![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই কিছুই জানিস না
এখন আমার আর কোন নদী নেই বলে
সমস্ত সমুদ্রজল শুখিয়েছি তোর বিরহানলে.
এখন আমি পুড়ি রোজ রোজ..
আর খুঁজি সমুদ্দুর দিগন্তরেখায় কোন সে পাখির খোঁজ ..
তুই কিছুই জানিস না বোকা মেয়ে..
আমার আর কোন কবিতাই নেই..
ইচ্ছেমতন আঁকতে পারি না কোনকিছুই
সকাল সাঁঝে শব্দরা ঝরে পড়ে সব ঝরাপাতার গান..
নিউরনের প্রতিটি খোপেখোপে বাজে কিসের কলতান..
তুই কিছুই জানিসনা মেয়ে,
আমার একবুক আকাশে আজো তোর ছবি..
নীল শাড়ি মেঘে তুই নীলকাব্য কবে হবি..
শরতের মেঘের মতন তুই স্বচ্ছ কবিগান..
তবুও আমার দুনয়নে কিসের বরষা বান...
তুই কিছুই জানিস না বোকা মেয়ে..
এখনো রোজকার মতন স্বপ্ন দেখি..
শান্ত হরিৎ চিরে ছুটে যাই সেই নদীবরাবর..
যেখানে ছিল তোর আমার স্বপ্ন সরোবর..
এখনো গড়তে চাই সেথা সেই পুতুলের সংসার..
হারানো হৃদয় খুঁড়ে যতনে আবার..
এভাবে হৃদয় জ্বলে আমার আকাশে
মেঘ ডাকে, বজ্র নামে,
আমি ঝলসে যাই প্রতিপ্রহর..
তবুও আশাকরি,
তোর আকাশে রঙধনু সাজে
অটুট থাকুক যেন সূর্য-আদর....
অনুপ্রেরণা ও কাব্যপ্রতিক্রিয়া- তোর এখন অনেক কবিতা...
সর্বস্বত্ত্ব সংরক্ষিত
ছবি- ইরিন হ্যান্সন
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১:২১
ভ্রমরের ডানা বলেছেন:
কবিদের একটা আকাশ থাকে। এখানে ক্ষণে ক্ষণে মেঘ বদলায়। সে মেঘ হয় তোমার, নয় আমার অথবা সবার! এই মেঘের রঙ কখনো আজকের মত কাল হয়না, পরশুও নয়, কোন দিনই নয়। এটাই বৈচিত্র্য!
আপনার কথাটা বুঝলাম। হতেও পারে! তবে কবিতার কোন প্রেক্ষাপট নেই পোষ্টে দেওয়া লিংকের কবিতাটি ছাড়া! আপনাকে ফিরতে দেখে খুব ভাল লাগছে ওমেরা! শুভেচ্ছা রইল!
২| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১:২৮
ওমেরা বলেছেন: জী সামার ক্যাম্প থেকে ফিরলাম! তাছারা আমি আকাশে বাতাসে সব সময়ই ছিলাম।
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
তবে নিশ্চয় মন ফ্রেশ আছে! সামার ক্যাম্প বলে কথা! নিশ্চয় ভালই সময় কেটেছে। আপনি আকাশে বাতাসে ছিলেন দেখে আরো ভাল লাগল! সময়টা হোক আরো প্রানবন্ত ও প্রাণোচ্ছল! লেখাটি পাঠে ও মন্তব্যে অনেক ধন্যবাদ!
৩| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৯
অন্তরন্তর বলেছেন: কবিতারা আছে বলেই না এত সুন্দর করে কবিতা লিখা যায়। প্রত্যেকটা লাইন উল্লেখ করার মত একটা কবিতা। খুব সুন্দর।
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় আপনার কাছাকাছি আসতে পেরে ধন্য হলাম! আপনি বা আপনারা আছেন তাইতো লেখি! কবিতার পাঠে ও অনুভবে অশেষ ধন্যবাদ! নিরন্তর শুভকামনা!
