নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ধ্রুবতারা তুমি বুকেই জ্বলো-৫- কেউ জানবেনা

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৬







কেউ আর জানতে চাইবে না
কাকে ভালবেসেছি মুনিয়া পাখির মতন ...
কেউ বলবে না, কবি!
কাকে তুমি ভালবেসে বুকে করেছ সমুদ্র ধারন?

আমার অজানাকে আমি জানি না...
চেয়ে থাকি যেভাবে তুমি চেয়েছিলে সমুদ্র পানে আনমনা....
এতো জল, এতো ঘন বরষা দিনে
সোদামাটির স্লেটে অক্ষর গুনে যে কথা লেখেছি
তার সবি মুছে গেছে ঝরাপাতার গানে
আমাদের সে কথাগুলো; জানি আজ কেউ শুনবেনা....

আকাশের নীচে দিগন্ত দুয়ারী সরষের ফুলে
গুনগুনিয়ে ভ্রমরের ডানায় সেই সে শিহরিত ক্ষণ...
সেও মুছে গেছে ধুধু বালুচরে নিঃস্ব পদ্মা জীবন...
জানি একথাও কেউ শুনবেনা....

এতো শতাব্দী মাড়িয়ে যেখানে চোখের জলে শুকিয়েছে সব
তার ছাপ কেউ বুঝবেনা...
কেউ বুঝবেনা তিনটি গোলাপের সহমরণ
কয়েকটি চিঠির অগ্নিবিসর্জন...
ঘাটের সিড়িতে সহস্র কবিতার আত্নাহুতি...

আর আমিও বলবনা কোনদিন কবে আমাদের দেহে ফুটেছিল ভুলে...
গন্ধরাজের কড়া সুবাসিত মাদকতা, সন্ধ্যাতারা ফুলে ....
ভালবাসার সব কথা মনে থাকতে নেই
আমার মনেও নেই, বলতেও পারব না...
তুমিও ভুলে যেয়ো
ভালবাসার সব কথা মনে থাকতে নেই ..


সর্বস্বত্ব সংরক্ষিত

উৎসর্গঃ অভিমানী

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫২

ভ্রমরের ডানা বলেছেন:



প্রথম মন্তব্যে সুপ্রিয় নেওয়াজ আলী ভাইকে জানাই অশেষ ধন্যবাদ! ভাল থাকুন সবসময়! শুভেচ্ছা রইল!

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪২

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা,




ভালোবাসার সব কথা মনে থাকতে নেই। ভালোবাসার বরষার ফাঁকে জোছনার চোখ না হয় জলে ভরে থাকলোই!

অনেকদিন পরে আপনার এই সুন্দর কবিতাটি নজরে এলো।
শুভেচ্ছান্তে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২২

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা আপেক্ষিক।সকল কবিতা নির্মোহ বিচারে উত্রে যাবে অবিশ্বাস্য। তবে কিছু কবিতা নজর কাড়ুক তিলোত্তমা টিপে। আমি একে কবির উত্তোরণ বলছিনা বরং দেখছি পুরু চশমার নিচে ! প্রচেষ্টা অব্যহত থাকছে আরো ভাল কিছু লেখার।আমার কবিতার নীরিক্ষা এখোনো যে অনেক বাকি। উত্তোরনে পথে ছোটার আগে নিজেকে আরো খুজি নিজস্ব বলয়ে...


শ্রদ্ধেয় আপনি যথার্থ বলেছেন নিজস্ব প্রজ্ঞা বলে - ভালোবাসার সব কথা মনে থাকতে নেই। ভালোবাসার বরষার ফাঁকে জোছনার চোখ না হয় জলে ভরে থাকলোই!



সত্যি আপনার অনুভবের গভীরতা অত্যন্ত সংবেদনশীল! ইর্ষা হবেই। শুভেচ্ছা রইল! ভাল থাকুন সবসময়!

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

নিভৃতা বলেছেন: ভালো লাগলো খুব। সুন্দর লিখেছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৫

ভ্রমরের ডানা বলেছেন:






অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্যে! ভাল থাকুন নিরন্তর!

