নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ - ২৬- ডিপ স্টেট

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৭



সমূলে একটি জাতিকে ধ্বংস করতে
কিছু শব্দকে প্রশ্নবিদ্ধ কর, গভীরে যাও আরো গভীরে...


বিশ্বাসমূলে পচিয়ে দাও এক এক করে প্রতিটি শব্দ...

সুশীল....

পুলিশ...

প্রশাসন....

নেতা....

ভুলিয়ে দাও স্বাধীনতা, উন্নয়ন, অধিকার জাতীয়তাবোধ ইত্যাদি শব্দগুলো..
আর কিছু আস্থাশীল ব্যক্তিকে তাবেদার বানাও...
বিভ্রান্তিকর শব্দের হুলিয়া অত্যন্ত জরুরি..
কিছু রক্ষককে বানাও ভক্ষক...
দেখবে ছেয়ে গেছে সব হলুদ কালিতে...

তখনি
মগজের গভীরে ঠেসে দাও বিরোধ,
দ্বন্দ্ব, হানাহানি, ইর্ষা, পরশ্রীকাতরতা...
ভাগ কর ইচ্ছেমতন যত পার দলে দলে...

স্বার্থ মুখ্য ডিপ স্টেট
বর্তমান বিশ্ব ব্যবস্থার এক চুড়ান্ত কূটকচাল ...


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৮২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭

স্রাঞ্জি সে বলেছেন:

সবি হবে। দুয়ার খুলুক।

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

ভ্রমরের ডানা বলেছেন:



এটা একটা থিওরি! বিভিন্ন দেশে প্রয়োগ হয়। আন্তর্জাতিক রাজনীতি /কূটনীতির মস্তবড় হাতিয়ার....

এর বেশি কিছু নয়! কিসের দুয়ার খুলতে বলেছেন বুঝে উঠিনি!



তবুও শুভেচ্ছা অবিরাম!

২| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০০

নয়ন বিন বাহার বলেছেন: যদি কোন একদিন .........

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

ভ্রমরের ডানা বলেছেন:



কি বুঝেছেন?

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২

ডঃ এম এ আলী বলেছেন: অন্তরের অন্তস্থল হতে অভিনন্দন । দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে সঠিক পর্যবেক্ষন, মুল্যায়ন , আশঙ্কা সেসাথে হুশিয়ারীমুলক কথামালা সমৃদ্বধ পোষ্ট , খুব ছোট হলেও এর অভিধা বিশাল । ইদানিং ব্লগে আসা অনেক পোষ্টের লেখা দেখে চোখ ফিরিয়ে নিতে হয় তৎক্ষনাত । প্রাসঙ্গিকতার বাইরে গিয়ে অহেতুক ও অনাবশ্যক বিষয় নিয়ে অযৌক্তিকভাবে বেশী মত্ত থাকতেই দেখা যায় অনেক পোষ্টে । সহজেই বুঝা যায় সে সকল শুধু উদ্দেশ্যমুলক বিশেষ কোন লক্ষ অর্জনের লক্ষেই বেশী মনযোগী ।

ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য ।

শুভেচ্ছা রইল ।

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

ভ্রমরের ডানা বলেছেন:




সুপ্রিয় লেখক, আপনার অত্যন্ত মুল্যবান মন্তব্য লেখাটিকে আরও অর্থবহ ও যুক্তিযুক্ত করেছে। এই ক্ষুদ্র লেখকের ভুলত্রুটি হয়ত অনেক! আশাকরি আপনি ক্ষমা করবেন! আমি এই লেখায় যা বলতে চেয়েছি, আপনি তা ঠিক ঠিক ঠাহর করেছেন। এই জন্যে আপনার নিকট আমি কৃতজ্ঞ!

ইদানীং ব্লগের লেখাগুলো নিয়ে আমিও আপনার মতন যথেষ্ট বিরক্ত! উদ্দেশহীন লেখা খুব কম আসে! যেসব উদ্দেশ্যমূলক লেখা আসে সেগুলো অনেকটাই প্রোপাগান্ডা! এসব লেখা আমি মাঝেমধ্যে একদুবার ভুলে রিয়েকশন করেছিলাম, এরপর আর করিনা। দেশের কল্যাণ সাধনে যে সকল লেখা তার সাথে হোক আমাদের বিচরণ!!


