নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

শ্যামলিমা আমার (২).....

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩



অসংখ্য কবিতার বুকে আমার ঠাই...
তবু আমি অবহেলিত, আমি নিরুপায়..
কবিরা কবিতা লেখে যায়..
দিনরাত্রি ভোর, ঘুম হারাম করে
আন্দোলন হয়, পলিসি হয়, আইন হয়..
আমি নেই...
অথচ ওরা বলে আমি নাকি শেকড়বাকড়..
এসব ভাবতেই দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে..


আমার খুব খেয়াল আছে শ্যামাঙ্গদের..
আমার বুকেপিঠে ওদের পুর্বপুরুষের রক্তকমল...
ওরা আমাকে গড়েছিল যতনে..
ওরা সাজিয়েছিল বৃক্ষের চাদরে, পত্রপুষ্প আদরে..

আর আজ দেখ..
অনেক নেতার আশ্বাস, বিপ্লবী পুরুষের চিৎকার..
আর আমি পড়ে রই নিভৃতে..
কেউ রাখেনি নাড়ির খবর..
কিন্তু আমি তো মা, তাই তাদের ফেলে দেব না..

আমার যা আছে ভূমি, জল, খড়কুটো
ওতেই হোক কৃষক ব্যাটার অন্নদুটো..
মাটির ছেলে থাকুক মাটির সাথে...
আমার সন্তান থাকুক দুধে আর ভাতে..

সর্বস্বত্ব সংরক্ষিত

ছবিঃ গুগল

মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৩

বিজন রয় বলেছেন: অামি কি প্রথম!!

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:

জ্বী। প্রথম অনুভবে শুভেচ্ছা! গ্রামবাংলারর মেহনতি মানুষের জয় হোক, গ্রাম বাচলে দেশ বাচবে!

২| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬

বিজন রয় বলেছেন: যাক, আমিই প্রথম!

আপনাদের কবিতা পড়ি আর ভাবি আমিও যদি আপনাদের মতো লিখতে পারতাম!
কবি জাহিদ অনিক একজন!!

অসাধারণসব ট্যালেন্ট আপনারা।
স্যালুট!

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০২

ভ্রমরের ডানা বলেছেন:


কবি, লজ্জা দেবেন না! আপনি ভাল লেখেন! আমি আপনার গুণমুগ্ধ! এভাবে বললে হয়ত ফুঁড়ে যাব! জাহিদ ভাই অন্য জিনিস! ম্যাটারিয়াল প্লাস সাবজেক্ট অনন্য!


আপনার সাথে লেখছি এটা সৌভাগ্য! আপনাকেও স্যালুট!

৩| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৭

রঞ্জন রয় বলেছেন:


সন্তানগুলো মানুষ হউক।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১০

ভ্রমরের ডানা বলেছেন:



এ কামনা পূর্ণ হোক! শুভেচ্ছা রইল!

৪| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতা। অনুভবে মুগ্ধতা। মহীয়সী গরীয়সী মায়ের আঁচলেই যেন থাকি দুধে ভাতে। ++

শুভকামনা অফুরান।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১২

ভ্রমরের ডানা বলেছেন:


মাটির কাছেই জীবন! এখানেই সকল প্রশান্তি! এখানেই মুক্তির বারতা! শুভেচ্ছা রইল! প্লাসে ধন্যবাদ!

৫| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৪

জাহিদ অনিক বলেছেন:
রুদ্র মোহাম্মদের একটা লাইন মনে পড়ে গেল-
বন্ধুরা সব বিত্তে বাড়ে, চিত্তে বাড়ে বাড়ে শনৈঃ গৃহস্থালি, আমার তবু বয়স হয় না, বুদ্ধি হয় না।

@বিজন দা, আমায় লজ্জা দেছেন হেন !

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৬

ভ্রমরের ডানা বলেছেন:



গ্রামকেন্দ্রিক চিন্তা ছিল রুদ্রের! কিছুটা অপ্রকাশিত! কবিরা সবসময় গ্রাম ভালবেসেছেন! গ্রাম এক অমৃতসুধা!!


