![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের সকল আব্রু ভেদে যখন সূর্য ওঠে
মিহি হলদে সরিষা ফুলের কামনার পরাগে
তখন পাথর ঘুরানি বাতানেরা দেয় বিলের পাড়ে হাসি
রাঙামুড়ি, বড়ো গুলিন্দার ডানায় আমি ভাসি...
তারপর হিম হিম উতলা হিমে আড়িয়াল বিলে...
সোদামাটির উড়ন্ত সুবাসের মায়ায় মিলে..
আমি হতে চেয়েছি তোমার নিশ্বাসের বায়ু
ভালবাসায় ভাসিয়ে নিতে তোমার প্রতিটি কোষ..
বারংবার পুনর্জাগরন গুনগুনিয়া ভ্রমর..
তোমার জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সকালে..
ভালবাসি যেভাবে বংশী নদীতে ছুটে চলে বান..
শোন, ভাল করে শোন এই হৃদয় আহব্বান
ধরে রাখা, ছেড়ে দেওয়া, আবারো ধরে রাখা
এমনি প্রেমাসিক্ত মধুর চিতি হাঁসের কলতান...
তারপর একটি গ্রহন লাগা চাঁদে বিশুদ্ধ অভিজ্ঞান
তোমাতে আমার ভালবাসার পরম মান
যেন বর্ধমান ধনাত্বক দিকে আলোর গতিতে ধাবমান..
প্রিয়তমা,
তোমার আভিজাত্য জিততে
যদি কোনদিন হতে পারতাম একটি সূর্য উজ্জ্বল নক্ষত্র
আলো-ছায়ার সমস্ত লুকোচুরি ফেলে
তোমার হলদে-সবুজ পৃথিবীতে বইয়ে দিতাম বসন্ত সুখ স্বর্গ!
সর্বস্বত্ব সংরক্ষিত
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০১
ভ্রমরের ডানা বলেছেন:
প্রথম মন্তব্যে অশেষ ধন্যবাদ! কবিতাটি কিছুটা পরিমার্জন করা হয়েছে। আবারো পড়তে পারেন। আপনার মুল্যবান অনুভবের জন্যে প্রীতি ও শুভেচ্ছা জানবেন !
২| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৬
রূপম রিজওয়ান বলেছেন: দারুণ কবিতা! মুগ্ধতা...
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার অনুভবে হৃদয়গ্রাহী মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা রইল! ভাল থাকুন সবসময়!
৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো লাগলো।
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫১
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভেচ্ছা রইল!
৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: এই কবিতা পড়লে প্রিয়তমার মন গলে যাবে।
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
রাজীব ভাই,
সুরভী ভাবীকে আবৃতি করে শুনাবেন তাহলে!
৫| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৩৩
সামু পাগলা০০৭ বলেছেন: অ সা ধা র ণ!
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
বাহ! সামু পাগলাও কবিতা পড়ে!
এতো সুন্দর করে কম্পলিমেন্ট লেখার জন্যে সহস্রবার ধন্যবাদ ! ভাল থাকুন আনন্দে গানে!
৬| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ পাঠ!!!
+++
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩২
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ ভিগু ভাই। প্লাস গুলো পেয়ে বরাবরের মতন খুব খুশি লাগছে!
৭| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
রাজীব ভাই,
সুরভী ভাবীকে আবৃতি করে শুনাবেন তাহলে!
সুরভি তার বাবার বাড়ি গেছে। আসুক। তারপর শুনাবো।
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
ভাবীর অনুভূতি এক্সপ্রেশন জানাবেন অবশ্যই!