আপনার মন্তব্যে স্নেহ ও ভালবাসা পেলাম। সে জন্যে আপনার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই! নিরন্তর শুভকামনা জানবেন! আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি সর্বদা!

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালী নিজের হাত-পা কেটে, নিজেই পংগু হয়ে, ভিক্ষা করে বেড়াচ্ছে

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

ভ্রমরের ডানা বলেছেন:




আপনি ঠিক ধরেছেন সুপ্রিয় ব্লগার! আমরা তাই করে চলছি প্রতিনিয়ত! এর থেকে মুক্তি চাই! শুভবুদ্ধির উদয় হোক!

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

বাকপ্রবাস বলেছেন: ভাগ কর শাসন করে। এই চালেই চলছে সব। যারা বুঝে তারা প্রয়োগটা করে অন্যের উপর, যারা বুঝেনা তারা প্রয়োগটা করে নিজেদের উপর। গোলমাল পাকিয়ে দাও চেটেপুটে খাই।

কবিতা সুন্দর। সুন্দর কবিতা।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৮

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার অনুভবটা বুঝেছি! সত্যি অনুপ্রাণিত হয়েছি! অনেকেই আছে যারা ভুল বোঝবে! আপনি সঠিক বুঝেছেন! ধন্যবাদ বাকপ্রবাস!

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০

জাহিদ অনিক বলেছেন: আমার ধারণা আমাদের মগজে এখনো গেঁথে আছে - সূর্যাস্ত আইন আর চিরস্থায়ী বন্দোবস্ত

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২২

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার ধারণা ভুল নয়। আমরা নিজেদের গন্ডীর বাইরের জগতে কম বিচরণ করি। এটাই সর্বনাশ করছে। জাতীয় শক্তিতে কূটনীতি একটি অন্যতম প্রভাবক! দেশ একটা বৃহত্তর বিষয়!

৭| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

শাহারিয়ার ইমন বলেছেন: এই নীতিতেই তো চলছে বিশ্ব

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

ভ্রমরের ডানা বলেছেন:





ক্রীড়নক রাষ্ট্রগুলো এভাবেই প্রথাগত ডিপ স্টেট চালু করে...

৮| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ! আহা, এমন দ্রোহের আগুন যদি রাষ্ট্রনায়কের বিবেকে দংশন করতো।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

ভ্রমরের ডানা বলেছেন:




ডীপ স্টেট একটি জটিল বিষয়! এটি আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে জড়িত!

৯| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, একটি জাতিকে পৃথিবী থেকে নির্মূল করতে এইসব কোড'ই ব্যবহার করা হয়। অতঃপর, একটাসময় সংস্কারের নামে চলে চূড়ান্ত নিধনযজ্ঞ!

লেখাটি দারুণ ছিলো।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

ভ্রমরের ডানা বলেছেন:




গভীরে গিয়ে উপলব্ধি করে যে মন্তব্য করেছেন তাতে অভিভূত হয়েছি! শুভেচ্ছা নিরন্তর!

১০| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: প্রাইভেট গাড়ির হর্ন
প্রকাশ করে
মালিকের আচরণ!

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:



বাংলা সিরিয়ালের সংকট মিলবে কি?

১১| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

রাকু হাসান বলেছেন:

কবিতায় দেশ-বিদেশের প্রতিছব্বি,হচ্ছে এগুলো , জাতি হিসাবে কবে বেরিয়ে আসবো এসব থেকে আমরা !!

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫১

ভ্রমরের ডানা বলেছেন:



ইতিহাস জানে আমরা কি ছিলাম আর কিসের চর্চা করছি! যতই আমরা আমাদের নিজস্বতা থেকে বেরিয়ে যেতে চাইব ততবার আমাদের শোষণ করবে বহিঃশক্তি! ডিপ ষ্টেট একটি ভয়ংকর জিনিষ!

১২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

সুমন কর বলেছেন: মগজে কারফিউ, কিছুই ঠেসে দেয়া যাবে না.......!!

অর্থবহ এবং সুন্দর।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:




মগজে কারফিউ, কিছুই ঠেসে দেয়া যাবে না.......!!




সুন্দর বলেছেন দাদা! শুভকামনা সবসময়! প্রশংসায় অনুপ্রাণিত হয়েছি! আপনি কবিতা ভালবাসেন এটা খুব ভাল লাগে!

