![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন সর্বনাশী,
ভালবেসে যে পত্রটি লেখেছিলাম
লাল কটি গোলাপের পাপড়ির ছুয়ে...
প্রশস্ত মেঠোপথের বাকে...
আজ হঠাৎ ডাকপিয়ন এসে বলল "এ নামে কোন ঠিকানা নেই"।
আমি যতনে ভালবেসে
যে হরিণের দুটি চোখে রেখেছিলাম চোখ...
ধরেছিলাম গলায় জড়িয়ে তার পুস্পিতার হার...
ধীরে ধীরে তারও নাকি
হায়েনার মতন লম্বাটে সাদা ক্যানাইন দাত গজিয়েছে...
তারপর কয়েকটি পক্ষকাল
আমি বুঝতেই পারিনি কখন
তেজিয়ান ঘোড়া হয়েছিল ভারবাহী গাধা..
কোকিল হয়েছিল কাক,
বিশ্বস্ত সারমেয় হয়েছিল নৃশংস হায়েনা..
দাপুটে হয়েছিল নিরীহ বিড়ালের নখ...
আমি কিছুতেই বুঝতে পারিনি...
সেদিন সর্বনাশী,
তোর লাল চুড়ি পড়া হাতে
ভালবেসে যে পত্রটি দিয়েছিলাম
লাল কটি গোলাপের পাপড়ির ছুয়ে...
প্রশস্ত মেঠোপথের বাকে...
কখন সেটি হয়েছিল সুখপাখির হন্তারক..
আমি বুঝতেই পারিনি সর্বনাশী,
এভাবে কখন হয়েছে আমার সর্বনাশ...
সর্বস্বত্ব সংরক্ষিত
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি কবিতা পড়ছেন, অনুভব করছেন এটা ভাল লাগছে। আর আপনার প্রেম দর্শন অনুকরণীয়
২| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৫
বিজন রয় বলেছেন: বুঝতে পারলে তো আর সর্বনাশ হতো না।
সবকিছু আগে বোঝা যায় না।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৮
ভ্রমরের ডানা বলেছেন: কবিরা মানুষের কথা কবিতায় লেখে। পাঠক তা কবির বেদন কিংবা কবির আনন্দ যাই বলুন কবির ব্যক্তিগত জীবনের অনুভবে জড়িয়ে নেয়। এটা আরেক সর্বনাশ!
এ সর্বনাশ বোঝার উপায় কি কবি?
৩| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৫
নার্গিস জামান বলেছেন: ভীষণ সুন্দর
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ! কবিতায় আপনার উপস্থিতি আনন্দিত করেছে! আপনার সুন্দর মন্তব্যে প্রফুল্ল হলাম! শুভকামনা নিরন্তর!
৪| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ১:২৮
এমজেডএফ বলেছেন: সময়ের ব্যবধানে সবকিছু বদলে যায়। বদলটা যদি নেতিবাচক হয় তাহলে সর্বনাশ।
কবিতা সুন্দর হয়েছে।
০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
মানুষ বেচে থাকলে বদলায়, মরে গেলে পচে যায়- জহির রায়হান!
বদল যেমনি হোক অস্থি বা নেতি সর্বনাশ বদলানোতেই...
কবিতা পাঠে অশেষ ধন্যবাদ!
৫| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ২:৪৮
চির চেনা বলেছেন: দারুণ প্রকাশ।কবির অন্তরাত্মার উপলব্ধি তো হৃদয় ছুঁয়ে গেলো ---
০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২০
ভ্রমরের ডানা বলেছেন:
উপলব্ধি আবেগিক, কবিতা আবেগের ঝরনা। যিনি ভিজেছেন তিনি চির চেনা.
৬| ০৩ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২২
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার মত বর্তমান কবিরা সরল নন, সহজ নন, সুন্দর বলা যেতে পারে। তবে যিনি সুন্দর কাব্য রচেন তিনি মনের দিক দিয়ে গোলাপের গুলিস্তা! যিনি পাঠ করেন তিনি সৌন্দর্য পূজারী!
৭| ০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪১
মিরোরডডল বলেছেন: কবিতা আমার কম পড়া হয় ।
এখানে যে কয়জনেরটা পড়া হয় , ইউ আর ওয়ান অফ দেম ।
পুরোটাই সুন্দর কিন্তু
শেষের দুটা লাইন সেরকম হয়েছে !!!
০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১১
ভ্রমরের ডানা বলেছেন:
প্রতিটি শব্দের জন্যে ধন্যবাদ! এমন কম্পলিমেন্ট পেয়ে আমার খুব ভাল লাগছে! ব্লগে নেমন্তন্ন রইল!
৮| ০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
ইসিয়াক বলেছেন: চমৎকার উপস্থাপন।
খুব ভালো লাগলো।
০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:২২
ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ, শুভকামনা রইল!
৯| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সর্বনাশের সাগর নেয়ে
সর্বনাশে বিষ পিয়ে
সর্বনাশের রুদ্রাক্ষ গলে নিলেই বুঝী
সর্বনেশে এমন সুন্দর কাব্য বেরুয়!
সর্বনেশে ভালা লাগা রইল কবি
০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
ভিগু ভাই,
কবিতায় যা আসে তার সবই অনুভব। সেটা হয় ব্যক্তিগত নতুবা আমজনতার মাঝে কিছু চেনা মুখের। ক্যানভাসের মত কবিতায় ছবি আঁকতে আমার ভাল লাগে। এই ভাল লাগাটা সর্বনেশে। যা পাই লেখে ফেলতেই হবে এবং সেটা সম্পূর্নরুপে নিজের মতন। শুভকামনা রইল সুপ্রিয় কবি!
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৪
চাঁদগাজী বলেছেন:
কবি, এক নারীকে ঘিরে শত মানুষ প্রদক্ষিণ করতে পারে; মনে মনে দখল করে বসে থাকলে কিভাবে কি হবে!