![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাহাকে চাস শ্যামাঙ্গ?
কাহাকে বল..
কেহ নেই এখানে
লীলাবতী মরে গেছে..
মরে গেছে আত্রেয়ী ঘাটের উজুবট গ্রাম..
সকল অন্ত্যজ কুল ঘুমিয়ে গেছে কত আগেই..
যবনের কালোঘোড়া ফিরে গেছে ঝাণ্ডা নিয়ে..
মিলিয়ে গেছে সামন্তশাসকের মুহুর্মুহু হামলা..
অতীত সকল অভিমন্যুদাসদের বর্বরতা..
নবগ্রাম থেকে পিপ্পলীহাটে আজ যদিওবা হাট হবে
তবুও তোর কিছুই নেই..
তুই ফিরে যা..
যে সন্তান ভূমিষ্ঠ হয়েছিল তোর লীলাবতীর ঔরসে
খোঁজ নিতে পারিস হারিয়ে গেছে সবে বিজাতীয় দুনিয়ায়..
এখন এখানে আকাশ সংস্কৃতির ঘুড্ডি উড়ে..
সকল কৃষ্টির মুখে ছাই মেরে ছেয়ে গেছে বিশ্বজাল..
প্রাকৃতজনের রেখে যাওয়া ধর্ম, কর্ম আর স্বপ্ন..
সব লুটেছে ওরা আধুনিক অসভ্যতা বলে..
তাই ফিরে যা শ্যামাঙ্গ..
এখন এখানে আরেক প্রদোষ...
অপেক্ষার অবসান হয়নি..
তুই ফিরে যা..
সর্বস্বত্ত্ব সংরক্ষিত
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:১০
ভ্রমরের ডানা বলেছেন:
ওরা চেয়েছিল ওদের সব কথা নিয়ে বাচতে! বিজাতীয় কিছু নিয়ে শ্যামাঙ্গ বাচতে চাইলে সেই অন্ধকার যুগেই সে সুযোগ পেয়েছিল। সে সুযোগ হেলায় ফেলে মৃত্যুকে বরণ করেছে ও! ওকে এই সংস্কৃতি দিলে সে কি নেবে বল?
শুভেচ্ছা রইল আপুনি!
২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অভিমানী কবিতা, ভালো লাগলো কথামালা। মুগ্ধতা জানবেন কবিতায়।
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
ইতিহাস মুছে যেতে বসেছে কবি! এই ঘুর্ণির তোড়ে... সব হারিয়ে যাবে একদিন....
কবিতার অনুভবে শুভেচ্ছা রইল!
৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:১১
সনেট কবি বলেছেন: কবিতা ভাল হয়েছে। আগের মতই রয়েছে গভীরতা।
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ সনেট কবি! আন্তরিক শুভেচ্ছা রইল!
৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৯
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু
কবিতায় মুগ্ধতা। ++
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
শুশু! ভাল থাকুন নিরন্তর!
৫| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৬
নীলপরি বলেছেন: অভিমানী প্রতিবাদ ।++
শুভকামনা
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ নীলপরি! অনুভবে অশেষ কৃতজ্ঞতা! শুভকামনা সবসময়!
৬| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪২
রাকু হাসান বলেছেন: প্রদোষে প্রাকৃতজন বইয়ে থেকে উৎসাহিত হয়ে কি লিখেছেন..ভাল হয়েছে
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
ঠিক ধরেছেন। প্লট ওটাই। কবিতায় আপনাকে পেয়ে ভাল লাগছে! শুভকামনা রইল!
৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবিভাই,
পড়তে পড়তে পরতে পরতে আমার কর্ণকুন্তী সংবাদের কথা মনে পড়লো।
কর্ণের শেষ কথা,
শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে,
জয়লোভে যশোলোভে রাজ্যলোভে অয়ি,
বীরের সদগতি হতে ভ্রষ্ট নাহি হই।
শুভেচ্চা নিয়েন প্রিয়কবিভাই।
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৬
ভ্রমরের ডানা বলেছেন:
আশ্চর্যের বিষয় হল, আপনার সাথে আমারো মিলে গেল। মহাভারতে কর্ণকেই আমার সবচেয়ে বেশি বিশুদ্ধ মনে হয়েছে! একই সাথে তার বীরগতি আমাকে মুগ্ধ করেছে! শ্যামাঙ্গ সেই একই পথে হেটে গেছে! কর্ণের শেষ কথাটি জানা ছিল না! জানিয়ে উপকার করলেন! অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার! শুভকামনা সর্বক্ষণ!
৮| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৩
সুমন কর বলেছেন: বড্ড বেশি সুন্দর হয়েছে।
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় সুমন ভাই, আপনার মন্তব্যে সবসময় অনুপ্রাণিত হই! আপনার মন্তব্য আমার কাছে সবসময় বিশেষ কিছু! কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ! নিরন্তর শুভকামনা!
৯| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৫
কাওসার চৌধুরী বলেছেন:
'শ্যামাঙ্গ' নামটি খুব ভাল লেগেছে; কবিতায় ++++ প্রসঙ্গটি যুতসই।
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
লেখক শওকত আলীর 'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসের নায়কের নাম শ্যামাঙ্গ! এই রচনায় তিনি বাংলায় কিভাবে যবন এলো, তাদের আগমনে কি প্রতিক্রিয়া হল তা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও সামন্তপ্রভুদের অন্যায়ে পলায়নপর এক নিম্নবংশীয় মানুষদের চিত্র চিত্রিত হয়েছে! শ্যামাঙ্গ তাদের মধ্যে সাহসী একজন!