৪| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ২:২৬
সূচরিতা সেন বলেছেন: অন্তরঙ্গ একটা কবিতা হয়েছে।ভালো লাগল লেখাটা।
২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২০
ভ্রমরের ডানা বলেছেন:
অন্তরঙ্গ কবিতা খুব কম লেখেছি! এটা একটা কাব্যানুভূতি! তবে মূল লেখকের কবিতাটি আমার আরো ভাল লেগেছে! লেখাটি আপনার ভাল লাগায় সিক্ত হয়েছে! কবিতা পাঠে ও অনুভবে নিরন্তর শুভেচ্ছা!
৫| ২৫ শে জুলাই, ২০১৮ ভোর ৪:২৩
রোকসানা লেইস বলেছেন: আহা বিরহ এত্ত জ্বালায়
সমুদ্র শুখায়ে দেয়
২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
বিরহ বিনে শুদ্ধতা কই? অজস্র তারার বুকে ধ্রুবতারা একটি বিরহিত তারা, জ্বলে ওঠে। আর বাকি সব ফিকে হয়ে রয় বিরানে! তেমনি বিরহিত বুকের বিশুদ্ধতায় মুছে যায় সকল অপবিত্রতা!
যার বিরহানল নেই, জীবনের বিশাল অনুভব শুখিয়েছে! কবিকে শুভেচ্ছা!
৬| ২৫ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৪৬
চাঁদগাজী বলেছেন:
"তুই" ডাকলে এটা কি কবিতা থাকে?
২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১২
ভ্রমরের ডানা বলেছেন:
'তুই' বলা একটা ফ্যাশন।বাস্তব জীবনে আমি কখনোই বলিনি। তবে শুনতে ভাল লাগে অনেকের কাছে। আজকাল তুই একটা ট্রেন্ডিং বিষয়। তুই ছাড়া সব ক্ষেত। তাই কবিতার ছত্রেছত্রে তুই ঢুকে যায়। আর তুই ঢুকালে কবিতা হবে না কেন গাজীভাই? তুইতোকারি করে যেমনি মারামারি করা হয় আজকাল সেটা প্রেমেজর্জর বুকেও ঢুকে যাচ্ছে!
কবিতার অনুভবে শুভেচ্ছা! ভাল থাকবেন!
৭| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৭:১৪
সোহানী বলেছেন: কাব্য প্রতিক্রিয়া ভালোলেগেছে।............................
২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
আজকাল শুধুই প্রতিক্রিয়া লেখব ভাবছি! এই সিরিজে প্রতিক্রিয়া থাকুক! আপনার কাব্যানুভব পেয়ে ভাল লাগল..............................
শুভ সকাল!
৮| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: আবেগে ভরা সুন্দর কবিতা।
কবিতার জয় হোক।
২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
আবেগই অনুভব। সকল অনুভূতির জন্ম আবেগজাত! কবিতার জয় হোক!
শুভেচ্ছা সুপ্রিয় কথাশিল্পী!
৯| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা কবি
কবিদের একটা আকাশ থাকে। এখানে ক্ষণে ক্ষণে মেঘ বদলায়। সে মেঘ হয় তোমার, নয় আমার অথবা সবার! এই মেঘের রঙ কখনো আজকের মত কাল হয়না, পরশুও নয়, কোন দিনই নয়। এটাই বৈচিত্র্য! - দারুন বলেছেন।
+++
২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
কাব্য অনুভবে অনেক অনেক ভালবাসা রইল!
অনন্ত শুভেচ্ছা কবি! প্লাসে কৃতজ্ঞতা!
১০| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৯
ঋতো আহমেদ বলেছেন: ছবি ও কবিতা দুটোই দারুণ হয়েছে ! ++
২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবনীয় মন্তব্যে অনুপ্রাণিত করেছেন কবি! শুভকামনা নিরন্তর! কবিতাদির জয় হোক!
১১| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ডানা ভাই।
২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
মন্তব্যে অনুপ্রাণিত হলুম! অনেক ধন্যবাদ সোহেল ভাই!!
