নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য - ২৯- আমাকে ঘন নীল হতে দাও দিগন্বিতা...

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০




আমাকে সমুদ্র হতে দাও দিগন্বিতা...
নীল ঢেউয়ানো গালিচা হোক আমার পথরেখা..
অজস্র রাতের ব্যাকুলিত রুদ্ধতাপ জাগরূক
নাবিক আমি, কবি আমি...
আমার নিশ্বাসে জাগুক অজস্র সমুদ্র ঘুর্নি..

কতদূর গিয়েছি, কত পাতা লেখেছি..
ইয়াত্তা নেই..
এলোমেলো রাতের দিগভ্রান্তিতে
কালান্তরব্যাপী এক বিজন নক্ষত্র আমি..
একাকী একেলা শুনশান শূন্য মাঝারে সমুদ্র মন...
কঠিন আধাঁর ভেঙে মুক্তির পথে সর্বক্ষণ...

তোমার সুনীল তটে আমি উর্মি বানে...
কিছু কথা কইব সমুদ্র গানে....
আমাকে ঘন নীল হতে দাও দিগন্বিতা...


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৫২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:




থ্যাংকস রাজীব ভাই! শুভেচ্ছা রইল!

২| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৬

কাওসার চৌধুরী বলেছেন:



বেশ কয়েকদিনের বিরতির পর চমৎকার একটি কবিতা পেলাম। কবিতায় ভাল লাগা রইলো।

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:


রাইটার্স ব্লকে ভুগছিলাম। নিয়মিত হব ভাবছি। কবিতায় আপনার মুল্যবান মন্তব্য মনিমুক্তো খচিত! পেয়ে ধন্য হলাম সুপ্রিয় ব্লগার! অনন্ত শুভেচ্ছা জানবেন!

৩| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১০

নীল আকাশ বলেছেন: চমতকার, দারুন।
আপনার লেখার হাত অসাধারন।

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২২

ভ্রমরের ডানা বলেছেন:




আরেহ নাহ ভাই! আমি সামান্য সাধক মাত্র! কবিতার স্তুতিমালায় ভেসে গেলাম! অনন্ত শুভেচ্ছা ও শুভকামনা জানবেন!

৪| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পরে কবির দেখা পেলাম। পেলাম জলকাব্যে দিগন্বিতার দেখাও । হয়তো রূপে হতেই পারে সে তিতলির মত।
" এলোমেলো রাতের দিগভ্রান্তিতে
কালান্তরব্যাপী এক বিজন নক্ষত্র আমি..... "
একরাশ মুগ্ধতা রেখেগেলামম। ++++


শুভকামনা প্রিয় কবিভাইকে।

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২

ভ্রমরের ডানা বলেছেন:



জলের বানে ভেসে কিছু অব্যক্ত কথা বলেই ক্ষান্ত দিতে চাই। নীল ঘনই হোক আমার ভালবাসা... দিগন্তবিস্তৃত দিগন্বিতার কাছে এই সমুদ্র আকুতি...


জলকাব্যে অবগাহনে অশেষ শুভেচ্ছা পদাতিক ভাই! ভাল থাকুন নিরন্তর!

৫| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১

মনিরা সুলতানা বলেছেন: ব্যথার রঙ হয় ঘন নীল ;

ভালোলাগা কবিতায় ।

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭

ভ্রমরের ডানা বলেছেন:




প্রিয় কবি, কবি জেনে বুঝেই ঘন নীল হতে চেয়েছিল। আরো চেয়েছিল কিছু জল সমুদ্র গান শোনাতে..... নীল ব্যাথায় অতলান্তিক ঘন ভালোবাসার গান...






কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ! কবিতায় আপনার উপস্থিতি সর্বদা আমার জন্যে বিশেষ কিছু! ভাল থাকুন নিরন্তর!



৬| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২

শায়মা বলেছেন: হয়ে যাও ঘন নীল!!!


অনেক সুন্দর কবিতা লেখো আরও....

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২

ভ্রমরের ডানা বলেছেন:



আমি খুব ঘন হতে চাই, অদ্ভুত ঘন গ্লেসিয়ারের মত শীতল নীল। কিন্তু মাঝেমাঝে কিছু অবলার শিংবাজী দেখে গোলমরিচের মত লাল হয়ে যাই। তখন নীলের বদলে আগুনবরণ অরুণ হয়ে উঠি!



কি করি বলতো আপু.... সুন্দর কবিতা লেখতে পারছি না কিছুতেই!

৭| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬

বিজন রয় বলেছেন: এলেন অবশেষে।
থাকুন আগের মতো নিয়মিত।

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ বিজন ভাই। আপনাদের টানে ছুটে আসা বারবার। রাইটার্স ব্লকে ভুগছি মেবি। এবার নিয়মিত হব আশা করছি। ভালবাসা রইল সুপ্রিয় কবি!