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৯

মিরোরডডল বলেছেন: পুরো লেখাটাই সুন্দর কিন্তু শেষ চারটি লাইন বেশী ভালো লেগেছে ।

‘তুমিও ভুলে যেও
ভালোবাসার সব কথা মনে থাকতে নেই”

ভুলে যেও বললেই কি ভোলা যায় । সত্যিকার ভালোবাসা কখনো ভোলা যায়না । সব কথাই মনে থাকে । বার বার ফিরে আসবে সৃতিরা । ক্ষত বিক্ষত করবে । যত বেশী রক্তাক্ত করবে হৃদয় বুঝতে হবে ভালোবাসা ততটাই গভীর ছিল ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:



জীবন ভেলায় ভেসে চলে। বিরহ ব্যাথা, আনন্দ, অভিমানে জীবনের মুহূর্তগুলো বিচিত্র অনুভব আনে। ভালবাসা তেমনি এক গভীর অনুভব। যে ভালবাসতে জানে তার বুকে সমুদ্র জল। যার হৃদয় যত বেশি রক্তাক্ত তার হৃদয়ের গভীরতা তত বেশি। সে ধারণ করতে পারে অনায়াসে মহাসমুদ্রের জল!

ভালবাসার সব কথা কবিতায় ভুলে যেতে বললেও, ভুলে যেতে চাইলেও কারো পক্ষেই তা ভোলা সম্ভব নয়। আপনি ঠিকই বলেছেন, সব কথাই মনে থাকে। থাকুক না মনে। মনে না রাখলে সমদ্র হবে কি করে? সমুদ্র সুখ পেতে হলে একটু ঝড় ঝাপটা আসবেই।



কবিতাটি আপনি পড়েছেন দেখে খুব ভাল লাগছে। আপনি নিয়মিত আমার কবিতা পড়ছেন দেখছি। আমার সব কবিতা একরকম নয়। সিরিজভেদে একেকটা একেক রকম। তবে জলকাব্য, ধ্রুবতারা তুমি বুকেই জ্বলো, ব্যবচ্ছেদের কিছু কিছুর মূল বিষয় প্রেম। আশা করি প্রেমের কবিতাগুলো ভালই লাগবে। এই কবিতাটি পাঠে ও অনুভবে অশেষ শুভেচ্ছা ও প্রীতি জানবেন। ভালবাসুন অবিরাম। ভাল থাকুন নিরন্তর!





৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৪

মিরোরডডল বলেছেন: লেখাটা পড়ে কবির সুমনের এই গানটা মনে পড়লো

যত দূরে যাবে বন্ধু

‘যত ভাবো ভুলে যাবে যা ছিল বেদনা
যতই ভোল না যতই বোঝো না
দেখো হঠাৎ ফেরারী সৃতিই কাঁদাবে’

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



গানটা শোনলাম! চমৎকার গান। গানের কন্ঠ আবেগমথিত। ভাল লাগবেই!

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: ছবি, কবিতা সবকিছু মিলিয়ে দূর্দান্ত একটি পোস্ট পড়লাম। অ সা ধা র ণ। অনেকে আলাদা করে প্রিয় লাইনের কথা বলছেন কিন্তু আমার কাছে প্রত্যেকটা লাইনই মন ছুঁয়েছে। ভীষন গভীর।

কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, অভিমানীটা কে? ;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫২

ভ্রমরের ডানা বলেছেন:

অভিমানী কে?

অভিমানীরা হল কবির কবিতার উৎস। কবিতার সমস্ত দুয়ারে অভিমানীর উজ্জ্বল কিরণ! পাঠকের মনেও অভিমানীদের প্রতিনিয়ত আনাগোনা। এক অভিমানীর প্রেমের জন্যে শত শত শেক্সপিয়ার, রবীঠাকুরের প্রদক্ষিণ! অভিমানী হল একটি স্বত্তা! জাগতিক কিছু নয়!

অনুভবে সাগর থাকলে কবিতা গভীর থেকে গভীরতর হয়ে যায়। লেখাটা আপনার কাছে ভাল লেগেছে জেনে ভাল লাগছে। সত্যি ভীষন অনুপ্রাণিত হয়েছি। পুরো কবিতার অনুভব নিয়েছেন পিয়াসীর পেয়ালায়! অশেষ ধন্যবাদ রইল সামু পাগলা।


বাট কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, এতো পিয়াস এর উৎসটা কে?