কাব্যানুভবে ও উৎসাহব্যঞ্জক মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ! শুভেচ্ছা সবসময়!
১০| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৯
মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি চমৎকার একটা কবিতা পড়লাম!
অন্যরকম সুন্দর!
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:১১
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে আন্তরিক অভিনন্দন! প্রীতি ও শুভেচ্ছা জানবেন!
১১| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪০
চঞ্চল হরিণী বলেছেন: পড়ে শুধু মুগ্ধই হলাম না, আমি হারিয়ে গেলাম দূর অতীতের কোথাও। সুমন কর দা'র মত বলছি, বড্ড বেশী সুন্দর। ১নং মন্তব্যের উত্তরে লাইক দিয়েছি।
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
ইতিহাস আকর্ষণ ভুলে থাকা যায়না। নিজের শেকড়বাকড় ধরেই এগিয়ে যেতে হয়। নইলে পরগাছা হতে হয়! শ্যামাঙ্গ পরগাছা হতে চায় নি। ওর স্বপ্ন ছিল মুক্তি! সে স্বপ্ন আজো স্বপ্নই। বাংলাভাষীদের বাংলা চর্চাক্ষেত্র ক্রমেই সংকুচিত হচ্ছে। যদিও বই বিক্রি বেড়েছে তবুও বলব এর প্রভাব মননে কই?
কাব্য অনুভবে মুগ্ধকর মন্তব্যে অশেষ ধন্যবাদ! শুভেচ্ছা নিরন্তর!
১২| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
ভাষা সুন্দর।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
প্রশংসায় অনুপ্রেরণা খুঁজে পেলাম! অনেক অনেক শুভেচ্ছা রাজীব ভাই!
১৩| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল ডানা ভাই।
২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
পাঠে ও মন্তব্যে ধন্যবাদ মোস্তফা ভাই! শুভেচ্ছা রইল!
১৪| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১১
জাহিদ অনিক বলেছেন:
মহাকাল নিজেই অনুঘটক হয়ে গেছে--- প্রদোষ পেরিয়ে শ্যামাঙ্গ চলে যাক নতুন ঊষায়
২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
চলে যাক... যাবে তো?.... আশা আছে কি? ফিরে এসে নিজের স্বপ্ন গড়ার....
অনুভবে ধন্যবাদ কবি! শুভেচ্ছা সতত!
১৫| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ চমৎকার। এবার একটু অন্যরকম কবিতা পেলাম।
২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ! ভিন্ন সিরিজ ভিন্ন কাব্য! অনুভবে শুভেচ্ছা মাইদুল ভাই!
১৬| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: শেকড় কাব্যে ভাললাগা!! কবি
মহাকালের মহা প্লাবনে বারবার
রক্তবীজে ঢুকেছে বিষ!
বহুমূখিতায় আর বহুগামীতায়
নষ্ট হয়েছে কুমারত্ব;
দেহে, মনে, চেতনায়
বারংবার ধর্ষনে বিভ্রান্ত অনুভব!
শেকড়েও সর্পানুভব
লোহাপোড়ার দগদগে অগ্নিস্মৃতি
নিজেকে হারাতে হারাতে
ভুলেই গেছি- শ্যামাঙ্গীর নাম!
কবিতায় যেন খুঁজে পেলাম -আবার তারে
+++
২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ ভিগু ভাই! কবিতা পাঠে ও মন্তব্যে বিশেষ শুভেচ্ছা! শুভকামনা সতত!
১৭| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩
খায়রুল আহসান বলেছেন: "এখন এখানে আকাশ সংস্কৃতির ঘুড্ডি উড়ে..
সকল কৃষ্টির মুখে ছাই মেরে ছেয়ে গেছে বিশ্বজাল..
প্রাকৃৃৃতজনের রেখে যাওয়া ধর্ম কর্ম আর স্বপ্ন..
সব লুটেছে ওরা আধুনিক অসভ্যতা বলে.." - কপি-পেস্ট এর সুবিধাবিহীন, তবুও টাইপ করে উদ্ধৃত করলাম কথাগুলো খুব ভাল লেগেছে বলে।
কবিতায় ভাল লাগা + +
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
কষ্ট করে লাইন গুলো টাইপ করে যে ভাললাগার প্রকাশ তাতে লেখাটি স্বার্থক হল! এই কবিতায় আপনার মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি! কৃতজ্ঞতা রইল! মন্তব্যে রেখে যাওয়া দুটো প্লাস নিশ্চয়ই অনেক বড় পাওয়া! আপনার সর্বাঙ্গীণ মঙ্গলল কামনা করছি শ্রদ্ধেয়! শুভেচ্ছা ও শুভকামনা সতত!
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৪
শায়মা বলেছেন: শ্যামাঙ্গকে ফিরিয়ে দাও কেনো? নতুন করে দেখুক সেও না হয় আকাশ সংস্কৃতি। ব্যাক টু দ্যা ফিউচারের নতুন গল্প হোক।