১৩| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০২

কাওসার চৌধুরী বলেছেন:



কবির চমৎকার উপলব্ধি৷এটি বর্তমান বিশ্বব্যবস্তার বাস্তবতা৷কবিকে অভিনন্দন এমন কালজয়ী কবিতা লেখার জন্য৷+++ B-)

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার ভূয়সী প্রশংসা করি এমন করে অনুপ্রাণিত করার জন্যে! কবিতাটির মূলতত্ত্ব অনুভবে শুভেচ্ছা রইল! বিশ্ববাস্তবতায় চাই মানবিক পররাষ্ট্রনীতি!


কবিতার অঅনুভবে শুভেচ্ছা ও প্রীতি জানবেন সুপ্রিয় ব্লগার!

১৪| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ২:৪৫

উম্মে সায়মা বলেছেন: এই-ই তো চলছে!

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:







বিশ্ব জুড়ে, মধ্যপ্রাচ্যে এর জ্বলন্ত উদাহরণ রয়েছে!

১৫| ২৮ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: তাৎপর্যপূর্ণ পোস্ট! ভাবার আছে অনেককিছু।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:


দেরীতে প্রতিউত্তর করার জন্যে দুঃখিত! পাসওয়ার্ড জনিত জটিলতায় পড়েছিলাম! খুবই প্রাসঙ্গিক মন্তব্য করার জন্যে আপনার প্রতি কৃতজ্ঞতা!



শুভেচ্ছা জানবেন!

১৬| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:১৯

চাঙ্কু বলেছেন: ডিপ স্টেট - টাইটেলটা সেইরাম!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

ভ্রমরের ডানা বলেছেন:


এটা একটা টার্ম! খুবই জটিল বিষয়! আন্তর্জাতিক রাজনীতি পরিবর্তনশীল! কবিতাটি পাঠে গোলাপের শুভেচ্ছা রইল!

১৭| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২২

সামিয়া বলেছেন: বেশ সু স্পষ্ট প্রকাশ।। অসাধারণ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

ভ্রমরের ডানা বলেছেন:





ব্যবচ্ছেদ কাব্যে আপনাকে পেয়ে খুব ভাল লাগল! সৌভাগ্য বটে!



আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানবেন!

১৮| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮

প্রথমকথা বলেছেন: ভাল বলেছেন। ভীষণ সুন্দর লেখা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতায় ভাল লাগায় ধন্যবাদ! অশেষ শুভেচ্ছা রইল!

১৯| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২২

তারেক ফাহিম বলেছেন: বাস্তবতা :(

কবিতায় ভালোলাগা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:



বাস্তবতা বড়ই কঠিন! অনেকেই সেটা ভুলে যায়! কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগছে! শুভেচ্ছা জানবেন!

২০| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৫

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




যে সব কুশীলব সুকৌশলে সমাজের গভীরে প্রোথিত করেছে যে সাম্রাজ্য, তাদেরই পঁচা-গলা নিঃশ্বাসের বিষবাষ্প গলিত লাভার মতোই উঠে আসছে নিয়মিত । সে লাভাস্রোতে আমাদের সব স্বাধীনতা, সব অধিকার , সব উন্নয়ন চাপা পড়ে গেছে সেই কবে ! তারই যাতাকলে পিষ্ট হতে হতে আমরাও হৃদয়ের গভীরে পুঁতে দিয়েছি সেই সাম্রাজ্যের বিষবৃক্ষ যাতে অভিযোজিত হতে পারি নিজের বেঁচে থাকা জীবনে ?

কিন্তু এ কি কোনও জীবন !!!!!! কেমন জীবন ?

এ আপনার এক বলিষ্ঠ উচ্চারণ আর কিছু মন্তব্য তাকে শক্ত করেছে আরও ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

ভ্রমরের ডানা বলেছেন:


সুপ্রিয় জী এস ভাই,

সমাজের গভীরে আতঙ্ক, ত্রাস, হতাশা, অনিশ্চয়তা তৈরি করে অরাজকতা নৈরাজ্য ছড়িয়ে দেয় ডিপ স্টেট। আর এভাবেই একটি রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র সুনিপুণ কায়দায় তার লক্ষ্যভেদী মারণাস্ত্র চালিয়ে যায়। অনেকেই এসব না বোঝার আগেই নিজ পায়ে কুড়ালি মারে! তখন জীবনে ছেয়ে যায় হতাশার বিষ! আর এভাবেই আমাদের চিন্তাশক্তিহীন করে চলে সুকৌশললে ডিপ স্টেট!


