
একটা প্রশ্ন ছিল, রিয়েল লাইফে বিশেষ কারো জন্য কি কখনো কবিতা লিখেছিলেন ? 8-|

২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:


ওহ! সরি! লেখাটা দেখেছি। বিশাল এক গল্প!


প্রেমে পড়তে দোষ কি। আইয়ুব বাচ্চু এই জন্যে বলেছিলেন-

আমিতো প্রেমে পড়িনি,
প্রেম আমারি উপর পড়েছে.... =p~


রিয়েল লাইফে অনেকের জন্যেই লিখেছি। বিশেষ কারো জন্যেই এখনো লেখি। আমার ব্লগে প্রেমের কবিতাই বেশি। বিচিত্র ধরনের কবিতা। কিছু কবিতায় কিছু মানুষের প্রেমের কথা তুলে এনেছি। বিশ্বাস করি হৃদয়ের গভীরতায় জল আছে। আর তাই জলকাব্যে প্রেমের কথা লেখি। সিরিজ আছে। ২৮ টা কবিতা। আরো বাড়বে। আমন্ত্রণ রইল। পড়ে দেখতে পারেন। আশা করি ভালই লাগবে।

১৮| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৭

কাইকর বলেছেন: পড়লাম

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:২৬

ভ্রমরের ডানা বলেছেন:
বুঝলাম!

১৯| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

মামুনুর রহমান খাঁন বলেছেন: ভাল হয়েছে।
তবে বেশ কয়েক যায়গায় তালটা কেটে গেছে। নজরুলের কবিতাটা মনোযোগ দিয়ে পড়লে দেখবেন সেখানে চমৎকার একটা তাল আছে এবং তবলার সাথেও পড়া যায়। এই ছন্দটা ঠিক করার জন্য খুব চিন্তা করে শব্দচয়ন করতে হয় যাতে তালটা ঠিক থাকে। বিষয়টা খুবই মজার এবং লেখার সময় অনেক হিসাব-নিকাশ করতে হয়।
আপনি এই কবিতাটাই আরেকটু সময় নিয়ে এডিট করলে দেখবেন এটাও তবলার সাথে পড়তে পারবেন।
শুভ কামনা রইল।

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

আচ্ছা হিসেব নিকেশ আছে না। আমি সেটা নিজের মতই করি। আপনি সেটা নিজের মতো বুঝতে পারেন নি। তাল ভালই আছে। আস্তে ধীরে পড়ুন। হড়বড় করে নয়।



শুভেচ্ছান্তে!

২০| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১০

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদান্তে!

২১| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:২৩

সুমন কর বলেছেন: মজার এবং সুন্দর।

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ দাদা! অশেষ কৃতজ্ঞতা!

২২| ২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৪২

নাজিম সৌরভ বলেছেন: দারুণ লাগলো প্যারোডিটা !

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ ভায়া! অনন্ত শুভেচ্ছা!

২৩| ২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: উৎসর্গ ও কবিতা দুটোই ভাল লাগলো । :)

২৯ শে জুন, ২০১৮ রাত ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ গুরু! আপনার পদধূলি চাই!

২৪| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:৫১

অচেনা হৃদি বলেছেন: @ভালো মানুষকে লেখা উতসর্গ করলে সেলিম ভাইয়া খুশি হন । ;)

৩০ শে জুন, ২০১৮ রাত ১২:২১

ভ্রমরের ডানা বলেছেন:
জ্বী। উনি আমার গুরু! আমার ভাল কবিতায় উনি খুশি না হয়ে পারেন না। হা হা হা!

২৫| ৩০ শে জুন, ২০১৮ রাত ১২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:

সারা জীবন বইয়ে পড়লাম পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে।
আজ আপনার প্রতিমন্তব্য পড়ে মনে হচ্ছে ”পৃথিবী আমার চারদিকে ঘুরেছে” :P :P :-B

৩০ শে জুন, ২০১৮ রাত ১২:২২

ভ্রমরের ডানা বলেছেন:

মেয়া বাই, দিলাম প্রথম পাতায় তাইলে... =p~

২৬| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৭:৫০

তারেক_মাহমুদ বলেছেন: মজার প্যারোডি কোবতে, আচ্ছা ভাই ভ্রমরের ডানা কোথায় ডুব দিয়েছিলেন এতদিন?

৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যেবাদ! কিছুদিন ব্যস্ত ছিলাম! শুভেচ্ছা রইল।

২৭| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৩২

ধ্রুবক আলো বলেছেন: অনেক দিন পর আপনার লেখা কবিতা পড়লাম। লিখেছেন চমৎকার, বরাবরের মত ++

৩০ শে জুন, ২০১৮ রাত ১০:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


আপনি বরাবর আমার কবিতা পড়ে সুন্দর মন্তব্যে উৎসাহিত করেন। সে জন্যে অশেষ ধন্যবাদ ধ্রুবক ভাই। পাশেপাশে থাকলে ভালই লাগে! আন্তরিক শুভেচ্ছা রইল!

২৮| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:

এ এক নষ্ট প্রতিভা ভায়া। মুল্যহীন। কাগজের পাতায় যাবার অযোগ্য!


তবুও আপনার প্রশংসায় মুগ্ধ হলুম! শুভেচ্ছান্তে!


মন থেকে মন্তব্য করলাম। আর আপনি বললেন, নষ্ট প্রতিভা!!!
প্রতিভা কখনও নষ্ট হতে পারে না।

০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:০৬

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার মনের থেকে করা মন্ত্যব্যে তৃপ্ত হইলাম গুরু। কিন্তু কবিতা গুলা ব্লগেই বেল পায় না। কাগজের পাতায় নিলে কি হবে আল্লাহ মালুম! এটাই বোঝাতে চেয়েছি।


আপনি আমাকে কত স্নেহ করে বলেছেন সে তো আমি জানিই।প্লিজ কষ্ট পাবেন না। আপনি আমার কদর করেন তাতেই সই! কাগজের পাতা গোল্লায় যাক!

২৯| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:১৬

নতুন নকিব বলেছেন:



অনেক সুন্দর করে লিখেছেন। ধন্যবাদ ভাই।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:
শুভেচ্ছা ভাই! দোয়া রাখবেন!

৩০| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ডানা ভাইয়ের কবিতায় কাজী নজরুলের ফ্লেভার! দারুণ! সত্যিই মুগ্ধ! অব্যাহতভাবে লিখে যান।শুভকামনা রইল!

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

ভায়া, মিক্সড কবিতা। শুভেচ্ছা রইল ভায়া!

৩১| ৩০ শে জুন, ২০১৮ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: দারুণ লাগলো । ++++

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

অশেষ ধন্যবাদ নীলপরি! প্যারোডির অনুভবে আন্তরিক শুভেচ্ছা!

৩২| ৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৪১

অচেনা হৃদি বলেছেন: ভাইয়া, আপনাকে একটা ধন্যবাদ দেয়া উচিৎ । আপনার উৎসাহে আমি কবিতা লিখতে শুরু করেছি । অলরেডি দুটো কবিতা লেখা শেষ । এখন এডিটিং চলছে । সময় সুযোগ মত পোস্ট করে দেবো ! :)

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৩

ভ্রমরের ডানা বলেছেন:


আরে সাব্বাস! কবিতা গুলো পড়েছি। চমৎকার কবিতা। ইংরেজির থেকে বাংলাটা আরো বেশি ভাল। আপনার লেখা আমার পছন্দ হয়েছে। মনে হল আপনি বেশ পরিণত লেখেন। মন দিয়ে কবিতা লেখুন। অবশ্যই সব কবিতা পড়ব। আপনার কবিতাগুলো হোক সকলের প্রিয়!


শুভেচ্ছা কবি!!

৩৩| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:০৯

জুন বলেছেন: ভ্রমরের ডানা ছোটবেলার প্রিয় কবিতার এই দুর্গতিতে অস্বাভাবিক কষ্ট পাইলাম :(
তবে মজার হয়েছে এটা সত্য :)
+

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১২

ভ্রমরের ডানা বলেছেন:










আপু আপনি এটা পড়েছেন দেখে লজ্জা লাগছে। আপনি না পড়লে হয়ত লজ্জার হাত থেকে বেচে যেতাম। তবে কমেন্ট করে 'মজার হয়েছে' বলেছেন দেখে আমার খুব ভাল লাগছে। প্লাসটা সাদরে গ্রহণ করলাম। কেননা প্লাস আমার খুবই প্রিয়!



=p~




পরিশেষে, নিরন্তর শুভকামনা আপু!

৩৪| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:২৭

শামছুল ইসলাম বলেছেন: প্যারোডিটা পড়ে খুব হাসলাম । দারুণ হয়েছে । ভ্রমর ডানা মেলেছে - চমৎকার কিছু লেখা বেরিয়ে আসবে ।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে শুভেচ্ছা শামছুল ভাই! শুভকামনা সব সময়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.