শুভেচ্ছা কবি!

৬| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১১

রাকু হাসান বলেছেন:





শেষ প্যারায় কি সহজ সরল সুন্দর ভাবনা ! :-B

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১১

ভ্রমরের ডানা বলেছেন:


মাটির কাছে কেউ নেই! সবার চাই কংক্রিট! মাটির ঘ্রাণ বাংগালিকে আর টানে না....



আফসোস রাকু ভাই

৭| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে শুভেচ্ছা রাজীব ভাই!!!

৮| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

নীলপরি বলেছেন: কবিতা অপূর্ব । শেষ স্তবকটা অসাধারণ । ++++
শুভকামনা কবি

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



অশেষ ধন্যবাদ নীলপরি! কৃষকের কথা নেই কারো বজ্রকন্ঠে! অথচ শ্যামলিমার শ্যামাঙ্গ হাজার......

৯| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। কবিরা গ্রাম ভালোবাসে। সবাই বোধ হয় গ্রাম ভালবাসে ।

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:



কবিদের দল নেই। তারা একই ঝাড়ের বন্যফুল! কবিদের অনুভূতি সবসময় এক যদিওবা প্রাণ ভিন্ন! কবিতার স্পন্দনবেগ কবিদের হৃদয়ে এক! জয় হোক কবিতার, জয় হোক শ্যামলিমার....

১০| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২০

লায়নহার্ট বলেছেন: {প্রাণপ্রিয় বাংলাদেশ.....কবিতা ভালো লাগলো, তবে, শ্যামলিমা আমার (১) কোথায়? পড়তে পারি?}

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:
১ আমার ব্লগে আছে! খুঁজতে গেলে অনেক পথ পেরিয়ে যেতে হবে। ওটা মেবি একটা সনেট ছিল!" জনিকা যতন" নামেও একটা আছে। পড়ে দেখুন! ভাল লাগবে আশাকরি! শুভেচ্ছা রইল!

১১| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭

সুমন কর বলেছেন: দারুণ এবং +।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৪

ভ্রমরের ডানা বলেছেন: থ্যাংকস দাদা! শুভেচ্ছা রইল!

১২| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
অনুভবে শুভেচ্ছা রাজীব ভাই!!!

ভালো থাকুন।
মাটির ঘর টা খুব সুন্দর।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭

ভ্রমরের ডানা বলেছেন:


মাটির ঘরে শান্তি ছিল, কংক্রিটে বেহাল দশা! এসি লাগিয়েও শান্তি পাচ্ছে না কতিপয় ঢাকার টিকটিক। দরদর করে ঘামছে!

১৩| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩০

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৮

ভ্রমরের ডানা বলেছেন:



শান্তি! গ্রামই শান্তি! শুভেচ্ছা কবি!

১৪| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪৬

চাঁদগাজী বলেছেন:


শত বছর আগেও দিন কেটেছে শালুক কুড়ায়ে, পান্তার সাথে লবন, আজো চলছে তেমনি করে; পীজ্জা মিজ্জা যারা খাচ্ছে, গাড়ীতে চড়ছে, তারা মারামারি করছে সড়ক নিয়ে, সেটাই তাদের শহর, সেখানে কেহ ছাত্র সাজে, কেহ পুলিশ পুলিশ খেলে

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:



শতবছর আগে তুর্কি ছিল, পাঠান ছিল, মোঘল ছিল! তবুও বাংলায় শান্তি ছিল! গ্রামের হাটে হাটে উৎসব বসত! এখন ১৮ বর্গকিলোমিটার ঢাকায় কতিপয় প্রো-ক্যাপিটালিস্ট সুবিধাবাদী! উহারা শাপলা শালুক চিনে না, তবে এম্ব্রোসিয়ান ফেঞ্চ ফ্রাই, পিজ্জা হাট, চিকেন বার্গার চেনে! এই বাংলা কে গড়তে চেয়েছিল?