১২| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়কবিভাই,
মনে দাগ কেটে গেল একেবারে শেষে এসে।
আহা!! কী ভাবনা।
কবিদের আকাশে মেঘ ডাকে, বজ্র নামে।
ঝলসে দেয় প্রতিক্ষণে।
তবুও কবিরা তার মধ্যে রংধনু খোঁজে,
স্বপ্ন দেখে যেন অটুট থাকে চন্দ্র সূর্যের আদর।
কবিতায় ভীষন ভালো লাগা। ++++
শুভকামনা প্রিয় কবিভাইকে।
২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
প্রেমিকের সাথে কবির কোন পাড়ড়ৎোক্য নেই। কিছু ক্ষেত্রে প্রেমিক মহান। তিনি সকল কবিতার উৎস। কবি শুধু সেই উৎসের গান গেয়ে যান। প্রেমিকের বিশাল দুয়ারে কবি কখনো প্রচ্ছন্ন এক ছায়া মাত্র! দীর্ঘদেহী পুরুষদেবতা রুপে প্রেমিকের আবির্ভাব যুগে যুগে! তারা অসীম সময় পেরিয়ে আজো অমর, যেমনি অমর কবি ফেরদৌসিরর "শাহনামা"! কবিদের আকাশ মুক্ত! আর প্রেমিকের আকাশ সিক্ত! হয় প্রেমে নয় বলিদানে! এর মাঝে যারা, তারা মানুষ, প্রেমিক নয়!
কবিতার অনুভবে শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার।
১৩| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১০
সনেট কবি বলেছেন: কবিতায় মুগ্ধ হলাম প্রিয় কবি।
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৩
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার! শুভকামনা নিরন্তর!
১৪| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৫
স্রাঞ্জি সে বলেছেন:
এ কেমন আজিব অনুপ্রাণিত।
অটুট থাকুক সূর্যের মহব্বত।
চলনসই কাব্য হে কবি।
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
জনাবা,
কবিতা পড়ে অনুপ্রাণিত হয়েছি। তারই প্রতিক্রিয়ায় কবিতার অবয়ব! আমি কৃতজ্ঞ কবির প্রতি! আর আমাদের ইচ্ছে পূর্ণতা পাক, সূর্যের প্রেম শাশ্বত হোক! কবিতা চলনসই হয়েছে জেনে ভাল লাগল! নিরন্তর শুভকামনা ও শুভেচ্ছা রইল!
১৫| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৭
চঞ্চল হরিণী বলেছেন: 'তুই' ফ্যাশন এবং ট্রেন্ড ছাড়াও সবচেয়ে আপন ডাক। রেগে গেলে যেমন কেউ তুচ্ছার্থে ব্যবহার করে তেমনি তীব্র আবেগেও মানুষ ব্যবহার করে। চাঁদগাজী ভাই সম্ভবত এমন অনুভূতির সাথে পরিচিত হননি। 'তুই' সম্বোধন করে লেখা অসংখ্য কবিতা আছে।
"তুই কি একা আমার হবি?
তুই কি আমার একান্ত এক দুঃখ হবি?" বোঝা কি যায়, এমন অনুভূতির তীব্রতা কতটা ? এটা আনিসুল হকের খুব জনপ্রিয় একটি কবিতা 'তুই কি আমার দুঃখ হবি' থেকে নেয়া।
কবিতা, ছবি সবই ভালো লেগেছে বন্ধু। মূল কবিতাটিও সুন্দর। "সমস্ত সমুদ্রজল শুকিয়েছি তোর বিরহানলে" ......
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:০০
ভ্রমরের ডানা বলেছেন:
কলকাতাতে তুই আজ একটা প্রচলিত সম্বোধন। ছোটদের আদরার্থে তুই ব্যবহার করা হয়। আপনকে আরো আপনজন করতে তুই এর স্বার্থক ব্যবহার রয়েছে। কবিতায়, সাহিত্যে 'তুই' এর জয়জয়কার! গাজী ভাইদের সময় এটা তেমন প্রচলিত ছিল না।
একটা গান ছিল উনাদের সময়- বন্ধু তোর বারাত নিয়া আমি যাব....