৮| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০০

সাইন বোর্ড বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: সাইনবোর্ডের কাছে মন্তব্য পেয়ে আনন্দিত হলাম সেই সাথে অনুপ্রানিত হলাম বেশ। শুভেচ্ছা রইলো!

৯| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা নিরন্তর।

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার অনুভবে আন্তরিক শুভেচ্ছা রইল! মন্তব্যে অনুপ্রানিত করার জন্যে অশেষ ধন্যবাদ!!

১০| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৭

শায়মা বলেছেন: আগুন বরণ অরুন হয়ে
পুড়িয়ে দাও শিং
বুঝুক তখন শিং এর গুঁতো
কেমন বর্ণহীন!

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



যথাজ্ঞা শায়মাপু!! আমি বার্নার জ্বালিয়ে রাখলুম তবে....

১১| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১

এ.এস বাশার বলেছেন: কবিতায় মুগ্ধতা....
ডানা ভাই....

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০২

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন সবসময় বাশার ভাই! শুভকামনা!!

১২| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭

জাহিদ অনিক বলেছেন: আপনি আলবৎ সমুদ্র;
আপনার মৈথুনে বেরিয়ে আসে মনি-মুক্তা

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:




আপনি ভালবেসে এই ক্ষুদ্রপ্রাণে অনুরণিত শব্দঋণে বিজড়িত করে গেলেন! অনেক অনেক ধন্যবাদ এমন মন্তব্য করার জন্যে সুপ্রিয় কবিবর!!

১৩| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪

কুঁড়ের_বাদশা বলেছেন:

অসাধারণ কবিতা। ;)

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৮

ভ্রমরের ডানা বলেছেন:



থ্যাংকস কুড়ে ভাই! শুভেচ্ছা লইবেন ✌✌✌

১৪| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



বেদনার রঙ কিন্তু নীল !
দিগভ্রান্ত হলে , বেদনারা শেষরাতের নক্ষত্রের মতো জ্বলে ।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:


আসলেই বেদনার রঙ নীল, তবে গবেষণাদি করে বের করা হয়েছে যে নীল যা কিছু সবকিছুরই ম্যাডিসিনাল পাওয়ার আছে। তাই বক্ষ সমুদ্র হোক তাই চাই! আর সমুদ্রের বুকে অজস্র লাল তারা নীল ফুলের মত ফোটে.... নক্ষত্র নীল হয়ে!




কবিতার অনুভবে শুভেচ্ছা সুপ্রিয়!

১৫| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১১

নতুন নকিব বলেছেন:



দারুন কবিতা।

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:



অশেষ ধন্যবাদ!

১৬| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২

শামছুল ইসলাম বলেছেন: ছবির সাথে প্রথম স্তবকের খুব মিল।

চমৎকার কবিতা।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২

ভ্রমরের ডানা বলেছেন:



চমৎকার অনুভবে অশেষ ধন্যবাদ! প্রীতি ও শুভেচ্ছা রইল শামছুল ভাই!

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৯

খায়রুল আহসান বলেছেন: বেদনার রঙ নীল। ঘন বেদনার রঙ ঘন নীল। আবার ভালবাসার রঙও নীল (মতান্তরে লাল)।
কবিতা ভাল লেগেছে। + +
১০ নম্বর মন্তব্যটা খুব ভাল লাগলো।
আপনার অবলার শিংবাজী পোস্টে একটি মন্তব্য রেখে এসেছিলাম।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

ভ্রমরের ডানা বলেছেন:



নীল বেদনার রঙ বলেই সকলের নিকট পরিচিত। কিন্তু সাম্প্রতিক কালের গবেষনায় বের হয়েছে যে সকল নীল রঙের একটা অদ্ভুত শক্তি রয়েছে। নীল রঙ অষুধের মত কাজ করে। সকল ধরনের অসুখের বিরুদ্ধে নীল রঙ কার্যকরী ভূমিকা পালন করে। নীল রঙ মানসিক শক্তি যোগায় এবং বিষন্নতা দূর করে। ভালবাসা নীল হলে, ঘন নীল রঙ হলে সেতো মহাঔষধ! তাই বলেছি আমাকে ঘন নীল হতে দাও দিগন্বিতা...

অবলার শিংবাজী পোষ্টে ও এই কবিতায় আপনার মূল্যবান মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ স্যার! ভাল থাকুন নিরন্তর! শুভকামনা চিরন্তন!

১৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

সুমন কর বলেছেন: মুগ্ধকর। +।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০১

ভ্রমরের ডানা বলেছেন:


চমৎকার মন্তব্যে ও প্লাসে কৃতজ্ঞতা সুমন দাদা.... ভাল থাকবেন সবসময়....

১৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লিখেছেন।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে শুভেচ্ছা কবি ভাই!

২০| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পরে নজরে এলেও স্বার্থক ভ্রমন :)

বাহ! মানে বাহ!

নতুন শব্দ কবিরাই জন্মদিতে পারে :) ভাল লাগলো কবি
সমুদ্রের সব ঘন নীল (বিষ) পিয়ে শিব নীল হয়েছিলেন
আপনাকে শিবত্বের অগ্রিম অভিনন্দন ;)
হা হা হা

অনেক অনেক ভাল লাগা আর ++++++++++

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



কিছু নীল বুকে ধরে বিশুদ্ধ হই! নীলেই যে প্রশান্তচিত্ত! কবি ভাই, খুবই সুন্দর মন্তব্যের জন্যে অশেষ শুভেচ্ছা ও শুভকামনা!

২১| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩০

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ হয়েছে কবিতা ।
কবিতাটি পাঠে আমার মনের মধ্যেও নীল সমুদ্রকে নিয়ে কিছু কথা গুন গুন করে
আমি তো কবি নই যে লিখব তা আপনার মত সুন্দর করে,
কবিতাটি পাঠের পর নীজের মনের অনুভুতি গুলি
এলো মেলো কথার মোরকে পুরে নীচে দিলেম তুলে।

আমি একটি জায়গা চিনি যেখানে বিশ্ব এখনো থেমে আছে
যেখানে সময় এবং স্থান নিয়ে কারো কোন ধারণাই নেই
আমি একটি জায়গা চিনি যেখানে আমার হৃদয় এবং আত্মা এক
এবং সেখানে না বলা অনেক অনেক গল্প আছে ।

আমি একটি জায়গা চিনি যেখানে আমি শান্তিতে বিশ্রাম নেই
যেখানে আমার শরীরের ব্যথা হয় উপসম
যেখানে আমার চোখের উপর সুর্যের আলো ঠিকরে পরে
মাধ্যাকর্ষণ এর বাধনটাও আমি ছিণ্ন করে ফেলি।

আমি একটি জায়গা জানি
যেখানে আমাকে দ্বিতিয় প্রহরে যেতেই হবে
আমার কোন বাধাই তার বিরুদ্ধে দাঁড়াতে পারবেনা না
এবং আমার ফুসফুস বুদবুদের মতই ফুটু হয়ে যাবে ।

আমার জানা জায়গাটা সত্যিই মারাত্মক ও বিস্ময়কর
এটার চিন্তা আমাকে অনেক গভীরে নিয়ে যায়
বিশ্বমাঝে সেটাই আমার গভীর নীল সমুদ্র
সে গভীর নীলেই বিলীন হব যখন তুমি মুখ ফিরাবে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:


সুপ্রিয় লেখক, আপনার মন্তব্য সাধারণত স্বচ্ছ আবেগিক সমুদ্রজল! চিকচিক করে ওঠে লেখকের লেখনী বালুকাবেলা এমন সুন্দর মন্তব্যে! অত্যন্ত সুন্দর একটি মন্তব্যের জন্যে আপনাকে জানাই নীল সমুদ্র শুভেচ্ছা! ভাল থাকুন সবসময়!

২২| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

নীলপরি বলেছেন: বাহ কবি । অপূর্ব হয়েছে কবিতা ।+++++

শুভকামনা

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪০

ভ্রমরের ডানা বলেছেন: অনুভবে অশেষ শুভেচ্ছা পরী! শুভকামনা নিরন্তর!

২৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কেমন আছেন? কবিতা ভালো লাগছে।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:


ভাল আছি কবি! আপনি ভাল আছেন নিশ্চয়! আপনার প্রতি রইল নিরন্তর ভালবাসা!

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:







সুন্দর কবিতা। সমুদ্রে ঢেউয়ানো হওয়া! চমৎকার অনুভূতি।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: অনুভবে অশেষ ধন্যবাদ কবি! কৃতজ্ঞতা জানাই!

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৮

কাওসার চৌধুরী বলেছেন:



কোথায় হারিয়ে গলেন? প্রিয় কবি!!

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

দুনিয়াবি কর্মযজ্ঞে...

২৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৯

বলেছেন: আমাকে ঘননীল হতে দাও ++++


এত সুন্দর আকুলতা মন ছুঁয়ে গেল।


আশাকরি ভালো আছেন?

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২১

ভ্রমরের ডানা বলেছেন:



আমি আছি! আপনিও ভাল আছেন নিশ্চয়! অনন্ত শুভেচ্ছা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.