১৫| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৩:১৩

চঞ্চল হরিণী বলেছেন: শান্তি পেলাম। ফিরে চল মাটির টানে। কেউ ভাবে না ওঁদের কথা। কবি হৃদয় শুধু অনুভব করে যায়। কবিতায় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। "লেখে যায়" নয় "লিখে যায়"। ছবি ও কবিতা দুটোই খুব সুন্দর হয়েছে।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে শুভেচ্ছা কবি বন্ধু! ভাল থাকুন নিরন্তর!

১৬| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪৬

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতায় ভাল লাগা রইলো। +++

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা পাঠে অশেষ ধন্যবাদ! শুভকামনা সবসময়!

১৭| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯

আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কবিতা । মাকে ভালোবাসি । ভালোবেসে যাবো চিরতর ।

০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার অনুভবে শুভেচ্ছা! মায়ের আঁচলের তলে শান্তির জল! নীড়ে ফিরুক পাখিদের দল! শুভকামনা সতত!

১৮| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৩

সনেট কবি বলেছেন: ভাললাগার অসাধারণ কবিতা।++++++++++++

০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার অনুভবে শুভেচ্ছা সনেট কবি! ভাল থাকুন নিরন্তর!!

১৯| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় কবি! অনন্ত শুভেচ্ছা জানবেন! ধন্যবাদ!

২০| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে
আমার হয়েছে কোনটা...;)


মনেরও বাগানে ফুটিলো ফুল রে রসিক ভোমর আইলো না, ফুলের মধু খাইলো না.....:P

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪০

ভ্রমরের ডানা বলেছেন:






শুকরিয়া মেহেরবান..... গানের ফিলিংস শেয়ারে মন খুশি হইল.....থ্যাংকস....

২১| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৬

উদাসী স্বপ্ন বলেছেন: অনুভুতিসম্পন্ন কবিতা

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে অশেষ ধন্যবাদ! শুভেচ্ছা রইল!

২২| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগা রইল কবি।

মা আর মাটি এমন ই হয়। মমতাময়ী :)

+++

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:




অনন্ত শুভেচ্ছা কবি! মায়ের জয় হোক! এ দেশে শান্তি থাকুক!

২৩| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




আমাদের সন্তানেরা থাকুক মায়েদের স্নেহের ছায়ে ।

আপনার কবিতার মর্মবাণীর স্বপক্ষে এক অজ্ঞাতনামা দার্শনিকের অপ্রকাশিত কবিতার কিছু ----
" অশুভ গুবরে পোকারা সর্বদা কাট মারে
অন্যপ্রাণীরাও ইতিমধ্যে গুলজার করে ফেলেছে শ্রেনীকক্ষ -
মানুষের চামড়ায় তৈরী ব্যাগ নিয়ে একজন কুমীর
অনশনরত একহালি মাছ
পতাকা হাতে এক খেঁকশিয়াল
একজোড়া কমিউনিষ্ট গরু
মুক্তির ইশতেহার নিয়ে একজন কোলাব্যাঙ
টিভিতে একজন গিরগিটি ।
আর -
শ্রেনীকক্ষের বাইরে অপেক্ষমান মশামাছি
গাছের শেকড়-বাকড় ।


দীর্ঘশ্বাস বেরুনোর মতোই কবিতা ।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

অজ্ঞাতনামা দার্শনিকের প্রতি অশেষ শ্রদ্ধা ও ভালবাসা! তিনি যথার্থই বলেছেন! ইহাই বাস্তবতা! তাইতো কোনোএক কালে কবি বলেছিলেন- ঘোড়ার বুকে ঢিবঢিব গাধার হৃদপিন্ড.... মিলে গেল মেবি!



দীর্ঘশ্বাস দীর্ঘ হচ্ছে কবি! গ্রাম ক্রমেই ফুরিয়ে আসছে! কবিতা পাঠে অনন্ত শুভেচ্ছা ও শুভকামনা জানবেন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.