লক্ষ্য করুন 'তোর' আছে কিন্তু 'তুই' গানে কবিতায় এসেছে আরো পরে! যুগের সাথে প্রেমের ধরন বদলেছে! ভাষাও বদলেছে! বদলায়নি পাঠক! কেননা, পাঠক বহু আগেই মরে গেছে। এদের গলিত লাশ এখানে ওখানে! তাই এই বিভ্রাট! সাহিত্যের সাথে পাঠকের যোগসূত্র কই?
সব ব্যস্ত নিজের ক্যারিয়ার আর রাজনীতির ক্যাচাল নিয়ে!
যাকগে, মেজাজ আর না খারাপ করি! সাহিত্যে হোক বন্ধুর সাথে বিচরণ! কবিতার অনুভবে জন্ম নিক বুকে হাজারো কবিতা! আপনার ভাল লাগায় কবিতা স্বার্থক হল! শুভেচ্ছা রইল বন্ধু!
১৬| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
নীলপরি বলেছেন: কবিতায় অনেক ভালো লাগা রইলো । ++
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:১১
ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে শুভেচ্ছা নীলপরি! প্লাসে আন্তরিক ধন্যবাদ! ভাল থাকুন নীলিমার রঙ মেখে!
১৭| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫
অতঃপর হৃদয় বলেছেন: অনেক দিন পর এলাম। আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসা রইলো।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:০১
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় এসে অনুভবনীয় মন্তব্যে উচ্ছাসিত হলাম! শুভেচ্ছা রইল। ভাল থাকুন নিরবধি!
১৮| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৯
শায়মা বলেছেন: এই অবুঝ কবিতার মেয়েটা দেখছি কিছুই বোঝে না !!!!!!!!
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:১১
ভ্রমরের ডানা বলেছেন:
কেউ কিছু বুঝলনা বুঝলে,
কতগুলো কবিতা লেখলুম বুকের পাঁজরা খুলে..
কতগুলো রাত কাটানু নিদ্রা ভুলে..
কেউ বুঝল না বুঝলে..
প্লিজ আমাকে কেউ স্বান্তনা দাও...
১৯| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ বাহ বাহ। কবিতা লিখেছেন ভাই। ভালো।
আরো লিখে যান।
আপনি পারবেন।।। ভালোবাসার সব দেবতা ভর করুক কবির বুকে।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
জয় হোক কবিতার! যার হাতেই হোক, জয় যেন আসে! আপনিও লিখুন! আমাদের পারতেই হবে! সুন্দর মন্তব্যে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি ভায়া! কবিতার অনুভবে শুভেচ্ছা রইল!
২০| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৩
সুমন কর বলেছেন: আহা....মুগ্ধতা !! সুন্দর হয়েছে।
+।
২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
থ্যাংকস সুমন ভাই! শুভেচ্ছা রইল! শুভকামনা সবসময়! প্লাসে কৃতজ্ঞতা
২১| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৭
রাকু হাসান বলেছেন: খুব ভাল একটি কবিতা পড়লাম ,++ প্রত্যকটি লাইন মন ছুঁয়েছে ,বিশেষ করে বললে ‘‘সমস্ত সমুদ্রজল শুকিয়েছি তোর বিরহানলে’’ এই লাইন টা বেশি প্রাণে সাড়া দিয়েছে । দিন দিন আপনার কাছ থেকে ভাল কবিতা পাচ্ছি । শুভকমনা থাকবে সব সময় ।
২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
রাকু ভাই,
কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ! আমার লেখার প্রধান অংশ কবিতা! কবিতার প্রধান উপজীব্য প্রেম! আর প্রেমের স্বার্থকতা বিরহে! আমার কবিতায় আপনার ভাল লেগেছে জেনে আপ্লুত হয়েছি! আহব্বান রইল জলকাব্য পড়ে দেখার! আপনার জন্যেই শুভকামনা নিরন্তর! ভাল থাকুন সর্বদা সে প্রার্থনা করি!
