নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য -৬- ট্রেন্ডিং নিউজ...

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮



১। পেয়াজের পশ্চাদেশ


জয় জয় চারিদিকে, বাজিছে ডংকা...
পেয়াজ কারবারিরা কয় নাই আর শংকা...
এসেছে বাজারে নতুন
মিসর তুরস্ক চীনা পেয়াজের লট..
খুলে যাবে এইবার পেয়াজের যত জট..
দেশি পেয়াজ ১৭০ টাকা নতুন ভজকট..
নিম্নবিত্ত কহে....
আহ! কি শুনিলাম বেশ..
দেশ খাইল পেয়াজের পশ্চাদেশ...

২। মিথিলায় লবডঙ্কা ...

রসিয়ে লেখছে সবে সম্পাদক পন্ডিত...
বিবাহ দাংগালে বসে মিথিলা-সৃজিত..
যদিও হচ্ছে দেশে লাখ বিয়ে রোজ..
সব কিছু ভুলে সবে খোজ মিথিলার খোজ..
এরা বাপু সেলিব্রেটি লিখবে তো তাই সবাই
আমি শালা কইলে কিছু পরচর্চা কবাই...

৩। টিকটক

বাজারে এসেছে এক ভাইরাল ফিভার
টিকটকে ভিডিও করে ফেমাস হইবার....
দুদিনে দেখবে সবে লক্ষ লক্ষ ভিউস...
আহ কি চমৎকার ট্রেন্ডিং নিউজ...
হাত পা ছুড়ে নাচে স্কুল দেবদূতেরা ঝাক্কাস ...
অশ্লীল ইংগিত করলেও সবাই তালিয়া সাব্বাস...
তবে ঝুনা সব নারিকেল দেখে করিওনা হাসফাস..
কাচায় না নোয়ালে বাশ, পাকলে করবেই ঠাসঠাস...

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


জাতি যেই পরিমাণ পেঁয়াজ উৎপাদন করবে, সেই পরিমাণ খাবে; কি বলেন?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


এ বিষয়ে আপনার সাথে সহমত। পেয়াজ বেশি খেয়ে বেশি বেশি বাচ্চা উৎপাদন করছে উপমহাদেশের পাবলিক।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৪

নার্গিস জামান বলেছেন: অসাধারণ :)
খুব সুন্দর :)

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ অনুকাব্য পাঠের জন্যে।আমার ব্লগে আপনাকে স্বাগতম ও শুভেচছা জানাই :)

আপনার মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রানিত করেছে সুপ্রিয় কবি!

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৭

ইসিয়াক বলেছেন: চমৎকার লাগলো। টিকটক বেশী ভালো।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৪

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় আপনার ভাল লাগায় বেশ আরাম লাগল। উপভোগ করুন। শুভ রাত্রি!

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

নীল আকাশ বলেছেন: কোথায় ছিলেন আপনি আগে বলুন! আর কেমন আছেন?
১ নাম্বার নিয়ে আর কি বলবো। এই মাত্র বাজার থেকে আসলাম, এখনও আগুন দাম।
২ নাম্বার নিয়ে কিছু কথা আছে! আমার ব্লগে লাস্ট কবিতাটা পড়ার আমন্ত্রন দিচ্ছি।
আপনি তো আবার কবিতার সমঝদার! দেখুন তৃপ্তি পান নাকি? পরচর্চার খ্যাতা পুরি আমি!
৩ নাম্বার নিয়ে কি বলবো? শহীদ মিনারে যেয়ে নাকি নাচ গান করে টিকটক বানাচ্ছে। দেশ যে রসাতলে
যাচ্ছে এটাই সবচেয়ে বড় প্রমাণ!
শুভ রাত্রী।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:


এতদিন ভীষন রকম ব্যস্ত ছিলাম। তাই নিয়মিত থাকতে পারি নি। দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই নেই। তবে আপনি এই অধমের খোজ রেখেছেন দেখা যায়। সে জন্যে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

কবিতাগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া আমার সাথে মিলে গেল। বড়ই যাতনা মশাই। কি যে হচ্ছে কিছুই বুঝছি নে! যাকগে, সব কিছু ঠিক হবে সে আশাই করি।

শুভরাত্রি!

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩০

ফয়সাল রকি বলেছেন: পেঁয়াজের ঝাঁঝ শুধু বাড়ছেই :(

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:


সে সাথে মানুষের যাতনাও বাড়ছে!

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভ্রমনের ডানায় ভর করে
পেঁয়াজ মিথিলা এলো,
টিকটক কি খোঁজ রাখে
কে রলো কে মলো !!

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় যা বলেছেন লেগেছে সব ঝাক্কাস
পেয়াজের দাম বাড়াতে মাইনকা চিপায় আক্কাস
মিথিলায় লবডংকা গাধা খায় গাবগাছ
টিকটকের টিকটিকি নাচে ভুলে সব হায়া লাজ!

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম। কেমন আছেন।
তিনটাই খুব সুন্দর হয়েছে। দারুন আবেগ ময়।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৩

ভ্রমরের ডানা বলেছেন:

ব্লগ বন্ধ ছিল মাঝে। আর আমিও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। যাক আপনি এসে খবর নিলেল খুব ভাল লাগল! আমি ভাল আছি। আপনি ও সুরভী ভাবী ভাল আছেন নিশ্চয়।



কবিতায় ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল! শুভকামনা রইল!

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম
আসতেই হবে পরে ।

১০ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


সুপ্রিয় লেখক, আপনার ভাল লাগায় মুগ্ধ হয়েছি! আবার আসার আমন্ত্রন রইল!

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

কামরুন নাহার বীথি বলেছেন:
খুব সুন্দর হয়েছে সাম্প্রতিক ঘটনার কাব্য!
অনেক অনেক ভালোলাগা!

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০১

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার সুন্দর ও প্রানবন্ত মন্তব্যটি আমাকে অনুপ্রানিত ও উচ্ছাসিত করে গেল। কবিতা পাঠে অশেষ ধন্যবাদ ও শুভেচছা রইল!

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কতদিন পর আপনাকে ব্লগে পেলাম । খুব সুন্দর লিখেছেন

কেমন আছেন ভাইয়া

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৫

ভ্রমরের ডানা বলেছেন: আমারও ফিরে আনন্দ লাগছে। আপনার মন্তব্য পড়ে ভাল লাগা আরো বেড়ে গেল। আমি ভাল আছি। আপনিও ভাল আছেন নিশ্চয়। শুভকামনা সবসম!

১১| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬

বিজন রয় বলেছেন: দারুন ছিল এটি।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১০

ভ্রমরের ডানা বলেছেন: আপনি তো দেখছি ভালই পড়ছেন। শুভকামনা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.