আপনার মন্তব্যে আপনার অনুভব জানলাম। যথেষ্ট শক্তিশালী অনুভব! গভীরে গিয়ে তুলে এনেছেন অনুভূত শব্দের মণিমুক্তাদি! আপনার প্রতি রইক আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন!!

২১| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

কুঁড়ের_বাদশা বলেছেন:
চলিতেছে সার্কাস এরকম চলতেই থাকবে। ;) ভালো লিখেছেন মিয়া ভাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



বিশ্ব জুড়ে কত কত যে সার্কাস চলে তার ইয়াত্তা নেই! ভাল লেগেছে জেনে ভাল লাগল মেয়াবাই! শুভেচ্ছা নিরন্তর!!

২২| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

নতুন নকিব বলেছেন:



দারুন লিখেছেন। বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। +++

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে শুভেচ্ছা! প্লাসে কৃতজ্ঞতা! ভাল থাকুন নিরন্তর!

২৩| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: বাস্তব চিত্র । ++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

বাস্তব অনুভবে শুভেচ্ছা নীলপরি! ভাল থাকুন নিরন্তর!!

২৪| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

বর্ণা বলেছেন: তখনি ছেয়ে গেছে সব হলুদ কালিতে.. ভালো লেগেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার অনুভবে শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর!

২৫| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: সাথে প্রশ্নবিদ্ধ করো, বিচার বিভাগ, নির্বাচন কমিশন আর শাসনযন্ত্রের হাতিয়ার গুলিকেও।।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:



মন্দ বলেননি! এসব তো আছেই!


কবিতা পাঠে আন্তরিক শুভেচ্ছা!

২৬| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
এটা আমাদের বাস্তব চিত্র ! ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:



এই পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত! এটাই আমাদের আসল বাস্তবতা! অনুভবে শুভেচ্ছা কবীর ভাই!

২৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

অব্যক্ত কাব্য বলেছেন: ডিপ স্টেট, অসাধারন কবিতা।
কবিতায় প্রতিবাদের ঘ্রাল আছে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম! আন্তরিক শুভেচ্ছা রইল!

২৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভায়া . .
আপনার এই কবিতার প্রেরণায় ডিপ ষ্টেট বিষয়টায় প্রচন্ড আগ্রহ জন্মে।
যার ফলে প্রসবিত হয় এক দারুন সংকলিত পোষ্ট- ডিপ ষ্টেট
আপনার তরেই উৎসর্গিত পোষ্টে আপনার শুভাগমনের অপেক্ষায় :)

কবিতার কথা কি আর আলাদা করে বলা লাগবে ;)
+++++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার লেখাটি বহু আগেই পড়েছি। অত্যন্ত ভাল তথ্যাদি সজ্জিত লেখা! আর তাই লেখাটি প্রিয়তে রয়েছে। এই কবিতার ব্যবচ্ছেদে আপনি যে প্রবন্ধ রচেছেন তার জুড়ি নেই।



আপনার গুণমুগ্ধ হয়ে রইলুম! শুভেচ্ছা জানবেন সুপ্রিয় ব্লগার!

২৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯

কাওসার চৌধুরী বলেছেন:



কোথায় হারিয়ে গেলেন?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
ফিরে এসেছি! পাসওয়ার্ড নিয়ে ঝামেলায় ছিলাম! এখন ঠিক! শুভেচ্ছা জানবেন!

৩০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০২

কাওসার চৌধুরী বলেছেন:



Keep it safe please.

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২০

ভ্রমরের ডানা বলেছেন:


কাওসার ভাই, দেরিতে প্রতিউত্তর করায় প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকাল ব্লগে খুব কম আসা হয়। আপনার মন্তব্যটা ঠিক বুঝে উঠতে পারিনি।

৩১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৮

বলেছেন: ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য ।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২১

ভ্রমরের ডানা বলেছেন:



ল,

কবিতার অনুভবে আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

স্রাঞ্জি সে বলেছেন:

কই গেছিলেন ভাই......

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১০

ভ্রমরের ডানা বলেছেন:






ভাইরে আর বইলেন না! বাইচা আছি সেই বড়! আছেন কেমন?