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৫১

ডঃ এম এ আলী বলেছেন:


মনে হল অনেক দিন বাদে
একটি ভাল কবিতা দেখলাম
কবিতা পাঠে মুগ্ধ ।
প্রিয়তে রাখলাম ।
আগাগোড়াই লেগেছে ভাল
বরাবরের মত কবিতায় সমুদ্র
আর জল আছে যথারিতি।

অভিমানীর প্রতি উৎসর্গ যতার্থ ।

কবিতাটি পাঠে মনে বাজছে অনেক কথা
এলো মেলো হলেও প্রিয় কবির কবিতা
পাঠে অযাচিতভাবে লিখবই কিছু কথা ।

এত বড় পৃথিবীতে চাওয়ার মত পাওয়ার মত
অনেক কিছুই আছে, কিন্তু মানুষ কতই না অবুজ
সব ভুলে শুধু সেই চাওয়া টুকুই চায় পেতে
আশায় আশায় থাকে একদিন খুব বৃষ্টি হবে
ভালোবাসার মরা ডালে আবার ফুল ফুটবে
হয়ত খানিক উষ্ণতা জন্ম নিবে ।

তবে যাকে যত বেশী ভালোবাসবে সে ততটাই
ভাঙ্গবে বিশ্বাস তাই কাউকে এতটাই ভালোবাসা
ঠিক না যে ভালোবাসার পরিবর্তে সারাটি জীবন
কাঁদায়, আর অবহেলা করে, ভালোবাসার মানুষের
অবহেলা কি কখনো যায় সহা ?

কবিতার কথাগুলোর মত
কবি বলতেই পারে তাকে
যদি কখনো হারিয়ে যাই
ভাবেনা যেন ফাঁকি দিয়েছি
মেঘহীন আকাশের দিকে তাকিয়ে দেখোক
উজ্জ্বল ধ্রুব তারা আমি জলে আছি
শুধু তোমারই জন্যে।


জানুক সে পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্পটা হচ্ছে প্রতারণা
যা একটি নিষ্পাপ মনকে ভেঙে চুরমার করে দেয়
প্রতারণা এমন ভূমিকম্প যা শুধু মানুষের মনের ভিতরে ক্ষতি করে
মানুষের বিশ্বাস ভেঙে চুরমার করে দেয়
আর দু'চোখের সাজানো স্বপ্ন গুলো চোখের জলে বন্যার মত ভাসিয়ে দেয়!

আর সবচেয়ে বড় ক্ষতিটা তারই হয়
যে বুঝে না সে কি হারিয়েছে
এমনি ক্ষনে সে শুধু মেঘে ঢাকা আকাশে
খুঁজে কষ্টের নীল রং
দু:খগুলো চাপিয়ে বুকে করে সুখের ঢং ।

আর দিকে কেও রাত জেগে
রজনীগন্ধাকে গন্ধ আর স্নিগ্ধতা দেয়
কি এক পরশে বদলে দিতে চায় জীবন সুর,
দিতে চায় স্বপ্ন আর কষ্টকে ছুড়ে ফেলে অনেক দূর ।

মনে করে কষ্টের নদী পেরিয়ে একদিন
একে অপরের কাছেই আসবে ফিরে,
বিরহের মেঘগুলো ভাসিয়ে আলোয়
একে অপরে হারাবে মন গভীরে!

যে মানুষটি মনের দিক দিয়ে অনেক ভালো
তার কপালটাই বুজি সবচেয়ে খারাপ
কারন তার সহজ সরল মনটা নিয়ে সবাই
খেলা করে একথা অভিমানীরা বুজেনা বুজেনা।

কাওকে যে ভালবাসেনা তাকে হাজারো
কষ্ট দিয়েও কাঁদাতে পারা যানা না কভু
তবে যদি সে ভালবেসে থাকে তহলে তাকে
একটু কষ্ট দিলে অঝোরে ঝরতে থাকবে
তার চোঁখের জল .............।
জনিনা আপনার কবিতাটি পাঠে
অভিমানীর হয়েছে কি হাল!!

অনেক অনেক শুভেচ্ছা রইল


০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩১

ভ্রমরের ডানা বলেছেন:





প্রেম চারিদিকে আমাদের আশেপাশে এসে পরখ করে যায়। এই অম্বরের জ্যোতি প্রেম। অভিমানীর প্রেমে, যৌবনে উপমহাদেশের যমুনা, মেঘনা, সিন্ধু, রাভি, দামোদর কূলে কত কবি কত প্রেমিক ভেসেছেন ইয়াত্তা নেই। অভিমানীর চোখের সুরমায়, নাকের নথে, চুলের মেঘে, কলাকৌশলে কত ধরিত্রীর সন্তান প্রেমে জর্জরিত ইয়াত্তা নেই।

কবিতার অনুভবে সুপ্রিয় লেখকের এমন অনুভবের দীর্ঘ বহিঃপ্রকাশ পেয়ে ধন্য হলাম। আন্তরিক অভিবাদন রইল!

