![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সমস্ত দুয়ারে চাবি টানা..
একটা মাস্তুল ধরে নেমে আসে অজস্র রাত...
মাঝি মাল্লার হুক্কায় খোঁজে ফিলোসোফি!
আহ! ফিলোসোফি
ছলাৎ করে তাহার মেঘেদের ঢেউ নামা
কাচুলি আঁচলে ছলাৎ ছলাৎ
আহ! জলতরঙ্গ ...
ভেসে যাওয়া
শ্রাবণে একাকী
দুলে দুলে
অবেলায়...
কাহার জীবন খোঁজে ফিলোসোফি..
রূপসাগরে থইথই...
ঘুরতে থাকা লাটিমের চরকি মতন
চোখের জানালা..
অথচ সমস্ত দুয়ারে চাবি টানা...
সর্বস্বত্ব সংরক্ষিত
১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫২
ভ্রমরের ডানা বলেছেন: মন্তব্যে ধন্যবাদ! এবস্ট্রাকট কবিতায় সুস্বাগতম! খুজতে থাকুন! শুভকামনা
২| ১৭ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:৫৬
ডঃ এম এ আলী বলেছেন:
দারুন হয়েছে কবিতার দর্শন।
দুয়ার বন্ধ আজি, খুলিবার তরে চাবী খুঁজি।
কোথা রে সে তীর ফুলপল্লবপুঞ্জিত, কোথা রে সে নীড়, কোথা আশ্রয়শাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি, অন্ধ, বন্ধ কোরো না সখা। আজিকে দুয়ার রুদ্ধ ভবনে ভবনে, জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে, চমকে দীপ্ত দামিনী। কত বসন্ত চলি গেছে হায়, কত কবি আজি কত গান গায়, কোনো গানে আর ভাঙে না যে তার অনন্ত ঘুমঘোর। কবে নিবে গেছে নাহি তাহা লিখা , কত বার ফিরিয়া ফিরিয়া বিদ্যার নাম ঘিরিয়া ঘিরিয়া তীব্র ব্যথায় মর্ম চিরিয়া যুগে যুগে কাঁদিয়া মরিছে মূঢ় আবেগে তবু কবিতার ফিলসফি কিছুতেই আসেনা অনুভবে। দেখে না শোনে না কে আসে কে যায়,জানে না কিছুই কারে তারা চায়,দেখিতে কিছু
না পায় চারি ধারে, শুধু চির নিশি গাহে বারে বারে ,তোমাদের চাবী টানা দুয়ারে। এখন ফিলসফি দিয়ে ভাব দেখি কে সে !
অনেক অনেক শুভেচ্ছা রইল
১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
প্রথমেই ধন্যবাদ জানাই আপনার মুল্যবান স্বকীয় মন্তব্যের জন্যে। ধর্মের ঢাকে মানুষ প্রতিনিয়ত ডান্ডা মারছে।কেউ গান নিয়ে ফতোয়া দিচ্ছে কেউ প্রতিবাদ করছে। ধর্মের সার কথা কেউ শোনছে না। ধর্ম অবিশ্বাসীও চরমভাবে মানবতাকে গুড়িয়ে
চায়। এমন বাস্তবতায় তাহারা ফিলোসফি খোজে, কাব্য কবিতায়। কি লাভ তাহার? সমস্ত দুয়ার ওদের বন্ধ।
আবারো ধন্যবাদ জানাই এই কবিতার বদ্ধ দুয়ার খোলে তার সার কথা গুলো অনুভব করার জন্যে।
৩| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় দারুন হয়েছে। প্রানবন্ত।
১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩২
ভ্রমরের ডানা বলেছেন: উৎসাহিত হয়েছি! শুভকামনা সতত!
৪| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: দুয়ার খুলতে গিয়েও যায় না খোলা,
কত দর্শন থেকে যায় অগোচরে।
১৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
সত্য বচন! ধন্যবাদ সাধু ভাই!
৫| ০৬ ই মে, ২০২০ বিকাল ৩:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: শেষ চার লাইন খুব ভালো লেগেছে।
শুভকামনা প্রিয় কবি ভাইকে।
০৬ ই মে, ২০২০ বিকাল ৩:৫৫
ভ্রমরের ডানা বলেছেন: পুরনো কবিতার ডালিতে উৎসাহিত ভরে গেলেন ভাই! অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
৬| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৫
বিজন রয় বলেছেন: কঠিন ফিলোসফি।
১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০২
ভ্রমরের ডানা বলেছেন: আসলেই কঠিন! শুভকামনা সতত!
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৯
চাঁদগাজী বলেছেন:
নাম দেখে মনে রাসায়নিক ব্যাপার স্যাপার