২২| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৯
অচেনা হৃদি বলেছেন: এতো সুন্দর একটা কবিতা আমি মিস করেছিলাম!
হে কবি, আপনি তো কবিতা লিখেন চমৎকার, তবুও আমার আগডুম বাগডুম মার্কা ছড়ার জন্য আপনার এতো আশা কেন
২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
সুন্দর না ছাই ভালই বুঝলুম! আপনি একটা পিস মশাই! কি যে চমৎকার লেখি তা তো দেখছিই। সব কবিতা এক হয়ে যাচ্ছে। অগাবগা! আপনি দুটো লেখেছেন। দুটোই পরিনত আর বেশ ভাল! ভাবছিলাম যদি কিছু শেখা যায়!
সে আশায় বলা!
কিন্তু আর কি! আমরা তো আর নায়ক নই যে আমাদের কথায় কেউ কান দেবে! আমরা কমেডিয়ান কেউ আমার দুক্ষু বুঝল না
২৩| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৩
অচেনা হৃদি বলেছেন: ওহ স্যাড, এই লোকটাকে আমি যে কিভাবে বুঝাই!
দেখুন জনাব, দুনিয়ার সব কমেডিয়ান কিন্তু টেলি সামাদ হয় না ।
কমেডিয়ানদের মাঝে চার্লি চ্যাপলিন এবং মিস্টার বিন এর মত বিখ্যাত লোকেরাও থাকে!
২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
আর কত পচালে আপনার দিল ঠান্ডা হবে? সেই যে শুরু করেছেন এখনো চালিয়ে যাচ্ছেন।
আল্লাহ্ তোমার কাছে বিচার দিলাম...
২৪| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১০
অচেনা হৃদি বলেছেন: পচাতে পারার ব্যপারটা আসলে একটু অন্যরকম। পচিয়ে স্থায়ীভাবে দিল ঠান্ডা হয় না, যত পচাই তত ভালো লাগে!
২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
আমাকে পচাতে যদি এতো লাগে ভালো
ঢাল ময়লা আরো ঢালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পচাতে যদি এতো লাগে ভালো।।
আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি
দিয়েছো আঘাত যতো, সবই তার সয়েছি
নিঠুর ওগো, তবুও কবিতা লেগেছে ভালো, কাব্য বেসেছি ভালো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পচাতে যদি এতো লাগে ভালো।।
এ হৃদয় ধূপসম কাব্যেরি জ্বালায়
যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়
কিছু তার সুরভি, কিছু তার বেদনা
পড়বে কবির মনে, যেখানেই থাকো না।
সেদিনের সে পামটুকু, জানি গো তোমার মনে জ্বালবে না আলো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
২৫| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২২
অচেনা হৃদি বলেছেন:
২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
বেদের মেয়ে...
ব্লগের মেয়ে হৃদি আমায় কথা দিয়েছে
লেখব লেখব বলে হৃদি ফাঁকি দিয়েছে
তুমি হৃদি হেথা দিয়েছিলে কথা
কবিতা না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা
বল তুমি একটা কবিতা লেখতে কতক্ষণ
কাব্যরে না দেখলে আমার ব্লগে রয় না মন
আমি যখন লেখতে বসি বন্ধু বাজাও বাঁশি
লেখাপড়া রেখে আমি কেমন করে আসি
সামুরে মডুরে আমি কি দিয়ে বোঝায়
কাঙ্খে ব্যাগ নিয়ে আমি ক্লাস করিতে যাই
কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া
এসব কথা রেখে তুমি কাব্যরে কর বিয়া
আরে চল চল চল বন্ধু পোষ্টে ফিরে যাই
পাগলী আর কাউসার ভাইরে নিরালায় বুঝাই
ব্লগের মেয়ে হৃদি আমায় কথা দিয়েছে
লেখব লেখব বলে হৃদি ফাঁকি দিয়েছে
২৬| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫
অচেনা হৃদি বলেছেন: সর্বনাশ!