৩৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১

সাহাদাত উদরাজী বলেছেন: বুঝতে সময় নিয়েছি অনেক।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:



বুঝতে পারার জন্যে ধন্যবাদ! শুভেচ্ছা অফুরান!

৩৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

চঞ্চল হরিণী বলেছেন: আপনার কবিতাটি ভালো লাগতেই হবে। আর আপনার কবিতার জন্যই ভৃগু ভাইয়ের দারুণ এক পোস্ট পেয়েছি। অসম্ভব কৃতজ্ঞতা আপনার প্রতি।
আপনাকে দেখছিলাম না কয়েকদিন, এখন মন্তব্যে জানলাম পাসওয়ার্ড সমস্যা ছিল। আপনাকে ব্লগে না দেখলে একটা শূন্যতা অনুভব হয়। 'বন্ধু বিনে মন বসে না.।.।.।।।'

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৭

ভ্রমরের ডানা বলেছেন:





বন্ধু, আপনি ব্লগে নেই। আমিও মাঝে ছিলাম না। দেরি করে প্রতিউত্তর দিলাম সে জন্যে আন্তরিক দুঃখিত! ভিগু ভাইয়ের লেখাটি প্রিয়তে নিয়েছি। অসাধারণ লেখেছেন উনি।


আপনাকে ব্লগে না দেখে আমার খুব খারাপ লাগছে। দ্রুত ফরে আসুন!

৩৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

আতোয়ার রহমান বাংলা বলেছেন: অসম্ভব কৃতজ্ঞতা আপনার প্রতি।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:


কৃতজ্ঞতা কেন ভাই?

৩৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০

ঋতো আহমেদ বলেছেন: ভিন্ন আঙ্গিক, interesting প্রকাশ ভঙ্গী। নজড় কাড়ার মতোই। ++

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৭:০৩

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ কবি! প্রশংসা করার মত কিনা জানি না, যা চেয়েছি লিখে দিয়েছি!

৩৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে চমৎকার কবিতা। কবিতায় ভাল লাগা + +।
আপনার কবিতার দ্বারা অনুপ্রাণিত হয়ে বিদ্রোহী ভৃগুও এ বিষয়ে বিশদ আলোচনা করে পোস্ট লিখেছেন। সেটাও ভাল লেগেছে। উভয়কে ধন্যবাদ, আপাতঃ অজানা একটি বিষয়কে তুলে ধরার জন্য।
"আর কিছু আস্থাশীল লোককে তাবেদার বানাও...
কিছু রক্ষককে বানাও ভক্ষক
দেখবে ছেয়ে গেছে সব হলুদ কালিতে..."
- সেটাই তো দেখছি!

০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:





প্রথমেই কবিতাটি পাঠে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। সে সাথে ক্ষমা প্রার্থনা করছি দেরিতে প্রতিউত্তর করার জন্যে।



জনাব বিদ্রোহী ভিগু তার লেখায় তথ্যগুলো বিশ্লেষণপূর্বক আলোচনা করেছেন। সেটি আমারো খুবই ভাল লেগেছে। উনাকে অনুপ্রাণি৷ করতে পেরে আমার খুবই ভাল লেগেছিল। যাহোক, এই ক্ষুদ্র লেখকের লেখাটিতে আপনার উপস্থিতি আমাকে আলোড়িতকরে গেল! ভাল থাকুন অবিরাম!

৩৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিজেদের কবর আমরা নিজেরাই সেলাই করি

০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০

ভ্রমরের ডানা বলেছেন:




ভুল বলনি ভায়া।

৩৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫২

জাহিদ অনিক বলেছেন:


কবিতারা কি নৈমত্তিক ছুটিতে ?

০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪১

ভ্রমরের ডানা বলেছেন: ছুটিতেই ছিল। আবার ফিরবে বলে। কিন্তু কবি কই?

৪০| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

কাওসার চৌধুরী বলেছেন:



পাসওয়ার্ড সেইফ রাখার কথা বলেছি।

০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:




ঠিক আছে ভাই। রাখব!

৪১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

আমি তুমি আমরা বলেছেন: প্রথম পাতায় সাম্প্রতিক মন্তব্যের লিংক ধরে পোস্টটা পড়তে এসেছিলাম, ভেবেছিলাম ডিপ স্টেট নিয়ে কোন অনুসন্ধানী কিংবা বিশ্লেষণমূলক লেখা পাব।

০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



খুজে দেখুন, পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.