নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ-২৭- সবুজের সুখী ধানশালিক

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭



সুখ খুঁজে ফিরে সুখপাখি,
সুখ খোঁজে অট্টালিকার বেলক্যানিতে,
এন্ড্রয়েড ট্যাবে, স্ন্যাপচ্যাটে,
করোলা গাড়ির জানালা খুলে...
কিকি গানের সুরে সুরে..
গুচি কিংবা রেইমন্ড বিলাসিতায়...
হেসে গেয়ে নেচে নেচে...
মিউজিক্যালির সস্তা বিনোদনে...

এসব অসংজ্ঞায়িত সুখের দীর্ঘ বর্ননায়
রাতের আকাশে ফোটে চুপিচাপি নানান হতাশার ফুল,
সুখ নেশাগ্রস্থ নক্ষত্র হারায় আপন কক্ষপথ...
ধ্বংসের শেষপ্রান্তে তবুও শুধুই রন্ধে রন্ধে,, সুখবৃক্ষের দীর্ঘায়িত মূলে..

বাড়ী..

গাড়ি..

ব্যাংক ব্যালেন্স..

এ এক পৈচাশিক সুখ...

এর ভোগে কোন ইন্দ্রিয় নেই বাকি..
এর ভোগে কোন দিগন্ত নেই খালি...
শুধু কিছু অস্পর্শক ধ্রুবতারা ব্যতিত...
আমি তাদের নাম দিয়েছি সবুজের সুখী ধানশালিক.....


সর্বস্বত্ব সংরক্ষিত
ছবিঃ গুগুল

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

বাকপ্রবাস বলেছেন: সবুজের ধান শালিক
লেপে তোষকে এসির হাওয়ায়
সুখ খোঁজে পায় কেবলই পাওয়ায়
দেহ আছে তার মন কোথায়
গাড়ী বাড়ি জামা জুতায়
মন তার শীলা পাললিক।
সবুজের ধান শালিক।।



২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

ভ্রমরের ডানা বলেছেন:



খুবই সুন্দর মন্তব্য করেছেন কবি! কাব্যিক মন্তব্যে অশেষ শুভকামনা! ভাল থাকুন নিরন্তর!

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে!! সুখ নামের সুখপাখিটা ধরাই দিলনা।

কবির কল্পনার আল্পনায় একরাশ মুগ্ধতা । ++

শুভকামনা রইল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতা পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত করেছেন সুপ্রিয় ব্লগার! অনন্ত শুভেচ্ছা রইল!

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

স্রাঞ্জি সে বলেছেন:

কংক্রিটে সুখ বড়ই রঙ্গমঞ্চ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

ভ্রমরের ডানা বলেছেন:



হা হা হা...

খুব ভাল বলেছেন! ধন্যবাদ!

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: বাড়ি, গাড়ি, ব্যাংক বেলেন্স এ এক পৈশাচিক সুখ!
আসল সুখের সন্ধানে বেরুলেইতো পাওয়া যাব প্রকৃত সুখ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: ঠিক বলেছেন। আসল সুখের সন্ধানেই হোক আমাদের গন্তব্য! শুভেচ্ছা নিরন্তর। ভাল থাকুন অবিরাম!

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেছেন! ++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে শুভেচ্ছা রইল!

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

সৈয়দ ইসলাম বলেছেন:
বন্দরে হাটি, যাই যাদুঘরে বারবার
কোথাও সুখ নেই, সুখের আবাস গ্রন্থাগার!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ভ্রমরের ডানা বলেছেন:


মন্দ বলেন নি। বই হোক আনন্দ ঘর! শুভেচ্ছা নিরন্তর!!

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে ধন্যবাদ সুপ্রিয় কবি! শুভেচ্ছা নিরন্তর!

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

সুমন কর বলেছেন: সুখ কি আর খুঁজে পাওয়া যায়.....!! আপনার কবিতা দেখা মেলে..............হাহাহাহাহা

সুন্দর হয়েছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:


সুন্দর মন্তব্যে সানন্দিত শুভেচ্ছা সুপ্রিয় সুমন দা! কাব্য সবুজের মাঝে আপনি অনুপ্রেরণা শালিক! অনন্তর শুভকামনা রইল!

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

মনিরা সুলতানা বলেছেন: আমি তাদের নাম দিয়েছি সবুজের সুখী ধানশালিক !!



চমৎকার !!

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতায় আপনার উপস্থিতি অনুপ্রেরণাদায়ক! চমৎকার মন্তব্যে উদ্দীপিত হলাম সুপ্রিয় কবি! ভালবাসা রইল!

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

বলেছেন: এ এক পৈশাচিক সুখ-- সবাই অন্বেষণ করতে চায় হামেশা হররোজ

মনডা ভরে গেল কবিতা পাঠে
ভালোবাসা দিয়ে গেলাম

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৫

ভ্রমরের ডানা বলেছেন:




ধন্যবাদ ল ভাই! কবিতা পাঠে শুভেচ্ছা রইল! অশেষ শুভকামনা!

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: জীবন উদযাপন করুন। আনন্দ করুন।
-জয়গুরু।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:




এসব ভাবনায় কিছু আসে যায় না! ঠিকই বলেছেন ভাই!

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

খায়রুল আহসান বলেছেন: আমি তাদের নাম দিয়েছি সবুজের সুখী ধানশালিক .... - নামকরণটা চমৎকার হয়েছে।
কবিতায় ভাল লাগা + +

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:




লেখাটি সুপ্রিয় লেখকের ভাল লাগায় শীতের সকালে শিশির কনার জ্যোতি পেল! নামকরণ চমৎকার হয়েছে জেনে অনুপ্রাণিত ও উদ্বেলিত হয়েছি! আপনার মাপের কবির কাছে এমন প্রশংসায় আপ্লুত হলাম! অনন্ত শুভকামনা ও প্রীতিবাদ জানবেন শ্রদ্ধেয়!

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

খায়রুল আহসান বলেছেন: আমি তাদের নাম দিয়েছি সবুজের সুখী ধানশালিক .... - নামকরণটা চমৎকার হয়েছে।
কবিতায় ভাল লাগা + +

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ স্যার

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩

চাঙ্কু বলেছেন: কি সুন্দর গ্রামের দৃশ্য!! সবুজের সুখী ধানশালিক সুন্দর হইছে!

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর চাংকু ভাই!

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ কবি ভাই! শুভেচ্ছা রইল!

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৩

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



"সবাই তো সুখি হতে চায়
তবু কেউ সুখি হয় , কেউ হয়না
............................
কপালে সবার নাকি সুখ সয়না ।"

মান্না দে'র গানটা মনে পড়লো কবিতাটি পড়ে ।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার মন্তব্যে প্রীত হলাম! শুভেচ্ছা ও শুভকামনা জী এস ভাই!

১৭| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:১৮

সূর্যালোক । বলেছেন: সহজ ভাষায় কবিতা । আমাদের সুখ খোঁজা উচিত স্বকীয়তায় যা আমার আছে । প্লাস ।

০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

দেরিতে প্রতিউত্তর করায় আন্তরিক দুঃখ প্রকাশ করছি! কবিতা পাঠে মূল্যবান অনুভূতি রেখে যাওয়ায় অশেষ কৃতজ্ঞতা! শুভেচ্ছা নিরন্তর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.