যে দুটো কবিতা লিখে আমি ল্যাপটপে ফেলে রেখেছি ঐগুলা ভুলেও পোস্ট করা যাবে না। ভয় লাগছে!
২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০০
ভ্রমরের ডানা বলেছেন:
আমাকে দেন। আমি পড়ি! প্লিজ
২৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:০৪
মো: নিজাম গাজী বলেছেন: বাহ কবিতাটি পড়ে হৃদয়ে একটা ঝলক+পলক দিলো। অনেক ভালো লেখনী। শুভকামনা শতত।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
আচ্ছা পলক দিল তাহলে! কি সৌভাগ্য আমার! শুভকামনা অশেষ!
২৮| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৬
মো: নিজাম গাজী বলেছেন: লেখক বলেছেন:
আচ্ছা পলক দিল তাহলে! কি সৌভাগ্য আমার! শুভকামনা অশেষ!
জ্বী ম্যাম পলক দিয়েছে। শুধুমাত্র আপনার সৌভাগ্য নয়। বরং আপনার পাঠক হিসেবে আমারও পরম সৌভাগ্য। ভালো থাকুন প্রিয়া লেখিকা। শুভকামনা শতত।
২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি আগে একবার ভুল করেছেন এখনো করছেন! আপনি ব্লগে সময় আরেকটু বেশি দেবেন। কে লেখক আর কে লেখিকা সেটা সম্বোধন করার আগে জানে করতে হয়! লেখিকা নই, লেখক বলতে পারেন!
শুভেচ্ছা!
২৯| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:১২
মো: নিজাম গাজী বলেছেন: স্যরি বুঝতে পারিণি প্রিয় লেখক। ক্ষমাপ্রার্থী।
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগিং মনোযোগী হয়ে করেন! শুভেচ্ছা রইল!
৩০| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২৩
উদাসী স্বপ্ন বলেছেন: লাবনীর কবিতা না পড়েই পড়ছিলাম। শেষে যখন দেখলাম তখন তার কবিতাটা পড়ে আবার আপনার কবিতা পড়লাম। তার প্রতিটা লাইন অনবদ্য আর আপনার ভাবের অভিব্যাক্তি আর তাতে যে হাহাকার সেটা যেনো স্পর্শ করলো। হয়তো আমারও এমন একটা কবিতা লেখার দরকার ছিলো। ইদানিং শব্দেরাও আমাকে ছেড়ে গেছে।
তবে...হয়তো আমারও এমন কিছু লেখা দরকার
১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কথা আমিও প্রকাশ করে দিলুম! আরো দেব! আস্তে আস্তে।।।।।।
শুভেচ্ছা রইল উদাসী ভায়া!
৩১| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৯
উদাসী স্বপ্ন বলেছেন: ভাবছি আপনার কবিতাটা কপি করবো। কিভাবে করবো জানি না, কখন করবো সেটাও জানি না
১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
করেন, কিন্তু কার্টেসী দিবেন! আমার কবিতা একান্তই আমার..... হা হা হা।।।।
৩২| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৪৬
উদাসী স্বপ্ন বলেছেন: কার্টেসী দেয়াটা সৌজন্যতা এবং উচিত কিন্তু প্রেম ভালোবাসার ব্যাপারে এত সৎ হইলে সমস্যা। তখন দেখা যাবে ভূমি বেদখল হইয়া যাইতে পারে। ২০১৮ সাল চলে, দিন কাল সুবিধার না এখন
১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৪৮
ভ্রমরের ডানা বলেছেন: ভূমি বেদখল করা যাইবো না, নিজের কইয়া চালায় দেন, তবে বাণিজ্যিক হইলে কিন্তু হইবো না!
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১:১৩
ওমেরা বলেছেন: মেয়েরা কিছুই বুঝে তবু একটা এস এস সি পাশ মেয়ে এম এস সি পাশ ছেলেকে কন্ট্রোল করতে পারে।