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৬

ভ্রমরের ডানা বলেছেন: খুব সুন্দর মন্তব্য! ধন্যবাদ রাজীব ভাই!

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: ঠিকই বলেছেন কিন্তু আপনি। আমি গানের ব্যাপার সবসময় বলি, যে আমি গান শুনিনা রীতিমত গান খাই। আপনার কবিতাটাও ঠিক যেন পান করলাম! কবিতা কম পড়ি, কিন্তু যখন পড়ি মন থেকে স্পর্শ করে পড়ি।

পিয়াস এর উৎস অস্পৃশ্য প্রেম! :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২০

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি কবিতা কম পড়েন সেটা আমি জানি। বিরহের কবিতাও নিশ্চয় পছন্দ নয়। তবুও এই অধমের কবিতা পড়েছেন তাতে ধন্য হলাম। তবে সব কবিতা আপনার ভাল লাগবে না। মাঝেমধ্যে বিরক্তিকর কিছু টপিকের আবির্ভাব হবে। আমি লেখালেখি নিয়ে নিরীক্ষা করতে পছন্দ করি। তবে এটা বেশিরভাগ মানুষের ভাল লাগে না। লাগার কোন কারন নেই।


আর অস্পর্শ প্রেম জিনিসটা ধরা যায় না নিশ্চয়। এটা উড়ে বেড়ায় ভাংকুবার থেকে কিয়োটো পর্থন্ত। তাকে নিশ্চয় ছুয়ে ফেলা সম্ভব নয়। তবে অনুভব করা যায় বাতাসের মতন। মিহিরের মতন নেমে আসে বুকের জমিনে ধীরে ধীরে। যত নামে ততই পিয়াস বাড়ে। গ্রেট লেকের থেকেও বড় এই লেক। অনুসন্ধান চালিয়ে যান :)




কবিতা পাঠে ও চমৎকার মন্তব্যে অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইল।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: কেউ কিছু শোনে না, জানে না; বোঝেও না। জগৎটাই এমন নির্মম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩

ভ্রমরের ডানা বলেছেন:



বাস্তবতা বড়ই কঠিন। তবে কবিতার সীমানাজুড়ে বাস্তবতা অত্যন্ত ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়। কবিতার বলয়ে অসম্ভব কিছু নেই। সমস্ত সুধার মন্ত্র কবির কল্পনায়। এখানে কোন নির্মমতা নেই, যা আছে সবি পবিত্র প্রেম।



ভালবাসার জয় হোক!

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪

জাহিদ অনিক বলেছেন: ধ্রুবতারা তুমি বুকেই জ্বলো- কবি ভ্রমরের ডানা'কে পড়লাম এবং তৃপ্তি পেলাম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৮

ভ্রমরের ডানা বলেছেন:



কবি,

ধ্রুবতারাও বুকে নামে। প্রচন্ড ঠান্ডায় হিমালয়ে যেভাবে নামে তুষার কনা। ধীরে ধীরে বাতাসের দোলায় । তেমনই নেচে নেচে মেঘের আব্রু ভেদে ধ্রুবতারার মিছিল নামে কবিতার জমিনে। তারপর অংকুরিত হয়।


কবিতা পড়ে অত্যন্ত তৃপ্তিদায়ক মন্তব্য করার জন্যে অশেষ ধন্যবাদ! নিরন্তর শুভকামনা রইল!

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫২

মিরোরডডল বলেছেন: চমৎকার প্রতিউত্তর করেছেন ।
আসলেই ভালোবাসা এক গভীর অনুভব ।
ভালো থাকবেন ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৪

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ! সামনে আরো কিছু লেখব ভাবছি! আপাতত এটা চাইলে পড়তে পারেন -

কহেন কালপুরুষ

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০২

পদাতিক চৌধুরি বলেছেন:
"ভালোবাসার সবকথা মনে থাকতে নেই।"
বেশ কিছু কথা ভীষণ ভালো লেগেছে।
পোস্টে ভালোলাগা।
শুভকামনা প্রিয় ভ্রমর ভাইকে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৪

ভ্রমরের ডানা বলেছেন:




অশেষ ধন্যবাদ পদাতিক ভাই! লেখাটি ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল। বইমেলায় আপনার সাফল্য কামনা করছি। পরবর্তীতে আমাদের টিপস দিবেন। ভুলবেন না কিন্তু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.