৮| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৩
সাইন বোর্ড বলেছেন: অনেক ভাল লাগল পড়ে ।
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
পড়তে ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগছে।
৯| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৮
ইসিয়াক বলেছেন: চমৎকার কবিতা।
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৮
ভ্রমরের ডানা বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
১০| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৮
ডঃ এম এ আলী বলেছেন:
রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ঐ ধ্রুব তারা, সে জানে কে কাকে কতটা ভালোবাসে । সরিষা ক্ষেতের হলুদ বনে কত ভ্রমর মৌ মৌ করে নেচে গেয়ে নীজ সঙ্গীকে নেয় চিনে আর কখনো ভাবেনা এ জীবনে ভ্রমর যে ভ্রমরাকে হারাবে । নীজের মন এ কথা না জানলেও জেনে যায় ধ্রুব তারা । ধ্রুবতারা জানে অনেকেই হয়ত আর ফিরবেনা, নিভে যাওয়া দ্বীপ হয়ত জ্বালাবেনা আর প্রতি নিঃশ্বাসে কষ্ট চেপে রেখে বেচে থাকা দায় হবে একে অন্যকে ছাড়া । তাইতো ধ্রুব তারা সঠিক পথ দেখায়ে তাদেরকে তারিয়ে নেয় নীজ নীজ পানে । কবিতায় ++++++
শুভেচ্ছা রইল
১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:১০
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় আপনার স্বকীয় অনুভূতি প্রকাশ খুব ভাল লেগেছে সুপ্রিয় ব্লগার। কবিতায় ছটি প্লাস দিয়েছেন সে জন্যে কৃতজ্ঞতা জানাই! ভাল থাকুন নিরন্তর!
১১| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২০
মনিরা সুলতানা বলেছেন: আহা !!
এমন ঘন শীতে প্রেয়সীর মনের ওম !
১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:১২
ভ্রমরের ডানা বলেছেন:
মন্তব্যটা ভাল লাগল সুপ্রিয় কবি! শুভকামনা ও শুভেচ্ছা জানবেন! আসলেই অনেক শীত লাগছে।
১২| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:১৪
সামু পাগলা০০৭ বলেছেন: বাহ! সামু পাগলাও কবিতা পড়ে!
সামুপাগলা কবিতা পড়তে পারেনা এমনটি মনে হবার কারণ?
১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
কি যে বলেন, ০০৭ যা বলে সব রাইট! সামু পাগলা ক্যান রিড এনথিং সি উইশ! আজ আমারটায় উনার উইশ, এ আনন্দ হামি রাখি কুনঠে.....
১৩| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪১
সামু পাগলা০০৭ বলেছেন: মহাফাজিল!
১১ ই জানুয়ারি, ২০২০ ভোর ৬:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
১৪| ১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:০৬
মিরোরডডল বলেছেন: “যদি কোনদিন হতে পারতাম একটি সূর্য উজ্জ্বল নক্ষত্র
আলো–ছায়ায় সমস্ত লুকোচুরি ফেলে
তোমার হলদে-সবুজ পৃথিবীতে বইয়ে দিতাম বসন্ত সুখ স্বর্গ !”
কথাগুলো প্রেমময়
সেটাই মানুষ যখন প্রেমে পরে অথবা প্রেম করে তখন এরকম কত অনুভুতির জন্ম নেয়
তারপর যেটা হয় মন্তব্য ১০ খুব সুন্দর করে বলেছেন
ওটাও অনেক বেশী ভালো লেগেছে
keep it up
১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪২
ভ্রমরের ডানা বলেছেন: প্রেমই জীবনের সর্বস্ব। যার মাঝে প্রেম নেই সে সর্বহারা। প্রেমিক প্রেমিকার বুকে প্রেম ধ্রুবতারা। জয় হোক প্রেমের সর্বত্র। ১০ নং মন্তব্যে ডা. আলী অত্যন্ত মূল্যবান মূল্যায়ন করেছেন। আসলেই জীবনের গতিপথে ধ্রুবতারাই পথ দেখায়। ধ্রুবতারা রূপে আমাদের আশেপাশে জ্বলজ্বল করে অনেক নক্ষত্র ! তাদেরও যত্ন নেওয়া চাই।
অপার অনুপ্রেরণা দিয়ে গেলেন। শুভেচ্ছা সতত। অশেষ ধন্যবাদ কবিতাটি পড়ে সুন্দর মন্তব্যটি করার জন্যে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৩
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)